***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Tuesday, August 6, 2013

ফেইসবুক টাইমলাইনকে দিন প্রফেশনাল লুক (বিশেষ আপডেট)

Posted By- Zubayer Talukdar (sajib) ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ৭২৩ বার দেখা হয়েছে <<<
আসসালামু আলাইকুম , সবাইকে আমার ১০০ তম পোষ্টে স্বাগতম Digital - Click image to download.
আশা করি প্রতিদিনের মত আজকেউ সবাই ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালই আছি । পিসি হেল্পলাইন বিডিতে লেখক্ষ হিসেবে আমার পথ চলা বেশি দিনের না তবে ভিজিটর হিসাবে অনেক দিন হবে


আমি যেভাবে এসেছি এই পিসি হেল্পলাইন বিডিতে তা আপনাদের কাছে শেয়ার করছি একদিন একটা মোবাইল সারভিসিং করতে যাই ঢাকার ফার্মগেট একটি মোবাইলের দোকনে মোবাইল সারতে অনেক সময় লাগবে , তাই বসে রইলাম ঐ দোকান টাতেদোকানের ভিতর একজন কম্পিউটারে কি যেন করছে তারপর খেয়াল করলাম পিসি নাকি জানি শুধু হেল্প নামক একটা ওয়েব সাইট দেখছে লক্ষ্য করলাম আসলে এইখানে বাংলায় অনেক কিছু লিখা আছে তার পড় বাসায়  এসে গুগল মামার কাছে খোজ করলাম কিন্ত আর পাইলাম না কারন  আমি ওয়েব সাইটির নাম ঠিকানা কিছুই জানিনা অনেক দিন পরে কি  যেন একটা  সফটওয়্যারের খোজ করতে গুগলের কাছে গেলাম তার পরেই দেখাম ঐ সফটওয়্যারের নাম সহ বাংলায় অনেক কিছু  লিখা ক্লিক  করলাম  তাতে তারপর  যা হল তা আমি আপনাকে কি ভাবে বুজাব তা বলার ভাষা পাচ্ছিনা কারন আমার কম্পিউটার কিনার আগে থেকেই কম্পিউটার জগতের উপড় কেন যেন একটা বিশেষ টান প্রতিদিন প্রথম আলোর–`কম্পিউটার প্রতিদিন` টা পড়তাম এবং পেপারের ঐ অংশ টুকু কেটে রেখে দিতাম এখনো আমার আছে সেই পুড়নো দিনের প্রথম আলো থেকে কাটা অংশ গুলো আছে তার পড় আর কি বলব পরিচিত হলাম বাংলাদের একটি অন্যতম আইটি বিষয়ক ওয়েব সাইট পিসি হেল্পলাইন বিডি
যাদের জন্য আমরা সবাই একের পড় এক আইটি বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধান পাচ্ছি তাদের জানাই হাজার সালাম ও বুক ভরা ভালবাসা। বিশেষ করে যারা এই সাইটির তৈরির উদ্যেগ গ্রহন করেছিল যেমনঃ- মোঃ রনি মজুমদার ভাই , মোঃ জাকির হোসেন ভাই, খালেদ মাহমুদ খান ভাইতবে এইটা বলতে পারব না যে কার পোষ্ট বেশি ভাল লেগেছে কারন এই পিসি হেল্পলাইন বিডির প্রতিটি লেক্ষকের লেখা থেকেই শিখেছি যদি এই লেক্ষকদের লেখা গুলো না পেতাম তালহে কম্পিউটার নিয়ে আমার কিছু শিখা হতনা এখানে আসার আগে আমি কিছুই জানতামনা এই পিসি হেল্পলাইন বিডির সাথে থেকে শিখছি এবং যা পারি ভাল মন্দ শেয়ার করছি  আমি যত দিন পারি এই আইটি জগৎ নিয়ে থাকব আমি আমার লাইফের সব কিছুতে যুক্ত করেছি কম্পিউটার আমার শিক্ষা জীবনে নিয়েছি এই কম্পিউটার ঢাকায় একটি পলিটেকনিকে আমি কম্পিউটার নিয়ে পড়ছি
IMG_5444
পিসি হেল্পলাইন বিডিতে প্রথম লেখার সময় আকাশ ভাই আমাকে অনেক হেল্প করেছে । কি নিয়ে পোষ্ট লিখব । লিখার উৎস কোথা থেকে পাব ইত্যাদি । এই জন্য আমি তার কাছে চির কৃত্যগ । আমি তাকে এই কম্পিউটার জগৎ নিয়ে অনেক প্রশ্ন করি । প্রায় সময় তাকে বিরক্ত করি এইসব বিষয় নিয়ে । এই বিরক্ত করার জন্য জন্য আমি তর কাছে ক্ষমা চাইছি । তিনি যদি আমাকে গাইড লাইন না দিতেন তাহলে আমার এই ১০০ তমতে পৌছতে পারতামনা । আর বিশেষ করে আমাদের দেশ ছাড়া বাহিরের দেশে অনেকে প্রতিনিয়ত যুক্ত আছেন । যেমনঃ ইন্ডিয়া থেকে আসলাম পারভেজ ভাই , সদুর মালোশিয়া থেকে লিটন হাফিজুর ভাই । লিটন ভাই বাহিরের দেশে থেকেও আমাদের সাথে এই পিসি হেল্পলাইন বিডিতে সব সময় থাকেন । প্রতিটি পোষ্ট আসার সাথে সাথেই ভাল একটি মন্তব্য করেন । এই জন্য তাকে অনেক ধন্যবাদ ।
ভিজিটরদের উদ্দেশ্যে আমার কিছু কথাপিসি হেল্পলাইন বিডিতে আমি এক দিন শুধু আইটি জ্ঞান নিতে আসতাম, তার পর একদিন চিন্তা করে দেখলাম শুধু কি নিব! আমার কাছেও তো আনেক ধরনের টিপস্, সফটওয়্যার আছে যা অনেকের কাজে লাগতে পারেতার পড় থেকে এই প্রিয় ব্লগ পিসি হেল্পলাইন বিডিতে লিখা শুরু করলাম ভিজির ভাইয়ারা আপনি কেন শুধু নিবেন, আপনিও শেয়ার করতে পারেনমানুষের আইটি জগৎতের উপকার করার এক অন্যতম প্রাটফর্ম এই পিসি হেল্পলাইন বিডি আর প্রতিটি পোষ্টের শেষে আপনার পিসি হেল্পলাইন বিডির অথবা ফেইসবুক একাউন্ট দারা মন্তব্য করুন । মন্তব্য করলে লেখকের অনেক ভাল লাগে । এবং লেখার গতি বাড়ে ।
fe


আতি সহজেই ফেইসবুক টাইমলাইনকে দিন প্রফেশনাল লুক✯✯

fff
ছবি গুলো দেখে অবশ্যই বুজতে পারছেন আজকে আমি আপনাদের কি উপহার দিব । হে এইটা ফেইসবুকের প্রোফাইল এবং কাভার ফটো । আপনি এখন অতি সহজেই প্রোফাইল এবং কাভার ফটোতে ব্যবহার করতে পারবেন এমন একটি ছবি । যা মুলত একটি ছবিকে আপনি প্রোফাইল এবং কাভারের ব্যবহার করতে পারবেন । অনেকে হয়তবা ফটোশপ ভাল ভাবে পারেন না ।  যারা ফটোশপ ভাল ভাবে পারেন না তাদের জন্য আমার এই বিশেষ আপডেট পোষ্ট । আপনি এই কাজটি করতে পারেন অতি সহজেই একটি ওয়েব সাইট দারা । নিচে ছবিতে ও ভিডিওতে আমি ভাল ভাবে বুজিয়ে দিচ্ছি ।
নাম্বার অনুজাই প্রতিটি অপশন ভাল ভাবে লক্ষ্য করুন ।
2013-08-04_201832
 এই কাজটি শুরু করার আগে একটা কথা জেনে নিনঃ- এই পক্রিয়া টি করতে আপনাকে অবশ্যই এমন একটি ছবি নির্বাচন করতে হবে যার বাম পাশে ও নিচে আপনার প্রোফাইল ছবিটা থাকে । মানে পুরো ছবিটার মধ্যে বাম পাশের নিচের অংশে যেন আপনার মুখ / প্রোফাইল ছবিটা থাকে । টিপসঃ- প্ররবর্তিতে ছবি তোলার সময় এই কথাটা মনে রাখবেন ।
প্রথমে এখানে ক্লিক করে এই সাইটে প্রবেশ করুন ।
  1.  আপনার কম্পিউটার থেকে ছবি এড করুন ।
  2. আপনি যেকোন লেখা লিখতে চাইলে এই বটনে ক্লিক করতে পারেন ।
  3. সেভ বাটন । (পুরো পুরি নয় )
  4. ছবিকে এদিক ওদিক উপর নিচ করতে পারবেন ।
  5. ছবিটির উপড় যা লেখবেন তা লিখুন। যেমন আমি লিখছি www.pchelplinebd.com
  6. লেখার মধ্যে সেডো ব্যবহার করতে পরেন ।
  7. লেখার ফন্ট বাছাই করতে পারেন ।
  8. লেখায় রং দিতে পারেন ।
  9. ব্যেকগ্রাউন্ড রং দিতে পারেন ।
  10. সব কাজ করার পড় এখন ডাউনলোড করার পলা । এখানে বিভিন্ন অপশন রয়েছে । আমরা ফেইসবুকের টা ব্যবহার করব ।
  11. কভার ফটোটি ডাউনলোড করুন ।(একটু সময় নিবে)
  12. প্রফালইল পিকছার ডাউনলোড করুন ।(একটু সময় নিবে)
এইবার কম্পিউটারে থাকা ডাউনলোড করা ছবি গুলো সতরর্কতার সাথে ফেইসবুকে আপলোড করুন :P
এই কাজটি আরো সহজ ভাবে করতে আছে  ইউটিউব ভিডিও । ভিডিও দেখলে আরো সহজ হয়ে যাবে । ভিডিওটি দেখুন । অথবা এখানে ক্লিক করুন ।


তার পরেও যদি কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন । সমাধন দিব ।
আমার ওয়েবসাইট : www.zubayertalukdar.yolasite.com আমার Facebook address : http://www.facebook.com/zubayertalukdar পরিশেষে সবার সুস্থতা কামনা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। -আল্লাহ্ হাফেজ-

No comments: