***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Thursday, June 6, 2013

চামে এইদিকে আসেন,কামের সুবিধায় আইজ ১ ডেক্সটপ রে ৬ ডেক্সটপ বানামু

চামে এইদিকে আসেন,কামের সুবিধায় আইজ ১ ডেক্সটপ রে ৬ ডেক্সটপ বানামু

Posted By- Sajib Talukdar
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
ডিয়ার টেকি ভাইয়ারা কেমন আছেন :D , ভাল নিশ্চই । আমার ইস্টাইল আলা ভাইয়া রা  যারা নিজের মত করে নিজের পিসি টা কে অল টাইম সাজাইতে চান তারা  সামনে আগাইয়া বসেন , আর বাদ বাকি সবাই সাইড এ চাপ দেন :D , :P । আজ আমি আপনাদের জন্যে নিয়া আইছি এক অসাধারন সফটওয়্যার যা দিয়া আপনি আপনার পিসি এর এক ডেস্কটপ কে ৬ ডায় রুপান্তর করতে পারবেন । মানে ভারচুয়াল ভাবে আপনার  ১ ডেক্সটপ ৬ টা হইয়া যাইব , মাগার ক্যামতে ??? :O খারান কইতাসি :D । সফটওয়্যার টার নাম হইল deskspace   এইটা দিয়া আপনি আপনার পিসি কে ৬ টা ডেক্সটপ এ বানাবেন । যারা জানেন , তারা ব্যাক স্পেশ চাপেন অহনি , আর যার , জানেন না তারা মাউস এর ভলিউম :D ঘুরাইয়া নিচে নামেন , জাউকগা ফাত্রা পেচাল পাইরা লাভ নাই  কামের কথায় আহি , আসেন দেখি ক্যামনে বানামু >>>>>>>>>>
এখন কথা কম কইয়া , চামে এইখানে গুতা দিয়া নামাইয়া লন  :D
এর মধ্যাকর্ষণ ক্ষমতা ১১ এম্বি
তারপর সেট আপ দেন ,
এর পরে ডেক্সটপ থাইকা  ওপেন কইরা  সেটিং এ যান
নিচের চিত্রের মত টিক দেন ,  ওকে করেন
এরপর মাউস এর কারসর চামের উপরে নিচের যে কোন এক কর্নার এ নিয়া যান  , আর মজা দেখেন :D
আপনার ইচ্ছা মত সেটিং করে নেন ,
এইবার আজাইরা কিছু বয়ান  দেই ।
আমি ব্লগার ফ্লগার কিছু না । বাপের অঢেল মেগাবাইট , তাই সারাদিন আন্দাজে ইন্টারনেট এ চইরা বেরাই  । নতুন কোন জিনিশ এর প্রতি আমার বরাবর এ অনেক টান  তাই সবসময় নতুন কিছু খজার নেশায় থাকি ।
নেক্সটে  desktop customization  লইয়া আরো পোস্ট দিমু
কনো সমস্যা হলে জানাবেন অবশ্যই ।
ফেইসবুক এ আমারে পাইতে পারেন
ভালো থাকবেন সবাই , আজকের মতো  আলবিদা ।
আইজকার ক্যাপচার করা ফটু , তাই ভাব্লাম সবাইরে ফ্রি দিয়া দেই :D :D
:D

 SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com

No comments: