গ্রামীণফোন অনলাইন কাস্টমার কেয়ার অফিসার এখন আপনি নিজে! -আপনি নিজেই দেখেনিন আপনার কল হিষ্টরি ,এসএমএস হিষ্টরি ,FNF নম্বার, রিচার্জ হিষ্টরি আরো কত কি..একদম ফ্রি!
بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
কেমন আছেন বন্ধুরা ? আশা করে অনেক ভাল আছেন।
আজ
আমি মোবাইল অপারেটর গুলার E-care নিয়ে ধারাবাহিক পোস্ট এর শুরু
করছি ।
যাই হক আজ আপনাদের দেখাব বাংলাদেশের সব থেকে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন এ কেমন করে আপনি নিজে হবেন অনলাইন কাস্টমার কেয়ার অফিসার !


১। প্রথমে আপনি এই লিংকে ক্লিক করুন https://webserv.grameenphone.com/ecare/ ক্লিক করার পর নিচের চিত্রের মত একটি পেজ ওপেন হবে । চিত্র টি লক্ষ্য করুন .এখন ডান পাশে মার্ক করা অংশে (Register Now) < ক্লিক করুন
![]() |
৩। আমি ধরে নিলাম আপনি সঠিক ভাবে উপরে উল্লেখিত ফরম টি পূর্ণ করতে পেরেছেন । যদি সঠিক ভাবে উক্ত কাজ শেষ করতে পারেন তাহলে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন উক্ত নাম্বারে একটা এসএমএস যাবে সেই সাথে একটা ৮ সংখ্যার একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন , এবং নিচের চিত্রের মত একটি পেজ ওপেন হবে। যার মানে হল আপনি সঠিক ভাবে রেজিস্ট্রেশন করতে পেরেছেন ।
৪। এখন বলা হবে আপনার পাসওয়ার্ড টি চেঞ্জ করার জন্য। আপনি এসএমএস ধারা প্রাপ্ত পাসওয়ার্ড টি চেঞ্জ করে আপনার ইচ্ছা মত ৮ সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করুন । নিচের চিত্র টি দেখুন।
৫। এখন যে পেজ টি ওপেন হবে নিচের চিত্র টি দেখুন । দেখতে পাচ্ছেন ৫ টি অপশন আছে উক্ত পেজে যেমন (My GP Home/My Account/Manage My Service/Billing Service/Support) এখন আপনার পছন্দ মত একটি অপশনে ক্লিক করুন । ধরেনিলাম আপনি (Billing Service) অপশন পছন্দ করেছেন । এখন আপনি >View call detailes ক্লিক করে Start date / End date সিলেক্ট করে Submit এ ক্লিক করুন । এখন আপনার মোবাইল নাম্বারে ৬ সংখ্যার একটা (I TOKEN) নাম্বার যাবে।
৬। (I TOKEN) নাম্বার টি Submit করার পরই আপনার কাজ শেষ এবং পেয়ে যাবেন আপনার কাঙ্কিত সেবা টি


তাহলে এখন থেকে নিজেই হয়ে জান গ্রামীণফোন অনলাইন কাস্টমার কেয়ার অফিসার


——————————————————————————————————————————————-
আমি চেষ্টা
করেছি যতটুকু সম্ভব সহজ করে বর্ণনা করার । আশা করি আপনাদের বুঝতে সমস্যা
হবার কথা না । তার পরও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বা কোন জিজ্ঞাসা থাকে
তাহলে নিচের কমেন্ট বক্স টি আপনায়ের জন্য উন্মুক্ত । পোস্ট টি কেমন লাগলো
জানাতে ভুলবেন না । নেক্সট পোস্টে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সাথেই
থাকুন । আজ এই পর্যন্ত
ভাল থাকবেন সবাই এবং ভাল রাখবেন সবাইকে ।
Notice from (Admin-Sajib Talukdar):- Help by pchelplinebdbd.com
SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com
be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com
No comments:
Post a Comment