***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Sunday, October 26, 2014

এবার নিজেই তৈরি করুন এন্ড্রয়েড এপস ( পর্ব-১)

আজ থেকে এন্ড্রয়েড এপস তৈরি সম্পর্কে ধারাবাহিক টিউন শুরু করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন।
আসুন এবার শুরু করা যাক। এন্ড্রয়েড এপস তৈরির জন্য আপনাকে প্রথমে নিচের কাজগুলো সম্পাদন করতে হবে।
১. http://developer.android.com/sdk/index.html থেকে Android SDK ডাউনলোড করে নিন।
২. আপনার পছন্দমত স্থানে SDK আনজিপ করুন। (পরবর্তীতে স্থান পরিবর্তন করলে eclipse রান করতে সমস্যা হতে পারে।)
৩. আপনার কম্পিউটারে java ইন্সটল করা না থাকলে তা ইন্সটল করে নিন। ( java না থাকলে Google মামার সহায়না নিয়ে ডাউনলোড করে ফেলুন)
৩. eclipse টি রান করুন। ( eclipse রান না হলে এবং SDK এর eclipse ফোল্ডারের eclipse.ini ফাইলটি ওপেন করে Xmx256m বা অন্য যেই ভেল্যু থাকুক না কেন তা 512m করের দিন।)
৪. এবার eclipse টি রান করান।
আজ এই পর্যন্ত । পরবর্তীতে কিভাবে আপনার প্রথম এপস তৈরি করবেন তা বর্ণনা করব।


Posted By- Zubayer Talukdar (sajib) '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' Website:- www.zubayertalukdar.yolasite.com Facebook address : http://www.facebook.com/zubayertalukdar

No comments: