***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Friday, July 5, 2013

ব্যাকআপ রাখুন আপনার C DRIVE তাও আবার ডিফল্ট সফটওয়্যার দিয়ে!!

ব্যাকআপ রাখুন আপনার C DRIVE তাও আবার ডিফল্ট সফটওয়্যার দিয়ে!!

Posted By- Sajib Talukdar '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Back UP your C DRive with Defult Software!
হ্যালো ! কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালই আছেন! পিসি হেল্প লাইন এ  এটি আমার ২য় পোস্ট!
আপনাদের কাছে আজ একটি অসাধারন পোস্ট নিয়ে হাজির হয়েসি… আমরা যারা পিসি ইউস করি তাদের প্রায় ই নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে হয়। ভিবিন্ন কারনে আমাদের পিসি ব্বুটাপ হয় না। আর নতুন করে সেটাপ দেয়া উইন্ডোজ এ প্রিয় সফটওয়্যার গুলি নতুন করে ইন্সটল দেয়ার জামেলা আমাদের সবার জানা।। এমন ও আছেন হয়ত যারা সপ্তাহে একবার এই ধরনের প্রব্লেম এ পরেন! :D
এই ধরনের সমসসা থেকে বাচতে আমরা অনেকেই হয়ত ACRONIS TRUE IMAGE সফটওয়্যার টি ইউস করি… আমিও করতাম। কিন্তু একন আর করি না। কারন আমি মাইক্রোসফট এর ডিফল্ট সফটওয়্যার টা ইউস করছি এখন। অনেক এ জানেন কিন্তু ইউস করেন না। আবার অনেক এ জানেন না কিন্তু ইউস করতে আগ্রহী। তাদের জন্যই মুলত আমার এই পোস্ট টি! Acronis true image একটি paid সফটওয়্যার। তাই ইচ্ছা থাকা সরতে ও ইউস করা যায় না। আর ক্র্যাক অ্যান্ড pirated সফটওয়্যার ব্যাবহার ও ঠিক নয়। ওকে চলুন তাহলে, কি করে আপনি ব্যাকআপ রাখবেন টা দেখে নেই।

যা যা লাগবেঃ

  1.  একটি blank সিডি।

খুজে বের করবেন যেভাবেঃ

১। START menu তে ক্লিক করুন।
২। search box এ backup লিখুন।
৩। সবার উপরে backup and restore এ ক্লিক করুন।
৪। তারপর বাম পাশের উপরের দিকে create a system image এ ক্লিক করুন।


৫। এর পর একটি উইন্ডোজ আসবে তাতে আপনি প্রথম টা  তে টিক দিন। এর পর আপনি বাচকাপ ফাইল টা কোন ড্রাইভ এ সেভ করতে সিলেক্ট করুন। এবং next next দিয়ে যান।

৬। সবার শেস এ একটি পপ আপ উইন্ডো আসবে তাতে ইয়েস সিলেক্ট করে সিডি টি প্রবেস করান… ব্যাস! আপনার ব্যাক আপ কমপ্লিট।

এখন পিসি ক্রাশ করলে ওই সিডি টি সিডি ড্রাইভ এ ঢুকিয়ে restore from system image সিলেক্ট করে ওকে দিলেই আপনার পিসি ঠিক আগের মত হয়ে যাবে!!

বাচকাপ তো করলেন এবার restore করবেন কিভাবে??? আমার এই পোস্ট টি দেখুন তাহলে সব বুজতে পারবেন!

ক্রাশ (crash!) করা পিসি ঠিক করুন ২ মিনিট এ…!!! (পদ্ধতি ১)

বিদ্রঃ

আপনি সিডি ছাড়াও বাচকাপ নিতে পারবেন সে ক্ষেত্রে পপ আপ উইন্ডোজ এ ন কিল্ক করতে হবে । অ্যান্ড restore এর ক্ষেত্রে উইন্ডোজ ৭ এর সিডি টি লাগবে।। টিক একি ভাবে উইন্ডোজ ৭ এর সিডি টি সিডি ড্রাইভ এ দুকিয়ে restore from system image সিলেক্ট করে নেক্সট দিয়ে যেতে হবে…
১। উইন্ডোজ ৭ ব্যাবহার কারি রা এই সুবিধাতি পাবেন।
আমি এক্সপি তে try করি নি। তাই কেও জেনে থাকলে কমেন্ট এ জানাবেন।
আশা করি এটি আপনাদের উপকারে আসবে। লেখায় ভুল ভ্রান্তি থাকা সাভাবিক।। ক্ষমা সুন্দর দ্রিস্টি তে দেখবেন!

কোনও প্রস্ন থাকলে কমেন্ট এ জানাবেন…জথা সম্বব চেষ্টা করব হেল্প করার …

No comments: