***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Tuesday, July 30, 2013

আসুন কিছু গুগল টিপস দেখি

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

>>> এই পোস্টটি ১৯৮ বার দেখা হয়েছে <<<
বর্তমান সময়ে আমরা প্রায় সবাই Google এর মাধ্যমে অনেক উপকৃত হয়ে  থাকি।অনেকে আছেন যারা গুগলের লুকায়িত অনেক টিপস জানেন এবং তারা ঐগুলো ব্যবহার করেন আবার এমন লোক ও আছেন যারা জানেন না তাই এই সুবিধা গুলো ভোগ করতে পারছেন না। আর এই কারনেই আমি আপনাদের আজ তিনটি টিপস দেখাবো।
1. ম্যাথমেটিক্স
আপনি যে ভাবেই ডাটা প্রবেশ করান না কেন সহজ থেকে জটিল ইকুয়েশনের উত্তর দিবে Google. যোগ, বিয়োগ, গুন, ভাগ যাই হোক না কেন যত জটিলই হোক না কেন খুব সহজে Google এর মাধ্যমে উত্তর পাওয়া যাবে। এজন্য Google এর Search Box এ শুধু ইকুয়েশন টি লেখলেই হবে। ইকুয়েশন এর জন্য গানিতিক প্রতীক –
+ যোগফলের জন্য
-বিয়োগ করার জন্য
* গুন করার জন্য
/ ভাগ করার জন্য
% ভাগশেষ বের করার জন্য
^ এক্সপোনেন্সিয়াল এর জন্য (X to the power of Y)
বর্গমূল বের করার জন্য sqrt লিখে তার পেছনে সংখ্যাটি লিখতে হবে।
উদাহরণ:


2. শহরের আবহাওয়া বার্তা
বিশ্বের প্রধান প্রধান শহরের আবহাওয়া বার্তা পাওয়া। এজন্য Google এর Search Box এ “Weather” কথাটি লিখে তারপর শহরের নাম লিখতে হবে।
উদাহরণ:

3. এক মুদ্রাকে অন্য মুদ্রায় রুপান্তর
খুব সহজে এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় কত হবে তা জানা যায়। একটি উদাহরনের মাধ্যমে জেনে নিন কিভাবে করা যায় এই কাজ। যেমনঃ ১০০ US Dollar কে আপনি বাংলাদেশি টাকায় পরিবর্তন করবেন এজন্য Google এর Search Box এ লিখুন 100 usd in bdt  লিখলেই দেখবেন ১০০ US Dollar টাকায় কত হয় তা দেখাবে।
উদাহরণ:

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

No comments: