***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Friday, July 5, 2013

ক্রাশ (crash!) করা পিসি ঠিক করুন ২ মিনিট এ…!!! (পদ্ধতি ১)

ক্রাশ (crash!) করা পিসি ঠিক করুন ২ মিনিট এ…!!! (পদ্ধতি ১)

Posted By- Sajib Talukdar 

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
RESTORE YOUR CRASHED PC WITHIN 2 MIN...!!!
হ্যালো কেম আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন! আপনাদের সাথে আজ একটি চমৎকার ও সহজ একটি টিপস শেয়ার করব। হেদলাইন দেখে হয়ত বুজতে পারছেন কিসুটা!
তার আগে আপনাকে C DRIVE এর বাচকাপ রাখতে হবে। SYSTEM IMAGE CREATE করে নিতে হবে। কিভাবে করবেন? আমার আগের পোস্ট টি থেকে শিখে নিন। লিঙ্ক টা নিচে দেয়া হল!

ব্যাকআপ রাখুন আপনার C DRIVE তাও আবার ডিফল্ট সফটওয়্যার দিয়ে!!

তিন টি পদ্ধতি রয়েছে ক্রাশ করা পিসি কে টিক করতে। তার মদ্ধে সব চেয়ে সহজ একটি পদ্ধতি আজ আপনাদের সাথে আলোচনা করব। এই পদ্ধতি তে ক্রাশ করা পিসি কে পুরবের অবস্তায় আনতে পারবেন মাত্র দুই মিনিট এ। তবে তার জন্য আপনাকে C DRIVE এর বাচকাপ রাখতে হবে। উপরের পোস্ট টি পরে এক্তা বাচকাপ করে নিন। এবার আসুন জেনে নেই কি করে আপনি আপনার ক্রাশ করা পিসি কে ভালো করবেন।

আপনাকে যা করতে হবেঃ

  1. বুট/ক্রাশ করা পিসি টির পাওয়ার বাটন টিপ দিন।
  2. সঙ্গে সঙ্গে কী বোর্ড এর F8 ছাপ দিয়ে দরুন, যতক্ষণ না পর্যন্ত একটি SYSTEM REPAIRING OPTION না আসে। কাল একটি পেজ আসবে যাতে আপনার পিসি টিকে রিপেয়ার করা যাবে।
  3. advance boot option সিলেক্ট করে এন্টার চাপুন।
  4. নিচের মত একটা অপশন আসবে।
 
5। এবার repair your computer  সিলেক্ট করে এন্টার কী চাপুন।
৬। তারপর কী বোর্ড লেআউট সিলেক্ট করুন অ্যান্ড নেক্সট ক্লিক করুন।
৭। ইউজার নাম অ্যান্ড password টি টাইপ করে ওকে তে ক্লিক করুন।
৮। তার পর SYSTEM RECOVERY OPTIONS মেনু তে SYSTEM IMAGE RECOVERY তে ক্লিক করুন। তার পর  আপনি যে জায়গায় আপনার ব্যাকআপ ফাইল টি সেভ করে রেখেছেন তা সিলেক্ট করে নেক্সট দিয়ে যান।
৯। ২ মিনিট অপেখা করুন। ওয়ালা!!! আপনার পিসি তে আগের মত হয়ে গেসে তাই না?

যখন এ আপনার পিসি টি ক্রাশ করবে তকনি এই পদ্ধতি তে আপনার পিসি টি কে পুরবের অবস্তায় ফিরিয়ে আনুন মাত্র ২ মিনিট এ!!
আজ তাহলে আসি। কাল ২য় পদ্ধতি নিয়ে আসব। ভালো থাকুন সবাই।

কোণো প্রস্ন থাকলে কমেন্ট এ জানাবেন। আমি সমাধান দেয়ার চেষ্টা করব।

No comments: