***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Friday, May 31, 2013

Internet Download Manager (IDM) এর ফুল ভার্সন! আজীবনই ব্যবহার করতে পারবেন!

Internet Download Manager (IDM) এর ফুল ভার্সন! আজীবনই ব্যবহার করতে পারবেন!

IDM-7.1-Ful
''বিসমিল্লাহীর রাহমানির রাহীম''
আসসালামুআলাইকুম, মহান আল্লাহ তায়ালার অশেষ করুনায় সম্ভবত সকলেই ভালোই আছেন।
পিসিতে ইন্টারনেট ব্রাউজ করেন কিন্তু ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেন না ! এমন লোক কিন্তু খুজে পাওয়া দুষ্কর। বিভিন্ন ধরনে ডাউলোড করার সফটওয়্যার আছে। কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে সুবিধাজনক হলে Internet Download Manager বা এক কথায় যাকে IDM হিসাবে চিনে থাকি। এটিতে কিন্তু ডাউনলোড স্পীড অন্যান্য ডাউনলোডার থেকে অনেক বেশী। তাই এর চাহিদাও বেশী। যেমন কাজ, তেমন চাহিদা, তেমনই দাম। বর্তমানে ২৯.৯৫ডলার যা বাংলাদেশের টাকার হিসাবে প্রায় ২৫৪৫/-টাকা মাত্র!?!? এখন ওদের ওফার চলছে যা বহাল থাকবে ২৪ মে ২০১৩ইং পর্যন্ত। এই ওফারের মধ্যে যদি কিনেন তাহলে আপনাকে গুণতে হবে ২৪.৯৫ডলার বা ২১২০টাকা প্রায় ???!!!
কিন্তু এখন অনেকে সিরিয়াল, ক্রাক, প্যাচ প্রভূতি ব্যবহার করে এটিকে পিসিতে চালাচ্ছেন। দেখা যায় যে কিছু দিন ভালই চলে। আবার দেখায় Fake Serial. তখন কিন্তু মাথাটা খারাপ হয়ে যায়। আবার crack বা patch ব্যবহার করলে এন্টি ভাইরাসে বলে “মামা একটি ভাইরাস ডিটেক্ট করছি, এখন কি কোবামু?” আপনি যদি বলেন হ্যা ভাগিনা কোবাও, (অর্থাত ডিলিট কর) তাহলে কিন্তু আপনি আপনার crack ফাইলটিকে খেয়ে ফেলেন। এরকম যে কত সমস্যা হয়, তা বলে শেষ করা যাবে না। তাই আমি একটি ফুল ভার্সন সংগ্রহ করেছি যেটিতে কোন সিরিয়াল, ক্রাক, প্যাচ কিছুই লাগে না। এটিকে আমি আজ প্রায় ১বছর যাবত ব্যবহার করছি! কোন দিন কোন সমস্যা দেয় নাই। ভাবলাম সবার সাথে শেয়ার করা যাক। যদি ডাউনলোড করতে চান তাহলে একগুতাই যথেষ্ট। নিচের লিংকে একটি গুতা মেরেই চলে যেতে পারেন ডাউনলোড পেইজে!!!


ভাই আমি যে আপনারই মত একজন মানুষ তাই আমারওতো ভূল-ত্রূটিত থাকতেই পারে।
[আল্লাহ হাফেজ]
 SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com

No comments: