এবার যে কোন ভিডিও থেকে ভিডিও লোগো রিমুভ করে নিন মাএ ১/২ মিনিটে লাইসেন্স কী সহ দিলাম।
Posted By- Sajib Talukdar'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
আচ্ছালামু আলাইকুম,
পিসি হেল্পলাইনে সবাইকে স্বাগতম আমার ২২তম পোস্টে।
আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের কে ভালো ভালো কিছু সফ্টওয়্যার উপহার দিতে পারি।
আজকে আপনাদের কে উপহার দেব ভিডিও লোগো
রিমুভ করার একটি দারুন সফ্টওয়্যার। এবং যামেলা বিহীন।আর যামেলা হবে বলে
আপনাদের কে আমি ফুল গাইডটি সহ উপহার দিলাম।
সম্পূর্ণ বাংলাতে যা অনুসরণ করলে নিশ্চিন্তে আপনি নিজে নিজেই একশতে একশ।
আমাকে পুনরায় কমেন্ট করে কিছু জিজ্ঞাসা করতে হবেনা এমন ভাবে আপনাদের জন্য সাজিয়ে দেব।
তবে কমেন্ট করতে ভুলে যাবেন না।কারন আপনাদের
কমেন্ট পেলে ভালো লাগে এবং উৎসাহ জাগে লিখতে যাক কথা না বাড়িয়ে ছলুন একে
একে সব কিছু জানিয়ে দেই এবং কি ভাবে করবেন বিস্তারিত
আলোচনা শুরু করি।
সফটওয়্যারটির নাম : Remove Logo Now
ভার্সন : 1.0
সাইজ : 8.66 MB
সফ্টওয়্যার টাইপ : Full Registread Version
যে সকল ইউন্ডোজে ব্যাবহার করা যাবে।
Windows 2K / XP / 2003 / Vista / Vista64 / 7 / 7 x64
এবার কাজের পালা।
প্রথমে ভিডিও লোগো রিমুভার সফ্টওয়্যার টি ডাউনলোড করে নিন এখানে ক্লীক করে।
তারপর ইনস্টল করে নিন ইনস্টল শেষে রেজিষ্ট্রেশন করে নিন।রেজিষ্ট্রেশন কী জেন এর
জন্য এখানে ক্লীক করুন।
এবার আপনি যে ভিডিও থেকে ভিডিও লোগো রিমুভ
করতে ছান সেটিকে রেডি রাখুন এবং Add files এ ক্লীক করুন।এবং আপনার ভিডিও টি
এখানে এ্যাড করে নিন।
এবার Find Logo তে ক্লীক করলে সে খুজে বের করে নিবে কোথায় আছে লোগোটি।
লোগোটি যখন পেয়ে যাবে তখন আপনাকে দেখাবে লোগোটি এবং কিছুটা হাল্কা গোলাপি রঙে দেখতে পাবেন।
এবার start এ ক্লীক করবেন।এবং Options এ প্রেস করে অডিও সেটিং টা ঠিক করে নিবেন নতুবা শব্দ পাবেন না। আমার পছন্দের বিট হল।
Audio Bit Rate : 128
Audio Sample Rate : Auto
Audio Encoder : MP3
আপনি আপনার পছন্দ অনুযায়ী সেট করে নিতে পারবেন কোন সমস্যা হবেনা।
এবং আমি একটি কাজ অলরেডি করে ফেলেছি যে দেখলাম এটি কাজ করে কিনা।
হ্যাঃ সত্যি কাজ করে আমি ইউটিউব থেকে বাংলা একটি ইসলামিক নাত নিলাম।
নাতটি কেমন প্লিজ একটু শুনে দেখুন এখানে ক্লীক করে।
এবং আমি এই ভিডিওটি থেকে গীতের কলির লোগো এবং নামটা রিমুভ করার
পরের ভিডিওটি এখানে দেখতে পারেন তবে আপনাকে এবার ডাউনলোড করতে
হবে যেহেতু এডিটিং হয়েছে।ডাউনলোড করে দেখে নিন।কেমন লাগছে ভিডিওটি
এবং যাহারা নতুন কম অভিজ্ঞতা নেটে তাদের কে তো আর নিরাশ করতে পারিনা
আমরা পুরাতনদের খালি সফট্ওয়্যার পেলেই ছলে কোন দিক নির্দেশনা লাগেনা।
আর নতুনরা শুধু চারদিকে সাহায্যের জন্য হাতছানি দিয়ে ঢাকে।
তাই তাদের কে খুশি রাখতে বা তারা যাতে বিনা সহযোগিতায় এই সফ্টওয়্যার টি ব্যাবহার
করতে পারে আমি তাদের জন্য আরেকটু কষ্ট করে ছিএসহ একটা পিডিএফ ফাইল বানিয়ে দিলাম
আশা করি নতুনদের কাছ থেকে কমেন্ট পাবো তাদের এই অসীম সহযোগিতার জন্য।
ছিএসহ পিডিএফ ফাইল টি ডাউনলোড করার জন্য এখানে ক্লীক করুন।
ভুল হলে ক্ষমা ও সুন্দর দৃস্টিতে দেখার জন্য সকলের প্রতি আমার আবেদন রইলো।
আমার আল্লাহ আপনাদের সকলের প্রতি সহায় হউক,
আল্লাহ হাফিজ।
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted By-
Sajib Talukdar
No comments:
Post a Comment