***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Wednesday, May 29, 2013

আবারও বদলাচ্ছে জিমেইল

আবারও বদলাচ্ছে জিমেই!!!!!!!!!

জিমেইলে পরিবর্তন আসছে
GMAIL APP
জিমেইলে পরিবর্তন আসছে
শিগগিরই হয়তো জিমেইল ব্যবহারকারীরা আবারও নতুন সাজে অর্থাত্ আরও নতুন নকশায় দেখতে পাবেন তাঁদের জিমেইলকে।
এর আগেও গুগল একবার বড় ধরনের পরিবর্তন এনেছিল জিমেইলে। এক বছরের মধ্যেই আবারও মেইল সেবায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে অনুসন্ধান ও মেইল সেবাদাতা গুগল। অ্যান্ড্রয়েড নির্ভর পণ্য, ডেস্কটপ কম্পিউটার ও আইওএস বা অ্যাপল পণ্যের জন্য বিশেষ নকশায় আসতে পারে জিমেইল। সম্প্রতি গুগলের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ এ তথ্য প্রকাশ করেছে।
জিমেইলের ইউজার ইন্টারফেসে বড় ধরনের পরিবর্তন আসছে বলেও তথ্য প্রকাশ করেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েব।
সম্প্রতি জিমেইল-ভিত্তিক মেইল সেবাদাতা স্প্যারো কিনে নিয়েছে গুগল। বর্তমানে অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস নির্ভর পণ্যগুলোতে দেখানো জিমেইল আর স্প্যারোর সুবিধা যুক্ত করে নতুন মেইল সেবা আনতে পারে গুগল।
ডেস্কটপ কম্পিউটারের পাশাপাশি অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন ও ট্যাবলেটেও জিমেইলকে নতুন নকশায় দেখা যাবে।
নতুন নকশায় মেইল পড়া এবং মেইলে লেবেল লাগানো আরও সুবিধাজনক হবে। সামাজিক যোগাযোগের আপডেটগুলো ফিল্টার করার সুবিধাও থাকবে এতে।
জিমেইলকে ঢেলে সাজিয়ে আরও উন্নত মেইলের অভিজ্ঞতা দিতেই এ সুবিধা চালু করতে পারে গুগল।
অবশ্য কবে নাগাদ জিমেইলে পরিবর্তন আসবে এ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে গুগল কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি।

SAJIB TALUKDAR PC HELP LINE

be helpful for all
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
for more Go :-
www.zubayertalukdar.yolasite.com

No comments: