***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Monday, June 24, 2013

স্টার্টে Shutdown এর বদলে অন্য অপশন যুক্ত করুন।(নতুন দের জন্য)

স্টার্টে Shutdown এর বদলে অন্য অপশন যুক্ত করুন।(নতুন দের জন্য)

Posted By- Sajib Talukdar
....................................................................................................................................................................


>>> এই পোস্টটি ৩৯৬ বার দেখা হয়েছে <<< আসসালামু আলাইকুম,
সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি । সবাই আশা করি ভালো আছেন ।আমিও আল্লাহ্‌র রহমতে ভালো আছি।আমাদের যাদের কম্পিউটার তারা কেউ সখের বসে আবার কেউ কোন কাজের জন্য।তবে আমাদের কাছ থেকে অনেক সুন্দর ছোট্ট ছোট্ট জিনিস মিস হয়ে যেতে পারে।কিন্তু এগুলোই আপনার বিভিন্ন অফিশিয়াল কাজে লাগতে পারে।

উইন্ডোজ ৭ এর ক্ষেত্রে স্টার্টে গেলেই ডানে Shutdown লেখা থাকে আর Sleep,logoff ইত্যাদি ভিতরে থাকে।কারন সাধারণত এগুলোর মধ্যে সবচেয়ে কাজের হল Shutdown ।তবে বিভিন্ন অফিশিয়াল কাজ, দোকান বা যাদের জীবিকা কম্পিউটার এর উপর তাদের Shutdown এর চেয়ে অন্যান্য অপশন গুলই কাজে লাগে।আপনাদের সেই পদ্ধতিই শিখাব।তবে অনেকেই এটা জানতেই পারেন।যারা নতুন শুধু তাদের জন্য।shutdown_pkufmm8s

>>> তাহলে শুরু করা যাক <<<


দেখুন সাধারণত স্টার্ট এ গেলে পাওয়ার বাটন এ Shutdown থাকে ।

1

এখানে অন্য অপশন যুক্ত করার জন্য প্রথমে স্টার্টে বা Shutdown বাটন এ রাইট ক্লিক করুন ।
Properties এ যান ।
তাহলে এরকম একটা বক্স আসবে ।

Capture

সেখান থেকে Start Menu ট্যাব এ যান।
সেখানে Power Button Action থেকে Shutdown  এর বদলে অন্য অপশন এ ক্লিক করুন।
OK করে বেরিয়ে আসুন।
এবার স্টার্ট এ যান,সেখানে আপনার সিলেক্ট করার অ্যাকশান বাটন দেখতে পারবেন।

3

এইভাবে আপনি অ্যাকশান বাটন বদলাতে পারবেন।
================================================

পোস্টটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ।  পোস্টটি কেমন হল তা জানবেন । কোন প্রকার সমস্যা থাকলে কমেন্ট করবেন , সমাধান দেওয়ার চেষ্টা করবো।পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।ইনশাল্লাহ আগামিতে আরও সুন্দর পোস্ট নিয়ে হাজির হব।আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য সুভকামনা রইল ।
══════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗☯
LIKE US ON FACEBOOK
◐════════════════════════════════════════════◑
ভাল থাকুন,সুস্থ থাকুন
 _____পিসি হেল্পলাইন বিডি এর _____
সাথেই থাকুন
Pegion
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: