ব্লগার দের জন্য অতি প্রয়োজনীয় একটি ওয়েব সাইট।
Posted By- Sajib Talukdar '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ২০৭ বার দেখা হয়েছে <<<

সবাইকে
অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন।
যারা ইন্টারনেটে বিভিন্ন ব্লগে লেখালেখি করেন তাদেরকে প্রায় সময় বিভিন্ন
ব্লগ পোষ্টের মাঝে ইমেজ আপলোড করতে হয়। কিন্তু আপনি কি জানেন যে, এই ইমেজ
ফাইলের সাইজ যদি বেশি হয় তা হলে আপনার পোষ্ট টি লোড হতে দেরি হবে! তাহলে
উপায়? উপায় হল ছোট সাইজের ইমেজ ব্যবহার করা। কিন্তু দেখা যাচ্ছে আমাকে বড়
রেজুলেশনের ইমেজ আপলোড করতে হবে বা আপলোড করা দরকার। তাহলে এই ছোট সাইজের
ইমেজ দিয়ে কি হবে? কোন লাভ হবে না তাই না? হ্যা তাই। আর এই জন্যে আপনাদের
কে আমি এমন একটা
ওয়েব সাইটের
কথা বলব যেখান থেকে আপনি আপনার png ফরম্যাটের ইমেজের সাইজকে এক নিমিষেই
প্রায় ৭২% পর্যন্ত কমিয়ে ফেলতে পারবেন। কিন্তু আপনি এই দুই ইমেজের মধ্যে
কোন পার্থক্য সহজে খুজে পাবেন না। ফলে আপনার পোষ্ট টি লোড হবে আরো দ্রুত
এবং আপনার প্রচুর পরিমানে ব্যান্ডউইথ বেচে যাবে।
এই সাইটে ঢোকার পর আপনি এই রকম একটা আউটলুক দেখতে পাবেন:
এখানে আপনার ইমেজ টি ড্রাগ করে ছেড়ে দিন। তার পর প্রসেসিং হয়ে গেলে স্বয়ঙংক্রিয় ভাবে ডাউনলোড লিংক পবেন। সেখান থেকে ডাউনলোড করে নিন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment