ধরুন আপনি ফটোশপে একটি ওয়েবসাইট তৈরি করছেন । বিভিন্ন রকম ইমেজ, ফন্ট, কালার ইত্যাদি ব্যবহার করছেন । প্রতিটা এলিমেন্ট দিয়ে সুন্দর একটি লে-আউট তৈরি করলেন । ফাইলটা সেভ করলেন। আপনার ফাইলটা পিএসডি ফরমেটে সেভ না হয়ে এমন ভাবে সেভ হল যেন আপনি HTML5 দিয়ে কোডিং করেছেন । একটি ওয়েবসাইট HTML5 দিয়ে কোডিং করতে যে সব ফাইল, ফোল্ডার ইত্যাদি প্রয়োজন সব অটোমেটিকভাবে তৈরি হয়ে গিয়েছে ।
ঠিক এরকমই একটা প্রেডাক্ট বের করেছে গুগল, তাও আবার একদম ফ্রিতে।সফটওয়্যারটি তৈরি হয়েছে মূলত এড পাবলিশের জন্য, তবে আপনি ওয়েবসাইট সহ যে কোন ওয়েব কন্টেন তৈরি করতে পারবেন।
What is Google Web Designer ?
Google Web Designer is an advanced web application which lets you design and build HTML5 advertisements and other web content using an integrated visual and code interface. Using Google Web Designer's design view you can create content using drawing tools, text, and 3D objects, and you can animate objects and events on a timeline. Once you're done creating your content, Google Web Designer outputs clean human-readable HTML5, CSS3, and Javascript.
সফটওয়্যারটির বাহ্যিক রূপ:
টুলটির ডাউনলোড লিংক : Download Google Web Designer
যেসব ফিচার রয়েছে : Feature of Google Web Designer
টুলটি ডাউনলোড করে ইন্সটল করুন । এখন কথা হচ্ছে কিভাবে কাজ করবেন । একেবারে ধারাবাহিকভাবে সুন্দর করা করে দেয়া আছে নিচের লিংকে (ইমেজের ওপর ক্লিক করুন):
এরকম অনেক সফটওয়্্যার পাওয়া যায় । এগুলোকে বলে - WYSIWYG (What You See Is What You Get) software। এট গুগলের তাই শেয়ার করলাম । সফটওয়্যার ব্যবহার করার আগে অবশ্যই কোডিং ভালভাবে শিখে নিবেন । না হলে আমও যাবে ছালাও যাবে । শুধুমাত্র কাজ দ্রুত এবং নির্ভুলভাবে করার জন্য এসব সফটওয়্যার ব্যবহার করবেন।
No comments:
Post a Comment