***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Showing posts with label *. Show all posts
Showing posts with label *. Show all posts

Sunday, July 14, 2013

নিয়ে নিন ৫০০ Common Password!!!!!

Posted By- Sajib Talukdar '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Password খুবই Important। যেকোন জায়গায় Account খুলতে হলে Password দরকার হয়।অনেকে মনে রাখার জন্য COMMON PASSWORD দিয়ে থাকে। আমার কাছে 500 Common Password আছে। এটি আপনার সংগ্রহে রাখতে পারেন।
File Name: Common Password
Download Link: http://www.mediafire.com/?k3wt5d0pgenncgb
Media Fire Password: atom421k
Size:128Kb
আর কিছু লিখবো না। ভালো লাগলে Comment করবেন।

Monday, June 24, 2013

বাংলা ব্লগিং থেকে আয় করুন ।

বাংলা ব্লগিং থেকে আয় করুন ।

Posted By- Sajib Talukdar
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ১৪৭ বার দেখা হয়েছে <<< আমি জয় পিসিহেল্পলাইন বিডি তে নতুন । আশা করি আল্লাহ্‌ এর অসীম রহমতে ভাল আসেন সবাই । আমি কিন্তু খুব কাচা মানের লেখক । লিখায় ভুল হলে দয়া করে মাফ করে দিয়েন ।
যা হোক , এই ব্লগ এ আমার প্রথম পোষ্টটি তাহলে শুরু করা যাক । আমি ব্লগে লিখসি বেশি দিন হবে না । কিন্তু আমি এই ব্লগ এবং অন্যান্য ব্লগ অনেক দিন ধরে পরে আসছি ।
আমার সব থেকে ভাল লাগতো ইন্টারনেট থেকে আয় এর পোষ্ট গুলো পড়তে । প্রতি দিন নতুন নতুন ব্লগ খুজতাম আর এ বিষয়ে পড়তাম । ১ বছর এভাবে পড়ার পর আমি ভাবলাম , চল শুরু করা যাক । প্রথম শুরুটা হয়েছিলো ডাটা এন্ট্রি দিয়ে । কিন্তু সেখানে পরিশ্রম বেশি টাকা কম তাই ২ মাস করার পর আর করি না ।
আমি এতো দিনে বড় স্বপ্ন দেখা শিখে গেছিলাম । এবার আমি খুজা শুরু করলাম Google Adsence । কারন এটাই বড় কিছু করার বড় প্লাটফর্ম ছিল আমার জন্য । অনেক কষ্ট করলাম গুগলের জন্য । ইংলিশ সাইট থেকে লেখা কপি পেস্ট শুরু করলাম । ভিসিটর বারালাম । যখন ৩ $ হল আমার একাউন্ট টা গুগল কপি রাইট আইন ভাঙ্গার জন্য ডিসেবল করে দিল । এবার আমি পুরো পুরি হতাস । ২ মাস কোন কাজ করলাম না ।
তার পর এক বড় ভাই এফবি লাইক এক কাজ দিল । বড় ভাই বলে মানা করতে পারসিলাম না । এফবি এর কাজ করতে করতে ভাইয়ার সাথে ভাল একটা সম্পর্ক হয়ে গেল ।
তিনি আমাকে ১ম বাংলা ব্লজ্ঞিং করে আয় করার কথা বলল ।  এটাও গুগলের মত কিন্তু যেকোনো ভাষার ব্লগ হলে হবে । মানে আপনার ব্লগ টা  বাংলা তে হলেও তারা অ্যাড দিবে ।
আমি ১ মাস কাজ করি আমনোযগ ভাবে । কারন আগেই গুগল আমাকে মুরগা বানাইসে । ১ মাস পর ১০ ডলার পাই । তাই আপনাদের কেও লিঙ্কটা শেয়ার করলাম ।
এটা কোন রেফারাল লিঙ্ক না । এবং এখানে কোন রেফারাল সিস্টেম নাই ।আমি শুধু আপনাদের উপকার এ আসার জন্য আর নতুন ফ্রীলাঞ্চের দের জন্য পোষ্ট টা করলাম ।
এখানে যান ।
আপনারা এই ব্লগটি একটু ঘেঁটে দেখতে পারেন। আমার অনেক কাজে লেগেছে এই ব্লগটি। আপনাদেরও লাগবে বলে বিশ্বাস করি।

Posted By- Sajib Talukdar
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Monday, May 27, 2013

গ্রামীনফোনের ফ্রি ইন্টারনেট দিয়ে আবার ভিজিট করুন যেকোন ওয়েবসাইট ফুলস্পিডে, অটো ডিসকানেক্ট সমস্যার সমাধান সহ (post 2 of free internet by sajib))

কেমন আছেন সবাই ,

যা যা লাগবেঃ একটি গ্রামীনফোনের সিমকার্ড, একটি পিসি বা ল্যাপটপ ও মডেম
প্রথমে আপনার গ্রামীনফোনের সিমকার্ডটিতে ৩৫ টাকা ফ্লেক্সিলোড করুন এবার p7 টাইপ করে পাঠিয়ে দিন ৫০০০ নাম্বারে , ১৫ দিনের জন্য প্যাকেজ চালু হয়ে যাবে অথবা ১১ টাকায় p10 চালূ করুণ ৭ দিনের জন্য । মনে রাখবেন ঐ সিমে এই ১৫ দিনের জন্য প্যাকেজ চলাকালীন কোন বাড়তি টাকা লোড দিবেন না তাহলে টাকা কেটে নিবে ।
এবার আপনার জিপি মডেম ওপেন করে Tools ক্লিক করুন , এবার Options ক্লিক করুন
FREE net 1
এবার Profile Management ক্লিক করে New ক্লিক করুন ।
FREE NET 2
প্রোফাইল বানান Profile Name দিবেন Gp MMs এবার Static মার্ক করে নিচের মত করে Apn লিখুন gpmms তারপর Access Number *99# দেয়া থাকবে , না দেয়া থাকলে দিয়ে Save ক্লিক করে ওকে ক্লিক করে বের হয়ে আসুন ।
free net 3

এবার আপনার মডেম ওপেন করে Gp Mms দিয়ে Connect করুন ।
free net6

এবার আপনাকে  সফটওয়্যার নিচের লেখায় ক্লিক করে ডাউনলোড করতে হবে,
১। প্রোক্সিমাইজ – সাইজ ২,৫০ মেগাবাইট,
২। অটো ডায়ালার – সাইজ ২০৫ কিলোবাইট। Windows Xp

৩। অটো ডায়ালার – সাইজ ২০৫ কিলোবাইট। Windows 7

সফটওয়্যারটি ডাউনলোড করুন,আনজিপ করুন, এটি পোর্টেবল সংস্করণ তাই সরাসরি প্রোক্সিমাইজ আইকনে ক্লিক করে প্রোগ্রামটি রান করুন।
সফটটি ওপেন করলে সিরিয়াল চাইবে।


উপরের দিকে নতুন প্রোফাইল বাটনে ক্লিক করুন।


একটি ডায়ালগ বক্স আসবে। এখানে এডড বাটনে ক্লিক করুন।


এখানে এড্রেস বারে লিখুন 10.128.001.002 এবং Port বক্সে লিখুন 8080 , প্রোটোকল HTTPS  নির্বাচন করে OK বেরিয়ে আসুন।


এরপর প্রোগ্রামটি মিনিমাইজ করে অটো ডায়ালার সফট টি ওপেন করুন।

এরপর অটো ডায়ালার সেটিং করতে হবে।


অটো ডায়ালার:
এই সফটওয়্যারটির মাধ্যমে নেট বিচ্ছিন্ন হবার সাথে সাথে আবার অটো কানেক্ট হয়ে যাবে। এজন্য আপনাকে প্রথমে প্রোক্সিমাইজ সফটটি চালু রেখে অটো ডায়ালার চালু রাখতে হবে, মিনিমাইজ করে রাখতে পারেন ব্যবহারের সময়  ।

ব্যাস! এবার আপনার পিসিতে যেকোনো ব্রাউজার দিয়ে নেট ব্রাউজিং করতে থাকুন।
কাজ হলে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না ও কোন সমস্যা হলে বা ভাল লাগলে কমেন্টস করবেন অবশ্যই ।

কিছু অংশের জন্য pc helpline bd  কাছে কৃতজ্ঞ
for more visite www.zubayertalukdar.yolasite.com

জিপি তে Disconnected সমস্যার কিছুটা সমাধান নিন + ব্রাউজ all website ফ্রীতে **



জিপি তে Disconnected সমস্যার কিছুটা সমাধান নিন + ব্রাউজ all website ফ্রীতে **


প্রিয় ভিজিটর ভাইয়েরা এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? ভাল থাকেন সেটাই আশা করি। তাই যদি সাধ্য থাকে তাহলে আপনাদের সমস্যা দূর করার চেষ্টা করি এবং নিজে যা জানি তা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি।
Note: আমার লেখার কিছু অংশ বিভিন্ন ওয়েবসাইট থেকে কপি করা হয়েছে। আর লেখাতে কোনও কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
অনেকেই তো জিপি তে কিভাবে ফ্রী ইন্টারনেট চালাতে হয় তা জেনে গেছেন, [না জানলে see nex post]
কিন্তু অনেকের সমস্যা হচ্ছে এভাবে কানেক্ট করলে ৪-৫ মিনিট পর পর disconnect হয়ে যায়। আমি আপনাদেরকে একটা সফটওয়্যার দিচ্ছি যার মাধ্যমে disconnect হওয়ার ২-৩ সেকেন্ডের মধ্যেই আবার কানেক্ট হয়ে যাবে। আপনাকে আর বারবার কানেক্ট করতে হবে না। তখন আপনাকে শুধু unloaded পেজ লোড দিলেই হবে।

Download here



***
এসব সাইট এ গিয়ে আপনি অন্যান্য ওয়েবসাইটও ভিজিট করতে পারবেন যেগুলো https অর্থাৎ secure browsing সাপোর্ট করে না।
***

এভাবে আপনি যে কোনও ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। যেমন: google.com https সাপোর্ট করে না। আপনি এড্রেসবারে https://google.com লিখে ট্রাই করে দেখতে পারেন, পেজ লোড হবে না।
কিন্তু আপনি
https://unblocker.me তে
গিয়ে পেজের নিচের বক্সে লিখলেন google.com & go তে ক্লিক করবেন। কিছুক্ষনের মধ্যে গুগল মামা লোড হয়ে যাবে। এভাবে https সাপোর্ট করেনা এমন প্রায় যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। তবে অবশ্যই নিচের দেওয়া একটা ssl সাইট কাজ না করলে অন্যটা ট্রাই করবেন।
[না বুঝলে কমেন্ট করুন..]
Must use https:// then ssl website address..
1. https://sslbrowser.com/ **
2. https://faceofliberty.com/
3. https://daveproxy.co.uk/
4. https://unrestrict.com/
5. https://vidproxy .com
6. https://surfwecan.net/
7. https://proxyssl.info/
8. https://proxyweb.net/ **
9. https://zacebook .com

10. https://kproxy.com/
11. https://megaproxy.com/freesurf/
12. https://unblocker.me/ ***
13. https://sslproxyserver.net/
14. https://blessmyass.com/
15. https://safearena.net/
16. https://europroxy.org/
17. https://vtunnel.com/
18. https://pxvpn.com/
19. https://happytunnel.com/
20. https://fiberproxy.net/
21. https://proxite.net/
22. https://freeproxy.tk/
23. https://unlockit.cc/
24. https://proximize.me/
25. https://sslpro.org/
26. https://ssl-proxy.my-addr.com/
27. https://sslprivateproxy.com/
28. https://scusiblog.org/
29. https://proxyweibo.com/
30. https://xeronet-proxy.net/
31. https://proxyssl.org/
32. https://proxy-server.at/
33. https://4freeproxy.com/ ***
thanks for reading.
Wait, more post is coming..

Sunday, March 31, 2013

প্রযুক্তি বাজারের সাপ্তাহিক আপডেট।

আসসালামু আলাইকুম,
আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আর নিয়মিত সবার প্রতি আমার প্রীতি ও শুভেচ্ছা রইলো। প্রতি সপ্তাহে আপনাদের জন্য পোস্ট করছি। অর্থাৎ আজ দেবো প্রযুক্তি বাজারের সাপ্তাহিক আপডেট। অবশ্যই যারা কম্পিউটার বা যন্ত্রাংশ কিনবেন তাদের তো ১০০% কাজে লাগবে সাথে প্রযুক্তি বাজারের কিছুটা ধারণাও দিতে পারবো।
( অবলম্বন- প্রথম আলো

 || শুক্র ও শনিবার বেচাকেনা হয়েছে ভালো ||

 

প্রসেসর:
  • ইন্টেল কোর আই-৩ (৩.৩০ গি.হা) ১০ হাজার ৪০০ টাকা। ইন্টেল সেলেরন ১.৮ গি.হা দুই হাজার ৫০০; ইন্টেল কোর আই-৫ ৩.২ গি.হা. ১৮ হাজার; কোর আই-৭ ও ৩.৪ গি.হা. ২৮ হাজার টাকা। পেন্টিয়াম ডুয়াল কোর-৩ ২.৭ গি.হা. পাঁচ হাজার; ওপেন কোরআইথ্রি ৩.৮০ গি.হা. নয় হাজার ৭০০ টাকা।
===================================================================
মাদারবোর্ড:
  • গিগাবাইট জিএ৪১এমটি-ডি৩ চার হাজার ৯০০; জি৪১এমকমবো চার হাজার ৯০০; এইচ৬১এম পাঁচ হাজার; জিএ-জেড৬৮এম ১১ হাজার ২০০টাকা। ইন্টেল ডিজি৬১ডব্লিউভি  চার হাজার ৯০০; জি৪১এম চার হাজার ৪০০ টাকা। ফক্সকনএইচ৫৫এমএক্সভি পাঁচ হাজার ২০০; জি-৪১এমএক্সই তিন হাজার ৭০০; জি৪১এমডি চার হাজার টাকা।
===================================================================
র‌্যাম:
  • ডিডিআর-৩ অ্যাপাসার ২ গি.বা এক হাজার ২০০ টাকা। এডেটা ২গি.বা এক হাজার ৩৫০ টাকা। ট্রানসেন্ড ২ গি.বা এক হাজার ৫০০ টাকা। ডিডি আর-২ ট্রানসেন্ড ২ গি.বা. দুই হাজার ৭০০ টাকা। এডেটা ৪ গি.বা দুই হাজার ৭০০ টাকা। অ্যাপাসার ৪ গি.বা দুই হাজার ৫০০ টাকা।
===================================================================
হার্ডডিস্ক ড্রাইভ:
  • ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি.বা. পাঁচ হাজার ১০০ টাকা। হিটাচি ৫০০ গি.বা পাঁচ হাজার; ১ টেরাবাইট সাত হাজার ৭০০ টাকা।
===================================================================
এলসিডি মনিটর:
  • স্যামসাং ১র্৭র্ নয় হাজার; ২র্৪র্ ২৩ হাজার ৫০০ টাকা। ফিলিপস ১৮.র্৫র্ আট হাজার ২০০ টাকা। ডেল ১র্৭র্ নয় হাজার ১০০ টাকা। এলজি ১৮.৫র্ র্ সাত হাজার ৫০০; ২০র্ র্ ১০ হাজার ৭০০; আসুস ১র্৭র্ নয় হাজার ৩০০ টাকা।
===================================================================
এলইডি মনিটর:
  • স্যামসাং ১৮.র্৫র্ আট হাজার টাকা; ২র্৭র্ থ্রিডি ৬৪ হাজার টাকা।
===================================================================
গ্রাফিকস কার্ড:
  • গিগাবাইট এইচ ডি-৬৫৭০ ১ গি.বা. ছয় হাজার ৩০০, গিগাবাইট ৫৪৫০ ৫১২ মে.বা. তিন হাজার টাকা। আসুস ৫১২ মে.বা. তিন হাজার টাকা। এক্সএফএক্স এইচডি৫৪৫০ ১ গি.বা. চার হাজার টাকা।
===================================================================
ডিভিডি রাইটার/রি-রাইটার:
  • স্যামসাং ২৪এক্স এক হাজার ৬০০ টাকা। আসুস ২৪এক্স এক হাজার ৮০০ টাকা। লাইট-অন ২৪এক্স এক হাজার ৭০০ টাকা।
===================================================================
কেসিং:
  • স্পেস এক হাজার ৯০০ থেকে তিন হাজার ৫০০ টাকা। ডিলাক্স দুই হাজার ২০০ থেকে তিন হাজার ৫০০ টাকা। গিগাবাইট এক হাজার ৮০০ টাকা। মারকারি এক হাজার ৭০০ টাকা।
===================================================================
মাউস:
  • এফোরটেক ৩০০ থেকে দুই হাজার ২০০ টাকা। লজিটেক ৩৫০ থেকে দুই হাজার ৭০০ টাকা। ডিজিটেক ১৫০ থেকে ২০০ টাকা।
===================================================================
কি বোর্ড:
  • ২০০ থেকে দুই হাজার ৮০০ টাকা। মাল্টিমিডিয়া ৫৫০ টাকা।
===================================================================
স্পিকার:
  • মাইক্রোল্যাব (২:১) এক হাজার ৫০০ থেকে তিন হাজার ৬০০ টাকা। ক্রিয়েটিভ এসবিএস (২:১) এক হাজার ৮০০ থেকে পাঁচ হাজার। এলটেক লেনসিং দুই হাজার ৫০০ থেকে ২০ হাজার টাকা।
===================================================================
পেনড্রাইভ:
  • ট্রানসেন্ড ৪ গি.বা ৫৫০; ৮ গি.বা ৬০০; ১৬ গি.বা ৯৫০ টাকা। অ্যাপাসার ৪ গি.বা. ৫০০; ৮ গি.বা ৬০০ টাকা। এডেটা ৪ গি.বা ৪৫০; ১৬ গি.বা ৯০০ টাকা। বেলকিন ৪ গি.বা ৪০০; ৮ গি.বা ৬০০; ১৬ গি.বা ৯০০ টাকা।
===================================================================
জিপিআরএস মডেম:
  • মোবিডেটা ইডিজিই ১০০ইইউ দুই হাজার ৭০০; এইচএসডিপিএ ১০০এইচইউ তিন হাজার ১০০ টাকা। টেকনো টিএম০০৮ তিন হাজার ৬০০ টাকা।
===================================================================
টিভি কার্ড:
  • এভারমিডিয়া ইন্টারনাল তিন হাজার ৫০; এক্সটারনাল ডব্লিউ৭ চার হাজার ৫০০ টাকা। রিয়েলভিউ এক হাজার ৭০০ টাকা। গেটমি-স্পিড এক হাজার ৭০০ টাকা।
===================================================================
প্রিন্টার:
  • ক্যানন পিক্সমা এমপি-২৮৭ ছয় হাজার ১০০ টাকা; এলবিপি-৩৩০০ ১১ হাজার ৪০০। এইচপি ডি-১৪৬০ দুই হাজার ৮০০ টাকা। এইচপি লেজার পি-১১০২ আট হাজার টাকা। এপসন এম-১২০০ সাত হাজার ২০০ টাকা। ব্রাদার এইচএল ৫৩৪০ডি ১৬ হাজার ৭০০ টাকা। স্যামসাং এমএল ১৮৬৪ (লেজার) ছয় হাজার ৯০০।
===================================================================
বহনযোগ্য হার্ডডিস্ক:
  • ট্রানসেন্ড ৩২০ গি.বা চার হাজার ৮০০; ৫০০ গি.বা পাঁচ হাজার ২০০; ৬৪০ গি.বা ছয় হাজার ৫০০, ১ টেরাবাইট আট হাজার টাকা। ওয়েস্টার্ন ডিজিটাল ৩২০ গি.বা চার হাজার ৮০০; ৫০০ গি.বা ছয় হাজার ২০০ টাকা; ১ টে.বা. আট হাজার ৫০০ টাকা।
===================================================================
ইউপিএস:
  • ডিজিটেক ৬৫০ ভিএ দুই হাজার ৯০০ টাকা; ৮০০ ভিএ তিন হাজার ৩০০ টাকা ১২০০ ভিএ পাঁচ হাজার ২০০ টাকা, ১০০০ ভিএ ছয় হাজার ৬০০ টাকা, ১০ কেভিএ এক লাখ পাঁচ হাজার টাকা।
===================================================================
===================================================================
->>গত সপ্তাহে দুই দিন হরতালের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ঢাকার বিসিএস কম্পিউটার সিটি আজা রোববার খোলা থাকবে। বিক্রেতারা জানান, শুক্র ও শনিবার ক্রেতাদের ভিড় তুলনামূলকভাবে ভালো থাকায় বেচাকেনা ভালো।
->>এই দাম-দর ঢাকা শহরের বাজার কম্পিউটার থেকে নেওয়া। আপনি যদি অন্য জেলার হয়ে থাকেন, তাহলে দাম সর্বোচ্চ ১০০ টাকা বেশি হতে পারে। আর সম্পূর্ণ পুরো কম্পিউটার কেনার ক্ষেত্রে সংযোজন খরচ ও সার্ভিস চার্জ যুক্ত হবে।
===================================================================
যেকোনো সমস্যায় comment করতে ভুলবেন না। ভাল-মন্দ-খারাপ যেমনই লাগে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ।
===================================================================
ফেসবুকে সবার LIKE আশা করছি —  https://www.facebook.com/zubayer.talukdar
ফ্যান পেজে LIKE  দিয়ে আমাদের নতুন পোস্টের লিংক এবং তথ্য ফেসবুকে পাবেন।

—–ভালো থাকুন – সুস্থ থাকুন——
sajibtcc.20m.com  সাথে থাকুন
————আল্লাহ্‌ হাফেজ————