***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Saturday, October 25, 2014

আপনার ওয়েবসাইটের জন্যে এন্ড্রয়েড এপস তৈরী করুন এক মিনিটেই

ওয়েবসাইটের জন্যে এন্ড্রয়েড এপস এখন দারুন জনপ্রিয় হচ্ছে, বিশেষ করে পপুপালার ওয়েবসাইট গুলোর জন্যে কোন বিকল্প নাই।
আর আপনার ওয়েবসাইটের জন্যে এন্ডয়েড ভার্সন থাকবে না এটা ভাবতেই কষ্ট লাগে, যাই হোক আজকে আপনাদের একটি ওয়েবসাইট এর সাথে পরিচয় করে দিব যার মাধ্যমে আপনি একমিনিটেই আপনার ওয়েবসাইটের জন্যে এন্ড্রয়েড এপস তৈরী করে ফেলতে পারেন

১। প্রথমেই এই  http://www.appsgeyser.com সাইটে গিয়ে লগিন করুন বা একাউন্ট তৈরী করে নিন (আপনার ফেসবুকে একাউন্ট দিয়েও লগিন করতে পারেন)
২। উপরে ডান কোণায় Create app এ ক্লিক করে নতুন এপস তৈরী শুরু করুন
৩। এরপর আপনার ওয়েবসাইটের জন্যে এপস বানাতে চাইলে (Website)বাটনটিতে ক্লিক করুন
৪। এরপরের পেইজ এ আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিন, এপস এর জন্যে নাম দিন(উইনিক হতে হবে), নিজের লোগো দিতে পারেন, স্ক্রীন অরিয়েন্টশন সিলেক্ট করে দিত পারে(আটো রাখুন) এবং Refresh preview এ ক্লিক করে এপস টির প্রিভিউ দেখুন ডানের প্রিভিউ বক্সে
৫। সবকিছু ঠিক থাকলে "Create APP" বাটনে ক্লিক করে এপস বানানো শেষ করুন এবং পরের পেইজ এ ডাউনলোড লিঙ্ক থেকে আপনার এন্ড্রয়েড সেট এ ডাউনলোড করে দেখে নিন। টেকটিউন্স এর জন্যে বানানো এপস দেখতে চাইলে ডাউনলোড করে দেখতে পারেন এই লিঙ্ক থেকে
http://www.appsgeyser.com/getwidget/www.techtunes.com.bd
এবার আসি মুল কথায়ঃ
এপস বানানো শেষ কিন্তু আপনার ওয়েবসাইট ঠিক ভাবে মোবাইলে প্রদর্শিত নাও হতে পারে যদি আপনার ব্যবহৃত থীম রেস্পন্সিভ না হয় তাই একটু কষ্ট করে আপনার সাইটের থিম পরিবর্তন করে নিন তাহলে মোবাইল এবং অন্যান্য সাইজের ডিভাইস থেকে খুব সুন্দর ভাবে দেখা যাবে
তাহলে শুরু করে দিন, কিছু জানার থাকিলে জিজ্ঞাসা করুন
ধন্যবাদ
সৌজন্যেঃ
http://www.answersbd.com

No comments: