***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Friday, May 31, 2013

গুগলে তথ্য খুজুন সহজে। (Short cut method)

গুগলে তথ্য খুজুন সহজে। (Short cut method)

images আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমারা গুগলের কল্যাণে নিমিষেই যে কোন তথ্য বের করতে পারি,মাত্র এক ক্লিক এ।কিন্তু অনেক সময় আমাদের দ্রুত সঠিক তথ্য বের করতে হয়।এ জন্য গুগলের কিছু shortcut method আছে।তার কিছু নিচে দেয়া হল।
ফুল ভার্সন সফটওয়্যার এর ক্ষেত্রে ঃ
সংশ্লিষ্ট সফটওয়্যারের নাম লিখে একটি স্পেস দিয়ে.94fbr লিখতে হবে।
শুধু পি ডি এফ ফাইল খুজতেঃ
সংশ্লিষ্ট পি ডি এফ ফাইল এর নাম লিখে ঃpdf   লিখতে হবে ।
কোন লোকাল এলাকার weather জানতে ঃ
weather লিখে সংশ্লিষ্ট এলাকার postal code দিতে হবে। যেমন  ঃ weather 85901.
airlines/flight schedule জানতে ঃ
airlines এর নাম লিখে একটি স্পেস দিয়ে ফ্লাইট নম্বর দিতে হবে। যেমনঃ fly dubai 456.
ক্যালকুলেটর হিসেবে গুগল  ঃ
যে কোন একটি হিসাব যেমন  ঃ ২০০+৫০০= দিলেই গুগল ক্যালকুলেটর হাজির হবে।


 SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com

No comments: