***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Thursday, June 6, 2013

আপনি ফেসবুকে পেইজ তৈরি করতে পারেন?না পারলে সহজে শিখে নিন। পর্ব-১

আপনি ফেসবুকে পেইজ তৈরি করতে পারেন?না পারলে সহজে শিখে নিন। পর্ব-১

Posted By- Sajib Talukdar

 
>>> এই পোস্টটি ১৪৭ বার দেখা হয়েছে <<<

“আসসালামু আলাইকুম”
  সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।
 pages-icon
আজ আপনাদের সাথে খুব সাধারন একটি বিষয় নিয়ে কথা বলব।কাজতা অনেক সহজ তারপরেও অনেকে পারেন না।এই পোস্ট টি করার জন্য অপার বাংলার একজন ফেসবুক ফ্রেন্ড ও বেস কয়েকজন রিকোয়েস্ট করেছিলেন তাদেরসহ নতুন যেসব ভিজিটর পেইজ ক্রিয়েট করতে পারেন না তাদের জন্য লিখছি ইদানিং আবার পেইজ বানানো নিয়ে মানুষ টাকা নিচ্ছে যাই হোক এখন আপনি নিজেই পেইজ বানাতে পারবেন। আমি বার বার বলছি প্রায় সবাই এই কাজটি পারেন। তাহলে চলুন শুরু করি ।আজ শুধু পেইজ বানানো ও এর হাল্কা কিছু কাজ কিভাবে জানবেন তা দেখাবঃ
১/ প্রথমেই আপনি যদি কম্পিউটার ব্যাবহারকারী হন তাহলে আপনার একাউন্ট এর হোম পেইজে যান তারপর নিচের দিকে দেখুন (একটি পাতা তৈরি করুন) সেখানে ক্লিক করুন আর যদি মোবাইল ব্যাবহার কারী হয়ে পেইজ বানাতে চান তাহলে এই ঠিকানা তে প্রবেস করুন www.facebook.com/home.php এতে প্রবেশ করে কম্পিউটার ব্যাবহারকারীর মতই কাজ করুন।
2013-06-04_072334
২/ পরে আপনাকে ৬ টি বিভাগ দিবে সেখান থেকে আপনার ইচ্ছামত আপনার দরকারি বিভাগ টি নির্বাচন করুন তারপর সেখানে আপনার পেইজের ক্যাটাগরি সিলেক্ট করে কাংকিত নাম দিন।
2013-06-04_072418
2013-06-04_072827
৩/ এই পর্বে আপনার পেইজের সম্পর্কে সহজ কিছু ছোট আকারে মানুষ কেন লাইক দিবে বা এই পেইজ এর কাজ কি? কিংবা আপনার ইচ্ছামত কিছু লেখুন।এখানে চাইলে আপনি স্কিপ করে যেতে পারেন স্কিপ করে যাওয়াটাই ভাল আপনি পরে কম সময়ে এই কাজ গুলু করে নিতে পারবেন।2013-06-04_073215
৪/পেইজের জন্য ভাল একটি পিকচার আপলোড করুন এবং সেভ করুন।2013-06-04_073240
৫/ এখন এক্তি পর্ব আসছে আপনি কি ফেসবুকে আপনার পেইজ সম্পর্কে বিজ্ঞাপন দিবেন কিনা?এটা আমার মনে হয় Skip করাই ভাল।
এবার আপনার পেইজ টি দেখবে সেখানে আপনি একটি কভার ফটো আপলোড দিন। নিজে লাইক দিন কিছু লিখুন মানে পোস্ট করুন।
আজকের পর্ব এখানেই শেষ।
Hints: এর পরের পর্বে থাকবে* পেইজ কিভাবে এডিট করবেন।কিভাবে এডমিন বানাবেন আরও অন্যান্য কিছু।

যেকোন সমস্যা কিংবা ভাল-খারাপ যাই হোক এই পোষ্ট সম্পর্কে কমেন্ট করে জানাবেন।
সবাই আমার জন্য দোয়া করবেন।ধন্যবাদ
 ==================================================================
আজ এই পর্যন্তই,পরবর্তী দেখা পর্যন্ত সবাই ভাল থাকুন,আর পিসি হেল্পলাইন বিডির সাথেই থাকুন…………নিজে জানতে থাকুন,আর অন্যকে জানাতে থাকুন…।।
 ==================================================================
 আল্লাহ্‌ হাফেয 

SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com

No comments: