***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Showing posts with label skype. Show all posts
Showing posts with label skype. Show all posts

Thursday, July 25, 2013

║১০০ তম পোস্ট ║ইন্টারনেটের গতি বৃদ্ধি করুন,Modem Booster এর Latest+Full ভার্সন এর মাধ্যমে।(প্রমাণ সহ)

Posted By- Sajib Talukdar
======================================================================
AnimatedArrow
পোস্টঃ ইন্টারনেটের গতি বৃদ্ধি করুন,Modem Booster এর Latest+Full ভার্সন এর মাধ্যমে।(প্রমাণ সহ) 
A360_Feature_img02
সবাইকে শুভেচ্ছা জানিয়ে মূল পোস্ট শুরু করছি। আমরা ইন্টারনেট এর দিক দিয়ে যে কত পিছিয়ে আছি টা আমরা প্রত্যেকেই জানি। ইন্টারনেটের গতি অত্যন্ত কম।তার মধ্যে নানা কারনে স্লো হয়ে পড়ে। ব্যাপারটা এমন চিকন রাস্তায় জ্যাম। তবুও আপনার ইন্টারনেটের গতি অনেকটা বাড়িয়ে নিতে পারেন এই মডেম বুস্তারের মাধ্যমে। আপনাদের দিচ্ছি ভার্সন ৮ যা Latest এবং ফুল ভার্সন। কোন ক্র্যাকের ঝামেলা নাই। শুধু ইন্সটল করলেই হবে। এর মূল্য $39.95 ।আপনি চাইলে এর Official সাইট থেকে এর সম্পূর্ণ বর্ণনা ও মূল্য দেখতে পারেন। মডেম বুস্তার সম্পর্কে অনেকেই জানেন তবুও দেখুন এটা কি কি করে, নিচের ছবির মাধ্যমে 
 Capture

এটার কোন ঝামেলা নাই। শুধু ডাউনলোড, ইন্সটল আর অটো টিউন। এটা সাধারণ যেকোনো কম্পিউটারে সাপোর্ট করবে।

System Requirements


- Pentium III above processor
- 256 MB of RAM
- 30 MB Free space
- Windows XP / VISTA / 7 / 8

আর কথা নয় । নিচের ডাউনলোড লিঙ্ক থেকে এটা ডাউনলোড করে নিন।
downloadnow
  Click Me to download Modem Booster 8 (latest+Full)

নির্দেশনা ঃ 
  • ডাউনলোড করে শুধু ইন্সটল করুন।
  • Auto Tune এ ক্লিক করুন।
  • তার পর কিছুক্ষন অপেক্ষা করুন।
  • এবার Boost এ ক্লিক করুন।
  • কিছুক্ষন পর আপনার আগের স্পীড ও বর্তমান স্পীড এর পার্থক্য এবং শতকরা বিশ্লেষন পাবেন ।
  • সবার শেষে PC Restart দিন।
  • ব্যাস হয়ে গেল।  
  • কখনো আপডেট করবেন না
dfs

এর কাজ শেষ হওয়ার পর আপনি যে প্রতিবেদন পাবেন সেটা আমি আমার পিসিতে করে সচ্রীশট নিয়ে আপনাদের সামনে আনলাম। আপনারা নিজেই এর পার্থক্য বুঝতে পারবেন।
972692_293680177444984_1858042387_n
এর উপর ভরসা না থাকলে http://speedtest.net/ থেকে মডেম বুস্তার চালানোর আগে স্পীড মেপে রাখুন আর পরে আরেকবার মাপে দেখুন। তাহলে ডাউনলোড করুন আর বারিয়ে নিন আপনার ইন্টারনেট স্পীড। কোন প্রকার সমস্যা হলে অবশই জানাবেন, সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি নিশ্চিত পোস্টে অনেক ভুলভ্রান্তি আছে। সেগুলো ক্ষমার চোখে নিয়েন। পোস্টটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।
bye

Saturday, July 20, 2013

টেলিটকে দিয়ে ফ্রী নেট ব্যাবহার করুন মোবাইল এ !!!

Posted By- Sajib Talukdar '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' 
>>> এই পোস্টটি ১,০৩১ বার দেখা হয়েছে <<<

টেলিটকে দিয়ে ফ্রী নেট ব্যাবহার করুন মোবাইল এ !!!
যারা গ্রামীনফোনে 0.facebook.com দিয়ে মোবাইল এ ফ্রী নেট ব্যাবহার করতেন তারা এখন আর ব্যাবহার করতে পারছেন না,কেননা গ্রামীনফোন এটাকে ব্লক করেছে,তাই নতুন ট্রিক আবিষ্কার করলাম টেলিটক দিয়ে। অনেক আগেই এই ট্রিক আবিষ্কার করলেও বেস্ততার কারনে টিউন করতে পারিনি। কথা না বারিয়ে কাজের কথাই আসা যাকঃ
  • আপনি শুদুমাত্র অপেরা মিনি দিয়ে এই কাজটি করতে পারবেন।আমি জাভা মোবাইল ইউসারদের Opera mini 4.5 টা ইউস করতে সাজেস্ট করব। এছাড়া আপনি লেটেস্ট টা দিয়েও ট্রাই করতে পারেন। এই নেট ব্যাবহার এর সুবিধা হল আপনি টেলিটক এর আফিসিয়াল কনফিগারেশন  Setting ( TT-INTERNET ) দিয়ে ফ্রী নেট ব্যাবহার করতে পারবেন,তাই জাভা ইউজারদের prov file নিয়ে ঝামেলা নেই,সিম্বিয়ান ইউসেরদের Apn,Port ইত্যাদি সেট করার প্রয়োজন পরবেনা।
  • আপনি সিমটা চালু করলেই ইন্টারনেট সেটিং এসে যাবে। তারপর Settings=>configuration=> থেকে TT-INTERNET  select করুন।
  • নিচ থেকে Active default in all app active করুন।
  • একটা পেইজ আসবে leaving facebook লেখা এবং কনফার্ম করতে বলবে।Confirm করবেন।যে সাইটের লিংক দিয়েছেন সেটা চলে আসবে।
যাস!!! আপনার কাজ শেষ। এইভাবে আপনি আনলিমিটেড ব্রাউস করতে পারবেন কিন্তু ডাউনলোড করা যাবেনা।
একটাই সমস্যা,মাঝেমাঝে পেইজ লোড হবার পর Problem from the server লিখা আসে,তখন OK Button চাপতে হয়,তবে এই লিখা আসার আগেই পেইজ লোড হয়ে যাবে,না গেলে রিফ্রেশ বাটন চাপুন।
এটা  শুধুমাত্র Teletalk 2G নেটওয়ার্ক এ কাজ করে,তবে ৩জি নেটওয়ার্ক এ ট্রাই করতে পারেন।

Sunday, July 14, 2013

নিজে একটি Locker বানান এবং বিভিন্ন ফাইল locker এ রেখে locker lock করুন

Posted By- Sajib Talukdar '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ৯১ বার দেখা হয়েছে <<<
images
এটা আামার পঞ্চম পোষ্ট। আশা করি সবার ভালো লাগবে।
আমরা অনেক সময় বিভিন্ন জিনিস Hide করতে নানা Software use করি।আামি আজকে এমন একটি Trick শিখাবো যার ফলে কোন Software ছাড়াই নানা ধরনের ফাইল, ফোল্ডার Hide করতে পারি।
১) প্রথমে Notepad open করুন।
1
২)নিচের Code টি Notepad-এ Copy-Paste করুন।

2

  • @ECHO OFF
  • title Folder Private
  • if EXIST “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” goto :UNLOCK
  • if NOT EXIST Private goto :MDLOCKER
  •  :CONFIRM
  • echo Are you sure you want to lock the folder(Y/N)
  • set/p “cho=>”
  • if %cho%==Y goto :LOCK
  • if %cho%==y goto :LOCK
  • if %cho%==n goto :END
  • if %cho%==N goto :END
  • echo Invalid choice.
  • goto :CONFIRM
  •  :LOCK
  • ren Private “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
  • attrib +h +s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
  • echo Folder locked
  • goto :End
  •  :UNLOCK
  • echo Enter password to unlock folder
  • set/p “pass=>”
  • if NOT %pass%== password here goto :FAIL
  • attrib -h -s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
  • ren “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” Private
  • echo Folder Unlocked successfully
  • goto :End
  •  :FAIL
  • echo Invalid password
  • goto :end
  •  :MDLOCKER
  • md Private
  • echo Private created successfully
  • goto :End
  •  :End
৩) যে জায়গায় ” Password Here” কথাটি লেখা সেখানে কথাটি মুছে আপনার পছন্দ মতো Password দিন।
3
৪) ফাইলটির নাম দিন locker.bat এবং save as type এ গিয়ে ” All Files” click করে save করুন।
4

৫) এবার window টি close করে দিন।
5
৬) এবার ডাবল Click করে locker ফাইলটি খুলুন। সাথে সাথে আপনি ” Private ” নামক নতুন Folder পাবেন।
6
৭) আপনি যেসব জিনিস Hide করতে চান সেগুলো Copy করে ”Private” নামক Folder-এ গিয়ে Paste করুন
7

৮) Paste করা শেষ হলে locker এ click করে open করুন।।
৯)আপনি একটি লেখা দেখতে পাবেন
Are you sure you want to lock the folder(Y/N)
১০) এরপর y লিখে Enter করলে  Private Folder টি lock হয়ে যাবে
১১) এরপর Private Folder unlock করতে হলে locker এ click করে open করতে হবে।এরপর ৩ নম্বর ধাপে যে Password লিখেছিলেন সেটি লিখলে private folder unlock হবে
আর কিছু লিখবো না।ভালো লাগলে Comment করবেন।

Sunday, July 7, 2013

এবার গ্রামীণ ফোন দিয়ে ফ্রী স্কাইপ ইউস করুন !!!••পুরাই বাঁশ••

এবার গ্রামীণ ফোন দিয়ে ফ্রী স্কাইপ ইউস করুন !!!••পুরাই বাঁশ••

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ২,৩৩৮ বার দেখা হয়েছে <<<

“আসসালামু আলাইকুম”
skype_logo_online
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।
আজ এমন একটা ট্রিকদিবো যেটা দিয়ে PCতে ফ্রী Skypeচালাতে পারবেন Gp MMS এর কোনফিগারেসন দিয়ে।চলুন দেখে নিন কিভাবে কি করবেন। প্রথমে আপনার মডেম Config করুন gpmms Access Point দিয়ে।অই দিন ফ্রী নেট এর জন্য রুবেল ভাই যে কনফিগারেসন এর কথা বলে ছিল ঠিক সেভাবে করুন।না পারলে সেই পিকচার গুলো দেখুন।
FREE net 1
এবার Profile Management ক্লিক করে New ক্লিক করুন ।FREE NET 2
প্রোফাইল বানান Profile Name দিবেন Gp MMs এবার Static মার্ক করে নিচের মত করে Apn লিখুন gpmms তারপর Access Number *99# দেয়া থাকবে , না দেয়া থাকলে দিয়ে Save ক্লিক করে ওকে ক্লিক করে বের হয়ে আসুন ।fire fox 5
তারপর Skype ওপেন করুন  tools> Option> Advance> Connection> এ যান।এবার দেখুন Automatic
proxy detection এই নামে একটা অপশন আছে অপশন টা কে Changeকরে HTTPSকরে দিন।এরপর HOST বসান প্রক্সি বসান 10.128.1.2 আর Portবসান 8080 ।ssss
আপনার ার কোন কাজ নাই এবার আপনি আপনার স্কাইপ টি রিস্টার্ট দিন দেখবেন কাজ হয়ে গেসে এবার আনলিমিটেড স্কাইপ চালান।
বিঃদ্রঃআপনারা সবাই এই ভাবে ইউস করবেন ার বন্ধুদের জানাবেন।
আমার মনে হয় আর কিছু বলতে হবে না তারপরেও কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।

[আমি এই পোস্ট গুলো কারি আপনাদের উপকারের জন্য আপনাদের উপকার হলেই আমার কষ্ট সার্থক]
আজ পর্যন্তই জানি না আজকের এই পোষ্ট টি আপনার কেমন লেগেছে।আমি চেষ্টা করেছি আপনাদের ভাল লাগাতে।
ভাল বা খারাপ যাই হোক আজকের এই পোষ্ট সম্পর্কে কমেন্ট করে জানাবেন।
সবাই আমার জন্য দোয়া করবেন।ধন্যবাদ
==================================================================
সবাই ভাল থাকুন,আর  সাথেই থাকুন………………
 ==================================================================
আপনার কাছে যদি সামান্য সময় থাকে তবে একবার ঘুরে আসতে পারেন আমাদের পেইজ থেকে
আপনাকে জানার জানানোর জন্য আমরা জন্য আমরা আছি সদা আপনার অপেক্ষায় একবার পেইজ থেকে ঘুরে আসুন আশা করি ভাল লাগবে….www.zubayertalukdar.yolasite.com