***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Showing posts with label fun. Show all posts
Showing posts with label fun. Show all posts

Tuesday, July 30, 2013

সিম্বিয়ান মোবাইল দিয়ে আপনার পছন্দের নাম্বারে অফুরন্ত মিসকল দিন

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ৯২ বার দেখা হয়েছে <<<
সুপ্রিয় ভাই ও বোনেরা, সালাম নিবেন। আশাকরি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন। আজ আমি আপনাদেরকে ছোট একটি সফটয়ারের সাথে পরিচয় করিয়ে দেব যেটি আপনার পছন্দের নাম্বারে যত খুসি তত মিসকল দেবে নিজে নিজে। সফটয়ারটির নাম Jeer. এই সফটয়ারটি চালানোর জন্যে পাইথন ইন্সটল করা থাকতে হয়। তাই সফটয়ারটি আপনার দরকার হলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন। তিনটিই ডাউনলোড করুন।

১. http://lifebd.tk/download-41-d1fa64b2b16e9561a9e1/PythonForS60_1_4_3_3rdEd.SIS

২. http://lifebd.tk/download-41-df198de7122c5c6ed96b/PythonScriptShell_1_4_3_3rdEd.SIS

৩. http://lifebd.tk/download-41-3ab82771f4713ba5a8d4/Jeer.v1.01%28AutoMSCaller%29.sis

কার্যপ্রণালী:
১. পর্যায়ক্রমে তিনটি সফটয়ার ইন্সটল করুন(প্রথমে ১ নং পরে ২ নং তারপর ৩ নং)।
২. Jeer ওপেন করুন।
৩. Option >Setting> Set dialing number এ পছন্দমত নাম্বার বসান।
৪. আবার Option >Setting> Set Count এ যত বার মিসকল দিতে চান তা বসান।
৫. এবার Option > Start Dialing চাপলেই মিসকল দেয়া শুরু করে দিবে।

Saturday, July 27, 2013

আনলিমিটেড বাংলা এফ এম রেডিও শুনুন ২৪ ঘণ্টা এর সাথে রেকর্ড করুন!

Posted By- Sajib Talukdar
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ৪,৬৯৫ বার দেখা হয়েছে <<<
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’ কেমন আছেন সবাই, আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করি। আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি একটি অসাধারন সফ্টওয়্যার যা দিয়ে আপনি ইন্টারনেট থেকে অনলিমিটেড বাংলা এফ ম রেডিও শুনতে পাবেন।আমরা SkyTouch net player সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট থেকে ২৪ ঘণ্টা এফ ম রেডিও শুনতে পারি।
এখনে বাংলাদেশের বেশ কিছু রেডিও চ্যানেল ওয়েব এর মার্ধমে রেডিও
প্রকাশ করে থাকে ।তাছাড়া হিন্দি ইংরেজি বেশ কিছু চ্যানেল আছে ।

চ্যানেল গুলো একবার দেখে নিনঃ
Ø   বাংলা এফাম রেডিও।
Ø   বাংলা অনলাইন রেডিও।
Ø   বি বি সি রেডিও।
Ø   ভি ও এ বাংলা রেডিও।
Ø   ইন্ডিয়া রেডিও।
Ø   ইউ কে রেডিও।  ইত্যাদি………….
এই সফটওয়্যার এর মার্ধমে কম গতিতে রেডিও শুনা য়ায়। হাই কোয়ালিটি মপি৩ ফরম্যাট রেকডিং করা  য়ায়।
ডাউনলোড করতে এখনে ক্লিক করুন
ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।

Friday, July 26, 2013

আপনার পিসিতে দুষ্টু-মিষ্টি শয়তানি করুন Talking tom cat 2 এর সাথে!!! [PC ভার্সন]

Posted By- Sajib Talukdar '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' 
>>> এই পোস্টটি ১,১৮৫ বার দেখা হয়েছে <<<
আসসালামু আলাইকুম,
ভাবছেন হয় তো? Talking tom cat 2 এর টম মামা এন্ড্রোয়েড ছেড়ে আবার পিসিতে হাজির হল কেমনে? অনেকের অনেক আজগুবি কৌতূহল জাগতে পারে! কিন্তু এটা স্বপ্ন নয় সত্যি!!! আসলে আজ পর্যন্ত অফিসিয়ালি কোন PC ভার্সন না বেরুলেও কিন্তু আমি সাধনা করে তৈরি করেছি। অনেক ধ্যান-ধারনা করে ফ্ল্যাশ বিল্ট ইন  Talking tom cat 2 বানিয়েছি। আর এতে কোন ইন্সটল ঝামেলা নেই, আর কোন প্রকার এক্সট্রা সফটওয়্যারও লাগবে না। জাস্ট! এক ক্লিক করে ডাউনলোড করবেন আরেকটি ক্লিকে ওপেন করবেন আর, সর্বশেষ ক্লিকে Talking tom cat 2 এর সাথে দুষ্টু-মিষ্টি শয়তানি করবেন!!! আর কি চাই বলুন তো!!!! ;)

Talking tom cat-2 (1)

Talking tom cat 2 তে মজার টম মামা ইতি মধ্যেই সকল এন্ড্রোয়েড প্রেমীর জনপ্রিয় তার শীর্ষে! এমন বেকুব লোক খুঁজে পাওয়া মুশকিল যার, এন্ড্রোয়েড টম মামা নাই! তাই বলে কম্পিউটার ব্যবহারকারী গণ এর মজা লুফে নিতে পারবেন না, তা কি কখনও হতে পারে! :(   তাই আপনাদের দুঃখের শোক ভোলাতে আমার এই ছোট্ট উপহার দিলাম। আশা করি খুশি প্রিয় ভিসিটরগণও!!!
আমি অনেকদিন ধরে ভাবছি যে, এন্ড্রোয়েড কোম্পানির ব্যবসায় আগুন ধরিয়ে দেবো! ভাবলাম যে জনপ্রিয় অ্যাপসগুলার PC ভার্সন বের করবো। আর আমার চিন্তায় সবচেয়ে ভালো সুযোগ এসেছে Flash Player কে যথার্থ ভাবে কাজে লাগানোর। যেমন Talking tom cat 2 তৈরিতে বিল্ট ইন Flash Player 10 ব্যবহার করেছি। এতে হুবাহুব APK সফটের মত কাজ এবং স্বাদ পাওয়া যাবে! ফলে আপনাকে আলাদাভাবে কোন সফট বা Flash Player ইন্সটলের ঝামেলা নেই! শুধু ক্লিক করেই কথা বলবেন আর মজা লুফে নিবেন!!! :)

.

নিচে পিসির উইন্ডোজ থেকে আমার তোলা কিছু চমৎকার Snap Shots দেওয়া হল—–

Talking tom cat-2 (5)
Talking tom cat-2 (4)
Talking tom cat-2 (2)  Talking tom cat-2 (3)

Talking tom cat 2 এর পিসি ভার্সনের সাইজ হল– ১০.৩ এমবি। অর্থাৎ- APK-6.3MB + Build-in Flash-4MB = 10 MB হচ্ছে। এটি কোন APK বা, SWF ফাইল নয়, এটি খাঁটি .EXE ফ্ল্যাশ বিল্ট ইন  সফট। একেবারে HD মানের কোয়ালিটি পাবেন! আপনারা যারা দীর্ঘদিন ধরে শখ করে বসে আছে যে, উইন্ডোজে Talking tom cat 2 এর টম মামার সাথে ফাজলামি করে কথা বলবেন তাদের আশা আজ পূরণ হতে যাচ্ছে বটে। এটি উইন্ডোজ এক্সপি, সেভেন, এইট এর যেকোনো 32bit/64bit সহ সব জায়গায় চলবে। আরেকবার বলি এটার জন্য এক্সট্রা কোন সফটওয়্যার ইন্সটল করতে হবে না, এমন কি ফ্ল্যাশ প্লেয়ারও ইন্সটল লাগবে না। শুধু ক্লিক করে টম মামার সাথে কথার অনুকরন করাবেন আর ফাজলামি করবেন!!! :) AnimatedArrow

…:::DOWNLOAD:::…

Talking tom cat 2 || 10.3 MB
.
আজ এখানেই শেষ করছি, আগামিতে আরও সুন্দর পোস্ট নিয়ে হাজির হবো। আজকের পোস্ট আপনার কেমন লাগলো তা মন্তব্য করে অবশ্যই জানাবেন। যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি । পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ। Have Fun!!! ;)