***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Friday, June 21, 2013

গ্রামাঞ্চলের ধীর গতির ইন্টারনেট ফ্রিল্যান্সিং কাজের উপযোগি নয়ঃ ফ্রিল্যান্সার মুহায়মিনুল হক আদনান

গ্রামাঞ্চলের ধীর গতির ইন্টারনেট ফ্রিল্যান্সিং কাজের উপযোগি নয়ঃ ফ্রিল্যান্সার মুহায়মিনুল হক আদনান

Posted By- Sajib Talukdar
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
পিসি হেল্পলাইন বিডি পাঠকদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ফ্রিল্যান্সিং এ সকল সমস্যা, হয়রানি তুলে ধরতে আজ থেকে চালু হচ্ছে ফ্রিল্যান্সার ইন্টারভিউ, যার মাধ্যমে আমরা সফল ফ্রিল্যান্সারদের জীবনের গল্প জানার পাশাপাশি তাদের কাছে উপদেশ ও পরামর্শ পেয়ে আমরা উপকৃত হবো ।
আজ আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম সফল ফ্রিল্যান্সার সুনামগঞ্জ জেলার ছাতকের সন্তান মুহায়মিনুল হক আদনান ভাইয়ের সাথে ,
Adnan 1
যিনি ৭ম শ্রেণীতে প্রথম ওয়েবসাইট তৈরীর ব্যপারে আগ্রহ জন্মায়, তখনও ফ্রীল্যান্সিং সম্পর্কে ধারনা ছিলনা, তারপর টেকটিউনস এ ব্লগিং করার পাশাপাশি ফ্রিল্যান্সিং বিষয়ে অভিজ্ঞতা লাভ করেন, ২০১১ সালে প্রথম ওডেস্কে কাজ পান তিনি , এখন তিনি ঘরে বসেই কাজ করেন ওডেস্ক.কম ,  ইল্যান্সে.কম সহ আরো কিছু  আন্তর্জাতিক প্রতিষ্ঠানে । আজ তিনি গড়ে তুলেছেন ডিভাইজার ওয়েব  নামের আউটসোর্সিং ভিত্তিক প্রতিষ্ঠান আসুন বাকি কথা মোহাইমেনুল হক আদনান ভাইয়ের মুখে শোনা যাক ।
Adnan 3
কেমন আছেন
  • মুহায়মিনুল হক আদনানঃ আলহামদুলিল্লাহ্‌ সকলের দোয়ায় ভালো আছি ।
ফ্রিল্যান্সিংয়ে কিভাবে এসেছিলেন?
  • মুহায়মিনুল হক আদনানঃ  ক্লাস ৭-এ থাকতে অনেকের দেখাদেখি একটি সাইট বিল্ডারে মোবাইল সাইট তৈরী করি। তারপর থেকে ওয়েব সাইট তৈরীর বিষয়ে আগ্রহ জন্মায়। ২০১০ এর দিকে টেকটিউনসে ব্লগীং শুরু করি। সেখানে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কীত বিভিন্ন রিসোর্স শেয়ার করা হত। আগের আগ্রহের কারনেই এ বিষয়ে চোখ কান খোলা রাখি এবং ওয়েব রিলেটেড বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কোড করা শিখি। তারপর নিত্যান্ত শখের বসেই কোডিং এর দক্ষতা ব্যবহার করতে ফ্রীল্যান্সিংয়ে আসা।
কোন সময়ে কিভাবে ফ্রিল্যান্সিংয়ের শুরুটা করেছিলেন, কোন ধরনের কাজ করেন মূলত ?
  • মুহায়মিনুল হক আদনানঃ ২০১১ তে ওডেস্কে আমার প্রথম কাজ পাই। তখন খুব সহজ কাজগুলো দিয়ে শুরু করি যেগুলো ছিল কয়েক পেইজের ওয়েবসাইট অথবা ছোটখাট মেরামতের কাজ। তার পর থেকে পিএইচপি এবং ওয়ার্ডপ্রেস সম্পর্কিত বিভিন্ন কাজ করি যেমন ওয়ার্ডপ্রেস প্লাগীন ও থিম ডেভেলপমেন্ট। ইদানিং এন্ড্রয়েড এপস নিয়েও কাজ করার চেষ্টা করছি।
আপনি দলগত ভাবে কাজ করেন নাকি একাই করছেন ?
  • মুহায়মিনুল হক আদনানঃ প্রথম থেকে একাই কাজ করে এসেছি। তবে এবছরের শুরুতে বড় কিছু করার আসায় ডিভাইজার ওয়েব নামে একটি প্রতিষ্ঠান শুরু করেছি যেখানে আমি সহ আরও কয়েকজন কাজ করছি। ডিভাইজার ওয়েব এখনও সফল অবস্থানে যায়নি, তবে এটা নিয়েই এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি।

ফ্রিল্যান্সিংকেই ক্যারিয়ার হিসাবে নিবেন, নাকি প্রাতিষ্ঠানিকভাবে কাজ করতে চান?
  • মুহায়মিনুল হক আদনানঃ যেহেতু প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি সুতরাং প্রাতিষ্ঠানিকভাবেই কাজ করতে চাই। তবে প্রতিষ্ঠানের মাধ্যমেই আউটসোর্সিং চালিয়ে যাব।

নতুন যারা ফ্রিল্যান্সিং এ আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলুন ?
  • মুহায়মিনুল হক আদনানঃ নতুন যারা ফ্রীল্যান্সিংয়ে আসতে চান তারা বুঝে শুনে পদক্ষেপ নিন। ফ্রীল্যান্সিং করে প্রতিষ্ঠিত হতে হলে প্রচুর ধৈর্য্যের প্রয়োজন। কাজ শিখে কাজ নিন এবং সৎ থাকুন। কারন, আপনি যখন ফ্রীল্যান্স আউটসোর্সিং করবেন তখন আপনার সাথে দেশের ভাবমুর্তি জড়িত থাকে। আপনার কাজের দক্ষতা এবং সততার উপরই আপনার ফ্রীল্যান্সিং ক্যারিয়ারের ভবিষ্যত নির্ভর করবে।

ফ্রিল্যান্সিং নামে প্রতারনার হাত থেকে বাঁচতে নতুনদের কি বিষয়ে সতর্ক থাকতে হবে ?
  • মুহায়মিনুল হক আদনানঃ আমরা অনেক সময় হুজুগে কাজ করে থাকি যা প্রায়ই প্রতারনার দিকে নিয়ে যায়। নতুন কিছু চোখে পড়লে সেটায় চোখ বন্ধ করে ঝাপ না দিয়ে বুঝে শুনে পদক্ষেপ নেয়া উচিৎ। ফ্রীল্যান্সিঙ্গে আসার আগে ফ্রীল্যান্সিং কি সেটা ভালভাবে জেনে নেয়া উচিৎ। দেখা যায় যেসব সাইটে টাকা দিয়ে রেজিস্টার করতে হয় তার প্রায় সবই ভূয়া। সুতরাং অনলাইনে যেকোনরকম ইনভেস্ট করার আগে ভেবে দেখতে হবে।
ফ্রিল্যান্সিং করতে চাইলে কি কোন বিশেষ বিষয়ে পড়াশোনা করতে হবে ? শিক্ষাগত কতটুকু থাকা প্রয়োজন ?
  • মুহায়মিনুল হক আদনানঃ ফ্রীল্যান্সিংয়ে যে কাজটি করবেন সেটার উপর পড়াশুনা করে দক্ষতা অর্জন করার প্রয়োজন। একাডেমিক পড়াশুনার সাথে কাজের ধরনের পার্থক্য থাকলে খুব বেশি সমস্যা হয়না। দেখা যায় ব্যাবসা বিভাগথেকে পড়াশুনা করেও অনেকে প্রোগ্রামিঙ্গের কাজ করছেন তেমন কোন সমস্যা ছাড়াই। মূলত এটা নিজের ইচ্ছা শক্তির উপরই নির্ভর করে। শিক্ষাগত যোগ্যতার দরকার হলেও তার সঠিক মাপকাঠি করা কঠিন। এ বিষয়টি আপেক্ষিক। অনেকে অল্প শিক্ষাগত যোগ্যতা দিয়েও ভাল করছেন। তবে ইংরেজিতে দক্ষতা গুরুত্বপূর্ণ।
ফ্রিল্যান্সিং থেকে মাসে কি পরিমান বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব বলে আপনি মনে করেন ?
  • মুহায়মিনুল হক আদনানঃ বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য চাকরি থেকে অনেক ভাল উপার্জন করা সম্ভব। এর পরিমানও কাজের দক্ষতার উপর নির্ভর করে। মুদ্রার পরিমান মাসে কয়েকশ ডলার থেকে শুরু করে কয়েক হাজার ডলারেও যেতে পারে। তবে উপার্জনের অঙ্কের সাথে পরিশ্রমও বেড়ে যায়।

বাংলাদেশের ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় সমস্যা কি কি ? সম্ভাবনাময় খাতকে এগিয়ে নিতে সরকারের কি কি সহযোগিতা প্রয়োজন বলে আপনি মনে করেন ?
  • মুহায়মিনুল হক আদনানঃ বাংলাদেশের ফ্রীল্যান্সাররা অসংখ্য সমস্যার সাথে সমঝোতা করেই কাজ করে যাচ্ছেন। পেমেন্ট গেটওয়ে এবং ইন্টারনেটের গতির কথা নতুন করে কিছু বলার নেই। এছাড়াও রয়েছে আইএসপিদের সংযোগের বিভিন্ন সমস্যা, ইন্টারনেটের উচ্চমূল্য এবং লোডশেডিং। লোডশেডিং যেমন প্রতিদিনকার সমস্যা তেমনি প্রতি মাসেই ইন্টারনেট সংযোগ বিভ্রাট দেখা যায়। ইন্টারনেট সংযোগে সমস্যা এবং লোডশেডিং কারনে প্রতিনিয়তই কাজ শেষ করা নিয়ে ঝামেলায় পড়তে হয়। অনেক সময় নির্দিষ্ট সময়ের মধ্যে প্রোজেক্ট জমা দিতে হিমশিম খেতে হয়। ফলে ফ্রীল্যান্সিং এ  বাংলাদেশের সুনাম ক্ষুন্ন হচ্ছে। তাছাড়া গ্রামাঞ্চলে এখন যে ইন্টারনেট সংযোগ আছে তা কাজের উপযোগি নয়। এ খাতকে এগিয়ে নিতে হলে ইন্টারনেটকে সহজলভ্য এবং ব্যবহার উপযোগি করে দেশব্যাপি ছড়িয়ে দিতে হবে। সরকার এসব বিষয়ে প্রয়োজনিয় পদক্ষেপ নিলে বাকি কাজটুকু ফ্রীল্যান্সাররাই করবে।
আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ?
  • মুহায়মিনুল হক আদনানঃ ডিভাইজার ওয়েবকে এগিয়ে নিতে চাই যেন একটা ভাল অবস্থানে দাড়াতে পারি। আমি চেষ্টা করছি পরিচিত যারা আগ্রহী তাদেরকে আউটসোর্সিং সম্পৃক্ত করার। পাশাপাশি পড়াশুনা শেষ করতে চাই।
সর্বশেষ আমাদের সকল পাঠকদের উদ্দেশ্যে বার্তা দিবেন কি ?
  • মুহায়মিনুল হক আদনানঃ পিসিহেল্পলাইনবিডি.কম-এর সকল পাঠককে শুভেচ্ছা জানাই। আপনারা যারা ফ্রীল্যান্সিং আসতে চান তারা প্রচুর পরিশ্রম এবং ধর্য্য ধরার মানষিকতা রাখুন, তাহলেই ফ্রীল্যান্সিং শুরু করতে পারবেন এবং সফল হতে পারবেন। ফ্রীল্যান্সিং অন্য যেকোন পেশার মতই একটি পেশা। এর মাধ্যমে ভাল আয় করা যায়, তবে বিনা পরিশ্রমে নয়। অন্যান্য কাজে যেমন প্রতিষ্ঠিত হতে হলে পরিশ্রম প্রয়োজন, ফ্রীল্যান্সিং পরিশ্রমের পরিমান তার থেকে মোটেও কম নয়। সেই সাথে আন্তারিকতা থাকাটাও গুরুত্বপূর্ণ। আরেকটি ব্যাপার হল, ফ্রীল্যান্সিং পেশা অন্য পেশার তুলনায় অনেকটা ঝুকিপূর্ণ। চাকরি নয় বরং ব্যাবসার সাথেই এর মিল বেশি। সব সময় আপনি কাজ পাবেন এমন নয়। এমনও দিন যাবে যখন আপনি কাজ পাচ্ছেননা। আবার কিছুদিন পর আপনি যে কাজে দক্ষ সেই কাজের পরিমান কমেও যেতে পারে। সুতরাং ঝুকি নেয়ার সাহস না থাকলে ফ্রীল্যান্সিং এর দিকে পা না বাড়ানোই ভাল। তবে ফ্রীল্যান্সিং করে দ্রুত প্রতিষ্ঠিত হওয়া যায়।
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: