ওয়েবসাইট ডিজাইন শেখার বই
Posted by Sajib Talukdar

মাস্টারিং
ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট (প্রথম খণ্ড)\ লেখক: বাপ্পি আশরাফ\ দাম:
৪৫০ টাকা\ পৃষ্ঠা: ৬৩৬\ প্রকাশনী: জ্ঞানকোষ প্রকাশনী, ঢাকা\
ওয়েবসাইটের ডিজাইন করার এখন পেশার ক্ষেত্র হিসেবে বেশ জনপ্রিয়। নানাভাবে ওয়েবসাইট তৈরি করা যায়। ভালো ওয়েবসাইট ডিজাইনার ওয়েবপেজ তৈরির পাশাপাশি ওয়েবভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরির কাজটি করতে পারেন। ওয়েবসাইট তৈরির এমন নানা বিষয় নিয়ে প্রকাশিত হয়েছে মাস্টারিং ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নামের বইটির প্রথম খণ্ড। লিখেছেন বাপ্পি আশরাফ।
তিন খণ্ডের এ বইয়ের প্রথম খণ্ডে রয়েছে এইচটিএমএল ৫, সিএসএস থ্রি, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি৫ এবং মাইএসকিউএল সফটওয়্যারগুলোর বিস্তারিত বর্ণনা। পাঁচ অধ্যায়ের এ বইতে ইন্টারনেটের নানা বিষয় যেমন আছেতেমন প্রতিটি অধ্যায়ে রয়েছে বিস্তারিত আলোচনা আর প্রকল্পের বর্ণনা। প্রতিটি অধ্যায় ও বিভাগের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ছবি। প্রতিটি বিভাগের সঙ্গেই রয়েছে বিষয়ভিত্তিক বাস্তব প্রকল্পের বর্ণনা এবং সে অনুযায়ী কাজ শেখার পদ্ধতি। নতুন ওয়েবসাইট তৈরি যাঁরা শিখতে চান, তাঁদের জন্য বইটি বেশ কাজে আসবে। বাস্তব প্রকল্প উদাহরণ হিসেবে থাকার কারণে পূর্ণাঙ্গ কাজটি হাতে-কলমে শেখা যাবে। বইটির সঙ্গে রয়েছে প্রায় ৩০০ প্রকল্পসহ বিশেষ সিডি। এতে প্রয়োজনীয় সফটওয়্যারও পাওয়া যাবে।
ওয়েবসাইটের ডিজাইন করার এখন পেশার ক্ষেত্র হিসেবে বেশ জনপ্রিয়। নানাভাবে ওয়েবসাইট তৈরি করা যায়। ভালো ওয়েবসাইট ডিজাইনার ওয়েবপেজ তৈরির পাশাপাশি ওয়েবভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরির কাজটি করতে পারেন। ওয়েবসাইট তৈরির এমন নানা বিষয় নিয়ে প্রকাশিত হয়েছে মাস্টারিং ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নামের বইটির প্রথম খণ্ড। লিখেছেন বাপ্পি আশরাফ।
তিন খণ্ডের এ বইয়ের প্রথম খণ্ডে রয়েছে এইচটিএমএল ৫, সিএসএস থ্রি, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি৫ এবং মাইএসকিউএল সফটওয়্যারগুলোর বিস্তারিত বর্ণনা। পাঁচ অধ্যায়ের এ বইতে ইন্টারনেটের নানা বিষয় যেমন আছেতেমন প্রতিটি অধ্যায়ে রয়েছে বিস্তারিত আলোচনা আর প্রকল্পের বর্ণনা। প্রতিটি অধ্যায় ও বিভাগের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ছবি। প্রতিটি বিভাগের সঙ্গেই রয়েছে বিষয়ভিত্তিক বাস্তব প্রকল্পের বর্ণনা এবং সে অনুযায়ী কাজ শেখার পদ্ধতি। নতুন ওয়েবসাইট তৈরি যাঁরা শিখতে চান, তাঁদের জন্য বইটি বেশ কাজে আসবে। বাস্তব প্রকল্প উদাহরণ হিসেবে থাকার কারণে পূর্ণাঙ্গ কাজটি হাতে-কলমে শেখা যাবে। বইটির সঙ্গে রয়েছে প্রায় ৩০০ প্রকল্পসহ বিশেষ সিডি। এতে প্রয়োজনীয় সফটওয়্যারও পাওয়া যাবে।
SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com
be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com
No comments:
Post a Comment