***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Thursday, August 9, 2018

সফটওয়্যার রিভিউঃ দূর থেকে কম্পিউটার মেরামতে টিম ভিউয়ার পদ্ধতি (Teamviewer)

সফটওয়্যার রিভিউঃ টিম ভিউয়ার (Teamviewer)



ব্লগে আগে নিয়মিত টেকি পোস্ট আসতো। এখন খুব একটা টেকিপোষ্ট পাওয়া যায় না। এখন মানুষ টেকি সম্পর্কে অনেক বেশি জানে সেটাও একটা কারন হতে পারে পোস্ট না আসার। যাইহোক এখন থেকে চেষ্টা করবো নিয়মিত টেকি পোস্ট দেয়ার। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করবো। সফটওয়্যারটির নাম Teamviewer, যা দিয়ে আপনি পৃথিবীর যেকোন স্থান থেকে যেকোন কম্পিউটারকে অন্য যেকোন কম্পিউটারের সাথে সংযুক্ত হয়ে ঐ কম্পিউটারের যেকোন এপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন, ফাইল শেয়ার করতে পারবেন। আসুন তাহলে ধাপে ধাপে জেনে নেই সফটওয়্যারটি কিভাবে আপনার পিসিতে ইন্সটল করবেন এবং কিভাবে কাজ করবেন। 

১। এখানে ক্লিক করুন এবং নিজের ছবিতে চিহ্নিত Download এ ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। 

ডাউনলোড বাটনে ক্লিক করুন


২। ডাউনলোড শেষ হয়ে গেলে এবার সফটওয়্যারটি ইন্সটল করে নিন। 
নিচের ছবিগুলো ভালো ভাবে খেয়াল করুন। 

ডাউনলোড করা ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করুন ও ইন্সটল করা শুরু করুন।


How do you wand to proceed? এর প্রশ্নে install এ ক্লিক করুন তারপর


How do you want to use teamviewer? এর প্রশ্নে  personal/non-commercial use এ ক্লিক করে  accept-finish বাটনে ক্লিক করুন।






৩। ইন্সটল হয়ে যাবার পরে আপনি যে কম্পিউটারের সাথে আপনার কম্পিউটারের সাথে সংযুক্ত করবেন, সেই কম্পিউটারের টিম ভিউয়ার আইডি আপনার টিম ভিউয়ারে টাইপ করে ক্রিয়েট সেশনে ক্লিক করলে আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। অন্য কম্পিউটারের টিম ভিউয়ারে পাশওয়ার্ড দেয়ার ২/১ সেকেন্ডের মধ্যেই আপনি ঐ কম্পিউটারের সাথে যুক্ত হয়ে যাবেন। নিচের ছবিগুলো দেখলে আরো পরিস্কার হবে। 









এবার অন্য কম্পিউটারের যেকোন কিছু আপনি ইউজ করতে পারবেন খুব সাধারনভাবে। তবে মনে রাখবেন টিম ভিউয়ার বন্ধ করে দিলে আপনাকে নতুন করে যুক্ত হতে হলে অন্য কম্পিউটারের আইডি ঠিক থাকবে তবে পাশওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তখন আপনাকে আবার নতুন পাসওয়ার্ড দিয়ে অন্য কম্পিউটারের সাথে সংযুক্ত হতে হবে। 


Posted By- Zubayer Talukdar (sajib) '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' Website:- www.zubayertalukdar.yolasite.com Facebook address : http://www.facebook.com/zubayertalukdar

No comments: