***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Thursday, July 25, 2013

║১০০ তম পোস্ট ║ইন্টারনেটের গতি বৃদ্ধি করুন,Modem Booster এর Latest+Full ভার্সন এর মাধ্যমে।(প্রমাণ সহ)

Posted By- Sajib Talukdar
======================================================================
AnimatedArrow
পোস্টঃ ইন্টারনেটের গতি বৃদ্ধি করুন,Modem Booster এর Latest+Full ভার্সন এর মাধ্যমে।(প্রমাণ সহ) 
A360_Feature_img02
সবাইকে শুভেচ্ছা জানিয়ে মূল পোস্ট শুরু করছি। আমরা ইন্টারনেট এর দিক দিয়ে যে কত পিছিয়ে আছি টা আমরা প্রত্যেকেই জানি। ইন্টারনেটের গতি অত্যন্ত কম।তার মধ্যে নানা কারনে স্লো হয়ে পড়ে। ব্যাপারটা এমন চিকন রাস্তায় জ্যাম। তবুও আপনার ইন্টারনেটের গতি অনেকটা বাড়িয়ে নিতে পারেন এই মডেম বুস্তারের মাধ্যমে। আপনাদের দিচ্ছি ভার্সন ৮ যা Latest এবং ফুল ভার্সন। কোন ক্র্যাকের ঝামেলা নাই। শুধু ইন্সটল করলেই হবে। এর মূল্য $39.95 ।আপনি চাইলে এর Official সাইট থেকে এর সম্পূর্ণ বর্ণনা ও মূল্য দেখতে পারেন। মডেম বুস্তার সম্পর্কে অনেকেই জানেন তবুও দেখুন এটা কি কি করে, নিচের ছবির মাধ্যমে 
 Capture

এটার কোন ঝামেলা নাই। শুধু ডাউনলোড, ইন্সটল আর অটো টিউন। এটা সাধারণ যেকোনো কম্পিউটারে সাপোর্ট করবে।

System Requirements


- Pentium III above processor
- 256 MB of RAM
- 30 MB Free space
- Windows XP / VISTA / 7 / 8

আর কথা নয় । নিচের ডাউনলোড লিঙ্ক থেকে এটা ডাউনলোড করে নিন।
downloadnow
  Click Me to download Modem Booster 8 (latest+Full)

নির্দেশনা ঃ 
  • ডাউনলোড করে শুধু ইন্সটল করুন।
  • Auto Tune এ ক্লিক করুন।
  • তার পর কিছুক্ষন অপেক্ষা করুন।
  • এবার Boost এ ক্লিক করুন।
  • কিছুক্ষন পর আপনার আগের স্পীড ও বর্তমান স্পীড এর পার্থক্য এবং শতকরা বিশ্লেষন পাবেন ।
  • সবার শেষে PC Restart দিন।
  • ব্যাস হয়ে গেল।  
  • কখনো আপডেট করবেন না
dfs

এর কাজ শেষ হওয়ার পর আপনি যে প্রতিবেদন পাবেন সেটা আমি আমার পিসিতে করে সচ্রীশট নিয়ে আপনাদের সামনে আনলাম। আপনারা নিজেই এর পার্থক্য বুঝতে পারবেন।
972692_293680177444984_1858042387_n
এর উপর ভরসা না থাকলে http://speedtest.net/ থেকে মডেম বুস্তার চালানোর আগে স্পীড মেপে রাখুন আর পরে আরেকবার মাপে দেখুন। তাহলে ডাউনলোড করুন আর বারিয়ে নিন আপনার ইন্টারনেট স্পীড। কোন প্রকার সমস্যা হলে অবশই জানাবেন, সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি নিশ্চিত পোস্টে অনেক ভুলভ্রান্তি আছে। সেগুলো ক্ষমার চোখে নিয়েন। পোস্টটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।
bye

No comments: