***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Thursday, November 30, 2017

এবার .rar এবং .zip ফাইলের পাসওর্য়াড হ্যাক করুন বিকল্প উপায়ে!!!

         হাই! আপনারা কেমন আছেন সবাই! আজ কোনো গেমস নিয়ে টিউন করছি না। আজ একটি দারুণ টিপস দিব। টিপসটি আজ সকালেই জানলাম! জানলাম বললে ভূল হবে, প্রয়োগ করলাম নিজের অবচেতন মনে এবং রেজাল্ট পেলাম ১০০%!!
ফাইল কমপ্রেস এর জন্য আমরা রার এবং জিপ সিস্টেমটি বেশি ব্যবহার করে থাকি। তাই নেট থেকে বড় বড় সাইজের ফাইল যেমন গেমস, মুভি ইত্যাদি রার / জিপ ফরমেটে কমপ্রেস করা থাকে। অনেক সময় ব্যায় করে ডাউনলোড করে যদি দেখা যায় যে ফাইলটি পাসওর্য়াড দেওয়া এবং পাসওর্য়াড এর জন্য কোনো সোর্স নেই তখন মেজাজ চরম হট (!) হয়ে যায়।

ঠিক এটাই আমার ব্যাপারেও হয়েছে। ৩ ঘন্টা লাগিয়ে একটি গেম ডাউনলোড করলাম ৬০০ মেগার। ডাউনলোড করে দেখি পাসওর্য়াড প্রটেক্ট একটি রার ফাইল। পাসওর্য়াড এর জন্য একটি সাইটের সুরভাই পূরণ করতে হবে!!
এরপর পিসি তে ছিল রার রিপেয়ার এর একটি প্রিমিয়াম সফটওয়্যার। মাথায় বুদ্ধি আসলো। ট্রাই করলাম! কাজ করলো! হা হা হা হা!
আর কথা না বাড়িয়ে চলুন উদ্ধার করি পাসওর্য়াড দেওয়া রার এবং জিপ ফাইল!!!
স্টেপস:
১। নিচের ডাউনলোড লিংক থেকে এডভান্স রার এবং জিপ রিপেয়ার প্রিমিয়ার সফটগুলো ডাউনলোড করে নিন। রার রিপেয়ার আগে থেকেই প্রিমিয়াম করা আছে শুধুমাত্র জিপ রিপেয়ারটি আগে ডেমো ডাউনলোড করে পরে সিরিয়াল ডাউনলোড করে প্রিমিয়াম করতে হবে।
ডাউনলোড  লিংক:
Zip:
Trial: http://adfoc(dot)us/9890123365004  ((ডট) এর জায়গায় শুধু . দিবেন।)
আমি রার রিপেয়ার দিয়ে দেখাচ্ছি। জিপ রিপেয়ারেও স্টেপস গুলো একই রকম।
২। এডভান্স রার রিপেয়ার প্রিমিয়াম সফটটি ওপেন করুন।
৩। এরপর পাসওর্য়াড দেওয়া রার ফাইলটি সিলেক্ট করুন।
৪। ফাইলটি কোথায় সেভ করবেন তা নির্ধারণ করুন।
৫। এরপর স্টার্ট রিপেয়ার বাটনে ক্লিক করুন।
৬। রিপেয়ার হতে দিন কিছু সময় লাগবে ফাইল সাইজের উপর ভিক্তি করে।
৭। রিপেয়ার শেষ হলে এরকম একটি বার্তা আসবে।
৮। এরপর সেভ করা ফোল্ডারে গিয়ে দেখুন পাসওর্য়াড দেওয়া ফাইলসমূহ রয়েছে!
দারুণ না!!!!
Posted By- Zubayer Talukdar (sajib) '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' Website:- www.zubayertalukdar.yolasite.com Facebook address : http://www.facebook.com/zubayertalukdar

No comments: