তৈরি করুন আপনার প্রথম এন্ড্রয়েড এপস
http://developer.android.com/sdk/index.html থেকে Android SDK ডাউনলোড করে নিন।
১. প্রথমে আপনি eclipse রান করুন।
২. একটি ডাইলগ বক্স আসবে, ok দিন।
৩. এবার আপনার eclipse টি ওপেন হলে file > New > Project এ ক্লিক করুন।
৪. এবার প্রাপ্ত ডাইলগ বক্স হতে android হতে android application project সিলেক্ট করে NexT এ ক্লিক করুন।
৫. এবার New Android Application ডাইলগ বক্স আসবে। প্রথমে টেক্সট বক্স এ আপনার এপস এর নাম লিখুন। এবং প্যাকেজ নেম এ example এর পরিবর্তে আপনার এপস এর প্যাকেজের একটি ইউনিক নাম দিন যা আপনার এপস এর সারা জীবন ব্যাপি অপরিবর্তনীয় থাকবে।
৬. এবার তিনবার Next এ ক্লিক করে finish বাটনে ক্লিক করু।
স্বাগতম, আপনি আপনার প্রথম এপস টি তৈরি করে ফেলেছেন। খেয়াল করুন eclipse এর বামপাশের Project explorer এ আপনার এপস এর জন্য একটি ফোল্ডার তৈরি হয়েছে।
এখন এ পর্যন্তই। ইন্টারনেট সমস্যার জন্য স্ক্রীন সর্ট দিতে পারলাম না।
পরবর্তী টিউনে কিভাবে আপনার তৈরি এপসটি APK ফর্মাটে কনভার্ট করবেন সে সম্পর্কে লিখব। সেই পর্যন্ত সকলের জন্য শুভ কামনা রইল।
Posted By- Zubayer Talukdar (sajib) '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' Website:- www.zubayertalukdar.yolasite.com Facebook address : http://www.facebook.com/zubayertalukdar
No comments:
Post a Comment