জেনে নিন সাপ্তাহ, মাসের নামের রহস্য
Posted By- Sajib Talukdar'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
বিছমিল্লাহির রাহমানির রাহীম

মাসের নামের রহস্য
পৃথিবীর বেশির ভাগ মাসের নাম এসেছে লাতিন শব্দ থেকে
জানুয়ারি: জানুয়ারিয়াস(Januarius)-এই মাস উৎসর্গ করা হয়েছে রোমান দেবতা জানুসকে (Janus)।জানুসের ছিল দুটি মাথা- একটির নজর থাকে পিছনের বছরের দিকে , আর অন্যটি দেখে সামনের নতুন বছরের নতুন মাসগুলো ।
ফেব্রুয়ারি: ফেব্রুয়ারিয়াস (Februarius)- এটি রোমানদের পবিত্র বা পরিশোধন উৎসবের নাম । এই উৎসব বছরের যে সময়ে অনুষ্ঠিত হয় সে হিসেবে এ মাসের নাম হয়েছে ফেব্রুয়ারি ।
মার্চ: মারিটুস (Maritus)-এটি এসেছে মার্স (Mars) থেকে ।তিনি হলেন রোমানদের যুদ্ধ দেবতা ।
এপ্রিল: এটি এসেছে এপিরিরে (Aperire)শব্দ থেকে ,অর্থ উন্মোচিত হওয়া।মাসের এই সময়ে উদ্ভিদের বীজের অঙ্কুরোদগম শুরু হয় ।
মে: মাইয়ুস (Maius) – সম্ভবত এসেছে রোমান জন্ম ও বৃদ্ধির দেবী মাইয়া থেকে ।
জুন: জুনিয়াস (Junius) – রোমান পারিবারিক নাম, যার অর্থ তরুণ । এ ছাড়া দেবী জুনের নাম থেকেও জুন হয়েছে বলে অনেকের ধারণা ।
জুলাই: জুলিয়াস (Julius) – রোমান সমরবীর জুলিয়াস সিজারের নামানুসারে খ্রিষ্টপূর্ব 44 শতাব্দীতে মার্ক অ্যান্থসন সিজারকে সম্মান জানাতে আগের নাম কুইনটিলিস বদলে রাখেন জুলিয়াস । রোমান কালপঞ্জির এটা পঞ্চম মাস ।
আগষ্ট: অগাস্টাস (Augustus)-সম্রাট অগাষ্টের নামানুসারে খ্রিষ্টপূর্ব আট শতকে এই নাম রাখা হয় ।
সেপ্টেম্বর: এটি এসেছে রোমান শব্দ সেপটেম (Septem) থেকে, যার অর্থ-সাত । রোমান ক্যালেন্ডারের সাত নম্বর মাস ।
অক্টোবর: অক্টো (Octo)মানে আট, । এটি রোমান ক্যালেন্ডারের আট নম্বর মাস।
নভেম্বর: নভেম (Novem) অর্থ নয়, রোমান ক্যালেন্ডারের নয় নম্বর মাস ।
ডিসেম্বর:লাটিন শব্দ ডিসেম (Decem) মানে দশ, দশম মাস ।রোমান ক্যালেন্ডার অনুয়ায়ি ।
এবার দেখুন সাপ্তাহের নামের রহস্য
প্রচীন ব্যাবিলিয়ন ও রোমনরাই আকাশের বিভিন্ন গ্রহপঞ্জি ও অন্যান্য জিনিষের সঙ্গে মিলিয়ে সপ্তাহের দিনগুলো নামাকরণ করেছে। । বাংলায়ও এ সঙ্গে মিল পাওয়া যায় ।
রবিবার :সূর্য রবি থেকে রবিবার শব্দটি এসেছে।ইংরেজিতে ফ্রেইরা (Freyja) রোমান প্রেমের দেবী, এই ফ্রেইরা থেকে এসেছে ফ্রাইডে।
সোমবার (Monday):বাংলা অর্থ চন্দ্র ।তেমনি ইংরেজির Monday এসেছে Moon’s day থেকে ।
মঙ্গলবার (Tuesday): রোমান দেবতা মার্চ (Mars) এর নামানুসারে হয়েছে মঙ্গল গ্রহের নাম ।ওই মঙ্গল গ্রহ থেকে হয়েছে বারের নাম মঙ্গলবার।স্ক্যানন্ডেনেভিয়ান মিথে যুদ্ধের দেবতা টিউ (Tieu) অথবা টুই (Tiw) থেকে এসেছে ইংরেজি Tuesday ।
বুধবার: রোমান দেবতা মারকিউরি থেকে নামাকরণ হয়েছে বুধ গ্রহ, ইংরেজিতে মারকিউরি মানে বুধ ।আর বাংলায় বুধ থেকে বুধবার ।মারকিউরি দেবতা স্ক্যানডেনেভিয়ান অঞ্চলে পরিচিত হয়েছে ওডেন নাম ।সেখান থেকে ইংরেজি Wednesday.
বৃহস্পতিবার: রোমান দেবতা Jupiter এর নামে বৃহস্পতি গ্রহ । বৃহস্পতি গ্রহের নামানুসারে বৃহস্পতিবার ।
শুক্রবার: শুক্র গ্রহের নামাকরণ করা হয়েছে রোমান সৌন্দর্য়ের দেবী ভেনাসের নামে । ভেনাস অর্থ শুক্র। তাই শুক্র থেকে শুক্রবার ।
ধন্যবাদান্তে: মাসিক কারেন্ট নিউজ ।
** বি: দ্র: আমি যেখান থেকে এই তথ্যটি পেয়েছি সেখানে শনিবারের নাম কিভাবে এসেছে সেটি লেখা ছিল না ।
কেমন লেগেছে আমার আজকের লেখাটা । নিশ্চই অনেক কিছু জানতে পেরেছেন এইটা থেকে । সবাই ভালো থাকবেন । আল্লাহ হাফেজ ।
SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com
be helpful for all
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com
No comments:
Post a Comment