Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ১০৩ বার দেখা হয়েছে <<<
আমাদের তরুনসমাজের মধ্যে অনেকের ডায়েরী লেখার অভ্যাস আছে। জীবনের মধুর কোন স্মৃতি কিংবা তিক্ত কোন অভিজ্ঞতা অথবা মুখস্থ করা কোনো গান, কোনো ভালোলাগা কবিতা বা কোনো বন্ধুর সঙ্গে ঝগড়ার কথাগুলো আমরা ডায়েরিতে খুব সুন্দর করে দিন-তারিখ সময়সহ লিপিবদ্ধ করে রাখি। কিন্ত এই ডিজিটাল সময়ে কম্পিউটার/ল্যাপটপের ক্রমশ হস্তক্ষেপের কারনে প্রিয় ডায়েরিটিকে আমরা সঙ্গে রাখতে পারি না। কিন্তু তাতে কী, আমরা চাইলে আমাদের কম্পিউটার/ল্যাপটপে একটি ডায়েরি তৈরি করে নিতে পারি।
হ্যাঁ, এখন যে টিউনটি করতে যাচ্ছি তা হল নোটপ্যাড দিয়ে কম্পিউটার/ল্যাপটপে আপনার ডায়েরি কিভাবে তৈরি করবেন। তাহলে দেখুন কিভাবে করতে হয়…
✎প্রথমে নোটপ্যাড ওপেন করুন-
✎নোটপ্যাড ওপেন করতে-
✎start > all programmes > accessories > notepad ক্লিক করুন।
✎নোটপ্যাড ওপেন হলে লিখুন- .LOG
{মাথায় রাখবেন প্রতিটি লেটার যেন অবশ্যই ক্যাপিটাল হয়}
✎এবার আপনার ইচ্ছা মত নাম দিয়ে সেইভ করুন
✎এবার তৈরিকৃত ফাইলটি ওপেন করুন
✎এখন আপনি যতবারই ওপেন করবেন দেখবেন নোটপ্যাডটিতে ডায়েরি মতো উপরে সময় ও তারিখ আসছে। প্রতিবারই সময় ও তারিখ পরিবর্তিত হবে। এটাকেই আপনি আপনার ডায়েরি হিসেবে ব্যবহার করতে পারবেন।
>>> এই পোস্টটি ১০৩ বার দেখা হয়েছে <<<

আমাদের তরুনসমাজের মধ্যে অনেকের ডায়েরী লেখার অভ্যাস আছে। জীবনের মধুর কোন স্মৃতি কিংবা তিক্ত কোন অভিজ্ঞতা অথবা মুখস্থ করা কোনো গান, কোনো ভালোলাগা কবিতা বা কোনো বন্ধুর সঙ্গে ঝগড়ার কথাগুলো আমরা ডায়েরিতে খুব সুন্দর করে দিন-তারিখ সময়সহ লিপিবদ্ধ করে রাখি। কিন্ত এই ডিজিটাল সময়ে কম্পিউটার/ল্যাপটপের ক্রমশ হস্তক্ষেপের কারনে প্রিয় ডায়েরিটিকে আমরা সঙ্গে রাখতে পারি না। কিন্তু তাতে কী, আমরা চাইলে আমাদের কম্পিউটার/ল্যাপটপে একটি ডায়েরি তৈরি করে নিতে পারি।
হ্যাঁ, এখন যে টিউনটি করতে যাচ্ছি তা হল নোটপ্যাড দিয়ে কম্পিউটার/ল্যাপটপে আপনার ডায়েরি কিভাবে তৈরি করবেন। তাহলে দেখুন কিভাবে করতে হয়…
✎প্রথমে নোটপ্যাড ওপেন করুন-
✎নোটপ্যাড ওপেন করতে-
✎start > all programmes > accessories > notepad ক্লিক করুন।
✎নোটপ্যাড ওপেন হলে লিখুন- .LOG
{মাথায় রাখবেন প্রতিটি লেটার যেন অবশ্যই ক্যাপিটাল হয়}
✎এবার আপনার ইচ্ছা মত নাম দিয়ে সেইভ করুন
✎এবার তৈরিকৃত ফাইলটি ওপেন করুন
✎এখন আপনি যতবারই ওপেন করবেন দেখবেন নোটপ্যাডটিতে ডায়েরি মতো উপরে সময় ও তারিখ আসছে। প্রতিবারই সময় ও তারিখ পরিবর্তিত হবে। এটাকেই আপনি আপনার ডায়েরি হিসেবে ব্যবহার করতে পারবেন।
ধন্যবাদ।
No comments:
Post a Comment