প্রতিটি ল্যাপটপের চার্জিং কর্ডে একটি সিলিন্ডার দেখা যায়; এটি কি এবং কেন থাকে জানেন ?
প্রতিটি ল্যাপটপের চার্জিং কর্ডে একটি সিলিন্ডার দেখা যায়। কখনো কি চিন্তা করেছেন কেন এই সিলিন্ডারটি কেন থাকে? কোনো কারণ ছাড়া যে এই সিলিন্ডার দেয়া হয় এমনটা ভাবার অবকাশ নেই। এই সিলিন্ডারের একটি নামও আছে বটে। একে বলা হয় ফেরিট বিড।