আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


কেমন
হচ্ছে আমার ফ্লাশ এনিমেশন এর টিউন গুলো জানিনা, তবে চেষ্টায় আছি ভালভাবে
করে যেতে এবং সুন্দর করে বুঝাতে আর বুঝাতে যদি কোন প্রবলেম হয় তাহলে
টিউমেন্ট এ বলে দিবেন।
যাক আজ আর বেশি কথা না বলে শুরু করছি আমাদের মুল
টিউন।
আমরা আজ শিখব কিভাবে লেখার সার্কেল এনিমেশন তৈরি করা যায় তার নিয়মঃ

আমি আমার নামকে সার্কেল অবজেক্ট এর মত করে এনিমেশন করব, আমার নামের প্রথম HOSSIAN এখানে সাত অক্ষর রয়েছে সেজন্য ৭ টি সার্কেল ক্রিয়েট করব।
প্রথমে ১টি তৈরি করুন।
আমি আমার নামকে সার্কেল অবজেক্ট এর মত করে এনিমেশন করব, আমার নামের প্রথম HOSSIAN এখানে সাত অক্ষর রয়েছে সেজন্য ৭ টি সার্কেল ক্রিয়েট করব।

তারপর। ALT+SHIFT চেপে ধরে আরো ৬টি তৈরি করুন। (নাম অনুযায়ী)

এবার আমরা আমাদের সাকের্ল এর মধ্যে মধ্যে HOSSIAN লেখাটি লিখতে হবে তাই, বুঝার জন্য View মেনুতে ক্লিক করে Ruler এ ক্লিক করুন।

এবার মাউস দিয়ে ড্রাগ করে প্রতিটি সাকের্ল এর সাথে গাইডলাইন দিয়ে দিন আমার মত করে। আমাদের সার্কেল গুলো স্থির রাখার জন্য, ১০ নং এ ১টি কি –ফ্রেম এবং ২০ নং আরেকটি কি-ফ্রেম নিয়ে নিব।

তারপর কি –বোর্ড থেকে Delete কি প্রেস করে সার্কেল গুলো ডিলেট করে দিব।

এবার Tool বার থেকে Type Tool সিলেক্ট করে আপনার নাম টি লিখুন এক এক করে।

এবার আমাদের লেখাকে মূল অবজেক্ট এ পরিণত করতে হবে সেজন্য কি-বোর্ড থেকে সবগুলো লেখা SHIFT ধরে সিলেক্ট করে মেনু থেকে Modify>Break Apart ক্লিক করতে হবে তাহলে লেখাটি অবজেক্ট এ পরিণত হবে। এনিমেশন এর জন্য।

এবার আমরা লেখার মধ্যে গ্রাডিয়েন্ট দিতে হলে পছন্দের গ্রাডিয়েন্ট দিয়ে দিন।

এবার আমরা লেয়ার সিলেক্ট করে, নিচের Properties বার Tween বক্স থেকে Shape সিলেক্ট করে দিব।

এবার CTRL + ENTER বাটনে চাপ দিয়ে দেখুন এনিমেশনটি কেমন হয়েছে...।

এভাবে আপনি করুন আরো সুন্দর হবে আপনার টি।
আর এনিমেশন যদি দ্রুত হয় তাহলে কি-ফ্রেম টেনে দিন, তাহলে স্লো ভাবে এনিমেশন টি হবে।

আজ এই পর্যন্ত।
হেটে চলে যাচ্ছি , দেখা হবে আগামী টিউনে!

Posted By- Zubayer Talukdar (sajib) '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' Website:- www.zubayertalukdar.yolasite.com Facebook address : http://www.facebook.com/zubayertalukdar
No comments:
Post a Comment