***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Wednesday, June 12, 2013

আইসিটি অধিদপ্তরের আত্মপ্রকাশ

আইসিটি অধিদপ্তরের আত্মপ্রকাশ

Posted By- Sajib Talukdar


আইসিটি রিপোর্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আইসিটি অধিদপ্তরের আত্মপ্রকাশ
অবশেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের অধীনে বহুল প্রতীক্ষিত আইসিটি অধিদপ্তর বাস্তবে রূপ পেয়েছে।

এ প্রসঙ্গে আইসিটি সচিব নজরুল ইসলাম খান জানান, গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। জানা গেছে, শুরতে অধিদপ্তরের জনবলের সংখ্যা ৬৯২ জন।

এর মধ্যে মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, সিস্টেম ম্যানেজারসহ সদর দপ্তরে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ৭৬ জন। জেলা পর্যায়ে প্রোগ্রামার, মেনটেইন্যান্স ইঞ্জিনিয়ারসহ ১৯২ জন এবং উপজেলা পর্যায়ে সহাকারী প্রোগ্রামার ও সহকারী মেনটেইন্যান্স ইঞ্জিনিয়ারসহ ৪২৪ জন।

৯ জুন রোববার সচিব কমিটির সভায় এ অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Posted By- Sajib Talukdar

No comments: