***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Showing posts with label internet radio. Show all posts
Showing posts with label internet radio. Show all posts

Wednesday, July 31, 2013

আপনার ব্লগার ব্লগের কমেন্ট বক্স এর উপরে যুক্ত করে নিন Smiley বক্স ।

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''>>> এই পোস্টটি ২৩৩ বার দেখা হয়েছে <<<
আল্লাহ্‌ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । বেশি কথা বলবো না সোজা কাজের কথাই যাব । আপনার ফেসবুকে যে সকল Smiley গুল ব্যবহার করেন ক্যামন হয় সেগুল যদি আপনি আপনার ব্লগে এর কমেন্ট বক্স এর উপরে যুক্ত করতে পারেন । এটি যুক্ত করলে আপনার ব্লগকে দ্যাখাবে খুব সুন্দর আর কমেন্ট বক্সটিও হবে অন্যদের থেকে আলাদা । তাহলে চলুন এর লাইভ ডেমো দেখে আসি । আর কিভাবে যুক্ত করবেন তাও দেখে নিন নীচে থেকে ।



Tuesday, July 30, 2013

উইন্ডোজ ৮ এর জন্য নিয়ে নিন অসাধারণ ডেক্সটপ গ্যাজেটস Gadget Pack!!!

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ৩৩৮ বার দেখা হয়েছে <<<
আসসালামু আলাইকুম,
উইন্ডোজ ৮ এরে যেমন স্টার্ট বাটন নেই, তেমনি আরেকটা জিনিসও নাই!!! আর সেটা হল- Desktop Gadgets ! ঠিক জানা নেই যে, আপনারা ক’জন এ বিষয়ে খেয়াল করেছেন। তবে উইন্ডোজ ৭ এর মত হুবাহুব  গ্যাজেটসগুলার স্বাদ নিতে পারবেন উইন্ডোজ ৮ টেও। উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা গ্যাজেটসগুলার মজা নিবে আর উইন্ডোজ ৮ ব্যবহারকারী বসে বসে  কচুকলা খাবে! তা কখন কি হতে পারে??? তাই উইন্ডোজ ৮ ব্যবহারকারীদের জন্য এনেছি অসাধারণ ডেক্সটপ গ্যাজেটস (Gadget Pack!!!)। সাইজ মাত্র-১১ এমবি। :)

Gadgets

Windows8 Gadget Pack:
এটিকে সফটওয়্যার বললে খারাপ লাগে! কারণ এটি  ইন্সটল করলেই উইন্ডোজ ৭ এর মত উইন্ডোজ ৮ এ ডেক্সটপ গ্যাজেটস Enable হয়ে যাবে। সাধারণভাবে, এই ডেক্সটপ গ্যাজেটস প্যাকেজে থাকছে রেডিমেড ২৬ টি অসাধারণ ডেক্সটপ Gadgets . নিচে এই ডেক্সটপ গ্যাজেটসগুলার লিস্ট দেওয়া হল—–
1. ঘড়ি (Clock)
2. ক্যালেন্ডার (calendar) SIdebar-3
3. অল সিপিইউ মিটার (All CPU Meter)
4. অ্যাপ লাঞ্চার (App Launcher)
5. ৭ সাইডবার (7 Sidebar)
6. অ্যাজেন্ডা ক্যালেন্ডার (Agenda calendar)
7. ক্লিপবোর্ড (Clip Boarder)
8. কন্ট্রোল সিস্টেম (Control System)
9. সিপিইউ মিটার (CPU Meter)
10. কারেন্সি (Currency)
11. ড্রাইভ ইনফো (Drive Info)
12. ড্রাইভস মিটার (Drives Meter)
13. ফীড হেডলাইনস (Feed Headlines)
14. গ্লাস সিপিইউ মনিটর (Glassy CPU Monitor)
15. গুগল মেইল (Google Mail)
16. মিনি রেডিও (Mini Radio)
17. মাল্টি মিটার ডি ( Multi Meter D)
18. মাই ওয়েদার (My Weather)
19. নেটওয়ার্ক মনিটর (Network Monitor)
20. ব্যাটারি পাওয়ার স্ট্যাটাস (Power Status)
21. রিমাইন্ডার (Reminder)
22. স্লাইড শো (Slide Show)
23. স্টিকি নোট (Sricky Note)
24. টপ ফাইভ প্রসেস (Top Five)
25. ভলিউম কন্ট্রোল (Volume Control)
26. আবহাওয়া (Weather)

এক্সটারনাল ডেক্সটপ গ্যাজেটস:
রেডিমেড ২৬ টি অসাধারণ ডেক্সটপ Gadgets ছারাও আপনি কোন সফটওয়্যার ইন্সটল করলে সেটারও ডেক্সটপ গ্যাজেটস পাবেন। যেমনঃ ডিউ মিটার (DU meter), টিউন আপ (Tune Up), অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস (Avast antivirus) ইত্যাদি। উইন্ডোজ ৭ এ এমনিতেই এক্সটারনাল ডেক্সটপ গ্যাজেটস পাওয়া গেলেও কিন্তু উইন্ডোজ ৮ এ পাওয়া যায় না, এজন্য আপনাকে এই সফটটি ইউস করতে হবে।

ইন্সটল নোটিশঃ ট্রিক্স & টিপস!!!
১১ এমবির জিপ ফাইলএ আপনি পাবেন একটি সেটআপ ইন্সটল সফট এবং একটি টুলস। প্রথমে সেটআপ সফটওয়্যার  ইন্সটল করে নিন। কিছুক্ষণএর মধ্যে ইন্সটল করা হয়ে গেলে, পিসি রিস্টার্ট দিন। এখন ডেক্সটপে ডান ক্লিক করে ”Gadgets” এ ক্লিক করুন। তাহলে প্রথমে দেওয়া ছবির মত ২৬টি ডেক্সটপ গ্যাজেটস দেখতে পাবেন। এখন আপনি যে ডেক্সটপ গ্যাজেটস সিলেক্ট করতে চান সেগুলার উপর ডান ক্লিক করে Add করুন।
gadget

7 Sidebar বন্ধ করার সিস্টেম:
বেশির ভাগ ব্যবহারকারি হয় ৭ সাইডবার স্টাইল পছন্দ করে না, আমি নিজেও পছন্দ করি না। তারচেয়ে বরং ইনভিসিবল সাইডবার হাজার গুণে ভালো। যদি কারও ভালো না লাগে তাহলে, সাইডবারটিতে ডান ক্লিক করে close করে দিন।
sidebar
এরপর Gadgets থেকে সেটিতে ডান ক্লিক করে Uninstall করে দিন। তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে।
sidebar-2

ডেক্সটপ গ্যাজেটস Autorun এবং রিসেট করবেন যেভাবে:
ডাউনলোড করলে ইন্সটল সফটওয়্যারের সাথে একটি টুলস পাবেন, আপনি সফটওয়্যার ইন্সটল করার পর, যদি ডেক্সটপ গ্যাজেটসগুলা ”start at startup” হিসেবে সেট করতে চান তাহলে টুলসটি ওপেন করে Autorun এ ক্লিক করুন। তাহলে উইন্ডোজ ওপেন হওয়ার সাথে ডেক্সটপ গ্যাজেটসগুলাও চলে আসবে।
Enable Autorun
এছাড়া আপনি যদি ভুল করে ডেক্সটপ গ্যাজেটস ডিলিট করেন বা, সেটিংস ভুল করেন, তাহলে চিন্তার কোন কারণ নেই। আপনি ”Reset AL Gadgets” এ ক্লিক করলে সব রিসেট হয়ে আগের মত ঠিক হয়ে যাবে, অর্থাৎ ডেক্সটপ গ্যাজেটসগুলা রিস্টোর হবে।


উইন্ডোজ ৮ Gadget Pack নিচ থেকে ডাউনলোড করে নিন
Gadget Pack || 11 MB
JAVA
.
আজকের পোস্ট আপনার কেমন লাগলো, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোন সমস্যায় হয়, তাহলে কোন চিন্তা করবেন না। ডাইররেক্ট আমায় মন্তব্য করে জানাবেন। আমি সমধান দিয়ে দেবো। যদি একটি মন্তব্য করে ধন্যবাদ জানান, তাহলে বুঝব আজকের পোস্ট করা আমার পক্ষে সার্থক হয়েছে।
পোস্টটি কষ্ট করে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।  সবার মঙ্গল কামনা করছি। আগাম ঈদ মোবারাক সবাইকে। ধন্যবাদ।।

Saturday, July 27, 2013

Fring-এর registration attempts exceeded সমস্যার সমাধান

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ৪৬৪ বার দেখা হয়েছে <<< আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
বর্তমানে যারা মোবাইলে fring ব্যবহার করে ফ্রী অডিও কিংবা ভিডিও কল করে থাকেন তারা অনেকেই এই “u have exceded allowd no atempts to register your account” সমস্যাটির কারনে এখন আর fring ব্যবহার করতে পারছেন না।
আমি আজ আপনাদেরকে এর একটি সহজ সমাধান দিব। আশা করি পুরো প্রক্রিয়া টা অনূসরণ করলে আপনি এই সমস্যাটি দূর করতে সক্ষম হবেন। যাইহোক কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক।
প্রথম ধাপ(মোবাইল দিয়ে):
প্রথমে আপনার মোবাইলের ব্রাউজার দিয়ে www.fring.com/help -এ ভিজিট করুন। আপনি সেখানে আপনার প্রশ্নটি টাইপ করার জন্য খালি বক্স দেখতে পাবেন। আপনি সেই খালি বক্সে যেকোন ভূল শব্দ টাইপ করুন।
তারপর আপনি “no maches” লিখাটি সেখানে দেখতে পাবেন। এছাড়াও আপনি নিচের লাইনটির মত একটি লাইন দেখতে পাবেন।
“Ask your question by e-mail. now clik on mail icon”
এখন সেখান থেকে মেইল আইকনে ক্লিক করুন। কয়েক সেকেন্ড পরে আপনার সামনে একটি ফরম চলে আসবে।
আপনি সতর্কতার সাথে নিচের বিবৃতি-টি দ্বারা উক্ত ফরমটি পূরণ করুন।
(Sir I have exceeded allowed number attempts to register my fring account
My mobile number is ***.)
[উল্লেখ্য যে, ***এই চিহ্নের মধ্যে আপনার মোবাইল নম্বরটি দিন, যে নম্বরটি দিয়ে আপনি fring এর রেজি: করতে চান।]
উক্ত বিবৃতি-টি টাইপ করা শেষ হলে সাবমিট-এ ক্লিক করুন।
প্রথম ধাপ(পিসি দিয়ে):
উল্লেখ্য যে, যারা মোবাইল ব্যবহার করে এই প্রক্রিয়া করতে সমর্থ না হন, তারা কম্পিউটার ব্যাবহার করে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন।
নিম্নে এ সম্পর্কে বর্ণনা দেয়া হল।
আপনার কম্পিউটারের ব্রাউজার দিয়ে www.fring.com/help -এ ভিজিট করুন। আপনি পেজের নিচের অংশে নিম্নের ন্যায় আপনার প্রশ্নটি টাইপ করার জন্য খালি বক্স দেখতে পাবেন।
আপনি সেই খালি বক্সে যেকোন ভূল শব্দ টাইপ করুন। তারপর নিচের পেজটির মতো দেখতে পাবেন।
এবার “Email” লিখটিতে ক্লিক করুন। নিম্নের ন্যায় একটি ফরম আপনার সামনে ভেসে উঠবে।
এবার উপরের বক্সে নিচের লিখাটি টাইপ করুন।
(Sir I have exceeded allowed number attempts to register my fring account
My mobile number is ***.)
[উল্লেখ্য যে, ***এই চিহ্নের মধ্যে আপনার মোবাইল নম্বরটি দিন, যে নম্বরটি দিয়ে আপনি fring এর রেজি: করতে চান।]
তারপর এভাবে ই-মেইল এড্রেস এর জায়গায় আপনার ই-মেইল এড্রেসটি, ইউজারনেম/ফুল মোবাইল নাম্বার এর জায়গায় আপনি যে নাম্বার টি দিয়ে ফ্রিং রেজি: করতে চান সে নাম্বরটি কান্টি কোড সহ টাইপ করুন। এবং ডিভাইস টাইপে গিয়ে আপনার ডিভাইসটির নাম দিন।
এভাবে ফরমটি পূরণ করা শেষ হলে Send বাটনে ক্লিক করুন।
পরবর্তী ধাপ:
fring হতে পরবর্তী ৮দিনের মধ্যে “to inform u that u can register now” এরকম একটি মেইল আপনাকে সেন্ড করা হবে।
উক্ত মেইলটি পাবার পর আপনার মোবাইলের সেটিংস থেকে নিচের নির্দেশনা অনুসরণ করে fring অপশন-এ যান।
Mobile setting> aplication>manage application>fring
এবার fring and clear data –তে ক্লিক করুন এবং stop চাপুন।
সবশেষে fring ওপেন করে সতর্কতার সাথে নাম্বারটি দিয়ে continue-তে ক্লিক করুন। ব্যাস আপনার fring এর রেজি: সফল হয়ে যাবে।
আপনি এখন থেকে পুনরায় fring এ্যাপ্লিকেশন টি আপনার হ্যান্ডসেটে ব্যবহার করতে পারবেন।
আজকের পোষ্টটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

আনলিমিটেড বাংলা এফ এম রেডিও শুনুন ২৪ ঘণ্টা এর সাথে রেকর্ড করুন!

Posted By- Sajib Talukdar
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ৪,৬৯৫ বার দেখা হয়েছে <<<
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’ কেমন আছেন সবাই, আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করি। আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি একটি অসাধারন সফ্টওয়্যার যা দিয়ে আপনি ইন্টারনেট থেকে অনলিমিটেড বাংলা এফ ম রেডিও শুনতে পাবেন।আমরা SkyTouch net player সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট থেকে ২৪ ঘণ্টা এফ ম রেডিও শুনতে পারি।
এখনে বাংলাদেশের বেশ কিছু রেডিও চ্যানেল ওয়েব এর মার্ধমে রেডিও
প্রকাশ করে থাকে ।তাছাড়া হিন্দি ইংরেজি বেশ কিছু চ্যানেল আছে ।

চ্যানেল গুলো একবার দেখে নিনঃ
Ø   বাংলা এফাম রেডিও।
Ø   বাংলা অনলাইন রেডিও।
Ø   বি বি সি রেডিও।
Ø   ভি ও এ বাংলা রেডিও।
Ø   ইন্ডিয়া রেডিও।
Ø   ইউ কে রেডিও।  ইত্যাদি………….
এই সফটওয়্যার এর মার্ধমে কম গতিতে রেডিও শুনা য়ায়। হাই কোয়ালিটি মপি৩ ফরম্যাট রেকডিং করা  য়ায়।
ডাউনলোড করতে এখনে ক্লিক করুন
ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।