***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Friday, May 31, 2013

গুগলে তথ্য খুজুন সহজে। (Short cut method)

গুগলে তথ্য খুজুন সহজে। (Short cut method)

images আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমারা গুগলের কল্যাণে নিমিষেই যে কোন তথ্য বের করতে পারি,মাত্র এক ক্লিক এ।কিন্তু অনেক সময় আমাদের দ্রুত সঠিক তথ্য বের করতে হয়।এ জন্য গুগলের কিছু shortcut method আছে।তার কিছু নিচে দেয়া হল।
ফুল ভার্সন সফটওয়্যার এর ক্ষেত্রে ঃ
সংশ্লিষ্ট সফটওয়্যারের নাম লিখে একটি স্পেস দিয়ে.94fbr লিখতে হবে।
শুধু পি ডি এফ ফাইল খুজতেঃ
সংশ্লিষ্ট পি ডি এফ ফাইল এর নাম লিখে ঃpdf   লিখতে হবে ।
কোন লোকাল এলাকার weather জানতে ঃ
weather লিখে সংশ্লিষ্ট এলাকার postal code দিতে হবে। যেমন  ঃ weather 85901.
airlines/flight schedule জানতে ঃ
airlines এর নাম লিখে একটি স্পেস দিয়ে ফ্লাইট নম্বর দিতে হবে। যেমনঃ fly dubai 456.
ক্যালকুলেটর হিসেবে গুগল  ঃ
যে কোন একটি হিসাব যেমন  ঃ ২০০+৫০০= দিলেই গুগল ক্যালকুলেটর হাজির হবে।


 SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com

কম্পিউটার, পেনড্রাইভ বা মেমোরীকার্ড থেকে প্রয়োজনীয় ফাইল ডিলিট হয়ে গিয়েছে? কোন সমস্যা নাই! এখানে দেখুন।(Posted by Sajib Talukdar For more :- www.zubayertalukdar.yolasite.com)

কম্পিউটার, পেনড্রাইভ বা মেমোরীকার্ড থেকে প্রয়োজনীয় ফাইল ডিলিট হয়ে গিয়েছে? কোন সমস্যা নাই! এখানে দেখুন।

rc_preview
 
বিসমিল্লাহীর রাহমানির রাহীম আসসালামুআলাইকুম,
 
মহান আল্লাহ তায়ালার অশেষ করুনায় সম্ভবত সকলেই ভালোই আছেন।
আমাদের প্রয়োজনীয় ফাইল যদি ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু অনেক যন্ত্রনা পোহাতে হয়। ৬/৭ বছর  আগের কথা- মহাখালী ওয়্যারলেস গেইটে আমি এক প্রিন্টার্সে গ্রাফিক্স ডিজাইনারের চাকুরি করতাম। তখনও কম্পিউটার সম্পর্কে এত্তোকিছু জানতাম না। নতুন ডিজাইনের কাজ শিখেছিলাম। তাই হাত ছিল অনেক স্লো। তাই ছোট ছোট কাজ গুলো করতেও আমরা অনেক সময় লেগে যেত। অনেক দিন পরিশ্রমকরে একটি কাজকে শেষ করেছিলাম। হঠাত করে xp সেটআপ করার সময় ড্রাইভ একটি কে ফরম্যাট করে ফেলি! আর হারিয়ে যায ঐ প্রিন্টার্সের প্রায় ৫ বছরের জমে থাকা ডেটা। আমিতো পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে ফেললাম। এখন কি করি। কিন্তু তখন আমি বেশী এক্সপার্ট ছিলাম না, যার ফলে আমার কোন কিছুই করার ছিল না। বুঝেনইতো কি পরিমাণ বকাধকা আমাকে পোহাতে হয়েছিল। তখনের কথা বলতে গেলে এখনও শরীরে শিহরণ জাগে। এই ডিলেট হওয়া ফাইল গুলোকে নিয়ে দু:চিন্তা করতে করতে আমার মাথার চুল পর্যন্ত পেকে গিয়েছিল! আসলে ঐ সময়ে আমার অবস্থা যে কি ছিল তা আমি লিখে বা বলে বুঝাতে পারবো না। এটা শুধু তারাই বুঝবেন যারা এরকম সমস্যার শিকার হয়েছেন। যাক সে কথা, এখন দিন বদলের সাথে সাথে আমারও অনেক অভিজ্ঞতা হয়েছে (আলহামদুলিল্লাহ)।
# ডিলেট হওয়া ফাইলকে ফিরিয়ে আনার জন্য অনেক সফটওয়্যারই আছে! তবে আমি মনে করি এগুলোর মধ্যে Recuva ই শ্রেষ্ঠ! যা সবার সাথে শেয়ার করব। ডিলেট হওয়া ফইলকে এটি খুব সুন্দরভাবে পূর্ণাঙ্গরূপে ফিরিয়ে আনতে পারে এটি সর্বজন স্বীকৃত। একম কি আমি নিজেও এখন পর্যন্ত বহুবারই ডিলেট করা ফাইলকে ফিরিয়ে এনেছি! তবে বলতে হবে ফরম্যাট দেওয়া ড্রাইভ বা মেমোরি থেকে সকল ডাটা ফিরিয়ে আনাতে Recuva কেন আরও অনেক সফটওয়্যারই আমি ব্যবহার করেছি কোনটিই ভালো পারফরম্যান্স দেখেতে পারেনি। একমাত্র Recuva ই কিছু ফাইল ফিরিয়ে আনতে পেরেছিল। বিশেষ করে mp4, mp3, 3gp, AVI প্রভূতি ভিডিও ফাইল কে এটি খুব সুন্দর করে ফিরিয়ে আনতে পারে। সকলের সাথে শেয়ার করলাম। ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।


ভাই আমি যে আপনারই মত একজন মানুষ তাই আমারওতো ভূল-ত্রূটিত থাকতেই পারে। তাই না?
[আল্লাহ হাফেজ]
 SAJIB TALUKDAR HELP LINE
be helpful for all
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com

Internet Download Manager (IDM) এর ফুল ভার্সন! আজীবনই ব্যবহার করতে পারবেন!

Internet Download Manager (IDM) এর ফুল ভার্সন! আজীবনই ব্যবহার করতে পারবেন!

IDM-7.1-Ful
''বিসমিল্লাহীর রাহমানির রাহীম''
আসসালামুআলাইকুম, মহান আল্লাহ তায়ালার অশেষ করুনায় সম্ভবত সকলেই ভালোই আছেন।
পিসিতে ইন্টারনেট ব্রাউজ করেন কিন্তু ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেন না ! এমন লোক কিন্তু খুজে পাওয়া দুষ্কর। বিভিন্ন ধরনে ডাউলোড করার সফটওয়্যার আছে। কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে সুবিধাজনক হলে Internet Download Manager বা এক কথায় যাকে IDM হিসাবে চিনে থাকি। এটিতে কিন্তু ডাউনলোড স্পীড অন্যান্য ডাউনলোডার থেকে অনেক বেশী। তাই এর চাহিদাও বেশী। যেমন কাজ, তেমন চাহিদা, তেমনই দাম। বর্তমানে ২৯.৯৫ডলার যা বাংলাদেশের টাকার হিসাবে প্রায় ২৫৪৫/-টাকা মাত্র!?!? এখন ওদের ওফার চলছে যা বহাল থাকবে ২৪ মে ২০১৩ইং পর্যন্ত। এই ওফারের মধ্যে যদি কিনেন তাহলে আপনাকে গুণতে হবে ২৪.৯৫ডলার বা ২১২০টাকা প্রায় ???!!!
কিন্তু এখন অনেকে সিরিয়াল, ক্রাক, প্যাচ প্রভূতি ব্যবহার করে এটিকে পিসিতে চালাচ্ছেন। দেখা যায় যে কিছু দিন ভালই চলে। আবার দেখায় Fake Serial. তখন কিন্তু মাথাটা খারাপ হয়ে যায়। আবার crack বা patch ব্যবহার করলে এন্টি ভাইরাসে বলে “মামা একটি ভাইরাস ডিটেক্ট করছি, এখন কি কোবামু?” আপনি যদি বলেন হ্যা ভাগিনা কোবাও, (অর্থাত ডিলিট কর) তাহলে কিন্তু আপনি আপনার crack ফাইলটিকে খেয়ে ফেলেন। এরকম যে কত সমস্যা হয়, তা বলে শেষ করা যাবে না। তাই আমি একটি ফুল ভার্সন সংগ্রহ করেছি যেটিতে কোন সিরিয়াল, ক্রাক, প্যাচ কিছুই লাগে না। এটিকে আমি আজ প্রায় ১বছর যাবত ব্যবহার করছি! কোন দিন কোন সমস্যা দেয় নাই। ভাবলাম সবার সাথে শেয়ার করা যাক। যদি ডাউনলোড করতে চান তাহলে একগুতাই যথেষ্ট। নিচের লিংকে একটি গুতা মেরেই চলে যেতে পারেন ডাউনলোড পেইজে!!!


ভাই আমি যে আপনারই মত একজন মানুষ তাই আমারওতো ভূল-ত্রূটিত থাকতেই পারে।
[আল্লাহ হাফেজ]
 SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com

মোবাইল থেকে পিসি'তে নেট চালান দ্বিগুণ গতিতে !! www.zubayertalukdar.yolasite.com

মোবাইল থেকে পিসি'তে নেট চালান দ্বিগুণ গতিতে !!!




নোকিয়া মোবাইলকে মডেম হিসেবে ব্যবহার করলে অনেক সময় স্পিড কমে যায়। এক্ষেত্রে কিছু সেটিংস চেঞ্জ করে গতি প্রায় ... দ্বিগুন করে নিতে পারেন। প্রথমে Nokia Pc Suite দিয়ে কম্পিউটারের
সাথে মোবাইল কানেক্ট করে নিন। তারপর 'Connect To The Internet' বাটনে ক্লিক করে ইন্টারনেটে যুক্ত হয়ে নিন। কানেক্টেড হয়ে গেলে Disconnect বাটনে ক্লিক করে ডিসকানেক্টেড হয়ে যান। তারপর Start Menu থেকে Run এ গিয়ে টাইপ করুন ncpa.cpl এবং Enter চাপুন। এখন যে পেজটা আসবে সেখানে 'Device Model Name' USB Modem#1 [যেমনঃ Nokia 6120c USB Modem#1] লেখা থাকবে। এর উপর Right Mouse ক্লিক করে Propertise এ ঢুকে Configure থেকে Maximum Speed
(BPS) -এর পাশের বক্স থেকে ক্লিক করে 92160 ভ্যালু দিতে হবে। এবার Ok করে বেরিয়ে আসুন। এবার সেই Nokia 6120c USB Modem#1 লেখাটার উপর ডাবল ক্লিক করে Dial এ ক্লিক করে ইন্টারনেটে সংযুক্ত হওয়া যাবে। এরপর থেকে আপনাকে আর Nokia Pc Suite ব্যবহার করতে হবে না। শুধু Run থেকে ncpa.cpl টাইপ করে Enter চেপে অথবা Control Panel থেকে Network Connection -এ ক্লিক করে Nokia 6120c USB Modem#1 -এ ডাবল ক্লিক করে Dial করলেই আগের তুলনায় অনেক দ্রুত ইন্টারনেট ব্যবহার করা যাবে। বিঃ দ্রঃ তবে আপনি যদি আবার Nokia Pc Suite ব্যবহার করে ইন্টারনেটে যুক্ত হন, তখন আপনার এই সেটিংস বাদ হয়ে যাবে এবং তা আবার করতে হবে।
 
SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com

অটোমেটিক আপনার শত্রুকে ই-মেইল বোম মারুন

অটোমেটিক আপনার শত্রুকে ই-মেইল বোম মারুন


আজ আপনাদের সাথে যা শেয়ার করছি তা হল ইমেইল বোম্বার। মাত্র একটা ক্লীক করেই কারও মেইল ইনবক্স ভরিয়ে দিতে পারবেন। বেশিরভাগ email bomber মেইল পাঠানোর সাথে সাথে ভাইরাস পাঠিয়ে দেয়। তবে আজ যেটা দিচ্ছি সেটা শুধু মেইল পাঠিয়েই ক্ষান্ত হয়। আর কিছু করে না।
তবে এটা ব্যবহারের জন্য Microsoft.Netframework লাগবে। যদি না থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করে নিন।
এবার  ডাউনলোড করুন ইমেইল বোম্বারটি।     ডাউনলোড করতে  এখানে ক্লিক করুন  (মাত্র 1.8 MB)
এই ধরনের সফট গুলো নিষিদ্ধ  এ কারনে এন্টিভাইরাস একে ভাইরাস হিসেবে ডিটেক্ট করতে পারে। ব্যবহার করার সময় এন্টিভাইরাস ডিজেবল করে রাখুন।
ডাউনলোড হলে জীপ ফাইলটি আনজীপ করুন। email bomber.exe আইকোনটিতে ক্লীক করলে এইরকম কিছু আসবে-

Email Bomber সিলেক্ট করে contunue তে ক্লীক করুন। SMS বোম্বার আমাদের দেশে কাজ করবে না। এইরকম একটা উইন্ডো ওপেন হবে-

personal information এ আপনার মেইল আইডি দিন। একটা কথা বলে রাখি, আমি ইয়াহু দিয়ে সফল হতে পারি নাই :( । জিমেইল দিয়ে পাঠাতে পেরেছি। অন্যগুলো টেষ্ট করিনি। তাই যদি কোনো সমস্যা করে তাহলে জিমেইল দিয়েই বোম্ব করেন। ইউজার নেমে আপনার মেইল এড্রেসই দেন। নাহলে সমস্যা করতে পারে। তারপর মেইল পাসওয়ার্ড দেন। ঠিক পাসওয়ার্ড না দিলে মেইল যাবেনা।

ইমেইলে আপনি যে মেইল হতে পাঠাবেন সেটি সিলেক্ট করুন। অর্থাৎ, জিমেইল হলে জিমেইল, ইয়াহু হলে ইয়াহু ইত্যাদি….

victim address এ যাকে  মেইল পঠাতে চান তার মেইল এড্রেস লিখুন। তারপর যদি আনলিমটেড মেইল পাঠাতে চান তাহলে আনলিমিটেড সিলেক্ট করুন। মেইল যেতেই থাকবে। আর নির্দিষ্ট সংখ্যক মেইল পাঠাতে চাইলে set number সিলেক্ট করুন এবং সংখ্যাটি লিখুন। সব্বোর্চ্চ নিরানব্বই হাজার নয়শত নিরানব্বইটি মেইল পাঠাতে পারবেন।  :) :D

এরপর subject লিখুন এবং body তে বিস্তারিত লিখুন। তারপর start এ ক্লীক করুন। সবকিছু ঠিক থাকলে মেইল বোম্ব হতে থাকবে। :mrgreen:

ভালো লাগলে জানাবেন ………………………………

 SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com

GPMMS দিয়ে ফ্রি ইন্টারনেট চালাচ্ছেন কিন্তু ভালো স্পিড পাচ্ছেন না তাহলে এদিকে আসুন । (Posted by Sajib Talukdar For more :- www.zubayertalukdar.yolasite.com)

আপনি গ্রামীনফোনের GPMMS দিয়ে ফ্রি ইন্টারনেট চালাচ্ছেন কিন্তু ভালো স্পিড পাচ্ছেন না তাহলে এদিকে আসুন ।

>>> এই পোস্টটি ৬২৪ বার দেখা হয়েছে <<<
আপনি গ্রামীনফোনের GPMMS দিয়ে ফ্রি ইন্টারনেট চালাচ্ছেন কিন্তু ভালো স্পিড পাচ্ছেন না তাহলে এদিকে আসুন ।
আমরা অনেক দিন যাবত গ্রামীনফোন দিয়ে ফ্রি ইন্টারনেট ব্যবহার করে আসছি । অনেকে ব্রাউজিং করার সময় অথবা ডাউনলোড করার সময় অনেক সময় স্পিড পান না । এতা যদি নেটওয়ার্ক সমস্যা না হয় তবে আপনারা নিচে থেকে এই ফাইলটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন ।
একদিকে গ্রামীনফোনের GPMMS দিয়ে ফ্রি ইন্টারনেট চালানোর ক্ষেত্রে ডিসকানেক্ট সমস্যা আবার যদি ব্রাউজিং বা ডাউনলোড স্পিড কম হয় তবে কি ভাল লাগে বলেন ।
আরেক টা কথা বলে রাখি যারা ফ্রি ইন্টারনেট ব্যবহার করছেন এটা শুধুমাত্র তাদের জন্য নয় । যারা ইন্টারনেট ব্যাবহার করছেন কিন্তু ভালো স্পিড পাচ্ছেন না এটা তাদের জন্য । আর দেরি না করে ফাইল টি ডাউনলোড করে ননি । ডাইনলোড করতে ক্লিক মারুন এখানে – Download GPMMS Speed Buster. from www.zubayertalukdar.yolasite.com

media fire.com
এটি একটি Bat ফাইল । মডেম কানেকশন দেওয়ার পর এটি ওপেন করে মিনিমাইজ করে রাখবেন আপনি যতক্ষন পর্যন্ত ইন্টারনেট চালাবেন ।
এটি একটি Bat ফাইল । মডেম কানেকশন দেওয়ার পর এটি ওপেন করে মিনিমাইজ করে রাখবেন আপনি যতক্ষন পর্যন্ত ইন্টারনেট চালাবেন ।

এটি একটি Bat ফাইল । মডেম কানেকশন দেওয়ার পর এটি ওপেন করে মিনিমাইজ করে রাখবেন আপনি যতক্ষন পর্যন্ত ইন্টারনেট চালাবেন ।


 SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com

গ্রামীণফোন অনলাইন কাস্টমার কেয়ার অফিসার এখন আপনি নিজে (Posted by Sajib Talukdar For more :- www.zubayertalukdar.yolasite.com)

গ্রামীণফোন অনলাইন কাস্টমার কেয়ার অফিসার এখন আপনি নিজে! -আপনি নিজেই দেখেনিন আপনার কল হিষ্টরি ,এসএমএস হিষ্টরি ,FNF নম্বার, রিচার্জ হিষ্টরি আরো কত কি..একদম ফ্রি!


بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

কেমন আছেন বন্ধুরা ? আশা করে অনেক ভাল আছেন।

আজ আমি মোবাইল অপারেটর গুলার  E-care নিয়ে ধারাবাহিক পোস্ট এর  শুরু করছি ।

 যাই হক আজ আপনাদের দেখাব বাংলাদেশের সব থেকে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন এ কেমন করে আপনি নিজে হবেন অনলাইন কাস্টমার কেয়ার অফিসার ! :) আসুন তাহলে কাজে লেগে যাই । পোস্ট টি শুরু করার আগে একটি বিষয় আপনাদের আগে বলে নেই অন্যান্য অপারেটর গুলার থেকে গ্রামীণফোন এর  (E-care) অনলাইন কেয়ার সুবিধা টা একটু ভিন্ন ! তাই ভিজিটর দের অনুরুধ করবো পোস্ট টি ভালভাবে দেখার জন্য  But i believe … Nothing is impossible :)
 ১। প্রথমে আপনি এই লিংকে ক্লিক করুন https://webserv.grameenphone.com/ecare/ ক্লিক করার পর নিচের চিত্রের মত একটি পেজ ওপেন হবে । চিত্র টি লক্ষ্য করুন .এখন ডান পাশে মার্ক করা অংশে (Register Now) < ক্লিক করুন

২। (Register Now) ক্লিক করার পর  চিত্রের মত আরও একটি পেজ ওপেন হবে । নিচের চিত্র টি দেখুন . এখন আপনাকে রেজিস্ট্রেশন ফরম টি পূরণ করতে হবে (একটা ইয়াহু বা জিমেইল এ আকাউন্ট করতে যেমন করে যে যে ইনফর্মেশন গুলা চাওয়া হয় সেই রকম করেই) আশা করি আপনারা বিষয় টা বুঝতে পেরেছেন । তাহলে নিচের ফরম টি পূর্ণ করুন । পূর্ণ করে Create My Account এ ক্লিক করুন।

৩। আমি ধরে নিলাম আপনি সঠিক ভাবে উপরে উল্লেখিত ফরম টি পূর্ণ করতে পেরেছেন । যদি সঠিক ভাবে উক্ত কাজ শেষ করতে পারেন তাহলে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন উক্ত নাম্বারে একটা এসএমএস যাবে সেই সাথে একটা ৮ সংখ্যার একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন , এবং নিচের চিত্রের মত একটি পেজ ওপেন হবে। যার মানে হল আপনি সঠিক ভাবে রেজিস্ট্রেশন করতে পেরেছেন ।

৪। এখন বলা হবে আপনার পাসওয়ার্ড টি চেঞ্জ করার জন্য। আপনি এসএমএস ধারা প্রাপ্ত পাসওয়ার্ড টি চেঞ্জ করে আপনার ইচ্ছা মত ৮ সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করুন । নিচের চিত্র টি দেখুন।

৫। এখন যে পেজ টি ওপেন হবে নিচের চিত্র টি দেখুন । দেখতে পাচ্ছেন ৫ টি অপশন আছে উক্ত পেজে যেমন (My GP Home/My Account/Manage My Service/Billing Service/Support) এখন আপনার পছন্দ মত একটি অপশনে ক্লিক করুন । ধরেনিলাম আপনি (Billing Service) অপশন পছন্দ করেছেন । এখন আপনি >View call detailes ক্লিক করে Start date / End date সিলেক্ট করে Submit এ ক্লিক করুন । এখন আপনার মোবাইল নাম্বারে ৬ সংখ্যার একটা (I TOKEN) নাম্বার যাবে।

৬। (I TOKEN) নাম্বার টি  Submit করার পরই আপনার কাজ শেষ এবং পেয়ে যাবেন আপনার কাঙ্কিত সেবা টি :) এবং ওপেন হয়ে যাবে মনিটরে আপনার নাম্বারের কল হিস্টরি !! নিচের চিত্র টি দেখুন । চিত্রটি অবশ্য হালকা এডিট করা কারণ উক্ত নাম্বারে আমার সম্পূর্ণ তথ্য :P । একই নিয়মে আপনি  My GP Home ক্লিক করে  আপনার প্রোফাইল টি দেখে নিতে পারবেন এবং > Manage My Service এ ক্লিক করে আপনার বর্তমান প্যাকেজ টি দেখেনিতে পারবেন এবং পরিবর্তন ও করতে পারবেন । বাড়তি কিছু সিবিধা গ্রামীণফোনের E-care সেবাই একমাত্র পাবেন ।

তাহলে এখন থেকে নিজেই হয়ে জান গ্রামীণফোন অনলাইন কাস্টমার কেয়ার অফিসার :D এবং আপনি নিজেই দেখেনিন আপনার কল হিষ্টরি ,এসএমএস হিষ্টরি ,FNF নম্বার, রিচার্জ হিষ্টরি আরো কত কি..একদম ফ্রিতে ;) কি পারবেন তো ? আশা করি পারবেন
——————————————————————————————————————————————-
 আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সহজ করে বর্ণনা করার । আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবার কথা না । তার পরও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বা কোন জিজ্ঞাসা থাকে তাহলে নিচের কমেন্ট বক্স টি আপনায়ের জন্য উন্মুক্ত । পোস্ট টি কেমন লাগলো জানাতে ভুলবেন না । নেক্সট পোস্টে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে  সাথেই থাকুন । আজ এই পর্যন্ত
ভাল থাকবেন সবাই এবং ভাল রাখবেন সবাইকে ।


Notice from (Admin-Sajib Talukdar):- Help by pchelplinebdbd.com

 SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com

Windows 8 কে পার্মানেন্টলি এক্টিভেট করে নিন । (Posted by Sajib Talukdar For more :- www.zubayertalukdar.yolasite.com)

Windows 8 কে পার্মানেন্টলি এক্টিভেট করে নিন । (link updated)

>>> এই পোস্টটি ৬১৫ বার দেখা হয়েছে <<<
সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট টি শুরু করছি । আশা করি কাজে আসবে ।
windows-8-logo

উইন্ডোজ ৮ মাইক্রোসফট এর নতুন অপারেটিং সিস্টেম । উইন্ডোজ এক্সপি ও উইন্ডোজ ৭ এর সফলতার পর মাইক্রোসফট এই নতুন অপারেটিং সিস্টেম টির সাথে পরিচয় করায় । আমার নিজের অভিজ্ঞতা থেকে যা মনে হয়েছে এটিও আরেকটি হিট হতে চলেছে । আমি উইন্ডোজ ৮ ব্যাবহার করি এবং এর NEW Look আর ফিচার গুলো আমার কাছে এক কথায় অসাধারন লেগেছে । উইন্ডোজ ৮ বাজারে নতুন আসায় অনেকেই একে এক্টিভেট করা নিয়ে বেশ ঝামেলায় পরেছেন । আমার নিজেরই এক্টিভেটর খুজতে খুজতে মাথা খারাপ হয়ে গেছিল । ইন্টারনেট এ এক্টিভেটর এর অভাব নেই । কিন্তু সমস্যা হল সবগুলো কাজ করে না। কাজ করলেও পারমানেন্টলি এক্টিভেট করতে পারে না । ফলে এর কিছু ফিচার থেকে আপনি বঞ্চিত হবেন যেমন একাউন্ট এ আপনার ছবি যোগ করতে পারবেন না, স্টার্ট স্ক্রীন এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন না । আমি এই এক্টিভেটরটি দিয়ে উইন্ডোজ কে পারমানেন্টলি এক্টিভেট করে নিয়েছি । তবে আপডেট সম্মন্ধে আপাতত কিছু বলতে পারব না। এখন আপাতত আপডেট না করাই ভাল হবে ।
এক্টিভেটর টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
জিপ ফাইল টি কে প্রথমে যেকোনো ফোল্ডারে Extract করে নিন । এরপর P8_v25 অ্যাপ্লিকেশন টি রান করুন ।  এরপর এর কাজ শেষ হওয়ার পর আপনাআপনি Restart হবে । Restart হওার পর আপনার উইন্ডোজ ৮ পারমানেন্টলি এক্টিভেট হয়ে যাবে ।
এই বিষয়ে হয়ত  আগেই পোস্ট হয়ে গেছে। কিন্তু আমি এই সফটওয়্যার ব্যাবহার করে পারমানেন্টলি এক্টিভেট করতে পেরেছি বলে এটি শেয়ার করলাম।
আজকে এখানেই শেষ করছি । আশা করি পোস্ট টি আপনাদের কাজে লাগবে । ধন্যবাদ সবাইকে ।
যদি ফাইল রিমুভ করে দেয় তাহলে আবার আওয়াজ দিয়েন । ওরা যতবার রিমুভ করবে আমি ততবার ই আপলোড করব…………  মানুষ চিনে নাই ! ! ! ! 

 SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com

আপনার উইন্ডোজ ৭ আর এক্সপি কে করে ফেলুন উইন্ডোজ ৮ (Posted by Sajib Talukdar For more :- www.zubayertalukdar.yolasite.com



আপনার উইন্ডোজ ৭ আর এক্সপি কে করে ফেলুন উইন্ডোজ ৮


আল্লাহ্‌ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আমার অনেকেই উইন্ডোজ ৭ ব্যবহার করি কিন্তু ইছে থাকালেও নানা কারনে আমারা অনেকে এখুন উইন্ডোজ ৮ ব্যবহার করতে পারছি না  তাই আজ আমারা একটু চেষ্টা করবো উইন্ডোজ ৮ ইন্সটল না করেও কিছুটা হলেও তার স্বাদ নিতে । তো চলুন Windows 8 Transformation Pack ব্যবহার করে নিজের উইন্ডোজ ৭ কে করে ফেলি উইন্ডোজ ৮ , সফটওয়্যার টি ডাউনলোড করতে নীচে যান ।    

* মিডিয়া ফায়ার লিঙ্ক থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
* সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করে নিন । এটি একটি সফটওয়্যার তাই রিমুভ করলে আবারও আপনার উইন্ডোজ ৭ এ ফিরে যেতে পারবেন তাই এটি ইন্সটল করতে কোন ভয়নেই । সফটওয়্যার টি আমি উইন্ডোজ ৭ এ ব্যবহার করছি এক্সপি তে করিনি , কিন্তু আপনারা করে দেখতে পারেন । 
2013-05-29_152320
* তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কিছু নিয়ে । আর আমার এই পোস্ট টি আপনাদের ভাল লাগলে একটি মন্তব্য করে জানাবেন । আল্লা হাফেজ ।
===========================
SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com

CCleaner Professional Edition 4.02 ।। ২৯.৩৫ ডলারের সফটওয়্যার একদম ফ্রীতে (লেটেস্ট এবং ফুলভার্সন)

CCleaner Professional Edition 4.02 ।। ২৯.৩৫ ডলারের সফটওয়্যার একদম ফ্রীতে নিয়ে যান। (লেটেস্ট এবং ফুলভার্সন)


আসসালামু আলাইকুম,
আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আর নিয়মিত সবার প্রতি আমার প্রীতি ও শুভেচ্ছা রইলো। আজ একটা পোস্ট করছি যা, আপনাদেরা কাছে অনেক লোভনীয়। আশা করি আপনাদের ভালো লাগবে।
আজ নতুনদের জন্য CCleaner নিয়ে আদি-অন্ত আলোচনা করবো।এবং আপনাদের জন্য ২৯.৩৫ ডলারের প্রিফর্ম কোম্পানির  CCleaner Professional 4.02 সফটওয়্যারটা একদম ফ্রী দেবো।
CCleaner Professional  Edition- 4.02

CCleaner কি? (রনি ভাইয়ের অনুরোধে :D )

প্রতিদিন আমাদের PC তে আমাদের অজান্তেই জমা হয় হাজারো অপ্রয়োজনীয় বা junk ফাইল। টেমপোরারি ইন্টারনেট ফাইল, অকেজো কুকি, অকেজো ও অব্যবহৃত রেজিস্ট্রি কী সহ আর অনেক। ফলাফল slow পিসি আর প্রিয় পিসি টিকে বকাঝকা। উইন্ডোজের অন্যান্য বিল্টইন ইউটিলিটি এর মত Disk Cleanup Utility টি এসব junk ফাইল ঠিক মত ক্লিন করতে পারে না। কিছুটা দায় সারার মত কাজ করে আর কি। তাই পরিস্কার পরিচ্ছনতার এই কাজের জন্য প্রয়োজন একটি দক্ষ সফটওয়্যারের। Piriform এর তৈরি এরকমই একটি (Freewarwe) ফ্রিওয়্যার এর নাম CCleaner.
Ccleaner মানে Crap Cleaner. এটি পিসির আনাচে-কানাচে থেকে সকল অপ্রয়োজনীয় ফাইল, কুকি, টেমপোরারি ফাইল ইত্যাদি খুঁজে বের করে আনে এবং অপ্রয়োজনীয় রেজিস্ট্রি কী, বিভিন্ন সফটওয়্যার দ্বারা সৃষ্ট আবর্জনা এক ক্লিকেই সেগুলো পরিস্কার করে দেয়। এছাড়া এই ৪.১৮ মেগাবাইটের ডিক্স ক্লিনিং ইউটিলিটি সফটওয়্যার এর সাথে রয়েছে আরও ৭টি টুল– Registry Cleaner, Uninstaller, Startup Manager, System Restore,Drive Wiper, File Finder, Monitoring. এছাড়া Startup Manager তে আরও সুবিধা বাড়ানো রয়েছে। সেখানে আপনি সকল কিছুর Startup নিয়ন্ত্রণ করতে পারবেন, যেমন– উইন্ডোজ, ওয়েব- ব্রাউজার অ্যাড-অন্স, সিডিউল টাস্ক, কনটেক্সট মেনু ইত্যাদি।।

CCleaner কতটি এডিশন আছে?
Piriform কোম্পানির তৈরি  CCleaner এর তিনটি editi on রয়েছে। যথাঃ-
১. CCleaner Freeware Edition——– মূল্য= একদম মাগনা/ফ্রী!
২. CCleaner Professional  Edition– মূল্য= ২৯.৩৫ ডলার।
৩. CCleaner Busness Edition——— মূল্য= ৬৫.৫০ ডলার।

CCleaner Professional  Edition
আজ আপনাদের জন্য থাকছে, একদম ফ্রী মাল- CCleaner Professional  Edition- 4.02.4115 লেটেস্ট ভার্সন। আগে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন, তারপর CCleaner কে আমারা Professional  Edition এ আনবো। তাই প্রথমেই ডাউনলোড করতে ভুলবেন না।
download
http://www.sharebeast.com/27f80ss2h12g

=>কিভাবে CCleaner কে Professional  Edition করবেন??
আগেভাগেই উপরের CCleaner-4.02 ডাউনলোড করে নিন। তারপর আমরা পরের কার্যক্রম শুরু করবো। Professional  Edition পেতে চাইলে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
  • ডাউনলোড করার পর আপনার ইন্টারনেট ডিস-কানেক্ট বা, বন্ধ করে নিন। [না করলে কিন্তু হবে না!!]
  • এখন CCleaner-4.02 সফটওয়্যারটি ইন্সটল করুন।
  • এখন CCleaner-4.02 সফটওয়্যারটি ওপেন করুন।
  • তারপর OPtions>About এ যান—
ccleaner (3)
  • উপরের ছবির মত ”Upgradeto Pro” তে ক্লিক করুন।
  • এখন নিচের ইউজার নেম ও লাইসেন্স কি কপি করে বসিয়ে দিন—
Name ………..:     Registered User
License Key ….:  CBB4-FJN4-EPC6-G5P6-QT4C
ccleaner (1)
  • ঠিকমত ইউজার নেম ও লাইসেন্স কি বসিয়ে ‘Register’ এ ক্লিক করুন।
  • ব্যাস! এরপর এটি CCleaner Professional  Edition- 4.02 এ রূপান্তরিত হবে।
  • একেবারে, নিচের ছবি দেখে আন্দাজ করে নিন :D :D :D
ccleaner (2)

আবারো বলছি, ইউজার নেম ও লাইসেন্স কি ইন্সটল করার সময় নেট কানেক্টশন বন্ধ রাখবেন, না হলে আপনার প্রিয় CCleaner টা Professional  Edition হতে পারবে না, এজন্য এসব বিষয়ে খেয়াল রাখবেন। ইউজার নেম ও লাইসেন্স কি ইন্সটলে যদি কারও সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকেই জানাবেন। তাহলে আমি ক্র্যাক নিয়ে পরবর্তী পোস্ট করবো।
আজকের পোস্ট আপনার কেমন লাগলো তা মন্তব্য করে অবশ্যই জানাবেন। যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন।
আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি ।
পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।

  —–ভালো থাকুন – সুস্থ থাকুন——
 ————আল্লাহ্‌ হাফেজ————

 SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com

ডাউনলোড করে নিন আসাধারন একটি মুভি Iron Man 3 (720p) Posted by Sajib Talukdar For more :- www.zubayertalukdar.yolasite.com

Iron Man 3 (720p)


I Ron Man 3 মুভি টি একটি আসাধারন  3d  মুভি এই মুভি কিছু ইনফর্মেশন দিলাম
Image
http://www.imdb.com/title/tt1300854/
Release Name: Iron.Man.3.2013.720p.HDSCR.ULTRA.EDiTiON.x264-HD3D
Release Date: 23.March.2013
Filename: Iron.Man.3.2013.720p.HDSCR.ULTRA.EDiTiON.x264-HD3D.mkv
Source: HDSCR.ULTRA.EDiTiON.720p.x264.LiNE.Hive-CM8
Size: 600 MB
Genre: Action | Sci-Fi | Thriller
Video: 1280×520 | 968 kbps | 29.976 fps
Audio: English | AC3
Subs: N/A
IMDB Rating: 8.1/10 from 26,562 users
RT Critics: 93%, 7.7/10
Directed By: Shane Black
Starring: Robert Downey Jr., Gwyneth Paltrow, Guy Pearce
Plot:
When Tony Stark’s world is torn apart by a formidable terrorist called the Mandarin, he starts an odyssey of rebuilding and retribution.
এই বার ডাউনলোড করার পালা তাই আমি আপনাদের মিদিয়াফায়ার লিঙ্ক দিলাম, প্রথমে text file টি ডাউনলোড করো, text file এ ৯ টি  direct link আসে।
http://www.mediafire.com/download/rpbwk8uv28qz4ji/
http://billionuploads.com/s9a1yp5grzr4/WBB.Irmnr7hdsr-HD3D.rar.html

 SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com

এবার আপার মোবাইলে আর টাকা লোড করতে হবেনা, মোবাইল খরচ ফ্রী পাবেন (Posted by Sajib Talukdar For more :- www.zubayertalukdar.yolasite.com)




সারা মাস নেটে কাটাচ্ছেন কিন্তু কোনো ইনকাম নেই ? মোবাইল খরচ , নেট বিল টুকো যদি এখন আপনি নিজে কামাতে পারেন খারাপ কি ? আপনি খুব সহজে এটা করতে পারেন ভাবছেন আমি মিথ্যা বলছি , আমি বলতে পারি আপনি বিশ্বাস করুন । আমি ১০০% টাকা পেয়েছি , আমি যখন প্রথম প্রথম এই পোস্ট গোল দেখতাম ভাবতাম ফাউল পুলাপান । কিন্তু এখন ভাবি আরো আগে কেন জোগ দিলাম , আগে কেন বিলিভ করি নাই …। আমি গত২৯ তারিখ  টাকা পেয়েছি …।। আমি চাই আপ্নিও পান তাই আমার শেয়ার করা ।
এখানে ক্লিক করে সাইন-আপ করুন
।।
এরপর দেখোন আপনার মোবাইল নাম্বার দেয়ার জন্নে বক্স আছে অখানে আপনার নাম্বার দিন > তার পর এখনি যোগদিন বাটনে (সাইন-আপ) ক্লিক করুন  । এবার আপনার মোবাইল এ একটি কোড আসবে এখন পিসি স্ক্রিনে দেখুন কোড বসানুর জাইগা আছে অখানে কোড টা দিয়ে সাবমিট করুন ।।
এর পর ওপরে দেখুন ২ টা বাটন আছে (আমার প্রস্তাবসমূহ-এয়ারটাইম অর্জন করুন) আপনি ‘আমার প্রস্তাবসমূহ ‘ বাটনে ক্লিক করে কাজ সুরু করতে পারেন …
‘এয়ারটাইম অর্জন করুন’ বাটনে ক্লিক করে আপনার বেলেঞ্চ দেখতে পারেন ……।
ভালো থাকবেন … কোনো সমস্যা হলে জানাবেন  ।


 SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com

Wednesday, May 29, 2013

১০০ ডলারে কম্পিউটার! (Posted by Sajib Talukdar For more :- www.zubayertalukdar.yolasite.com)

১০০ ডলারে কম্পিউটার!

Posted by Sajib Talukdar

ডেল ইউএসবি কম্পিউটার ডেল ইউএসবি কম্পিউটার
শিগগিরই ইউএসবিসদৃশ একটি কম্পিউটার বাজারে আনছে ডেল। পণ্যটি টেলিভিশন বা মনিটরে যুক্ত করে কম্পিউটার হিসেবে ব্যবহার করা যাবে।
চলতি বছরের জানুয়ারি মাসে লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় ইউএসবিসদৃশ

উইন্ডোজ ৭ এর লুকানো থিম

উইন্ডোজ ৭ এর লুকানো থিম

Posted by Sajib Talukdar


মাইক্রোসফট উইন্ডোজ ৭-এ নান্দনিক অনেক থিম সচরাচর দেখা যায়। ডেস্কটপে মাউসের ডান বোতাম চেপে Personalize-এ উইন্ডোজের নির্বাচিত নিজস্ব অঞ্চলের থিম থাকে। কিন্তু উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে প্রতিটি দেশের বা নির্দিষ্ট অঞ্চলের জন্য আলাদা থিমের ব্যবস্থা আছে। কম্পিউটারে উইন্ডোজ সেটআপ করার সময় উল্লেখিত ভাষা থেকে যে ভাষা নির্বাচন করা হবে, কম্পিউটারে সেই অঞ্চলের থিম সেট হয়ে যাবে। আপনি যদি English (US) নির্বাচন করে থাকেন, তাহলে অঞ্চল হিসেবে যুক্তরাষ্ট্রের থিম এবং এর সঙ্গে অতিরিক্ত কিছু থিমকে ব্যবহার করতে পারবেন। এ ছাড়া উইন্ডোজ ৭-এ আরও বিশেষ কিছু অঞ্চলের যেমন অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার থিম দিয়ে থাকে। এটি উইন্ডোজ ৭-এর গোপনীয় সুবিধা। লুকানো এই থিমগুলো সহজেই ইনস্টল করা যাবে। এ জন্য কমিপউটার থেকে Organize-এ ক্লিক করে Folder and search options নির্বাচন করুন। View ট্যাব থেকে Show hidden files, folders, or drivers নির্বাচন করুন। এবার Hide protected operating system files (Recommended)-এর টিক চিহ্ন তুলে দিন। একটি সতর্কীকরণ বার্তা আসবে। এটাতে Yes চাপুন। এখন C:/Windows/Globalization/MCT ডিরেক্টরিটি খুঁজে নিন। এখানে পাঁচটি আলাদা ফোল্ডার দেখতে পাবেন। এখানে MCT-AU দিয়ে বোঝায় এটি অস্ট্রেলিয়া অঞ্চলের থিম। এভাবে একেকটি আলাদা অঞ্চলের নাম প্রকাশ করে। এখন MCT-AU থেকে Theme ফোল্ডারে ঢুকুন। এবার AU ফাইলে দুই ক্লিক করলে অস্ট্রেলিয়া অঞ্চলের থিম কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। এভাবে বাকি সব কটির Theme ফোল্ডারে ঢুকে একই নিয়মে সব থিম ইনস্টল করে নিন। Desktop থেকে মাউসের ডান বোতাম চেপে Personalize-এ গেলে ইনস্টল হওয়া সব থিম দেখা যাবে এবং প্রয়োজনে সেগুলো নিয়ন্ত্রণ করা যাবে। 

SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com

ফোন চুরি ঠেকাবেন যেভাবে (Posted by Sajib Talukdar)

ফোন চুরি ঠেকাবেন যেভাবে

 Posted by Sajib Talukdar

ফোন চুরি হওয়া ঠেকাতে সচেতন থাকা জরুরি ফোন চুরি হওয়া ঠেকাতে সচেতন থাকা জরুরি
ইদানিং ফোন চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। আপনার সামান্য অসতর্কতাতেই চুরি বা ছিনতাই হয়ে যেতে পারে আপনার প্রিয় ও মূল্যবান স্মার্টফোনটি। এ ধরনের ঘটনায় কী করণীয় তার কিছু সহজ উপায় নিয়ে টাইমস অব ইন্ডিয়াতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফোন চুরির ঘটনা ঠেকাতে ব্যবহারকারীকে সতর্ক হতে হবে পাশাপাশি হতে হবে চোরের চেয়েও স্মার্ট।

ডলফিনের মতো সজাগ থাকুন

ডলফিন ঘুমানোর সময় এক চোখ খোলা রেখে ঘুমায়, অর্থাত্ আকস্মিক কোনো বিপদ বা আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সতর্ক হয়ে থাকে। মোবাইল ফোন ব্যবহারকারীকেও নির্জন পথে বা বিপদজনক এলাকায় হাঁটার সময় চোখ-কান খোলা রেখেই চলতে হবে। কোনো রেঁস্তোরার টেবিলে, চা-কফির দোকানে মোবাইল ফোন ফেলে রাখবেন না। দামী স্মার্টফোন দেখিয়ে ব্যবহার করবেন না।

ফোন লক করে রাখুন

মোবাইল ফোন চুরি হওয়ার পর সাধারণত চোর সে ফোনটি বন্ধ করে দেয় এবং ফোনটির গুরুত্বপূর্ণ তথ্য মুছে দেয়। অনেক ক্ষেত্রে খুব কম সময়ে মুঠোফোন উদ্ধার করা সম্ভব হলেও গুরুত্বপূর্ণ তথ্য মুছে যায়। তাই স্মার্টফোনের হোম স্ক্রিন লক করে রাখুন। এতে কিছুটা হলেও তথ্য মুছতে বেগ পেতে হবে।

মুঠোফোনের গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখুন

মুঠোফোনের মডেল নম্বর, সিরিয়াল নম্বর, আইএমইআই নম্বর টুকে রাখুন। ফোন চুরি হলে এ তথ্যগুলো পুলিশের কাছে অভিযোগ জানাতে কাজে লাগবে। মোবাইল ফোনের আইএমইআই নম্বর জানতে ‘স্টার হ্যাস ০৬ হ্যাস’ ডায়াল করুন। ব্যাটারির নীচে মুঠোফোনের লেবেলে আইএমইআই ও সিরিয়াল নম্বর থাকে।

ট্র্যাকিং অ্যাপ্লিকেশন ব্যবহার

যদি চুরি যাওয়া মুঠোফোন চালু হয় তবে ট্র্যাকিং অ্যাপ্লিকেশন কাজ করে। সাধারণত চুরির পরপরই চোর সে মুঠোফোন বন্ধ করে দেয় এবং ফোন চালু করার আগে ট্র্যাকিং প্রযুক্তিকে বিভ্রান্ত করতে প্রযুক্তি ব্যবহার করে। তারপরও সতর্কতার জন্য বিভিন্ন ট্র্যাকিং অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখতে পারেন। আইফোনের জন্য বিনামূল্যের ট্র্যাকিং অ্যাপ্লিকেশন হচ্ছে ‘ফাইন্ড মাই আইফোন’। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ‘হোয়ার ইজ মাই ড্রয়েড’, ‘লুকআউট’ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। অ্যাপ্লিকেশন স্টোরে দূর থেকে মোবাইল লক করে দেওয়ার অ্যাপ্লিকেশন পাবেন।


সর্বশেষ ফোন একটু দেরিতে কিনুন

অনেক ক্ষেত্রে সর্বশেষ বাজারে আসা স্মার্টফোন কেনার কারণে চোর বা ছিনতাইকারীর লক্ষে পরিণত হয়ে যান। কিন্তু সহজলভ্য স্মার্টফোনে চোরের আগ্রহ থাকে কম।

ফোন চুরি হয়ে গেলে করণীয়

দ্রুত আপনার মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানে সিম কার্ড বন্ধ করতে জানিয়ে দিন। আইনশৃঙ্খলা বাহিনীকে আপনার মোবাইল চুরি বা ছিনতাইয়ের ঘটনা জানান।

 SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com

ওয়েবসাইট ডিজাইন শেখার বই Posted by Sajib Talukdar For more :- www.zubayertalukdar.yolasite.com

ওয়েবসাইট ডিজাইন শেখার বই

Posted by Sajib Talukdar

মাস্টারিং ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট (প্রথম খণ্ড)\ লেখক: বাপ্পি আশরাফ\ দাম: ৪৫০ টাকা\ পৃষ্ঠা: ৬৩৬\ প্রকাশনী: জ্ঞানকোষ প্রকাশনী, ঢাকা\

ওয়েবসাইটের ডিজাইন করার এখন পেশার ক্ষেত্র হিসেবে বেশ জনপ্রিয়। নানাভাবে ওয়েবসাইট তৈরি করা যায়। ভালো ওয়েবসাইট ডিজাইনার ওয়েবপেজ তৈরির পাশাপাশি ওয়েবভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরির কাজটি করতে পারেন। ওয়েবসাইট তৈরির এমন নানা বিষয় নিয়ে প্রকাশিত হয়েছে মাস্টারিং ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নামের বইটির প্রথম খণ্ড। লিখেছেন বাপ্পি আশরাফ।
তিন খণ্ডের এ বইয়ের প্রথম খণ্ডে রয়েছে এইচটিএমএল ৫, সিএসএস থ্রি, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি৫ এবং মাইএসকিউএল সফটওয়্যারগুলোর বিস্তারিত বর্ণনা। পাঁচ অধ্যায়ের এ বইতে ইন্টারনেটের নানা বিষয় যেমন আছেতেমন প্রতিটি অধ্যায়ে রয়েছে বিস্তারিত আলোচনা আর প্রকল্পের বর্ণনা। প্রতিটি অধ্যায় ও বিভাগের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ছবি। প্রতিটি বিভাগের সঙ্গেই রয়েছে বিষয়ভিত্তিক বাস্তব প্রকল্পের বর্ণনা এবং সে অনুযায়ী কাজ শেখার পদ্ধতি। নতুন ওয়েবসাইট তৈরি যাঁরা শিখতে চান, তাঁদের জন্য বইটি বেশ কাজে আসবে। বাস্তব প্রকল্প উদাহরণ হিসেবে থাকার কারণে পূর্ণাঙ্গ কাজটি হাতে-কলমে শেখা যাবে। বইটির সঙ্গে রয়েছে প্রায় ৩০০ প্রকল্পসহ বিশেষ সিডি। এতে প্রয়োজনীয় সফটওয়্যারও পাওয়া যাবে। 

SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com

নতুন রাউটার (বিজ্ঞপ্তি) Posted by Sajib Talukdar

নতুন রাউটার


ভার্জিন ব্র্যান্ডের এমএফ৬২ মডেলের নতুন বহনযোগ্য রাউটার বাজারে এসেছে। এটির সাহায্যে থ্রিজিসহ সব ধরনের মোবাইল ফোন সংযোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যাবে। রাউটারটি ডব্লিউসিডিএমএ ও জিএসএম সমর্থন করে। এর ডেটা সার্ভিস এইচএসডিপিএ ডাউনলিংক আপটু ২১.৬ এমবিপিএস ও আপলিংক ৫.৭৬ এমবিপিএস। প্রায় ২৫ মিটার পর্যন্ত এ রাউটারের মাধ্যমে সংযোগ পাওয়া যাবে এবং একই সঙ্গে আটজন ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সাইম টেলিকমের আনা মাইক্রোসফট উইন্ডোজ ৭, ভিস্তা, এক্সপি, ম্যাকসহ অন্যান্য অপারেটিং-সমর্থিত রাউটারটির দাম ছয় হাজার ২০০ টাকা। 

SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com

চোরই বানাল চুরি ঠেকানোর প্রযুক্তি !!!!!!!


চোরই বানাল চুরি ঠেকানোর প্রযুক্তি !!!!!!!

এটিএম বুথ থেকে প্রযুক্তি দক্ষ হ্যাকাররা অন্য কারো অ্যাকাউন্টের টাকা তুলে নিতে পারেন। এমন একজন বিশেষজ্ঞ চোরের চেয়ে এটিএম বুথের নিরাপত্তা ত্রুটির খোঁজ আর কে ভালো জানে? রোমানিয়ান হ্যাকার ভ্যালেনটিন বোয়ান্টা সম্প্রতি তাঁর এ প্রযুক্তি জ্ঞান এটিএম বুথের নিরাপত্তায় কাজে লাগানোর পরিকল্পনা করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভ্যালেনটিন বোয়ান্টা এর আগে অপরাধ জগতের বিভিন্ন ব্যক্তির কাছে এটিএম থেকে চুরি করা তথ্য আর ভুয়া ব্যাংক কার্ড তৈরির প্রযুক্তি সরবরাহ করতেন। ২০০৯ সালে পুলিশের হাতে ধরা পড়েছিলেন বোয়ান্টা এবং বিচারে তাঁর পাঁচ বছরের কারাদণ্ড হয়। কিন্তু জেলে বসে মাস পাঁচেকের মধ্যেই তিনি এমনই এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা এটিএমের তথ্য আর টাকা চুরি ঠেকাতে সক্ষম।
বার্তা সংস্থা রয়টার্সকে বোয়ান্টা জানিয়েছেন, পুলিশ আমাকে ধরে ফেলায় আমি খুশিই হয়েছি। এখন নিশ্চিন্তে বসে ভালো কাজ করতে পারছি আমি।
বোয়ান্টা আরও বলেন, আমি ‘স্কিমিং’ বা ক্রেডিট বা ডেবিক কার্ডের চুম্বকটিকে নকল করে হুবহু আরেকটি কপি বানিয়ে এটিএম বুথ থেকে টাকা তুলতাম, পাশাপাশি বিভিন্ন অপরাধজগতের লোকেদের কাছে এ প্রযুক্তি সরবরাহ করতাম।
এ ধরনের চুরি ঠেকানোর জন্য সিকিউর রিভলভিং সিস্টেম বা এসআরএস নামে একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন বোয়ান্টা। এ পদ্ধতিতে কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপটির কোনো তথ্য অন্য কোনো ডিভাইসে ধরা পড়ে না।
রোমানিয়ার জেলখানার নিজ কুঠুরিতে বসেই বোয়ান্টা তাঁর এই নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এরমধ্যেই বোয়ান্টার সঙ্গে এমবি টেলিকম নামের রোমানিয়ান একটি প্রযুক্তি প্রতিষ্ঠানএ প্রযুক্তিটির জন্য চুক্তি এবং প্রযুক্তিটির পেটেন্টও করিয়েছে আর বোয়ান্টা জেল থেকে ছাড়া পেলে এমবি টেলিকমে তাঁর জন্য অপেক্ষা করছে বড় পদের নিশ্চিন্ত এক চাকরিও।

SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-

গতি বাড়ান কম্পিউটারের !!!!!!!!!!!!

গতি বাড়ান কম্পিউটারের !!!!!!

নানা কারণেই গতি কমে যেতে পারে কম্পিউটারের। এর একটি কারণ হতে পারে কম্পিউটার ডিস্কে অপ্রয়োজনীয় ফাইল জমে থাকা। নিয়মিত হার্ডডিস্ক পরিস্কার রাখলে আপনার কম্পিউটারের গতি কমার আশঙ্কা কম। টেম্পোরারি ইন্টারনেট ফাইলের মতো বেশ কিছু ফাইল এ প্রক্রিয়ার মুছে ফেলা সম্ভব। এগুলো মূলত কম্পিউটারের হার্ড ডিস্কে জমা হওয়া ওয়েব পেজ। এই পাতাগুলো মুছে ফেলতে স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রামে যান। সেখান থেকে অ্যাকসেসরিজে গিয়ে সিস্টেম টুল থেকে ডিস্ক ক্লিনআপ নির্বাচন করুন এবং অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন। একটি উইন্ডো খুলবে যেখানে ফাইল মুছে কতটুকু জায়গা ফাঁকা হবে তা দেখতে পাবেন।
কম্পিউটারের গতি কমে যাওয়ার আরেকটি কারণ হতে পারে ফাইল ফ্র্যাগমেন্টটেশন ও ডাটা ফোর্সিংয়ের কারণে হার্ড ডিস্কে অতিরিক্ত চাপ পড়া। এ সমস্যা সমাধানে স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রামে যেতে হবে। এরপর অ্যাকসেসরিজ থেকে সিস্টেম টুল বেছে নিতে হবে। সিস্টেম টুলের ডিস্ক ডিফ্রাগমেন্টারে গিয়েও ফাইল মুছে দেওয়া যায়।

SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
for more Go :-
www.zubayertalukdar.yolasite.com

আবারও বদলাচ্ছে জিমেইল

আবারও বদলাচ্ছে জিমেই!!!!!!!!!

জিমেইলে পরিবর্তন আসছে
GMAIL APP
জিমেইলে পরিবর্তন আসছে
শিগগিরই হয়তো জিমেইল ব্যবহারকারীরা আবারও নতুন সাজে অর্থাত্ আরও নতুন নকশায় দেখতে পাবেন তাঁদের জিমেইলকে।
এর আগেও গুগল একবার বড় ধরনের পরিবর্তন এনেছিল জিমেইলে। এক বছরের মধ্যেই আবারও মেইল সেবায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে অনুসন্ধান ও মেইল সেবাদাতা গুগল। অ্যান্ড্রয়েড নির্ভর পণ্য, ডেস্কটপ কম্পিউটার ও আইওএস বা অ্যাপল পণ্যের জন্য বিশেষ নকশায় আসতে পারে জিমেইল। সম্প্রতি গুগলের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ এ তথ্য প্রকাশ করেছে।
জিমেইলের ইউজার ইন্টারফেসে বড় ধরনের পরিবর্তন আসছে বলেও তথ্য প্রকাশ করেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েব।
সম্প্রতি জিমেইল-ভিত্তিক মেইল সেবাদাতা স্প্যারো কিনে নিয়েছে গুগল। বর্তমানে অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস নির্ভর পণ্যগুলোতে দেখানো জিমেইল আর স্প্যারোর সুবিধা যুক্ত করে নতুন মেইল সেবা আনতে পারে গুগল।
ডেস্কটপ কম্পিউটারের পাশাপাশি অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন ও ট্যাবলেটেও জিমেইলকে নতুন নকশায় দেখা যাবে।
নতুন নকশায় মেইল পড়া এবং মেইলে লেবেল লাগানো আরও সুবিধাজনক হবে। সামাজিক যোগাযোগের আপডেটগুলো ফিল্টার করার সুবিধাও থাকবে এতে।
জিমেইলকে ঢেলে সাজিয়ে আরও উন্নত মেইলের অভিজ্ঞতা দিতেই এ সুবিধা চালু করতে পারে গুগল।
অবশ্য কবে নাগাদ জিমেইলে পরিবর্তন আসবে এ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে গুগল কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি।

SAJIB TALUKDAR PC HELP LINE

be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
for more Go :-
www.zubayertalukdar.yolasite.com

গুগল গ্লাস বিপজ্জনক?


 গুগল গ্লাস বিপজ্জনক?
গুগল গ্লাস
Google glass by sajib
গুগল গ্লাস
‘গুগল গ্লাস’ নামে একটি প্রযুক্তি-চশমা বাজারে আনছে গুগল। সমালোচকেরা আশঙ্কা করছেন, ব্যবহারকারীর মনোযোগ কেড়ে নিয়ে চারপাশের অবস্থা সম্পর্কে মস্তিষ্কে ভুল সংকেত পাঠাতে পারে গুগল গ্লাস।
অসাধারণ একটি উদ্ভাবন হলেও ‘ইনঅ্যাটেনশনাল ব্লাইন্ডনেসের’ মতো সাময়িক অমনোযোগিতা তৈরি করতে পারে গুগলের এ প্রযুক্তি-চশমা। ‘নিউইয়র্ক টাইমস’-এ সম্প্রতি গুগল গ্লাসের বিপদ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
আজকাল গুগল গ্লাসের খবর চোখে পড়বে সবখানেই। চোখে পড়বে গুগল গ্লাস নিয়ে লেখা প্রযুক্তি-বিশ্লেষকদের সমালোচনাও। ফ্যাশন অপরাধের সঙ্গে তুলনা করে অনেক প্রযুক্তি-বিশ্লেষক গুগল গ্লাসের সমালোচনা করেছেন, আবার অনেকে করেছেন ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের দৃষ্টিকোণ থেকে। সমালোচকেরা জানিয়েছেন, গুগল গ্লাস চোখে পরা কোনো ব্যক্তি কারও সঙ্গে আলাপকালে তার কথা ও ভিডিওচিত্র রেকর্ড করছে কি না, তা বোঝার উপায় থাকবে না। তবে সমালোচনা যা-ই থাক না কেন, স্মার্টফোনের সঙ্গে সম্পর্কিত স্মার্ট গ্লাস বা প্রযুক্তি-চশমার উদ্ভাবন নিশ্চয়ই প্রযুক্তিপ্রেমীদের কাছে বৈপ্লবিক উদ্ভাবন। অনেকের মধ্যেই এ চশমা পরে দেখার আগ্রহ রয়েছে। তবে আগ্রহ যতই থাক, গুগল গ্লাসের নেতিবাচক ও ক্ষতিকর দিকটির কথা মনে রাখতেই হবে। এই গুগল গ্লাস শিশুদের চোখের ক্ষতি করতে পারে, আবার মস্তিষ্কের ক্ষমতার ওপরও প্রভাব ফেলতে পারে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ‘টেকনোলজি, এডুকেশন অ্যান্ড ডিজাইন’ বা ‘টেড ২০১৩’ সম্মেলনে গুগল গ্লাসের তথ্য উপস্থাপন করেন সের্গেই ব্রিন। চশমায় প্রযুক্তি যুক্ত হওয়ায় স্মার্টফোন ‘অসামাজিক’—এমন মন্তব্য করেছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। তাঁর মতে, পরিধেয় প্রযুক্তিপণ্যের এ যুগে স্মার্টফোন সামাজিকতা হারিয়েছে। মানুষের দিকে না তাকিয়ে, তাদের সঙ্গে কথা না বলে স্মার্টফোন ঘাঁটাঘাঁটি করাটা ‘অসামাজিক’। এক সাক্ষাত্কারে ‘নিউইয়র্ক টাইমস’কে ব্রিন জানিয়েছিলেন, মুঠোফোনের দিকে তাকিয়ে রাস্তায় চলার যুগ শেষ। তিনি জানান, মানুষকে ‘স্মার্ট’ করে তুলতে গুগল আনছে স্মার্ট গ্লাস বা প্রযুক্তি-চশমা। গুগলের এ প্রযুক্তি-চশমার সঙ্গে রয়েছে একটি ছোট ব্যাটারি, যার শক্তিতে চলে চশমার সঙ্গে যুক্ত ক্ষুদ্র একটি কম্পিউটার। চশমার সাহায্যে ছবি তোলা, ভিডিওচিত্র ধারণ, অডিও ধারণ করার জন্য রয়েছে বিশেষ প্রযুক্তি। ইন্টারনেট ব্রাউজ করা ও মানুষের সঙ্গে যোগাযোগ করা যাবে এ চশমার সাহায্যে। ব্যবহার করা যাবে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটসহ নানা অ্যাপ্লিকেশন। এতে যুক্ত হবে কণ্ঠস্বর ও চেহারা শনাক্তকরণ প্রযুক্তি। এ চশমার কার্যকারিতা পরীক্ষা করতে চশমা পরা সাধারণ যাত্রীর বেশে রেল ভ্রমণ করেছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। ধারণা করা হচ্ছে, চলতি বছরেই বাজারে আসবে গুগলের স্মার্ট গ্লাস। এ চশমার দাম হতে পারে এক হাজার ৫০০ ডলার থেকে তিন হাজার ডলারের মধ্যে।
গুগল ছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠান এমন প্রযুক্তি তৈরি করছে, যার মাধ্যমে ফোন ব্যবহারের সময় অন্য কাজ করা যায়। সম্প্রতি শেভ্রোলেট গাড়িতে এমন প্রযুক্তি যুক্ত করেছে, যাতে মুঠোফোনে আসা বার্তা পড়ে শোনাবে গাড়ি।
এদিকে গুগল জানিয়েছে, তাদের তৈরি চশমায় সাধারণভাবে দেখতে সমস্যা হয় এমন বিষয়গুলো থাকবে না। কোনো মেইল বা বার্তা এলে ব্যবহারকারীকে জানানোর জন্য শব্দ করে নোটিফিকেশন জানাবে এ গ্লাস। প্রযুক্তি-বিশ্লেষকেরা জানান, ব্যবহারকারী চালকদের মনোযোগ কাড়বে না এ চশমা। গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহারে যে সমস্যা তৈরি হয়, তা এ চশমা ব্যবহারে সমাধান হবে।
গবেষকেরা জানান, চোখের দৃষ্টি ও মনের সংযোগে ব্যাঘাত না ঘটলেই কেবল গুগল গ্লাস সফল উদ্ভাবন বলতে হবে। মানুষের মনোযোগ কোথায় ব্যাহত হয় এবং মানুষের মনঃসংযোগের সীমাবদ্ধতার বিষয়গুলো বুঝতে পারলেই নিরাপদ ও বৈপ্লবিক উদ্ভাবন সম্ভব হবে।

 SAJIB TALUKDAR PC HELP LINE

be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
for more Go :-
www.zubayertalukdar.yolasite.com

যত বড় পাসওয়ার্ড তত বেশি সুরক্ষা

যত বড় পাসওয়ার্ড তত বেশি সুরক্ষা

অনলাইন ডেস্ক | তারিখ: ২৮-০৫-২০১৩

জটিল করুন পাসওয়ার্ড
Sajib  Password
জটিল করুন পাসওয়ার্ড
অ্যাকাউন্ট খোলার সময় অনেকেই কী পাসওয়ার্ড দেওয়া যায়, তা নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েন। কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাসওয়ার্ড যত দীর্ঘ হবে, ব্যবহারকারীর মনে রাখা তত সহজ হবে এবং হ্যাকার বা পাসওয়ার্ড-চোরদের জন্য তা অনুমান করা কঠিন হবে।
পাসওয়ার্ড হিসেবে হয়তো কেউ বসান মোবাইল নম্বর আবার কেউ বা বসান জন্মদিনের সংখ্যা। কেউ ব্যবহার করেন ‘পাসওয়ার্ড’ শব্দটিকেই আবার কেউ লেখেন ১২৩৪৫৬। পাসওয়ার্ড দিতে হবে বলেই যে কেবল একটি মাত্র শব্দ বা কয়েকটি সহজ সংখ্যা বসিয়েই দুশ্চিন্তা থেকে মুক্তি মিলবে ভাবছেন, তাহলে কিন্তু ভুল করবেন। সম্ভব হলে কয়েকটি শব্দ ব্যবহার করে একটি বাক্যাংশ বা একটি পুরো বাক্যকেই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন।
সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘পিসি’ ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার করলে হ্যাকাররাও অনায়াসেই এ পাসওয়ার্ডের নিরাপত্তা ভেঙে ফেলতে পারে। কষ্ট করে হলেও জটিল পাসওয়ার্ড মুখস্থ রাখতে পারলে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আশঙ্কা থেকে মুক্তি পাওয়া যায়।
কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোসের নিরাপত্তা বিশ্লেষক গ্রাহাম ক্লুলেই জানিয়েছেন, আপনার স্মরণীয় কোনো বাক্যের সঙ্গে ছোট-বড় অক্ষর, সংখ্যা ও চিহ্ন মিলিয়ে জটিল একটি পাসওয়ার্ড তৈরি করতে পারেন। পাসওয়ার্ডটি মুখস্থ রাখুন। পাসওয়ার্ড যত দীর্ঘ হবে, ততই নিরাপদ থাকবে আপনার অ্যাকাউন্ট।
শক্ত ও জটিল পাসওয়ার্ডের গুরুত্ব অনেক বেশি। আর্থিক লেনদেনের অ্যাকাউন্ট, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটসহ অনলাইনের বিভিন্ন অ্যাকাউন্টের ক্ষেত্রে জটিল পাসওয়ার্ড ব্যবহার করা জরুরি।

দীর্ঘ বাক্যে পাসওয়ার্ড তৈরির নিয়মকানুন

দীর্ঘ বাক্যে পাসওয়ার্ড তৈরির বিষয়টি অনেক সহজভাবে করা সম্ভব। এটা সহজ কোনো বাক্যের অংশবিশেষ বা পুরো বাক্যটি হতে পারে। তবে এ ক্ষেত্রে বাক্যের পরিবর্তে আপনি সংখ্যা ব্যবহার করতে পারেন। অক্ষরগুলো ছোট-বড় মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করতে পারেন। আপনাকে খেয়াল রাখতে হবে যেভাবে পাসওয়ার্ডটি তৈরি করবেন তা যেন সহজে মনে থাকে কিন্তু অন্য কেউ সহজে তা অনুমান করতে না পারে।

গবেষকদের দেওয়া পাসওয়ার্ডবিষয়ক পাঁচ পরামর্শ

১. সব ওয়েবসাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না।
২. দীর্ঘ বাক্যে জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন।
৩. পাসওয়ার্ড নিয়মিত হালনাগাদ করুন।
৪. কম্পিউটার, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও আর্থিক লেনদেনের সময় পাসওয়ার্ড দেওয়ার বিষয়ে সতর্ক থাকুন। অ্যাকাউন্ট লগআউট ঠিকমতো হয়েছে কি না, পরীক্ষা করুন। সাইবার-ক্যাফেতে পাসওয়ার্ড দেওয়ার সময় সতর্ক থাকুন।
৫. পাসওয়ার্ড মূল্যবান তথ্য প্রতিরক্ষা করে। এটা আপনার ডিজিটাল সম্পদ। আপনার পাসওয়ার্ড রক্ষার জন্য সচেতন থাকুন। সব ক্ষেত্রেই গুরুত্ব দিয়ে পাসওয়ার্ড নির্বাচন করুন এবং তা মনে সংরক্ষণ করুন। পাসওয়ার্ড যাতে ভুলে না যান, সে জন্য পাসওয়ার্ড টুকে রাখুন এবং তা সুরক্ষিত স্থানে সংরক্ষণ করে রাখুন।

 
SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
for more Go :-
www.zubayertalukdar.yolasite.com