***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Tuesday, August 6, 2013

আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন সহজেই।

Posted By- Zubayer Talukdar (sajib)
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ৮১৯ বার দেখা হয়েছে <<<
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন ,আশা করি ভাল, তাহলে চলুন পোস্ট টি শুরু করি …
download
আমি আজ আপনাদের সাথে ছোট্ট ১ টি টিপস শেয়ার করব জানিনা আপনার কেমন লাগবে বা আপনি ইতিপূর্বে জানেন কিনা?জানলে ভাল আর যদি না জানেন তাহলে জেনে নিন বন্ধুদের সাথে মজা করতে পারবেন!আজকের পোস্ট এর শিরোনামের মাধমেই বুঝতে পেরেছেন আজকের পোস্ট টি পেন্ড্রাইভ নিয়ে।ট্রিক টি হল কিভাবে আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ডে ইমেজ অর্থাৎ ফটো যোগ করবেন।এটা অনেক সহজ কিন্তু তারপরেও এটা সবাই পারে না কিন্তু এখন থেকে পারবেন চলুন শুরু করিঃ-

প্রথমে আপনি আপনার পেন্ড্রাইভ বা মেমোরি তে একটি ফোল্ডার তৈরি করুন তারপর আপনার পছন্দের যে ফটো টি এর বেকগ্রাউন্ড করতে চান তা এর ভিতর রাখুন। এরপর আপনি একটি নোটপ্যাড খুলুন এবং নিচে প্রদত্ত কোডগুলো কপি করে নোটপ্যাডে পেস্ট করুন।
————————————————————————————————————————
[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea_Image=420\Dipu Raihan13.jpg
[.ShellClassInfo]
ConfirmFileOp=0
IconFile=%SystemRoot%\system32\SHELL32.dll
IconIndex=161
———————————————————————————————————————–
এবার সেভ করে নোটপ্যাড থেকে বের হয়ে আসুন।
কোথায় যান?কাজ শেষ হয়নি তোঁ! এবার একটু লক্ষ্য করুন উপরে লাল কালি দেওয়া জায়গার লেখা 420\Dipu Raihan13.jpg এর স্থলে আপনার পেন্ড্রাইভে যে স্থানে ছবি টি রেখেছেন সেই ফোল্ডার ও ছবির নাম দিন।
যেমন ধরুন আপনার পেন্ড্রাইভে রাখা ছবিটির ফোল্ডার নেম হল Rahim আর ছবিতির নাম হল Karim তাহলে আপনি লিখবেন Rahim\Karim.jpg  তাহলেই হবে. এরপর আপনি সেভ করে বের হওার পর নোটপ্যাড টি রিনেম করুন নাম দিবেন desktop.ini (লক্ষণীয় নোটপ্যাড এর .txt এটাকে এখন পরিবর্তন করে .ini দিন) এবার আপনার পেন্ড্রাইভ বা মেমোরি টি রিফ্রেশ দিন দেখুন এর বেকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে।
[উপরে উল্লিখিত কাজগুলো অবশ্যই পেন্ড্রাইভেই করুন না করে থাকলে পেন্ড্রাইভে পেস্ট করে নিন ]
আমার ওয়েবসাইট : www.zubayertalukdar.yolasite.com আমার Facebook address : http://www.facebook.com/zubayertalukdar পরিশেষে সবার সুস্থতা কামনা করছি।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আল্লাহ্ হাফেজ-

No comments: