***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Tuesday, July 2, 2013

CCleaner Business Edition 4.03 ।। ৬৫.৫০ ডলারের সফটওয়্যার একদম ফ্রীতে নিয়ে যান। [ক্র্যাক+ফুল ভার্সন]

CCleaner Business Edition 4.03 ।। ৬৫.৫০ ডলারের সফটওয়্যার একদম ফ্রীতে নিয়ে যান। [ক্র্যাক+ফুল ভার্সন]

Posted By- Sajib Talukdar '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ১,৪৭৮ বার দেখা হয়েছে <<< আসসালামু আলাইকুম,
আজ পোস্টটা  আপনাদের জন্য খুব লোভনীয় পোস্ট। এই লোভনীয় পোস্টে রয়েছে CCleaner Business Edition 4.03 একদম লেটেস্ট ভার্সন। এটার বাজার মূল্য ৬৫.৫০ ডলার কিন্তু ঘাবড়াবেন না, আজ আপনাদের এটির ক্র্যাক সহকারে বিনা মূল্যে প্রদান করবো।  আশা করি আপনাদের ভালো লাগবে।
ccleaner business edition 4.03
আজ সবার জন্য CCleaner Business Edition নিয়ে আদি-অন্ত আলোচনা করবো। এবং বিসনেস এডিশনে রূপান্তরিত করতে আমি ৩ দিন গরু খোঁজা করে বাংলাদেশের ব্লগিং জগতে নতুন CCleaner Business Activator Tool v.4.xx এনেছি। মোট কথা– আপনাদের জন্য  ৬৫.৫০ ডলারের প্রিফর্ম কোম্পানির সবচেয়ে দামি এই চরম সফটওয়্যারটা একদম ফ্রী দেবো।

CCleaner Business Edition কি?  [পোস্টের সূচনা :) ]
প্রতিদিন আমাদের PC তে আমাদের অজান্তেই জমা হয় হাজারো অপ্রয়োজনীয় বা junk ফাইল। টেমপোরারি ইন্টারনেট ফাইল, অকেজো কুকি, অকেজো ও অব্যবহৃত রেজিস্ট্রি কী সহ আর অনেক। ফলাফল হিসাবে আমরা আমাদের প্রিয় পিসিটার অবস্থা হয় গণ্ডারের চামড়ার মত SLOW :( !!! উইন্ডোজের অন্যান্য বিল্টইন – Disk Cleanup Utility টি এসব junk ফাইল ঠিক মত ক্লিন করতে পারে না। বিল্টইনগুলা কিছুটা দায় সারার মত কাজ করে আর কি! তাই পরিস্কার পরিচ্ছনতার এই কাজের জন্য প্রয়োজন একটি দক্ষ সফটওয়্যারের। Piriform এর তৈরি এরকমই একটি (Business Edition) বিসনেস এডিশন হল CCleaner Business Edition.
CCleaner কথাটির অর্থ Crap Cleaner. এটি পিসির আনাচে-কানাচে থেকে সকল অপ্রয়োজনীয় ফাইল, কুকি, টেমপোরারি ফাইল ইত্যাদি খুঁজে বের করে আনে এবং অপ্রয়োজনীয় রেজিস্ট্রি কী, বিভিন্ন সফটওয়্যার দ্বারা সৃষ্ট আবর্জনা এক ক্লিকেই সেগুলো পরিস্কার করে দেয়। মানে আপনার পিসি এক ক্লিকেই ঝকঝকা :) !!!
এছাড়া এই ৪.১৯ মেগাবাইটের ডিক্স ক্লিনিং ইউটিলিটি সফটওয়্যার এর সাথে রয়েছে আরও ১০টি টুল–
  • Registry Cleaner
  • Uninstaller
  • Startup Manager
  • System Restore
  • Drive Wiper
  • Extra Settings
  • Cookies Manager
  • Include Exclude
  • File Finder
  • Monitoring
এছাড়া Startup Manager তে আরও সুবিধা বাড়ানো রয়েছে। সেখানে আপনি সকল কিছুর Startup নিয়ন্ত্রণ করতে পারবেন, যেমন– উইন্ডোজ, ওয়েব- ব্রাউজার অ্যাড-অন্স, সিডিউল টাস্ক, কনটেক্সট মেনু ইত্যাদি।।

CCleaner কতটি এডিশন আছে?
Piriform কোম্পানির তৈরি  CCleaner এর তিনটি editi on রয়েছে। যথাঃ-
১. CCleaner Freeware Edition——– মূল্য= একদম মাগনা/ফ্রী!
২. CCleaner Professional  Edition–- মূল্য= ২৯.৩৫ ডলার।
৩. CCleaner Busness Edition——— মূল্য= ৬৫.৫০ ডলার। ( আজকের আকর্ষণীয় পোস্ট! :P )

CCleaner Busness Edition
আজ আপনাদের জন্য থাকছে, একদম ফ্রী মাল- CCleaner Busness Edition-4.03.4151 লেটেস্ট ভার্সন। আগে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন, তারপর CCleaner কে আমারা ক্র্যাকের মাধ্যমে CCleaner Busness Edition এ রুপান্তরিত করবো। তাই প্রথমেই ডাউনলোড করতে মিস করবেন না!!!
======================================================
CCleaner Business Edition 4.03 সফটওয়্যারটি নিচে থেকে  ডাউনলোড করে নিন
CCleaner Business Edition 4.03||সাইজ-4.19MB
3
||<<<—————Media-Fire Link—————>>>||
||<<<———————ge.tt Link———————>>>||
||<<<———————uppit Link———————>>>||
 ======================================================
======================================================
CCleaner Business Activator Tool v.4.xx
আপনারা প্রিয় পিসিটাকে ঝকঝকা রাখতে (Freewarwe) ফ্রিওয়্যার CCleaner ব্যবহার করেন। এটা বিনা মূল্যে পাওয়া যায়। কিন্তু আপনারাই বলুন, সস্তা দামে কি ময়লা যায়!! তাই প্রয়োজন গরম গরম ডলার খরচ করে CCleaner Business Edition কিনে নেওয়া, যাতে প্রাণের পিসিটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায়। কিন্তু আমরা বাঙালিদের স্বভাব তো জানেন, সব কিছুই ফ্রীতে ব্যবহার করতে চায়!! তাই আপনাদের স্বার্থের কথা ভেবে Business Edition টাকে ৬৫.৫০ ডলারের বদলে একদম ফ্রীতে গিফট করছি!! :P
CCleaner কে Business Edition এ রূপান্তর করতে অনেক প্রকার ক্র্যাক ও পদ্ধতি আছে, কিন্তু সেগুলা খুবই কঠিন পদ্ধতি। তাই আপনাদের সুবিধার কথা ভেবে আমি ৩ দিন গরু খোঁজা করে CCleaner Business Activator Tool v.4.xx বের করেছি যা অনেক সুবিধা জনক। এটি মাত্র  125 KB এবং ভাইরাস মুক্ত। আপনি নিঃসন্দেহে এটির মাধ্যমে CCleaner কে Business Edition ফুল ভার্সনে রূপান্তরিত করতে পারবেন।
Screens
=>কিভাবে CCleaner কে Business Edition করবেন??
Activator
কার্যপদ্ধতিঃ
  • CCleaner 4.xx (Business) Activator ডাউনলোড করে নিন।
  • CCleaner এবং Activator ডাউনলোড করা হয়ে গেলে আপনার ইন্টারনেট ডিস-কানেক্ট বা, বন্ধ করে নিন।
  • এখন CCleaner- 4.03 সফটওয়্যারটি ইন্সটল করুন।
  • ইন্সটল করার পর CCleaner ওপেন করবেন না, ওপেন করলে তা তখনই বন্ধ(X) করে নিন।
  • এখন CCleaner 4.xx  (Business) Activator টি ওপেন করুন।
  • অ্যাক্টিভেটর ওপেন করার পর ‘NEXT’ বাটন চাপুন।
  • তারপর C:// ডিরেক্টরি যেমন আছে তেমন রেখে আবার ‘NEXT’ বাটন চাপুন।
  • এরপরে Crack শুরু করার জন্য ‘Start’ বাটনে ক্লিক করুন।
  • কিছুক্ষণের মধ্যে Cracked হয়ে গেলে ‘Exit’ করুন।
  • ব্যাস!!! এরপর এটি CCleaner Business Edition 4.03এ রূপান্তরিত হবে।
  • বিশ্বাস না হলে, একবার নিচের ছবি দেখে আন্দাজ করে নিন :D :D :D
CCleaner Business Edition--4.03
======================================================
CCleaner  কে Business Edition এ রূপান্তর করতে নিচে থেকে অ্যাক্টিভেটর ডাউনলোড করে নিন
CCleaner 4.xx (Business) Activator( v.4 ) || সাইজ- 125KB 
31-01-2013 16-13-17
||<<<—————Media-Fire Link—————>>>||
||<<<———————ge.tt Link———————>>>||
||<<<———————uppit Link———————>>>||


======================================================
আপনাদের ডাউনলোড লিঙ্ক জাতীয় সমস্যা এড়াতে আমি সফটওয়্যারের ৩টি লিঙ্ক এবং Activator Tool এর জন্য আলাদা ৩টি লিঙ্ক দিয়েছি। আশা করি এবার ডেড লিঙ্ক বা অন্য কোন সমস্যা হবে না। আরেকটা কথা আবারও বলি, Activator Tool ব্যবহার করার সময় নেট কানেক্টশন বন্ধ রাখবেন, না হলে আপনার প্রিয় CCleaner টা Business Edition করতে পারবেন না, এজন্য এসব বিষয়ে খেয়াল রাখবেন।
ডাউনলোড লিঙ্ক অথবা Activator Tool নিয়ে যদি কারও সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকেই জানাবেন। তবে আমার বিশ্বাস যদি আপনারা উপরের টিউটোরিয়াল ঠিকমত অনুসরণ করেন, তাহলে ১০০% গ্যারান্টি সহকারে সকলেই সফল হবেন। সবার জন্য শুভেচ্ছা। Have Fun!!!
আজকের পোস্ট আপনার কেমন লাগলো তা মন্তব্য করে অবশ্যই জানাবেন। যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন।
আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি ।
পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।

—–ভালো থাকুন – সুস্থ থাকুন——

No comments: