***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Showing posts with label sortcut. Show all posts
Showing posts with label sortcut. Show all posts

Monday, September 9, 2013

Project IGI গেমস খেলুন Unlimited Ammo গুলি আমি দিচ্ছি

Posted By- Zubayer Talukdar (sajib) ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
 >>পোস্টটি ৪৬২ বার দেখা হয়েছে<<

আরে ভাই, জানি জানি। Project IGI এই গেমস সবাই খেলেছেন। কত কষ্ট করেই না খেলেছেন! আসুন দেখি কি করলে এই Project IGI গেমস এ গুলি শেষ হবেনা।

Tuesday, July 30, 2013

আসুন কিছু গুগল টিপস দেখি

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

>>> এই পোস্টটি ১৯৮ বার দেখা হয়েছে <<<
বর্তমান সময়ে আমরা প্রায় সবাই Google এর মাধ্যমে অনেক উপকৃত হয়ে  থাকি।অনেকে আছেন যারা গুগলের লুকায়িত অনেক টিপস জানেন এবং তারা ঐগুলো ব্যবহার করেন আবার এমন লোক ও আছেন যারা জানেন না তাই এই সুবিধা গুলো ভোগ করতে পারছেন না। আর এই কারনেই আমি আপনাদের আজ তিনটি টিপস দেখাবো।
1. ম্যাথমেটিক্স
আপনি যে ভাবেই ডাটা প্রবেশ করান না কেন সহজ থেকে জটিল ইকুয়েশনের উত্তর দিবে Google. যোগ, বিয়োগ, গুন, ভাগ যাই হোক না কেন যত জটিলই হোক না কেন খুব সহজে Google এর মাধ্যমে উত্তর পাওয়া যাবে। এজন্য Google এর Search Box এ শুধু ইকুয়েশন টি লেখলেই হবে। ইকুয়েশন এর জন্য গানিতিক প্রতীক –
+ যোগফলের জন্য
-বিয়োগ করার জন্য
* গুন করার জন্য
/ ভাগ করার জন্য
% ভাগশেষ বের করার জন্য
^ এক্সপোনেন্সিয়াল এর জন্য (X to the power of Y)
বর্গমূল বের করার জন্য sqrt লিখে তার পেছনে সংখ্যাটি লিখতে হবে।
উদাহরণ:

Saturday, July 27, 2013

আনলিমিটেড বাংলা এফ এম রেডিও শুনুন ২৪ ঘণ্টা এর সাথে রেকর্ড করুন!

Posted By- Sajib Talukdar
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ৪,৬৯৫ বার দেখা হয়েছে <<<
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’ কেমন আছেন সবাই, আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করি। আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি একটি অসাধারন সফ্টওয়্যার যা দিয়ে আপনি ইন্টারনেট থেকে অনলিমিটেড বাংলা এফ ম রেডিও শুনতে পাবেন।আমরা SkyTouch net player সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট থেকে ২৪ ঘণ্টা এফ ম রেডিও শুনতে পারি।
এখনে বাংলাদেশের বেশ কিছু রেডিও চ্যানেল ওয়েব এর মার্ধমে রেডিও
প্রকাশ করে থাকে ।তাছাড়া হিন্দি ইংরেজি বেশ কিছু চ্যানেল আছে ।

চ্যানেল গুলো একবার দেখে নিনঃ
Ø   বাংলা এফাম রেডিও।
Ø   বাংলা অনলাইন রেডিও।
Ø   বি বি সি রেডিও।
Ø   ভি ও এ বাংলা রেডিও।
Ø   ইন্ডিয়া রেডিও।
Ø   ইউ কে রেডিও।  ইত্যাদি………….
এই সফটওয়্যার এর মার্ধমে কম গতিতে রেডিও শুনা য়ায়। হাই কোয়ালিটি মপি৩ ফরম্যাট রেকডিং করা  য়ায়।
ডাউনলোড করতে এখনে ক্লিক করুন
ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।

ইয়াহু মেসেঞ্জার থেকে ফ্রি কল করুন বিশ্বের যে কোন দেশে যে কোন মোবাইল বা ল্যান্ড লাইনে।

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ৫,১৩২ বার দেখা হয়েছে <<<
আচ্ছালামু আলাইকুম,
শুরুতেই বলে রাখি যাদের ধৈর্য্যধারন ক্ষমতাকম তারা এই কাজটি না করাই ভালো
বা আমার ব্লগটি ভিসিট করার দরকার নেই।
আমি প্রথমে বিশ্বাস করি নাই এই বিষয়টি এবং কাউকে বলতে ও চাইনাই আমি ২/৩ টা কল করে তারপর আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।
জানিনা কে সাকসেস আর কে আন সাকসেস হন।দয়াকরে বলি কেউ বাজে মন্তব্য বা বেড কমেন্ট করা থেকে বিরত থাকবেন।
আপনার যদি মন ছায় বা আপনি ইচ্ছুক ফ্রি কল করার জন্য তাহলে ধৈর্য্য নিয়ে এই কাজটি করতে হবে।
প্রথমে ইয়াহু মেসেঞ্জার লাগবে আপনাকে ফ্রি কল করতে হলে।
একবারে লেটেস্ট হলে ভালো হয়।
ইয়াহু মেসেঞ্জার ইন্সটল শেষে ইউজার আইডি দিয়ে লগইন করুন।
আপনার মাইক্রোফোন ও হেডসেট টি ঠিক আছে কিনা দেখে নিন।
কারন আপনার হেড সেট যদি ঠিক না থাকে তাহলে জিবনেও পারবেন না কল করতে সাথে আপনার সিস্টেম এর অডিও ছেক করে দেখবেন অডিও রেকর্ড করে।
+18003733411 এই নাম্বারটি ডায়াক করুন (বা কানেক্ট না হওয়া পর্যন্ত সেটা কতবারে হবে বা কখন হবে নির্ভর করবে নেট ওয়ার্ক এর উপর )  আপনি এবার ফ্রি কল অপারেটরে কানেক্ট হবেন যখন কানেক্ট হবে তখন আপনাকে ভিবিন্ন ধরনের অপার করবে আপনি এই গুলো শুনবেন এবং সব শেষে বলবে ফ্রি কল।অথ্যাৎ যখনি শুনবেন ফ্রি কল তখন আপনি ও আপনার মাইক্রোফোনে একটু জোরে ও পরিষ্কার ভাবে বলবেন ফ্রি কল (এখানে ২০/৩০ সেকেন্ড এর জন্য বিজ্ঞাপন দিতে পারে ) এবং বিজ্ঞাপন শেষে বলবে Please dial the phone number & country code  তার মানে আপনি লাইনটি পেয়ে গেছেন।
এবার ডায়ালপ্যাড খুলে ওখানে নাম্বার দিন  ( আর না পেলে এই ভাবে চেষ্টা করে জেতে হবে  বারে বারে  আমি ৩৫বার ট্রাই করে পেয়েছি মাএ ৩বার তবে একটা আইডিয়া পেলাম ও দেখলাম যখন নেট ওয়ার্ক ফ্রি থাকে তখন কল সংযোগ পেতে সহজ হয়।তাই আপনি ও ফ্রি সময়ে ট্রাই করবেন ) এবার কাংখিত দেশের নাম্বার দিয়ে শুরু করুন ফ্রিকল করা।ডায়াল করবেন এই ভাবে যদি বাংলাদেশে করেন তাহলে ৮৮ দিয়ে আর ইন্ডিয়া করলে ৯১ দিয়ে শুরু করবেন।উওর আমেরিকার জন্য সুরুতে ১ ডায়াল করবেন।একবার যদি কানেক্ট হয় তাহলে আনলিমিটেড কথা বলতে পারবেন আমি একটানা ৩ঘন্টা কথা বলেছি।
ব্লগটি আমি তাড়াহুড়ো করে লিখেছি রিপিট করে দেখিনাই কারন আমার ল্যাপটপে চার্জ এখন প্রায় শুন্যর কোঠায় তাই ভুল ভ্রান্তি হলে আমি দুঃখিত।
যে কোন কিছু ফ্রি তে পেতে হলে একটু খাঠুনি দিয়ে হ্য়,তাই যারা খাঠুনি দিতে
পারবেন তারাই সফল হবেন,যেমন আমি অসংখ্যাবার চেষ্টা করে সাকসেস হয়েছি
আমার আশা আপনারা ও সফল হবেন।
আল্লাহ্‌ হাফিজ।
এবার ছিএ গুলো দেখে নিন কি ভাবে কাজ করবেন।

Saturday, July 20, 2013

টেলিটকে দিয়ে ফ্রী নেট ব্যাবহার করুন মোবাইল এ !!!

Posted By- Sajib Talukdar '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' 
>>> এই পোস্টটি ১,০৩১ বার দেখা হয়েছে <<<

টেলিটকে দিয়ে ফ্রী নেট ব্যাবহার করুন মোবাইল এ !!!
যারা গ্রামীনফোনে 0.facebook.com দিয়ে মোবাইল এ ফ্রী নেট ব্যাবহার করতেন তারা এখন আর ব্যাবহার করতে পারছেন না,কেননা গ্রামীনফোন এটাকে ব্লক করেছে,তাই নতুন ট্রিক আবিষ্কার করলাম টেলিটক দিয়ে। অনেক আগেই এই ট্রিক আবিষ্কার করলেও বেস্ততার কারনে টিউন করতে পারিনি। কথা না বারিয়ে কাজের কথাই আসা যাকঃ
  • আপনি শুদুমাত্র অপেরা মিনি দিয়ে এই কাজটি করতে পারবেন।আমি জাভা মোবাইল ইউসারদের Opera mini 4.5 টা ইউস করতে সাজেস্ট করব। এছাড়া আপনি লেটেস্ট টা দিয়েও ট্রাই করতে পারেন। এই নেট ব্যাবহার এর সুবিধা হল আপনি টেলিটক এর আফিসিয়াল কনফিগারেশন  Setting ( TT-INTERNET ) দিয়ে ফ্রী নেট ব্যাবহার করতে পারবেন,তাই জাভা ইউজারদের prov file নিয়ে ঝামেলা নেই,সিম্বিয়ান ইউসেরদের Apn,Port ইত্যাদি সেট করার প্রয়োজন পরবেনা।
  • আপনি সিমটা চালু করলেই ইন্টারনেট সেটিং এসে যাবে। তারপর Settings=>configuration=> থেকে TT-INTERNET  select করুন।
  • নিচ থেকে Active default in all app active করুন।
  • একটা পেইজ আসবে leaving facebook লেখা এবং কনফার্ম করতে বলবে।Confirm করবেন।যে সাইটের লিংক দিয়েছেন সেটা চলে আসবে।
যাস!!! আপনার কাজ শেষ। এইভাবে আপনি আনলিমিটেড ব্রাউস করতে পারবেন কিন্তু ডাউনলোড করা যাবেনা।
একটাই সমস্যা,মাঝেমাঝে পেইজ লোড হবার পর Problem from the server লিখা আসে,তখন OK Button চাপতে হয়,তবে এই লিখা আসার আগেই পেইজ লোড হয়ে যাবে,না গেলে রিফ্রেশ বাটন চাপুন।
এটা  শুধুমাত্র Teletalk 2G নেটওয়ার্ক এ কাজ করে,তবে ৩জি নেটওয়ার্ক এ ট্রাই করতে পারেন।

Monday, July 15, 2013

উইন্ডোজ এর “Run” অপশনের জন্য ৫০ টি প্রয়োজণীয় শর্টকাট।

Posted By- Sajib Talukdar '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ১৫১ বার দেখা হয়েছে <<<
আচ্ছালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি ও আছি ভালোই আলহামদুলিল্লাহ্। যাই হোক আজ আমি যেই পস্ট টির কথা বলছি সেটি সম্পকে অনেকে হয়তো জানেন, যারা না জানেন তারা দেখে নেন কাজে লাগতে পারে।
আমরা প্রয়জনের তুলনায় RUN (Win + R ) এর ব্যবহার খুব কম করি।
এবার কিছু র্সটকী থেকে Run অপশন একবার ব্যবহার করে দেখেন
দেখুন আপনার ব্যবহার কতটা দ্রুত এবং মজাদার :
যেমন ক্যালকোলেটর এর জন্য শুধু RUN এ গিয়ে
calc লিখে এন্টার ……… বাস Calculator হাজির
এখানে নিচে প্রয়োজনীয় অনেকt শর্টকাট দেওয়া হলো:
এগুলো Run অপশনে গিয়ে লিখুন।
Add/Remove Programs – appwiz.cpl
Adobe Photoshop (if installed)- photoshop
Bluetooth Transfer Wizard – fsquirt
Calculator – calc
Control Panel – control
Date and Time Properties – timedate.cpl
Firefox (if installed)- firefox
Free Cell Card Game- freecell
Game Controllers- joy.cpl
Help and Support- helpctr
Internet Explorer- iexplore
Pinball Game – pinball
Power Configuration – powercfg.cpl
Printers and Faxes – control printers
Printers Folder – printers
Real Player (if installed)- realplay
Registry Editor – regedit
Remote Access Phonebook – rasphone
Remote Desktop – mstsc
Scanners and Cameras – sticpl.cpl
Scheduled Tasks – control schedtasks
Shuts Down Windows – shutdown
Microsoft Chat – winchat
Microsoft Excel (if installed) – excel
Microsoft Movie Maker – moviemk
Microsoft Paint – mspaint
Microsoft Powerpoint (if installed)- powerpnt
Mouse Properties – control mouse
Mouse Properties – main.cpl
Network Setup Wizard – netsetup.cpl
Notepad – notepad
On Screen Keyboard – osk
Opens AC3 Filter (If Installed) – ac3filter.cpl
Outlook Express – msimn
Paint – pbrush
Keyboard Properties – control keyboard
System Configuration Editor – sysedit
System Configuration Utility – msconfig
System Information – msinfo32.
Task Manager – taskmgr
System Properties – sysdm.cpl
Task Manager – taskmgr
Windows Explorer – explorer
Windows Firewall- firewall.cpl
Windows Magnifier- magnify
Windows Media Player – wmplayer
Windows Messenger – msmsgs
Windows XP Tour Wizard – tourstart
Wordpad – write