***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Friday, May 31, 2013

গ্রামীণফোন অনলাইন কাস্টমার কেয়ার অফিসার এখন আপনি নিজে (Posted by Sajib Talukdar For more :- www.zubayertalukdar.yolasite.com)

গ্রামীণফোন অনলাইন কাস্টমার কেয়ার অফিসার এখন আপনি নিজে! -আপনি নিজেই দেখেনিন আপনার কল হিষ্টরি ,এসএমএস হিষ্টরি ,FNF নম্বার, রিচার্জ হিষ্টরি আরো কত কি..একদম ফ্রি!


بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

কেমন আছেন বন্ধুরা ? আশা করে অনেক ভাল আছেন।

আজ আমি মোবাইল অপারেটর গুলার  E-care নিয়ে ধারাবাহিক পোস্ট এর  শুরু করছি ।

 যাই হক আজ আপনাদের দেখাব বাংলাদেশের সব থেকে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন এ কেমন করে আপনি নিজে হবেন অনলাইন কাস্টমার কেয়ার অফিসার ! :) আসুন তাহলে কাজে লেগে যাই । পোস্ট টি শুরু করার আগে একটি বিষয় আপনাদের আগে বলে নেই অন্যান্য অপারেটর গুলার থেকে গ্রামীণফোন এর  (E-care) অনলাইন কেয়ার সুবিধা টা একটু ভিন্ন ! তাই ভিজিটর দের অনুরুধ করবো পোস্ট টি ভালভাবে দেখার জন্য  But i believe … Nothing is impossible :)
 ১। প্রথমে আপনি এই লিংকে ক্লিক করুন https://webserv.grameenphone.com/ecare/ ক্লিক করার পর নিচের চিত্রের মত একটি পেজ ওপেন হবে । চিত্র টি লক্ষ্য করুন .এখন ডান পাশে মার্ক করা অংশে (Register Now) < ক্লিক করুন

২। (Register Now) ক্লিক করার পর  চিত্রের মত আরও একটি পেজ ওপেন হবে । নিচের চিত্র টি দেখুন . এখন আপনাকে রেজিস্ট্রেশন ফরম টি পূরণ করতে হবে (একটা ইয়াহু বা জিমেইল এ আকাউন্ট করতে যেমন করে যে যে ইনফর্মেশন গুলা চাওয়া হয় সেই রকম করেই) আশা করি আপনারা বিষয় টা বুঝতে পেরেছেন । তাহলে নিচের ফরম টি পূর্ণ করুন । পূর্ণ করে Create My Account এ ক্লিক করুন।

৩। আমি ধরে নিলাম আপনি সঠিক ভাবে উপরে উল্লেখিত ফরম টি পূর্ণ করতে পেরেছেন । যদি সঠিক ভাবে উক্ত কাজ শেষ করতে পারেন তাহলে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন উক্ত নাম্বারে একটা এসএমএস যাবে সেই সাথে একটা ৮ সংখ্যার একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন , এবং নিচের চিত্রের মত একটি পেজ ওপেন হবে। যার মানে হল আপনি সঠিক ভাবে রেজিস্ট্রেশন করতে পেরেছেন ।

৪। এখন বলা হবে আপনার পাসওয়ার্ড টি চেঞ্জ করার জন্য। আপনি এসএমএস ধারা প্রাপ্ত পাসওয়ার্ড টি চেঞ্জ করে আপনার ইচ্ছা মত ৮ সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করুন । নিচের চিত্র টি দেখুন।

৫। এখন যে পেজ টি ওপেন হবে নিচের চিত্র টি দেখুন । দেখতে পাচ্ছেন ৫ টি অপশন আছে উক্ত পেজে যেমন (My GP Home/My Account/Manage My Service/Billing Service/Support) এখন আপনার পছন্দ মত একটি অপশনে ক্লিক করুন । ধরেনিলাম আপনি (Billing Service) অপশন পছন্দ করেছেন । এখন আপনি >View call detailes ক্লিক করে Start date / End date সিলেক্ট করে Submit এ ক্লিক করুন । এখন আপনার মোবাইল নাম্বারে ৬ সংখ্যার একটা (I TOKEN) নাম্বার যাবে।

৬। (I TOKEN) নাম্বার টি  Submit করার পরই আপনার কাজ শেষ এবং পেয়ে যাবেন আপনার কাঙ্কিত সেবা টি :) এবং ওপেন হয়ে যাবে মনিটরে আপনার নাম্বারের কল হিস্টরি !! নিচের চিত্র টি দেখুন । চিত্রটি অবশ্য হালকা এডিট করা কারণ উক্ত নাম্বারে আমার সম্পূর্ণ তথ্য :P । একই নিয়মে আপনি  My GP Home ক্লিক করে  আপনার প্রোফাইল টি দেখে নিতে পারবেন এবং > Manage My Service এ ক্লিক করে আপনার বর্তমান প্যাকেজ টি দেখেনিতে পারবেন এবং পরিবর্তন ও করতে পারবেন । বাড়তি কিছু সিবিধা গ্রামীণফোনের E-care সেবাই একমাত্র পাবেন ।

তাহলে এখন থেকে নিজেই হয়ে জান গ্রামীণফোন অনলাইন কাস্টমার কেয়ার অফিসার :D এবং আপনি নিজেই দেখেনিন আপনার কল হিষ্টরি ,এসএমএস হিষ্টরি ,FNF নম্বার, রিচার্জ হিষ্টরি আরো কত কি..একদম ফ্রিতে ;) কি পারবেন তো ? আশা করি পারবেন
——————————————————————————————————————————————-
 আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সহজ করে বর্ণনা করার । আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবার কথা না । তার পরও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বা কোন জিজ্ঞাসা থাকে তাহলে নিচের কমেন্ট বক্স টি আপনায়ের জন্য উন্মুক্ত । পোস্ট টি কেমন লাগলো জানাতে ভুলবেন না । নেক্সট পোস্টে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে  সাথেই থাকুন । আজ এই পর্যন্ত
ভাল থাকবেন সবাই এবং ভাল রাখবেন সবাইকে ।


Notice from (Admin-Sajib Talukdar):- Help by pchelplinebdbd.com

 SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com

No comments: