***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Monday, August 25, 2014

৫ মিনিটে তৈরী করে নিন আপনার Standard Format CV !!!!!

সবাইকে আমার সালাম জানিয়ে আজকের লেখা শুরু করছি। অনেকেরই সপ্ন থাকে একটি ভাল জব পাওয়ার, অনেকে সফল হয় আবার অনেকের মন ভেঙ্গে যায়। একটি ভাল জব পাওয়ার পূর্বশর্ত হল ভাল CV উপস্থাপন করা। আপনাকে মাত্র ২-৩ মিনিট এর মধ্য CV এর মাধ্যমে জবদাতাকে ইম্প্রেসস করতে হবে।
যদি আপনার CV ভাল না হয় তাহলে জব পাওয়া তো দুরের কথা, ইন্টারভিউ এর জন্যও ডাকবে না। তাই আপনার প্রথম টার্গেট হতে হবে ভাল একটি  CV উপস্থাপন করা। অনেকেই জানে না CV লেখার ফরম্যাট, তাই ভাল CV ও লেখা হয় না। মুলত এই একটি কারনেই অনেক মানুষ তার সপ্নের জব পায়না। তবে এই সমস্যার সমাধান চলে এল। এখন আপনাকে আর CV লেখার ফরম্যাট জানতে হবে না। শুধু আপনার তথ্য ফর্ম এ টাইপ করে দিলেই অটো তৈরী হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত Standard format CV। বেস হয়ে গেল এখন সাবমিট করার পালা। সাবমিট কিভাবে করে এটাও কি আমাকে বলতে হবে.....................!!!

আপনার CV তৈরী করার জন্য এই সাইট এ জান >>> আমারCV.com
প্রতি বারের মত এবারও বলছি, ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন আর ভাল লাগলে বা আরো কিছু জানতে চাইলে টিউমেন্ট করুন। পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।


Posted By- Zubayer Talukdar (sajib) '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' Website:- www.zubayertalukdar.yolasite.com Facebook address : http://www.facebook.com/zubayertalukdar

No comments: