***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Tuesday, May 28, 2013

ইন্টারনেটের দাম কমানোর দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন, সবান্ধবে আপনিও অংশ নিন ।

ইন্টারনেটের দাম কমানোর দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন, সবান্ধবে আপনিও অংশ নিন ।

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''


আপনারা নিশ্চয় জানেন বিটিআরসি কতৃক ইন্টারনেট আপলোড স্পীড ৭৫% কমানোর জন্য বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বিপাকে পরে যায়, প্রতিবাদের ঝড় উঠে ফ্রিল্যান্সারদের মাঝে । এর প্রতিবাদে বিগত ১৭ই মে পিসিহেল্পলাইনবিডির ব্যানারে ফেসবুকে ইন্টারনেট স্পীড বাড়ানো, ইন্টারনেটের দাম কমানো ও ফ্রিল্যান্সারদের স্বার্থ সংশ্লিষ্ট ৭ দফা দাবীতে মানববন্ধন করার উদ্যাগে একটি ইভেন্ট তৈরি করি । ইভেন্টে ইতিমধ্য ১,৫৫,০০০ অধিক লোক আমন্ত্রিত হয়েছে ও ২০,০০০ অধিক লোক যোগ দেবার জন্য সায় দিয়েছে ।
ইভেন্টটির ৭দফা  ফেসবুক, প্রযুক্তি ব্লগ ও অনলাইন সংবাদগুলোতে এই সংবাদগুলো রাজপথে নামছে ফ্রিল্যান্সাররা ইন্টারনেটে গতি বাড়ানোর দাবিমানববন্ধনের অনুমতি চাইবে ফ্রিল্যান্সাররাব্যাপক সারা ফেলেছে,
তারপর বিটিআরসি কতৃক ইন্টারনেট আপলোড স্পীড ৭৫% ইন্টারনেটের গতি কমানোর নির্দেশনা প্রত্যাহার ঘোষনা  দেয় ও ইন্টারনেটের গতি বাড়ানো ও দাম কমানোর সুপারিশ সংসদীয় কমিটির করা হয়েছে ।
কিন্তু বাংলাদেশে অনেক সুপারিশ হয় কিন্তু বাস্তবায়ন কম হয়, আর ইন্টারনেট ভোক্তা পর্যায়ে গলাকাটা দাম ও গতির যে কি দুরবস্থা তা শুধু ভোক্তারাই জানেন ,
আর আন্দোলনের নতুন মাত্রা যোগ করেছে
একটা সময় ছিল যখন আমরা মোবাইলে ৫ টাকা ৭ টাকা মিনিট কথা বলতাম, ঠিক সেই সময় টেলিযোগাযোগ গ্রাহক ফোরাম নামের একটি সংগঠনের দাবি তুলেছিল মোবাইলের কল রেট সর্বোচ্চ ২ টাকা ও সর্বনিম্ন ২৫ পয়সা নির্ধারণ করতে হবে , তাদের আন্দোলনের মুখে একসময় মোবাইল কোম্পানিগুলো তাদের দাবি মেনে নিতে বাধ্য হয় , যার সুফল আজ আমরা ভোগ করতেছি ,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি টেলিযোগাযোগ গ্রাহক ফোরাম নামের সংগঠনটি এবার আমাদের সাথে যোগ দিয়েছে ইন্টারনেটের দাম কমানোর দাবীতে ।
তাই প্রকৃত অবস্থা সরকারের কাছে তুলে ধরতে ও ইন্টারনেটের দাম প্রতি মেগা বাইট ০.১০ পয়সা/ প্রতি গিগা বাইট ১০.০০ টাকা হারে নির্ধারণ করে দেয়ার দাবিতে
Sajib Talukdar Free Internet
আগামী ২৯ শে মে ২০১৩ বুধবার বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টর্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
ও আগামী ৩১ শে মে রোজ শুক্রবার বেলা ১০ টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে , যদি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে কোন সমস্যা থাকে তবে বিকল্প হিসেবে শাহবাগ চত্বরে অনুমোদন চাওয়া হয়েছে । মানববন্ধনের প্রকৃত স্থান সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেয়া হবে , সর্বশেষ অবস্থা জানতে আমাদের ইভেন্টে যোগ দিন ।
আমাদের ৭ দফা দাবী গুলোঃ
১, দফায় দফায় ডাটার দাম কমলেও গ্রাহক পর্যায়ে কোন প্রভাব পরে নাই, আমরা চাই সরকার গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের মূল্যহার বিটিআরসি কর্তৃক প্রতি মেগা বাইট ০.১০ পায়সা/ প্রতি গিগা বাইট ১০.০০ টাকা হারে নির্ধারণ করে দিবেন ।
২, ফ্রিল্যান্সার ও ইকমার্সের স্বার্থে বাংলাদেশে দ্রুত পেপাল চালুর ব্যাপারে সরকারি জরুরী উদ্যাগ নিতে হবে ।
৩, ইন্টারনেটের ফেয়ার ইউস পলিসি সম্পূর্ণ নিষিদ্ধ করে ইন্টারনেটের নুন্যতম গতি নির্ধারণ করে করে পূর্ণ গতির ডাটা দিতে হবে ।
৪, ইন্টারনেট সেবাদানকারী মোবাইল কোম্পানি গুলোর স্বেচ্ছাচারিতা রোধে একটি বিশেষ সেল গঠন করতে হবে ।
৫, ডাটার মেয়াদ শেষ হয়ে গেলেও অব্যবহিত ডাটা পরের বার ডাটা প্যাকেজ চালু করার
সাথে সাথে যোগ করে দিতে হবে ।
৬, গনমাধ্যমে আনলিমিটেডের বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের প্রতারিত করা যাবেনা ।
৭, ফ্রিলান্সিং এর ব্যাপারে ব্যাংক কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে, ব্যাংক কর্মকর্তা দ্বারা ফ্রিল্যান্সারদের সকল হয়রানী বন্ধ করতে হবে ।
আমি প্রতিটি ব্লগ, ফেসবুক পেজ , ফেসবুক গ্রুপের এডমিনদের অনুরোধ করবো আপনাদের সদস্যদের নিয়ে অভিন্ন দাবীতে প্ল্যাকার্ড হাতে নিয়ে আগামী ৩১ শে মে রোজ শুক্রবার মানববন্ধনে অংশ নিতে ।
তাছাড়া ফ্রিল্যান্সার, অনলাইন এক্টিভিস্ট, ইন্টারনেট ইউজারসহ দেশপ্রেমিক নাগরিকবৃন্দ. এবং আপনিও অংশ নিন ।
মুরুব্বীদের কাছে একটা কথা বার বার শুনে এসেছি না কাঁদলে নাকি মা তার নিজ সন্তানকে দুধ খাওয়ায় না , তাই এবার দাবী জানানোর সময় এসেছে , আসুন সকলে ঐক্যবদ্ধভাবে দাবি জানাই । আপনাদের সকলের সহযোগিতা ও সমর্থন পেলে এবার ও আমরা জয়ী হবো ইনশাল্লাহ

SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar

for more Go :-
www.zubayertalukdar.yolasite.com

No comments: