***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Showing posts with label password recovary. Show all posts
Showing posts with label password recovary. Show all posts

Thursday, November 30, 2017

এবার .rar এবং .zip ফাইলের পাসওর্য়াড হ্যাক করুন বিকল্প উপায়ে!!!

         হাই! আপনারা কেমন আছেন সবাই! আজ কোনো গেমস নিয়ে টিউন করছি না। আজ একটি দারুণ টিপস দিব। টিপসটি আজ সকালেই জানলাম! জানলাম বললে ভূল হবে, প্রয়োগ করলাম নিজের অবচেতন মনে এবং রেজাল্ট পেলাম ১০০%!!
ফাইল কমপ্রেস এর জন্য আমরা রার এবং জিপ সিস্টেমটি বেশি ব্যবহার করে থাকি। তাই নেট থেকে বড় বড় সাইজের ফাইল যেমন গেমস, মুভি ইত্যাদি রার / জিপ ফরমেটে কমপ্রেস করা থাকে। অনেক সময় ব্যায় করে ডাউনলোড করে যদি দেখা যায় যে ফাইলটি পাসওর্য়াড দেওয়া এবং পাসওর্য়াড এর জন্য কোনো সোর্স নেই তখন মেজাজ চরম হট (!) হয়ে যায়।

Sunday, December 18, 2016

এখন থেকে দেখুন UC Browsers Saved Password সমুহ এবং Save করুন যেকোনো জায়গায়। (How can I view saved password in Uc Browser (PC)

UC Password Recovery is the FREE tool to instantly recover your lost or forgotten website passwords from UC browser

 UC Browser is a free & popular multi-platform web browser offering faster browsing experience with rich GUI interface. Like most of the browsers, it also helps you to remember your website login passwords and stores it in encrypted storage.



UC Password Recovery Tool helps you to quickly & easily recover all these website login passwords stored by UC browser. You can also save all the recovered password list to HTML/XML/TEXT/CSV file for future use.

Saturday, July 27, 2013

Fring-এর registration attempts exceeded সমস্যার সমাধান

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ৪৬৪ বার দেখা হয়েছে <<< আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
বর্তমানে যারা মোবাইলে fring ব্যবহার করে ফ্রী অডিও কিংবা ভিডিও কল করে থাকেন তারা অনেকেই এই “u have exceded allowd no atempts to register your account” সমস্যাটির কারনে এখন আর fring ব্যবহার করতে পারছেন না।
আমি আজ আপনাদেরকে এর একটি সহজ সমাধান দিব। আশা করি পুরো প্রক্রিয়া টা অনূসরণ করলে আপনি এই সমস্যাটি দূর করতে সক্ষম হবেন। যাইহোক কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক।
প্রথম ধাপ(মোবাইল দিয়ে):
প্রথমে আপনার মোবাইলের ব্রাউজার দিয়ে www.fring.com/help -এ ভিজিট করুন। আপনি সেখানে আপনার প্রশ্নটি টাইপ করার জন্য খালি বক্স দেখতে পাবেন। আপনি সেই খালি বক্সে যেকোন ভূল শব্দ টাইপ করুন।
তারপর আপনি “no maches” লিখাটি সেখানে দেখতে পাবেন। এছাড়াও আপনি নিচের লাইনটির মত একটি লাইন দেখতে পাবেন।
“Ask your question by e-mail. now clik on mail icon”
এখন সেখান থেকে মেইল আইকনে ক্লিক করুন। কয়েক সেকেন্ড পরে আপনার সামনে একটি ফরম চলে আসবে।
আপনি সতর্কতার সাথে নিচের বিবৃতি-টি দ্বারা উক্ত ফরমটি পূরণ করুন।
(Sir I have exceeded allowed number attempts to register my fring account
My mobile number is ***.)
[উল্লেখ্য যে, ***এই চিহ্নের মধ্যে আপনার মোবাইল নম্বরটি দিন, যে নম্বরটি দিয়ে আপনি fring এর রেজি: করতে চান।]
উক্ত বিবৃতি-টি টাইপ করা শেষ হলে সাবমিট-এ ক্লিক করুন।
প্রথম ধাপ(পিসি দিয়ে):
উল্লেখ্য যে, যারা মোবাইল ব্যবহার করে এই প্রক্রিয়া করতে সমর্থ না হন, তারা কম্পিউটার ব্যাবহার করে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন।
নিম্নে এ সম্পর্কে বর্ণনা দেয়া হল।
আপনার কম্পিউটারের ব্রাউজার দিয়ে www.fring.com/help -এ ভিজিট করুন। আপনি পেজের নিচের অংশে নিম্নের ন্যায় আপনার প্রশ্নটি টাইপ করার জন্য খালি বক্স দেখতে পাবেন।
আপনি সেই খালি বক্সে যেকোন ভূল শব্দ টাইপ করুন। তারপর নিচের পেজটির মতো দেখতে পাবেন।
এবার “Email” লিখটিতে ক্লিক করুন। নিম্নের ন্যায় একটি ফরম আপনার সামনে ভেসে উঠবে।
এবার উপরের বক্সে নিচের লিখাটি টাইপ করুন।
(Sir I have exceeded allowed number attempts to register my fring account
My mobile number is ***.)
[উল্লেখ্য যে, ***এই চিহ্নের মধ্যে আপনার মোবাইল নম্বরটি দিন, যে নম্বরটি দিয়ে আপনি fring এর রেজি: করতে চান।]
তারপর এভাবে ই-মেইল এড্রেস এর জায়গায় আপনার ই-মেইল এড্রেসটি, ইউজারনেম/ফুল মোবাইল নাম্বার এর জায়গায় আপনি যে নাম্বার টি দিয়ে ফ্রিং রেজি: করতে চান সে নাম্বরটি কান্টি কোড সহ টাইপ করুন। এবং ডিভাইস টাইপে গিয়ে আপনার ডিভাইসটির নাম দিন।
এভাবে ফরমটি পূরণ করা শেষ হলে Send বাটনে ক্লিক করুন।
পরবর্তী ধাপ:
fring হতে পরবর্তী ৮দিনের মধ্যে “to inform u that u can register now” এরকম একটি মেইল আপনাকে সেন্ড করা হবে।
উক্ত মেইলটি পাবার পর আপনার মোবাইলের সেটিংস থেকে নিচের নির্দেশনা অনুসরণ করে fring অপশন-এ যান।
Mobile setting> aplication>manage application>fring
এবার fring and clear data –তে ক্লিক করুন এবং stop চাপুন।
সবশেষে fring ওপেন করে সতর্কতার সাথে নাম্বারটি দিয়ে continue-তে ক্লিক করুন। ব্যাস আপনার fring এর রেজি: সফল হয়ে যাবে।
আপনি এখন থেকে পুনরায় fring এ্যাপ্লিকেশন টি আপনার হ্যান্ডসেটে ব্যবহার করতে পারবেন।
আজকের পোষ্টটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

► ভেঙে ফেলুন ম্যামোরি কার্ডের পাসওয়ার্ড ❢ …হ্যাকারদের জন্য নয় ◄

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ৯,০৭৫ বার দেখা হয়েছে <<<
☢ Password bracking trick Of any Mamory Card

মোবাইলের ম্যামরি কার্ড (Micro SD Memory Card/T-Flash) পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন? বা ম্যামরি কার্ডের হারানো পাসওয়ার্ড পূনরুদ্ধার করুন (Recover) এমন পোষ্টের খোঁজ আমরা তখনি করি যখন, নিরাপত্তার কারণে আমাদের ম্যামরি কার্ডে দেওয়া পাসওয়ার্ডটি হারিয়ে যায়।

এমন পরিস্তিতিতে রীতিমত অসহায় হয়ে কার্ডটি ফ্লাশ দিতে হয়। এতে করে ম্যামরি কার্ডে সংরক্ষিত আমাদের অনেক গুরুত্বপূর্ন তথ্যও চিরতরে মুছে যায়। সেগুলো অনেক সময় শক্তিশালী রিকভারী টুল দিয়েও আর উদ্ধার করা যায়না।

বিষয়টির একটি সহজ সমাধান আছে।

Click Here For More...
Drive-Memory

১. যেকোন সাইট থেকে “File Explorer” অ্যাপটি মোবাইলে ইনষ্ট‌ল (Install) করুন। *পিসি থেকেও লোড দিতে পারেন। তবে অবশ্যই ফোন ম্যামরিতে লোড দেবেন।

2. আপনার পাসওয়ার্ড হারানো ম্যামরি কার্ডটি উক্ত মোবাইলে সংযুক্ত করে কিছু সময় রেখে- পরে বিচ্ছিন্ন করে দিন। *যদি মোবাইল হ্যান্ডসেট থেকে ম্যামোরি কার্ডে পাসওয়ার্ড দিয়ে থাকেন (যেমন নোকিয়া) তবে ঐ সেট ব্যাতীত অন্য কোন হ্যান্ডসেট ব্যাবহার করতে হবে।

৩. এবার “File Explorer” অ্যাপটি চালু করে আপনার ফোন ম্যামোরি (ড্রাইভ C, C:/) ব্রাউজ করে MMCSTORE নামক ফাইলটি খুঁজে বের করুন।

৪. পেয়ে গেলে- সেটিকে রিনেম করে txt ফরম্যাটে নিয়ে যান। (Such as; MMCSTORE.txt)

৫. Then Open this file by using your phone and read. What’re you seeing…

তবে ফাইলটি কম্পিউটারে নিয়েও খুলতে পারেন। ভিতরে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন।

আরো বেশকিছু উপায় এবং কিছু টুল ব্যাবহার করে কাজটি করা যায়। থাক সে কথা। দয়াকরে অন্যকারো ম্যামোরি কার্ড এই উপায়ে খোলার চেষ্টা করবেন’না। কৌশলটি শুধু প্রকৃত ব্যাবহারকারীদের জন্য যারা পাসওয়ার্ড হারিয়ে বিপাকে পরেছেন।

———————————————————————————–

আসছে ঈদের জন্য সবাইকে সুভেচ্ছা।

সবশেষে সালাম জানিয়ে আজকের মত আপনাদের থেকে বিদায় নিচ্ছি…