***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Showing posts with label PC. Show all posts
Showing posts with label PC. Show all posts

Saturday, February 11, 2017

Browse free internet by your Digital Satellite Receiver in Your laptop/pc

Hi, 

Before reading this, note that recent happenings in various parts of the world are directing all of mankind towards a certain awareness. Jesus is due to return very soon, and whatever amends remain for every earthman to make in reconstructing our lives towards a genuine commitment to Jesus and His saving grace, this moment would be most appropriate to activate such a process.

Sunday, December 18, 2016

এখন থেকে দেখুন UC Browsers Saved Password সমুহ এবং Save করুন যেকোনো জায়গায়। (How can I view saved password in Uc Browser (PC)

UC Password Recovery is the FREE tool to instantly recover your lost or forgotten website passwords from UC browser

 UC Browser is a free & popular multi-platform web browser offering faster browsing experience with rich GUI interface. Like most of the browsers, it also helps you to remember your website login passwords and stores it in encrypted storage.



UC Password Recovery Tool helps you to quickly & easily recover all these website login passwords stored by UC browser. You can also save all the recovered password list to HTML/XML/TEXT/CSV file for future use.

Tuesday, October 25, 2016

যারা Clash of Clans খেলেন তাদের জন্য সুখবর।


আসসালামু আলাইকুম বন্ধু গণ আশা করি আপনারা আল্লাহ্‌র রহমতে ভালই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল লাগবে   
কোন ভুল হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন এডমিন ভাইয়া।
.
আমি নিয়ে এলাম আপনাদের জন্য সহজ একটা পদ্ধতি যা দিয়ে আপনি Unlimited Gems,Gold Coin And ElIxir পেতে পারেন
.
এবং আপনার নাম কয়েক বার চেঞ্জ করতে পারবেন।এটার জন্য রুট করা লাগে না।
.
এটা ১০০% সিউর এটা অনেক কষ্ট করে আমি Youtube থেকে দেখে বের করেছি।

গ্রামীনফোনে এবং এয়ারটেলে ফ্রি ইন্টারনেট ব্রাউজ করুন PD Proxy দিয়ে। এত সহজে আনলিমিটেড পাওয়ার চান্স কেউ মিস করবেন না।


  ফ্রী ইন্টারনেট ব্রাউজিং এর অনেকগুলো ট্রিক্স রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল- IP hide করা, proxy server এবং port চেঞ্জ করা, বিভিন্ন VPN service ব্যবহার করা ইত্যাদি।
প্রথম দুই পদ্ধতির কিছু অসুবিধা রয়েছে। যেমনঃ আপনি https সাইট এ ধুক্তে পারবেন না, ভাল স্পীড পাবেন না, বড় ফাইল নামাতে পারবেন না। এছারাও বড় সমস্যা হচ্ছে যে আপনার ইন্টারনেট সেবাদাতা কোম্পানি যেকোনো সময় ওইসব IP ও port ব্লক করে দিতে পারে।
আমি তাই শেষের টা নিয়ে আলোচনা করব আজকে। 

Saturday, November 29, 2014

নিয়ে নিন KM Player এর একদম নতুন Update ভার্সন 2015 – And KM Player Sidebar Ads Remove Solution !!


AjkerDeal.com | Surprise. Everyday
আজ কাল বেশিরভাগ মানুষই  KM Player Use করে থাকে। কারন অনেক বড় থেকে বড় Resulation এর ভিডিও নিমিশেই চলে এই ভিডিও প্লেয়ারটি তে  !  তাই যারা KM Player এর প্রেমিক তাদের জন্য নিয়ে এলাম একদম নতুন Update ভার্সন । এই  KM Player এ রয়েছে নতুন স্কিন ...ও আলাদা স্টাইল এর সব  সেটিং !!!!

Tuesday, October 28, 2014

ফেসবুক হ্যাক করুন একটু বুদ্ধি খাটিয়ে Without Fishing


Techshop Bangladesh is an online eCommons shop that sells the bits and pieces to make your electronics projects possible and mak
ফেসবুক হ্যাক করুন একটু বুদ্ধি খাটিয়ে হ্যাক হবেই বুদ্ধি খাটা টে পারলে…
ফেসবুক হ্যাক করার অনেক
উপায় আছে তার মধ্য
আমি একটি ছোট উপাই
নিয়া টিউন করলাম
ভিক্তিম এর ইমেইল এড্রেস এ
এমন করে একটি ইমেইল করুন
যদি ভিক্তিম বোকা হয়
তবে হ্যাক হবে ১০০%
নিশ্চিত ইমেইল করার নিয়ম
টি নিচে দিলাম
facebook hacking tips by Rockreyad
Dear (Victims name),
This is to inform you that we are going to
deactivate your account in
15 days because you have not followed our
terms and rules while using
your Facebook account. We found that your
Facebook account is not
following our rule 5.A.1 which is listed in
our Content Guidelines.
To reactivate your account, please change
your password to 12345678.
Please keep up your password as
3d8Aj4Fn for at least a week so that we
can verify your ownership.
Thank you.
আর বিক্তিম
কে বোকা বানাতে হলে
অবশ্যই ভালো কুনো ইমেইল
এড্রেস থেকে মেইল
পাথাতে হবে তাই নিচের
ওয়েব এড্রেস
গুলো থাকে ইমেইল পাঠান
http://www.sendanonymousemail.net/
http://deadfake.com/
http://www.anonymailer.net/
http://emkei.cz/
ফেসবুক হ্যাক এর আর অনাক
উপায় আছে কিন্তু
এগুলো নিয়া tunes
করলে অনাক
ক্ষতি হইয়া জাইব ।
এই টিউনটি আমি http://www.tipsad.com থেকে কপি করছি

Posted By- Zubayer Talukdar (sajib) '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' Website:- www.zubayertalukdar.yolasite.com Facebook address : http://www.facebook.com/zubayertalukdar

Monday, August 25, 2014

এসো, কোড লিখি। কোডিং করতে শিখি।

এসো, কোড লিখি। কোডিং করতে শিখি।

বিল গেটস, যে টানা ২১ বারের মত বিশ্বের সেরা ধনী হিসেবে ছিলেন। শুরু করেছেন কোডিং দিয়ে। প্রোগ্রামিং দিয়ে। ১৩ বছর বয়স থেকে শুরু করেছিলেন। খুব ছোট ছোট কোড লেখা শুরু করেছিলেন, যেমন Tic-tac-toe। এরপর আস্তে

Monday, September 23, 2013

জিপি কে বাশ দিতে পারছেন না আপনার এন্ড্রুয়েড জেলিবিন 4.2.2 দিয়ে Symphony Xplorer W85, Symphony Xplorer W82, Symphony Xplorer W35, Symphony Xplorer W68, Symphony Xplorer W60, Symphony Xplorer W71, Symphony Xplorer W70, Walton Premo F2, Walton Premo D2, Walton Premo C2

Posted By- Zubayer Talukdar (sajib) ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>পোস্টটি ২৯৩ বার দেখা হয়েছে<<
জিপি কে বাশ দিতে পারছেন না আপনার এন্ড্রুয়েড জেলিবিন 4.2.2 দিয়ে? তাহলে টিউনটি আপনার জন্য

Wednesday, August 7, 2013

.com Domain নিয়ে নিন মাত্র ৫০০/-

Posted By- Zubayer Talukdar (sajib) ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ১৯০ বার দেখা হয়েছে <<<
আসসালামু আলাইকুম ! যারা Domain কিনতে ইচ্ছুক, তাদের জন্য সুখবর,  আপনারা মাত্র ৫০০/- টাকায় পাবেন .com Domain &  Renewal price ৭৫০ টাকা পতি বছর।

Wednesday, July 31, 2013

আপনার কম্পিউটার কে ১ ক্লিক এ পরিষ্কার করে ফেলুন স্পিড বাড়ান ও ব্যাবহার করার নিয়ম।

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''\
>>> এই পোস্টটি ১,০১০ বার দেখা হয়েছে <
CCleaner Professional+Business Edition New v 4.04.4197
আজই আপনার কম্পিউটার এর স্পিড বাড়ান ১০০% গ্যারান্টি CCleaner আমার দেখা সবথেকে ভালো একটি সফটওয়্যার এই সফটওয়্যার ব্যাবহার করে আপনি আপনার কম্পিউটার এর সমস্ত আবর্জনা পরিষ্কার করতে পারবেন মাত্র ১ ক্লিক করে নিচে ব্যাবহার দিলাম ।আগে সফটওয়্যার টা ডাউনলোড করে নিন
ডাউনলোড লিঙ্ক

এইচএসসি পরীক্ষার রেজাল্ট জানুন THIS ওয়েবসাইট থেকে ।

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ৪,৫৭৬ বার দেখা হয়েছে <<<
বাংলাদেশ সরকারের ওয়েবসাইট গুলো নিম্নমানের হওয়াতে অল্প চাপেই সার্ভার ডাঊণ হয়ে যায়, এইচএসসি পরীক্ষার রেজাল্ট এই পোস্ট থেকেই আরামসে পেতে পারেন অথবা jSC,SSC ও Hsc পুরনো ফলাফল গুলো আবারো চেক করে নিতে পারেন ।

Tuesday, July 30, 2013

IDM এর মতোই বেছে নিন বিকল্প একটি ভালোমানের ভিডিও ডাউনলোডার! কীজেন-প্যাচ ফাইল-রেজি: প্রয়োজন নাই!! ১০০% ফাস্টেড গতিসম্পূর্ণ

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ০ বার দেখা হয়েছে <<<
images.jpegdd
সবাইকে সালাম ও মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন।  আসলে নানাবিধ ব্যস্ততার কারনে ইচ্ছা থাকা স্বত্তেও নিয়মিত পোস্ট করা সম্ভব হয়ে উঠছেনা। তদুপরি ভিজিটর বন্ধুদের সাথে আড্ডা বলে একটি কথা আছে। সুতরাং ব্যস্ততা থাকা স্বত্তেও একটু-একটু পোস্ট করছি। সেই সূত্র হিসাবে আজকের পোস্টিও এর ব্যতিক্রম নই।   
কাজের সূত্রের প্রয়োজনে বিশেষ করে যারা ইন্টারনেট জগতের সাইট থেকে বিভিন্ন ফাইল ডাউনলোড করেন তারা বিভিন্ন থার্ডপার্টি ইউটিলিটির সাহায্য নিয়ে থাকেন। আর নিবেন না কেন? কারন, ব্রাউজার সফটওয়্যারে যে ডাউনলোড প্লাগইন সংযুক্ত থাকে তা তেমন কাজের নই। বিশেষ করে ডাউনলোডের গতি অনেক ধীর সম্পন্ন। তাই অনেকেই বিভিন্ন রকম ডাউনলোড ইউটিলিটি সফট: ব্যবহার করে থাকি যেমন- IDM, Download accelerator plus, Orbit downloader, Flash get ইত্যাদি। তবে এর মধ্যে সবচেয়ে বেশী পরিচিত এবং ব্যবহারকারীর দিক দিয়ে খ্যাত হচ্ছে- IDM তথা Internet download Manager.

সিম্বিয়ান মোবাইল দিয়ে আপনার পছন্দের নাম্বারে অফুরন্ত মিসকল দিন

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ৯২ বার দেখা হয়েছে <<<
সুপ্রিয় ভাই ও বোনেরা, সালাম নিবেন। আশাকরি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন। আজ আমি আপনাদেরকে ছোট একটি সফটয়ারের সাথে পরিচয় করিয়ে দেব যেটি আপনার পছন্দের নাম্বারে যত খুসি তত মিসকল দেবে নিজে নিজে। সফটয়ারটির নাম Jeer. এই সফটয়ারটি চালানোর জন্যে পাইথন ইন্সটল করা থাকতে হয়। তাই সফটয়ারটি আপনার দরকার হলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন। তিনটিই ডাউনলোড করুন।

১. http://lifebd.tk/download-41-d1fa64b2b16e9561a9e1/PythonForS60_1_4_3_3rdEd.SIS

২. http://lifebd.tk/download-41-df198de7122c5c6ed96b/PythonScriptShell_1_4_3_3rdEd.SIS

৩. http://lifebd.tk/download-41-3ab82771f4713ba5a8d4/Jeer.v1.01%28AutoMSCaller%29.sis

কার্যপ্রণালী:
১. পর্যায়ক্রমে তিনটি সফটয়ার ইন্সটল করুন(প্রথমে ১ নং পরে ২ নং তারপর ৩ নং)।
২. Jeer ওপেন করুন।
৩. Option >Setting> Set dialing number এ পছন্দমত নাম্বার বসান।
৪. আবার Option >Setting> Set Count এ যত বার মিসকল দিতে চান তা বসান।
৫. এবার Option > Start Dialing চাপলেই মিসকল দেয়া শুরু করে দিবে।

উইন্ডোজ ৮ এর জন্য নিয়ে নিন অসাধারণ ডেক্সটপ গ্যাজেটস Gadget Pack!!!

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ৩৩৮ বার দেখা হয়েছে <<<
আসসালামু আলাইকুম,
উইন্ডোজ ৮ এরে যেমন স্টার্ট বাটন নেই, তেমনি আরেকটা জিনিসও নাই!!! আর সেটা হল- Desktop Gadgets ! ঠিক জানা নেই যে, আপনারা ক’জন এ বিষয়ে খেয়াল করেছেন। তবে উইন্ডোজ ৭ এর মত হুবাহুব  গ্যাজেটসগুলার স্বাদ নিতে পারবেন উইন্ডোজ ৮ টেও। উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা গ্যাজেটসগুলার মজা নিবে আর উইন্ডোজ ৮ ব্যবহারকারী বসে বসে  কচুকলা খাবে! তা কখন কি হতে পারে??? তাই উইন্ডোজ ৮ ব্যবহারকারীদের জন্য এনেছি অসাধারণ ডেক্সটপ গ্যাজেটস (Gadget Pack!!!)। সাইজ মাত্র-১১ এমবি। :)

Gadgets

Windows8 Gadget Pack:
এটিকে সফটওয়্যার বললে খারাপ লাগে! কারণ এটি  ইন্সটল করলেই উইন্ডোজ ৭ এর মত উইন্ডোজ ৮ এ ডেক্সটপ গ্যাজেটস Enable হয়ে যাবে। সাধারণভাবে, এই ডেক্সটপ গ্যাজেটস প্যাকেজে থাকছে রেডিমেড ২৬ টি অসাধারণ ডেক্সটপ Gadgets . নিচে এই ডেক্সটপ গ্যাজেটসগুলার লিস্ট দেওয়া হল—–
1. ঘড়ি (Clock)
2. ক্যালেন্ডার (calendar) SIdebar-3
3. অল সিপিইউ মিটার (All CPU Meter)
4. অ্যাপ লাঞ্চার (App Launcher)
5. ৭ সাইডবার (7 Sidebar)
6. অ্যাজেন্ডা ক্যালেন্ডার (Agenda calendar)
7. ক্লিপবোর্ড (Clip Boarder)
8. কন্ট্রোল সিস্টেম (Control System)
9. সিপিইউ মিটার (CPU Meter)
10. কারেন্সি (Currency)
11. ড্রাইভ ইনফো (Drive Info)
12. ড্রাইভস মিটার (Drives Meter)
13. ফীড হেডলাইনস (Feed Headlines)
14. গ্লাস সিপিইউ মনিটর (Glassy CPU Monitor)
15. গুগল মেইল (Google Mail)
16. মিনি রেডিও (Mini Radio)
17. মাল্টি মিটার ডি ( Multi Meter D)
18. মাই ওয়েদার (My Weather)
19. নেটওয়ার্ক মনিটর (Network Monitor)
20. ব্যাটারি পাওয়ার স্ট্যাটাস (Power Status)
21. রিমাইন্ডার (Reminder)
22. স্লাইড শো (Slide Show)
23. স্টিকি নোট (Sricky Note)
24. টপ ফাইভ প্রসেস (Top Five)
25. ভলিউম কন্ট্রোল (Volume Control)
26. আবহাওয়া (Weather)

এক্সটারনাল ডেক্সটপ গ্যাজেটস:
রেডিমেড ২৬ টি অসাধারণ ডেক্সটপ Gadgets ছারাও আপনি কোন সফটওয়্যার ইন্সটল করলে সেটারও ডেক্সটপ গ্যাজেটস পাবেন। যেমনঃ ডিউ মিটার (DU meter), টিউন আপ (Tune Up), অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস (Avast antivirus) ইত্যাদি। উইন্ডোজ ৭ এ এমনিতেই এক্সটারনাল ডেক্সটপ গ্যাজেটস পাওয়া গেলেও কিন্তু উইন্ডোজ ৮ এ পাওয়া যায় না, এজন্য আপনাকে এই সফটটি ইউস করতে হবে।

ইন্সটল নোটিশঃ ট্রিক্স & টিপস!!!
১১ এমবির জিপ ফাইলএ আপনি পাবেন একটি সেটআপ ইন্সটল সফট এবং একটি টুলস। প্রথমে সেটআপ সফটওয়্যার  ইন্সটল করে নিন। কিছুক্ষণএর মধ্যে ইন্সটল করা হয়ে গেলে, পিসি রিস্টার্ট দিন। এখন ডেক্সটপে ডান ক্লিক করে ”Gadgets” এ ক্লিক করুন। তাহলে প্রথমে দেওয়া ছবির মত ২৬টি ডেক্সটপ গ্যাজেটস দেখতে পাবেন। এখন আপনি যে ডেক্সটপ গ্যাজেটস সিলেক্ট করতে চান সেগুলার উপর ডান ক্লিক করে Add করুন।
gadget

7 Sidebar বন্ধ করার সিস্টেম:
বেশির ভাগ ব্যবহারকারি হয় ৭ সাইডবার স্টাইল পছন্দ করে না, আমি নিজেও পছন্দ করি না। তারচেয়ে বরং ইনভিসিবল সাইডবার হাজার গুণে ভালো। যদি কারও ভালো না লাগে তাহলে, সাইডবারটিতে ডান ক্লিক করে close করে দিন।
sidebar
এরপর Gadgets থেকে সেটিতে ডান ক্লিক করে Uninstall করে দিন। তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে।
sidebar-2

ডেক্সটপ গ্যাজেটস Autorun এবং রিসেট করবেন যেভাবে:
ডাউনলোড করলে ইন্সটল সফটওয়্যারের সাথে একটি টুলস পাবেন, আপনি সফটওয়্যার ইন্সটল করার পর, যদি ডেক্সটপ গ্যাজেটসগুলা ”start at startup” হিসেবে সেট করতে চান তাহলে টুলসটি ওপেন করে Autorun এ ক্লিক করুন। তাহলে উইন্ডোজ ওপেন হওয়ার সাথে ডেক্সটপ গ্যাজেটসগুলাও চলে আসবে।
Enable Autorun
এছাড়া আপনি যদি ভুল করে ডেক্সটপ গ্যাজেটস ডিলিট করেন বা, সেটিংস ভুল করেন, তাহলে চিন্তার কোন কারণ নেই। আপনি ”Reset AL Gadgets” এ ক্লিক করলে সব রিসেট হয়ে আগের মত ঠিক হয়ে যাবে, অর্থাৎ ডেক্সটপ গ্যাজেটসগুলা রিস্টোর হবে।


উইন্ডোজ ৮ Gadget Pack নিচ থেকে ডাউনলোড করে নিন
Gadget Pack || 11 MB
JAVA
.
আজকের পোস্ট আপনার কেমন লাগলো, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোন সমস্যায় হয়, তাহলে কোন চিন্তা করবেন না। ডাইররেক্ট আমায় মন্তব্য করে জানাবেন। আমি সমধান দিয়ে দেবো। যদি একটি মন্তব্য করে ধন্যবাদ জানান, তাহলে বুঝব আজকের পোস্ট করা আমার পক্ষে সার্থক হয়েছে।
পোস্টটি কষ্ট করে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।  সবার মঙ্গল কামনা করছি। আগাম ঈদ মোবারাক সবাইকে। ধন্যবাদ।।

Saturday, July 27, 2013

এবার টাকা ছাড়াই নিজের পিসিতে বসে Nokia মাল্টিমিডিয়া মোবাইল ফ্লাস দিন।

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ৬৮২ বার দেখা হয়েছে <<<
আস্-সালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবসময় এই দোয়াই করি। আজকের পোষ্টের বিষয়টি শুনে হয়তো চমকে উঠেছেন.. তাইনা? আসলে চমকে যাবারই কথা।
কেননা যারা নোকিয়া মাল্টিমিডিয়া ফোন ব্যবহার করে থাকেন তারা সবাই জানেন ফ্লাসের এই দূরাবস্থার কথা।
প্রতিবার ফ্লাস দিতে ২০০ টাকা থেকে শুরু করে ৫০০-৬০০ টাকা পর্যন্ত গুনতে হয় মোবাইল সার্ভিস অথবা নোকিয়া সার্ভিস পয়েন্ট গুলোতে।
এতকিছুর পরও, ফ্লাস দেবার পর সেটা কত দিন টিকবে তারও কোন নিশ্চয়তা নাই।
অনেকের কিছুদিন পর পর ফ্লাস দিতে হয়। অথচ দেখুন এভাবে ফ্লাস দিতে দিতে কতগুলো টাকা আপনাকে গচ্ছা দিতে হচ্ছে।
যাইহোক, আজকে আমি আপনাদেরকে সেই সমস্যার হাত থেকে রেহাই পাবার একটি উপায় বর্ণনা দিচ্ছি। এখন থেকে আপনার পিসিতেই বসে আপনার মোবাইল টি আপনি ফ্লাস দিতে পারবেন যতবার ইচ্ছে ততবার।
এর জন্য নিচের সম্পূর্ণ লিখাগুলো মনোযোগ সহকারে পড়ুন।
প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কিছু আলোচনা:-
আসলে আপনার ফোনে ফ্লাসের সমস্যাটি হওয়ার কারণ হচ্ছে..
ফোনটিতে কিছু Firmware File থাকে যেগুলো সচল থাকলে ফোনটির সকল ফাংশন ঠিকভাবে কাজ করে।
কিন্তু এগুলো যদি নষ্ট হয়ে যায় তারপর ফোন আর ঠিকমত কাজ করেনা। এমনকি মোবাইল চালু ও পর্যন্ত হয়না।
এছাড়াও আর অনেক সমস্যা দেখায়, যেগুলো হলো- আপনার ফোনটি চালু হয়ে সাদা স্কীন দেখাবে অথবা কয়েক বার চালু হতে এবং বন্ধ হতে থাকবে। কখনো কখনো ফাংশন ঠিক মত কাজ করবে না। আবার কখনো ফোন বন্ধ হয়ে আর চালু হবেনা।
আমরা সাধারণত এধরনের সমস্যায় পড়লে মোবাইল সার্ভিস পয়েন্ট নিয়ে যাই এবং সেখানে ফ্লাসের মাধ্যমে সেটা ঠিক করে দেওয়া হয়।
ফ্লাস কি? আসলে ফ্লাস হচ্ছে Firmware Files গুলো আপনার মোবাইলে দেওয়ার একটি প্রকৃয়া বিশেষ মাত্র। মূলত ফ্লাসের মাধ্যমে নতুন করে সেই ফাইল গুলো মোবাইলে দেওয়া হয়। এবং এর ফলে মোবাইল পূর্বের মত পুররায় সচল হয়ে যায়।
Firmware Files নির্ভর করে আপনার মোবাইলের RM এর উপর। RM মূলত বিভিন্ন মোবাইলের বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন Nokia 3110 এর RM হলো 237
আপনি যদি আপনার মোবাইলের RM নম্বরটি দেখতে চান তাহলে মোবাইলের ব্যাটারী খুলে তার নিচে RM লিখাটি দেখতে পাবেন এবং তার পাশে RM নম্বর টি ও দেথতে পাবেন।
এছাড়াও আপনি চাইলে আপনার ফোনে *#0000# টাইপ করেও দেথতে পারবেন।
Phonix এর মাধ্যমে ফ্লাস দেওয়ার বিষয়টা একটু জটিল। তাই প্রথমে এ বিষয়ে কিছু তথ্য আপনাকে জানিয়ে রাখছি।
আপনি যে কোন সেট ই ফ্লাস দিতে যান না কেন, আপনার কাছে তার RM ফাইলগুলো অবশ্যই থাকতে হবে। তবে চিন্তিত হওয়ার কারন নেই, গুগুল এ সার্চ দিয়ে আপনি আপনার যেকোন মোবাইলের RM ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তবে Google এ কেবল শুধু RM লিখে ফাইলগুলো পেয়ে যেতে পারেন। যেমন- উদহরণস্বরুপ আপনার মোবাইল যদি নোকিয়া ৩১১০ হয় তাহলে আপনি শুধু RM-237 গুগুলে লিখে সার্চ দিলেই আপনার প্রত্যাশিত ফাইলগুলো পেয়ে যেতে পারেন।
যাইহোক, নিচে আমি দুটি লিংক দিচ্ছি যেখান থেকে আপনি কিছু মোবাইলের RM ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। তবে আপনি যখন RM ফাইল ডাউনলোড করতে যাবেন তখন যদি ফাইলটি জিপ অথবা রারফাইলের অবস্থায় না থাকে তাহলে উক্ত RM এর যেগুলো সেখানে দেখতে পাবেন এর সবগুলো ফাইল ডাউনলোড করে নিবেন। মূলত কোন কোন ক্ষেত্রে ৫ টি ১০টি ইত্যাদি সংখ্যক ফাইল দেথতে পাবেন। তবে জিপ বা রার অবস্থায় থাকলে একটি ফাইল ই দেখতে পাবেন এবং সেটা ডাউনলোড করে আনজিপ করে নিলেই হবে। এবং আপনি RM ফাইলগুলো আনজিপ করার সাথে সাথেই পেয়ে যাবেন।
এগুলো মূলত বিভিন্ন সাইজের হয়ে থাকে। যেমন-২০ এমবি, ৫০ এমবি, ৮০ এমবি ইত্যাদি।
লিংক-১
লিংক-২
ফ্লাস দেওয়ার নিয়মাবলী:-
১। ফ্লাস দেওয়ার জন্য প্রথমে প্রয়োজন Phonix সফটওয়্যারটির, তাই নিচের লিংক থেকে ১০০ এমবির এই সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
ডাউনলোড Phonix
২। এবার ডাউনলোড শেষে সফটওয়্যার টি আপনার পিসিতে ইনস্টল দিন। অনেক ক্ষেত্রে আপনার পিসিতে ডট ফ্রেমওয়ার্ক এর আপডেট ভার্সন না থাকার কারণে phonix সফটওয়্যার টি ইনস্টল নিবে না। তাই যাদের কম্পিউটারে Phonix সফটওয়্যাটি ইনস্টল না নিবে, তারা নিচের লিংক থেকে প্রথমে ডট ফ্রেমওয়ার্ক টি ডাউনলোড করে ইনস্টল করে নিন, এবং তারপর Phonix সফটওয়্যার টি আপনার পিসিতে ইনস্টল দিন।
ডাউনলোড ডট ফ্রেমওয়ার্ক
৩। এবার আপনার মোবাইলের RM ফাইল গুলো যেগুলো আপনি পূর্বেই ডাউনলোড করে রেখেছেন সেখানে যান। যদি জিপ অবস্থায় থাকে তাহলে Extract অথবা আনজিপ করে নিন।
৪। এবার RM ফাইলগুলো কে কোথায় রাখবেন নিচ থেকে তা দেখে নিন:-
C ড্রাইভের ভিতরে গিয়ে Program files ফোল্ডার টি ওপেন করুন তারপর এর ভিতরে থাকা Nokia এবং তার ভিতরে থাকা Phonix ফোল্ডার টি ওপেন করুন, তারপর Products ফোল্ডারটি দেখতে পাবেন। এবার সেখান থেকে Products ফোল্ডারটির ভিতরে গিয়ে একটি ফোল্ডার তৈরি করুন। এবং আপনার RM অনুযায়ী সেটার নাম দিন। (যেমন উদাহরণস্বরুপ Nokia-3110 মোবাইলের RM-237, তাই ফোল্ডার টির নাম হবে RM-237)
আপনার মোবাইলের RM অনুযায়ী ফোল্ডার নাম পরিবর্তন করার পর, আপনার ডাউনলোড করা RM ফোল্ডারটি আনজিপ করে ফাইলগুলো ঐ ফোল্ডার টি তে কপি করে রাখুন।
নিচে দেখে নিন আপনার RM ফোল্ডারটির লোকেশন কিরূপ দেখাবে।
C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-237
উল্লেখ্য যে আপনার মোবাইলের RM টি RM-237 এর স্থানে দিন।
বিষয়টা বুঝতে অনেকের একটু কষ্ট হচ্ছে..তাইনা? আসলে আমরা যখন Phonix সফটওয়্যার টির ইনস্টল দিয়েছি তখন অটোমেটিক ভাবে C ড্রাইভের ভিতরে থাকা Program Files নামক ফোল্ডারটিতে Phoenix এবং এর ভিতরে Products নামক ফোল্ডার গুলো তৈরি হয়ে গিয়েছে।
আপনি C ড্রাইভে ঢুকে পর্যায়ক্রমে উপরের লোকেশন অনুযায়ী ঢুকলে Products ফোল্ডারটি দেথতে পাবেন।
এবং সেই ফোল্ডার টির ভিতরে আপনার ডাউনলোড কৃত RM ফোল্ডারটি আনজিপ করে রাখবেন। পরবর্তীতে সেই লোকেশন থেকে RM ফাইলগুলো Phonix প্রোগ্রামটি তে চলে আসবে। আশা করি এবার বিষয়টা বুঝতে পেরেছেন।
৫। এবার ডেস্কটপ থেকে Phonix প্রোগ্রামটি আপনার পিসিতে রান করান।
তারপর একটি ভালো USB ক্যাবল দিয়ে আপনার মোবাইল টি পিসির সাথে কানেক্ট করুন।
এবং নিচের চিত্র অনুযায়ী No connection সিলেক্ট করুন।

৬। এবার নিচের চিত্রটির ন্যায় ফাইল মেন্যুতে গিয়ে Open product এ ক্লিক করুন।

৭। তারপর নতুন একটি উইন্ডো আসবে। আপনি সেখান থেকে আপনার মোবাইলের RM টি সিলেক্ট করে নিন নিচের চিত্রটির মত করে।

৮। এবার মেন্যু থেকে Flashing মেন্যুতে ক্লিক করুন এবং Firmware update লিখাটি সিলেক্ট করুন নিচের চিত্রটির মত করে।

৯। তারপর নিচের চিত্রে মার্ক দিয়ে যে তিনটি ডট চিহ্ন কে বুঝানো হয়েছে ঠিক আপনিও সেই ডট চিহ্নিত স্থানটি তে ক্লিক করুন।

১০। এবার নিচের উইন্ডোটির মতো একটি উইন্ডো আসবে। আপনি সেখানে আপনার variant অথবা product code ফাইলটির উপর ক্লিক করুন।

১১। তারপর নিচের চিত্রটির মত Dead phone USB Flashing এর ঘরটিতে টিক চিহ্ন দিন। নিচের চিত্রে এই স্থানটি কে এক নম্বর দিয়ে দেথানো হয়েছে।
তারপর Refurbish এ ক্লিক করুন, নিচের চিত্রে সেই স্থানটি ২ নম্বর দিয়ে দেখানো হয়েছে।

১২। এরপর আপনার সামনে নিচের মত একটি ডায়ালগ উইন্ডো আসবে, আপনি সেই লিখাগুলো অনুযায়ী পরবর্তী কয়েকটা ধাপ করে নিন।
যেমন, সেখানে যে লিখাগুলো থাকবে সেগুলো হচ্ছে-
USB এর লাইন বিচ্ছিন্ন করতে বলবে, তারপর মোবাইল থেকে ব্যাটারী টি আলাদা করতে বলবে, তারপর পুনরায় USB কম্পিউটারের সাথে কানেক্ট করতে বলবে। এবং তারপর ব্যাটারী টি মোবাইলে প্রবেশ করানোর জন্য বলবে।
সবশেষে মোবাইলের পাওয়ার সুইচে ৮ সেকেন্ড চাপ দিতে বলবে এবং ok লিখাটিতে ক্লিক করতে বলবে।
আপনি এগুলো পর্যায়ক্রমে করে নিন।

১৩। এরপর মোবাইলে ফ্লাস নেওয়া শুরু হবে এবং নিচের চিত্রটির মত দেখাবে। আপনি ফ্লাস শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

১৪। ফ্লাসের শেষ পর্যায়ে আপনি নিচের চিত্রটির মত একটি উইন্ডো দেখবেন। আপনি সেখানে ok তে ক্লিক করুন।
তারপর আপনার মোবাইল টি রিস্টার্ট নিবে। এবং ফ্লাস সাকসেসফুল দেখাবে।

পোষ্টটি করব একথা শুধু বলেই আসছিলাম। কিন্তু আজকে তা করেই ফেললাম। এই পোষ্টটির করার জন্য পাঠক পর্যায় থেকে আমি ব্যাপক সাড়া পেয়েছিলাম তাই কষ্ট হলেও এত বড় পোষ্টটি করতে বিন্দু মাত্র অলসতা করিনি। আশা করছি পোষ্টি পেয়ে সবাই খুশি হবেন।
উক্ত উপায়ে ফ্লাস দিতে আপনার যেকোন সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন। আমি এর যথাসম্ভব সমাধান দিব।
যারা যারা এই পোষ্টটি পড়েছেন তারা যদি একটু কষ্টে করে এই পেজটিতে লাইক দেন তাহলে খুব খুশি হব। এবং উক্ত পেজের দ্বারা আপনাদের সহযোগিতা করার অনেকখানি সুযোগ পাব।
এই পেজটিতে আপনাদের আইটি বিষয়ক সকল প্রকার সমস্যার সমাধান পাবেন বলে আশা রাখি। লাইক দিয়ে এই পেজটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন।
পুরো পোষ্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য অনেক ধন্যবাদ। যদি সামান্যতম উপকারে আসে তাহলে নিজেকে ধন্য মনে করব।
সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

সব ধরনের ভিডিও ফাইল ওপেন করুন [ বেস্ট ৫টি মেডিয়া প্লেয়ার ]

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ১,৬৯৯ বার দেখা হয়েছে <<<


সবাইকে সালাম এবং শুভেচ্ছা,কেমন আছেন সবাই ? আশা করি ভালো ,আজকে একটা চরম পোস্ট শেয়ার  করবো ।
আজকে আমি কিছু মেডিয়া প্লেয়ার শেয়ার করবো,আমার দৃষ্টিতে সেরা ৫।
আমার এই লিস্ট ছাড়াও আরো অনেক প্লেয়ার পাবেন,হয়তো অন্যগুলো আপনার কাছে ভালো লাগতে পাড়ে :P ,যাই হোক কথা বেশি আর বলবো না, সরাসরি চলে যাবো মূল কথাতে,
যা যা থাকছেঃ
  1. VLC Media Player
  2. Media Jukebox
  3. Songbird
  4. Winamp
  5. KMplayer

এখন এই গুলো নিয়ে ছোট করে আলোচনা করবোঃ-
১.VLC Media Player

এটি এমন একটি প্লেয়ার যার কথা বলে শেষ করা যাবে না ,এতে সব ধরনের ভিডিও ফাইল সাপোর্ট করে,এমন কি কনভাট করার সুবিধা আছে,এটি বর্তমানে সব ধরনের অপারেটিং সিস্টেম এর জন্য পাওয়া যাচ্ছে।
[ ডাউনলোড জোন ~ D O W N L O A D Z O N E ]
২.Media Jukebox

সব ধরনের ফাইল সাপোর্ট করার ক্ষেত্রে VLC এর প্রতিদ্বন্দ্বী একে বলা হয়, এটা ইউজ করে সিডি বান থেকে শুরু করে আরো অনেক কিছু করা যায় ,ইউজ না করলে বুজতে পারবেন না :D
[ ডাউনলোড জোন ~ D O W N L O A D Z O N E ]
৩. Songbird

এটি একটি মুক্ত সফটওয়্যার , এটি বর্তমানে ম্যাক,উইন্ডোজ এবং লিনাক্স এর জন্য পাওয়া যাচ্ছে,এছারা যারা মজিলা ইউজ করেন,তাদের জন্য এর একটি অ্যাড অন্স পাওয়া যাচ্ছে।

[ ডাউনলোড জোন ~ D O W N L O A D Z O N E ]

৪.Winamp

এটি একটি অছাম মেডিয়া প্লেয়ার , অনেক দিন আগে আমি এটা ইউজ করতাম, এতে রয়েছে নিজের ইচ্ছা মতো স্ক্রীন কে পরিবরতন করার মতো আরো অনেক সুবিধা, এটি এখন ফ্রী তে পাওয়া যাচ্ছে,এছাড়া আরো নানা সুবিধা পেতে হলে ,আপনাকে আপগ্রেড ক্রএ নিতে হবে :O
[ ডাউনলোড জোন ~ D O W N L O A D Z O N E ]

৫.KMplayer

কেম এর কথা বলতে গেলে আরো একটা আলাদা পোস্ট লাগবে,এটি এখন আর বেশি হিট ,কারন এখন যদি আপনার কাছে একটা ৩ডি চশমা থাকে[ মেড ইন চায়না ] তাহলে তো আর কথাই নেই, নিজের পিসি তে বসে যে কোন মুভি কে এক ক্লিক –এ ৩ডি করতে পাড়েন। এছাড়া সব ধরনের ফাইলকে এটা সাপোর্ট করে ,এর জন্য নাম্বার ওয়ান। যাই হোক এতো বেশি গুন গেয়ে লাভ নেই :P আমি এখন এই একটা মেডিয়া প্লেয়ার এর উপরে ভরসা করি :D
[ ডাউনলোড জোন ~ D O W N L O A D Z O N E ]

  • তাহলে আজ আর নয়,সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেয ।

আনলিমিটেড বাংলা এফ এম রেডিও শুনুন ২৪ ঘণ্টা এর সাথে রেকর্ড করুন!

Posted By- Sajib Talukdar
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ৪,৬৯৫ বার দেখা হয়েছে <<<
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’ কেমন আছেন সবাই, আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করি। আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি একটি অসাধারন সফ্টওয়্যার যা দিয়ে আপনি ইন্টারনেট থেকে অনলিমিটেড বাংলা এফ ম রেডিও শুনতে পাবেন।আমরা SkyTouch net player সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট থেকে ২৪ ঘণ্টা এফ ম রেডিও শুনতে পারি।
এখনে বাংলাদেশের বেশ কিছু রেডিও চ্যানেল ওয়েব এর মার্ধমে রেডিও
প্রকাশ করে থাকে ।তাছাড়া হিন্দি ইংরেজি বেশ কিছু চ্যানেল আছে ।

চ্যানেল গুলো একবার দেখে নিনঃ
Ø   বাংলা এফাম রেডিও।
Ø   বাংলা অনলাইন রেডিও।
Ø   বি বি সি রেডিও।
Ø   ভি ও এ বাংলা রেডিও।
Ø   ইন্ডিয়া রেডিও।
Ø   ইউ কে রেডিও।  ইত্যাদি………….
এই সফটওয়্যার এর মার্ধমে কম গতিতে রেডিও শুনা য়ায়। হাই কোয়ালিটি মপি৩ ফরম্যাট রেকডিং করা  য়ায়।
ডাউনলোড করতে এখনে ক্লিক করুন
ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।

► ভেঙে ফেলুন ম্যামোরি কার্ডের পাসওয়ার্ড ❢ …হ্যাকারদের জন্য নয় ◄

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ৯,০৭৫ বার দেখা হয়েছে <<<
☢ Password bracking trick Of any Mamory Card

মোবাইলের ম্যামরি কার্ড (Micro SD Memory Card/T-Flash) পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন? বা ম্যামরি কার্ডের হারানো পাসওয়ার্ড পূনরুদ্ধার করুন (Recover) এমন পোষ্টের খোঁজ আমরা তখনি করি যখন, নিরাপত্তার কারণে আমাদের ম্যামরি কার্ডে দেওয়া পাসওয়ার্ডটি হারিয়ে যায়।

এমন পরিস্তিতিতে রীতিমত অসহায় হয়ে কার্ডটি ফ্লাশ দিতে হয়। এতে করে ম্যামরি কার্ডে সংরক্ষিত আমাদের অনেক গুরুত্বপূর্ন তথ্যও চিরতরে মুছে যায়। সেগুলো অনেক সময় শক্তিশালী রিকভারী টুল দিয়েও আর উদ্ধার করা যায়না।

বিষয়টির একটি সহজ সমাধান আছে।

Click Here For More...
Drive-Memory

১. যেকোন সাইট থেকে “File Explorer” অ্যাপটি মোবাইলে ইনষ্ট‌ল (Install) করুন। *পিসি থেকেও লোড দিতে পারেন। তবে অবশ্যই ফোন ম্যামরিতে লোড দেবেন।

2. আপনার পাসওয়ার্ড হারানো ম্যামরি কার্ডটি উক্ত মোবাইলে সংযুক্ত করে কিছু সময় রেখে- পরে বিচ্ছিন্ন করে দিন। *যদি মোবাইল হ্যান্ডসেট থেকে ম্যামোরি কার্ডে পাসওয়ার্ড দিয়ে থাকেন (যেমন নোকিয়া) তবে ঐ সেট ব্যাতীত অন্য কোন হ্যান্ডসেট ব্যাবহার করতে হবে।

৩. এবার “File Explorer” অ্যাপটি চালু করে আপনার ফোন ম্যামোরি (ড্রাইভ C, C:/) ব্রাউজ করে MMCSTORE নামক ফাইলটি খুঁজে বের করুন।

৪. পেয়ে গেলে- সেটিকে রিনেম করে txt ফরম্যাটে নিয়ে যান। (Such as; MMCSTORE.txt)

৫. Then Open this file by using your phone and read. What’re you seeing…

তবে ফাইলটি কম্পিউটারে নিয়েও খুলতে পারেন। ভিতরে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন।

আরো বেশকিছু উপায় এবং কিছু টুল ব্যাবহার করে কাজটি করা যায়। থাক সে কথা। দয়াকরে অন্যকারো ম্যামোরি কার্ড এই উপায়ে খোলার চেষ্টা করবেন’না। কৌশলটি শুধু প্রকৃত ব্যাবহারকারীদের জন্য যারা পাসওয়ার্ড হারিয়ে বিপাকে পরেছেন।

———————————————————————————–

আসছে ঈদের জন্য সবাইকে সুভেচ্ছা।

সবশেষে সালাম জানিয়ে আজকের মত আপনাদের থেকে বিদায় নিচ্ছি…

Friday, July 26, 2013

আপনার পিসিতে দুষ্টু-মিষ্টি শয়তানি করুন Talking tom cat 2 এর সাথে!!! [PC ভার্সন]

Posted By- Sajib Talukdar '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' 
>>> এই পোস্টটি ১,১৮৫ বার দেখা হয়েছে <<<
আসসালামু আলাইকুম,
ভাবছেন হয় তো? Talking tom cat 2 এর টম মামা এন্ড্রোয়েড ছেড়ে আবার পিসিতে হাজির হল কেমনে? অনেকের অনেক আজগুবি কৌতূহল জাগতে পারে! কিন্তু এটা স্বপ্ন নয় সত্যি!!! আসলে আজ পর্যন্ত অফিসিয়ালি কোন PC ভার্সন না বেরুলেও কিন্তু আমি সাধনা করে তৈরি করেছি। অনেক ধ্যান-ধারনা করে ফ্ল্যাশ বিল্ট ইন  Talking tom cat 2 বানিয়েছি। আর এতে কোন ইন্সটল ঝামেলা নেই, আর কোন প্রকার এক্সট্রা সফটওয়্যারও লাগবে না। জাস্ট! এক ক্লিক করে ডাউনলোড করবেন আরেকটি ক্লিকে ওপেন করবেন আর, সর্বশেষ ক্লিকে Talking tom cat 2 এর সাথে দুষ্টু-মিষ্টি শয়তানি করবেন!!! আর কি চাই বলুন তো!!!! ;)

Talking tom cat-2 (1)

Talking tom cat 2 তে মজার টম মামা ইতি মধ্যেই সকল এন্ড্রোয়েড প্রেমীর জনপ্রিয় তার শীর্ষে! এমন বেকুব লোক খুঁজে পাওয়া মুশকিল যার, এন্ড্রোয়েড টম মামা নাই! তাই বলে কম্পিউটার ব্যবহারকারী গণ এর মজা লুফে নিতে পারবেন না, তা কি কখনও হতে পারে! :(   তাই আপনাদের দুঃখের শোক ভোলাতে আমার এই ছোট্ট উপহার দিলাম। আশা করি খুশি প্রিয় ভিসিটরগণও!!!
আমি অনেকদিন ধরে ভাবছি যে, এন্ড্রোয়েড কোম্পানির ব্যবসায় আগুন ধরিয়ে দেবো! ভাবলাম যে জনপ্রিয় অ্যাপসগুলার PC ভার্সন বের করবো। আর আমার চিন্তায় সবচেয়ে ভালো সুযোগ এসেছে Flash Player কে যথার্থ ভাবে কাজে লাগানোর। যেমন Talking tom cat 2 তৈরিতে বিল্ট ইন Flash Player 10 ব্যবহার করেছি। এতে হুবাহুব APK সফটের মত কাজ এবং স্বাদ পাওয়া যাবে! ফলে আপনাকে আলাদাভাবে কোন সফট বা Flash Player ইন্সটলের ঝামেলা নেই! শুধু ক্লিক করেই কথা বলবেন আর মজা লুফে নিবেন!!! :)

.

নিচে পিসির উইন্ডোজ থেকে আমার তোলা কিছু চমৎকার Snap Shots দেওয়া হল—–

Talking tom cat-2 (5)
Talking tom cat-2 (4)
Talking tom cat-2 (2)  Talking tom cat-2 (3)

Talking tom cat 2 এর পিসি ভার্সনের সাইজ হল– ১০.৩ এমবি। অর্থাৎ- APK-6.3MB + Build-in Flash-4MB = 10 MB হচ্ছে। এটি কোন APK বা, SWF ফাইল নয়, এটি খাঁটি .EXE ফ্ল্যাশ বিল্ট ইন  সফট। একেবারে HD মানের কোয়ালিটি পাবেন! আপনারা যারা দীর্ঘদিন ধরে শখ করে বসে আছে যে, উইন্ডোজে Talking tom cat 2 এর টম মামার সাথে ফাজলামি করে কথা বলবেন তাদের আশা আজ পূরণ হতে যাচ্ছে বটে। এটি উইন্ডোজ এক্সপি, সেভেন, এইট এর যেকোনো 32bit/64bit সহ সব জায়গায় চলবে। আরেকবার বলি এটার জন্য এক্সট্রা কোন সফটওয়্যার ইন্সটল করতে হবে না, এমন কি ফ্ল্যাশ প্লেয়ারও ইন্সটল লাগবে না। শুধু ক্লিক করে টম মামার সাথে কথার অনুকরন করাবেন আর ফাজলামি করবেন!!! :) AnimatedArrow

…:::DOWNLOAD:::…

Talking tom cat 2 || 10.3 MB
.
আজ এখানেই শেষ করছি, আগামিতে আরও সুন্দর পোস্ট নিয়ে হাজির হবো। আজকের পোস্ট আপনার কেমন লাগলো তা মন্তব্য করে অবশ্যই জানাবেন। যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি । পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ। Have Fun!!! ;)