***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Friday, May 31, 2013

কম্পিউটার, পেনড্রাইভ বা মেমোরীকার্ড থেকে প্রয়োজনীয় ফাইল ডিলিট হয়ে গিয়েছে? কোন সমস্যা নাই! এখানে দেখুন।(Posted by Sajib Talukdar For more :- www.zubayertalukdar.yolasite.com)

কম্পিউটার, পেনড্রাইভ বা মেমোরীকার্ড থেকে প্রয়োজনীয় ফাইল ডিলিট হয়ে গিয়েছে? কোন সমস্যা নাই! এখানে দেখুন।

rc_preview
 
বিসমিল্লাহীর রাহমানির রাহীম আসসালামুআলাইকুম,
 
মহান আল্লাহ তায়ালার অশেষ করুনায় সম্ভবত সকলেই ভালোই আছেন।
আমাদের প্রয়োজনীয় ফাইল যদি ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু অনেক যন্ত্রনা পোহাতে হয়। ৬/৭ বছর  আগের কথা- মহাখালী ওয়্যারলেস গেইটে আমি এক প্রিন্টার্সে গ্রাফিক্স ডিজাইনারের চাকুরি করতাম। তখনও কম্পিউটার সম্পর্কে এত্তোকিছু জানতাম না। নতুন ডিজাইনের কাজ শিখেছিলাম। তাই হাত ছিল অনেক স্লো। তাই ছোট ছোট কাজ গুলো করতেও আমরা অনেক সময় লেগে যেত। অনেক দিন পরিশ্রমকরে একটি কাজকে শেষ করেছিলাম। হঠাত করে xp সেটআপ করার সময় ড্রাইভ একটি কে ফরম্যাট করে ফেলি! আর হারিয়ে যায ঐ প্রিন্টার্সের প্রায় ৫ বছরের জমে থাকা ডেটা। আমিতো পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে ফেললাম। এখন কি করি। কিন্তু তখন আমি বেশী এক্সপার্ট ছিলাম না, যার ফলে আমার কোন কিছুই করার ছিল না। বুঝেনইতো কি পরিমাণ বকাধকা আমাকে পোহাতে হয়েছিল। তখনের কথা বলতে গেলে এখনও শরীরে শিহরণ জাগে। এই ডিলেট হওয়া ফাইল গুলোকে নিয়ে দু:চিন্তা করতে করতে আমার মাথার চুল পর্যন্ত পেকে গিয়েছিল! আসলে ঐ সময়ে আমার অবস্থা যে কি ছিল তা আমি লিখে বা বলে বুঝাতে পারবো না। এটা শুধু তারাই বুঝবেন যারা এরকম সমস্যার শিকার হয়েছেন। যাক সে কথা, এখন দিন বদলের সাথে সাথে আমারও অনেক অভিজ্ঞতা হয়েছে (আলহামদুলিল্লাহ)।
# ডিলেট হওয়া ফাইলকে ফিরিয়ে আনার জন্য অনেক সফটওয়্যারই আছে! তবে আমি মনে করি এগুলোর মধ্যে Recuva ই শ্রেষ্ঠ! যা সবার সাথে শেয়ার করব। ডিলেট হওয়া ফইলকে এটি খুব সুন্দরভাবে পূর্ণাঙ্গরূপে ফিরিয়ে আনতে পারে এটি সর্বজন স্বীকৃত। একম কি আমি নিজেও এখন পর্যন্ত বহুবারই ডিলেট করা ফাইলকে ফিরিয়ে এনেছি! তবে বলতে হবে ফরম্যাট দেওয়া ড্রাইভ বা মেমোরি থেকে সকল ডাটা ফিরিয়ে আনাতে Recuva কেন আরও অনেক সফটওয়্যারই আমি ব্যবহার করেছি কোনটিই ভালো পারফরম্যান্স দেখেতে পারেনি। একমাত্র Recuva ই কিছু ফাইল ফিরিয়ে আনতে পেরেছিল। বিশেষ করে mp4, mp3, 3gp, AVI প্রভূতি ভিডিও ফাইল কে এটি খুব সুন্দর করে ফিরিয়ে আনতে পারে। সকলের সাথে শেয়ার করলাম। ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।


ভাই আমি যে আপনারই মত একজন মানুষ তাই আমারওতো ভূল-ত্রূটিত থাকতেই পারে। তাই না?
[আল্লাহ হাফেজ]
 SAJIB TALUKDAR HELP LINE
be helpful for all
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com

No comments: