উইন্ডোজ ৭ এর লুকানো থিম
Posted by Sajib Talukdar
মাইক্রোসফট
উইন্ডোজ ৭-এ নান্দনিক অনেক থিম সচরাচর দেখা যায়। ডেস্কটপে মাউসের ডান
বোতাম চেপে Personalize-এ উইন্ডোজের নির্বাচিত নিজস্ব অঞ্চলের থিম থাকে।
কিন্তু উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে প্রতিটি দেশের বা নির্দিষ্ট অঞ্চলের
জন্য আলাদা থিমের ব্যবস্থা আছে। কম্পিউটারে উইন্ডোজ সেটআপ করার সময়
উল্লেখিত ভাষা থেকে যে ভাষা নির্বাচন করা হবে, কম্পিউটারে সেই অঞ্চলের থিম
সেট হয়ে যাবে। আপনি যদি English (US) নির্বাচন করে থাকেন, তাহলে অঞ্চল
হিসেবে যুক্তরাষ্ট্রের থিম এবং এর সঙ্গে অতিরিক্ত কিছু থিমকে ব্যবহার করতে
পারবেন। এ ছাড়া উইন্ডোজ ৭-এ আরও বিশেষ কিছু অঞ্চলের যেমন অস্ট্রেলিয়া,
কানাডা, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার থিম দিয়ে থাকে। এটি উইন্ডোজ ৭-এর
গোপনীয় সুবিধা। লুকানো এই থিমগুলো সহজেই ইনস্টল করা যাবে। এ জন্য কমিপউটার
থেকে Organize-এ ক্লিক করে Folder and search options নির্বাচন করুন। View
ট্যাব থেকে Show hidden files, folders, or drivers নির্বাচন করুন। এবার
Hide protected operating system files (Recommended)-এর টিক চিহ্ন তুলে
দিন। একটি সতর্কীকরণ বার্তা আসবে। এটাতে Yes চাপুন। এখন
C:/Windows/Globalization/MCT ডিরেক্টরিটি খুঁজে নিন। এখানে পাঁচটি আলাদা
ফোল্ডার দেখতে পাবেন। এখানে MCT-AU দিয়ে বোঝায় এটি অস্ট্রেলিয়া অঞ্চলের
থিম। এভাবে একেকটি আলাদা অঞ্চলের নাম প্রকাশ করে। এখন MCT-AU থেকে Theme
ফোল্ডারে ঢুকুন। এবার AU ফাইলে দুই ক্লিক করলে অস্ট্রেলিয়া অঞ্চলের থিম
কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। এভাবে বাকি সব কটির Theme ফোল্ডারে ঢুকে একই
নিয়মে সব থিম ইনস্টল করে নিন। Desktop থেকে মাউসের ডান বোতাম চেপে
Personalize-এ গেলে ইনস্টল হওয়া সব থিম দেখা যাবে এবং প্রয়োজনে সেগুলো
নিয়ন্ত্রণ করা যাবে।
SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com
be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com
No comments:
Post a Comment