হাই! আপনারা কেমন আছেন সবাই! আজ কোনো গেমস নিয়ে টিউন করছি না। আজ একটি দারুণ টিপস দিব। টিপসটি আজ সকালেই জানলাম! জানলাম বললে ভূল হবে, প্রয়োগ করলাম নিজের অবচেতন মনে এবং রেজাল্ট পেলাম ১০০%!!
ফাইল কমপ্রেস এর জন্য আমরা রার এবং জিপ সিস্টেমটি বেশি ব্যবহার করে থাকি। তাই নেট থেকে বড় বড় সাইজের ফাইল যেমন গেমস, মুভি ইত্যাদি রার / জিপ ফরমেটে কমপ্রেস করা থাকে। অনেক সময় ব্যায় করে ডাউনলোড করে যদি দেখা যায় যে ফাইলটি পাসওর্য়াড দেওয়া এবং পাসওর্য়াড এর জন্য কোনো সোর্স নেই তখন মেজাজ চরম হট (!) হয়ে যায়।