***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Thursday, June 6, 2013

Photoshop Zone:আপনার শত্রুর ছবিকে হাস্যকর করে তুলুন -পর্ব ১

Posted By- Sajib Talukdar

Photoshop Zone:আপনার শত্রুর ছবিকে হাস্যকর করে তুলুন -পর্ব ১ ░▒▓█

>>> এই পোস্টটি ৫৬০ বার দেখা হয়েছে <<<
আসসালামু আলাইকুম,
আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে রইল প্রীতি ও শুভেচ্ছা । আশা করি ভাল আছেন । অনেকদিন পর ফটোশপ নিয়ে পোস্ট করছি । আজকের পোস্ট এ দেখাব কিভাবে আপনি আপনার শত্রুর ছবিকে বিকৃত করে হাস্যকর করে তুলতে পারেন ।এ কাজটা অতটা কঠিন না । খুব সহজেই এটা করা যায় । আমি এই হাস্যকর করে তোলাটা কয়েক্তা পর্বে দেখাব । কারন একবারে এটা দেখান সম্ভবনা । তাছাড়াও বিভিন্ন উপায়ে এতা করা যায় বলে আলাদা আলাদা পর্ব করেছি ।

photoshop banner
  • পোস্টঃ  আপনার শত্রুর ছবিকে হাস্যকর করে তুলুন -পর্ব ১

প্রথমে ফটোশপ ওপেন করুন । এবার আপনার শত্রুর ছবি ওপেন করুন ।তারপর মেনুবার থেকে Filter>>Liquify এ যান ।

1
তাহলে এরকম একটা উইন্ডো আসবে ।
Capture
সেখানে ডানদিকে অনেকগুলো টুল দেখতে পারবেন । সেখান থেকে আমরা শুধু তিনটা টুল কাজে লাগাব ।
2
প্রথমে pucker tool সিলেক্ট করুন বা কীবোর্ড থেকে p চাপুন । এটার মাধ্যমে লক্ষ বস্তু সংকোচিত হয়ে যায় । আপনি ছবির লোকের দুই চোখের উপর কয়েকবার ক্লিক করুন । তাহলে দেখা যাবে যে চোখ সংকোচিত হয়ে গেছে ।
এবার bloat tool সিলেক্ট করুন অথবা কীবোর্ড থেকে b চাপুন । এটার মাধ্যমে লক্ষ্য বস্তু প্রসারিত হয় । আমি এ ক্ষেত্রে মুখের উপর ক্লিক করেছি । এতে তার ঠোট ফুলে গিয়েছে আর দাঁত বড় হয়ে গিয়েছে ।
সবার শেষে warp tool সিলেক্ট করুন বা কীবোর্ড থেকে w চাপুন । আপনি যেকোনো কিছুকেই টেনে লম্বা করতে পারবেন । আমি লোকটার নাক টেনে লম্বা করলাম ।
  • এবার দেখুন তার ছবি কেমন হয়েছেঃ

3
  • আগের ছবি আর এডিট করার পর ছবির রুপ দেখুনঃ 
Untitled-1 copy
═════════════════════════════════════════════════════
Watch-This-Video-Now
ছবির মাধ্যমে বিস্তারিত দেওয়া সম্ভব হয় না । আমি এই ভিডিওটা প্রস্তুত করেছি । আপনি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন । এভাবে আপনি আপনার শত্রুর ছবির বারটা বাজাতে পারেন । আপনি চাইলে অন্য স্টাইল এ চোখ মোটা বা নাক ছোট ইত্যাদি রুপ দিতে পারেন । আমি আগামীতে এর দ্বিতীয় পর্ব পোস্ট করব । ততদিনের অপেক্ষায় থাকুন ।
╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗
ADD US ON FACEBOOK
════════════════════════════════════════════════
পোষ্টটা কেমন হল কমেন্ট করে জানাবেন । কোন প্রকার সমস্যা থাকলে কমেন্ট করবেন,সমাধান দেওয়ার চেষ্টা করব ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ,আপনাদের সবাইকে আমার শুভ কামনা রইল ।
ভাল থাকুন,সুস্থ থাকুন
পিসি হেল্পলাইন বিডি  এর সাথেই থাকুন
__________________________________

SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com

No comments: