গ্রামীনফোনকে লেখা আমার প্রেমপত্র (!) । বিনুদুনমূলক পোষ্ট ।
আজ সকালে গ্রমীনফোনের ফ্যানপেজে এটি লিখেছিলাম ।
ভাই
আপনাদের স্লোগান হল "চলো বহুদূর" । আমিও আপনাদের সাথে বহুদূর যেতে চাই ।
কিন্তু কিভাবে যাবো বলেন । আপনাদের ইন্টারনেটের এত দাম । মাঝ পথে গিয়ে
গাড়ির তেল ( ব্যান্ডউইথ ) শেষ হয়ে যায় । হয়ত আপনারা বলবেন যে নতুন একটা
তেলের বোতল (ইন্টারনেট ডাটা প্যাক ) কিনলেই তো হয় । কিন্তু ভাই আমারা ছাত্র
মানুষ । আমরা এত টাকা কোথায় পাব বলেন ।
ভাই ইন্টারনেটের মূল্য কমালে
আপনাদের মুনাফা কমবে না বরং বাড়বে । দেখুন আপনারা যদি দাম কমান তাহলে অন্য
অপারেটদের ইন্টারনেট গ্রাহকগুলো আপনারা পেয়ে যাবেন ।এ সুযোগ হেলায় হারাবেন না ।
আর
যদি অন্য কোন অপারেটর আপনাদের আগে মূল্য কমায় তাহলে কিন্তু মাঠে মারা
যাবেন । গ্রাহকগণ একবার গ্রামীনফোন ছেড়ে অন্য অপারেটরে চলে গেলে আর আসবে না
। কারণ আপনাদের উপর গ্রাহকরা যে পরিমাণ ক্ষেপে আছে অন্য কোন অপারেটরের উপর
এত ক্ষেপে নেই । কেন ক্ষেপা কারণটা আমার চেয়ে বেশী আপনাদের জানার কথা । আর
আপনাদেরকে বড় বড় বল্গ সাইটগুলোতে কি নামে ডাকা হয় তা আর বলতে । সময় থাকতে
সোজা হয়ে যান ।
ইন্ডিয়াতে তো নামমাত্র মূল্যে ইন্টারনেট সেবা দেন । তাহলে আমাদেরকে নায্য মূল্যে দিতে সমস্যা কোথায় ।
50
টাকায় 1GB দাম নির্ধারণ করে দিন । যদি দরকার হয় 10 বা 15 টাকা বেশী নিয়েন ।
তবে খেয়াল রাখবেন এর উপরে যেন না যায় । অনেকে কিন্তু বলতেছে 10 টাকায় এক
জিবি । কিন্তু আমি এটা অযৌক্তিক মনে করি । কিন্তু আপনারা যদি ভবিষ্যতে
৫০-৬০ টাকার বেশী দামে এক জিবি ডাটা বিক্রি করেন তাহলে সেটা হবে আরো বেশী
অযৌক্তিক ।
এবার আপনারা ঠিক করেন যে গ্রাহক সামলাইতে হিমসিম খাইবেন নাকি বাত্তি দিয়া গ্রাহক খুঁজবেন ।
এটাকে হুমকি মনে করবেন না । এটা একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীর অনুরোধ মনে করবেন ।
আমি এ লেখাগুলো চাইলো বড় বড় ব্লগ গুলোতেও লিখতে
পারতাম । কিন্তু এখানে লিখলাম কারণ গ্রাহকরা যাতে আর না ক্ষেপে ।
লেখাটি আমি কপি করে রাখলাম । যদি ডিলেট করে দেন তাহলে আমি এ লেখাটি আমি বড়
বড় ব্লগ গুলোতে পাবলিস করব । আর বলব তারা যেন কষ্ট করে গ্রামীনফোনের
অফিশিয়াল ফ্যান পেজে এসে লেখাগুলো পোষ্ট করে দিয়ে যায় । ঐসব সাইটগুলোতে লাখ
লাখ ভিজিটর আসে । একশ জনে একজনও যদি সাড়া দেয় । তাহলে কিন্তু পোষ্ট ডিলেট
করার জন। দশ বারোটা মাউস বদলাতে হবে । আর যদি তাতেও কাজ না হয় তাহলে ফেসবুক
ইভেন্ট তো আছেই ।
আশা করি আপনারা ইন্টারনেটের যৌক্তিক মূল্য
নির্ধারণ করে আমাদেরকে ফ্রী ইন্টারনেট ব্যবহার থেকে বিরত রাখবেন । না হলে
কিন্তু রানা ভাইয়ের মত আমাদের পাশে এসে দাড়াবেন আরো হাজারো রানা ভাই । তারা
আমাদেরকে হাতিয়ার হিসেবে মডিফাইড অপেরা , প্রক্সি দিয়ে আন্দোলনে সহায়তা
করে যাবেন ।
Note:- @সংগ্রামী ছাত্র: ভাই জীবনে সার্কাস দেখছেন । আমি দেখছি টিভিতে । সার্কাসের একটি জনপ্রিয় খেলা হল দড়ির উপর দিয়া হাটা ।
গ্রামীনের ইন্টারনেট ইউজেস পলিসি গুলা হল সেই দড়ি । আর আমরা সাধারণ
গ্রাহকরা সেই দড়ির উপর দিয়া হাটি । একটু ঊনিশ বিষ হইলেই কেল্লাফতে । তাই
সাবধানে উউজ করুন । নাইলে ফকির হইয়া যাইবেন ।
SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com
be helpful for all
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com
No comments:
Post a Comment