***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Wednesday, June 12, 2013

উপহার নিন এভাস্ট ইন্টারনেট সিকিউরিটির ১ বছরের জেনুইন লাইসেন্স! সেই সাখে এভাস্ট দ্বারাই গোয়ান্দাগিরী…

উপহার নিন এভাস্ট ইন্টারনেট সিকিউরিটির ১ বছরের জেনুইন লাইসেন্স! সেই সাখে এভাস্ট দ্বারাই গোয়ান্দাগিরী…

Posted By- Sajib Talukdar
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
৭৮৬
আসসালামু আলাইকুম। আশা করি সবাই এক প্রকার কুশলেই আছেন।
আজকের দিনের এই টপিসটি আমার এন্টিভাইরাস রিভিউয়ে ১ম পোষ্ট। এভাস্ট সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। কেননা, এমন কোন ইউজার নাই যিনি এভাস্ট এর নাম শুনেন নাই কিংবা ব্যবহার করেন নাই। বিশ্বের প্রায় ১৫০ মিলিয়ন ইউজার এভাস্ট এন্টিভাইরাসের বিভিন্ন প্রোডাক্ট ও সংস্করন ব্যবহার  করে থাকে। তাছাড়া এই বিষয়ে অনেক ব্লগার ভাই ইতিপূর্বে Avast Internet Security ও অন্য কোন এন্টিভাইরাস নিয়ে পোস্ট করেছেন
যাইহোক এই এন্টিভাইরাস নিয়ে আমার কোন পোষ্ট করবার আগ্রহ ছিল না। আবার না করেও পারছিনা। প্রথমদিকে মনে করেছিলাম চলতি বাংলা বছর বর্ষা মৌসুম উপলক্ষে পিসিহেল্প লাইন বন্ধুদেরকে বিশ্বসেরা ১ টি এন্টিভাইরাস সিকিউরিটি সম্পর্কে রিভিউ করব এবং জেনুইন লাইসেন্স কী উপহার দিব। তাছাড়া পিসি হেল্প লাইন ঘেটে যতটুকু জানতে পারলাম- এভাস্ট ইন্টারনেট সিকিউরিটির নতুন ভার্সন নিয়ে কেউ এখনো পোস্ট করেন নি। তাই আজকে এই সম্পর্কে কিছু লিখতে বসলাম। আজকের দিনে মুলত প্রথমত Avast Internet Security এর নতুন ভার্সন ও কাজের বিষয় নিয়ে আলোচনা করব।

চেক প্রজাতন্ত্রের তৈরি এভাস্টও একটি সফল জনপ্রিয় এন্টিভাইরাস।বিশ্বের বিভিন্ন দেশে এটি ব্যবহৃত হয়। তেমনি আমাদের দেশেও অনেক ইউজার এটা ব্যবহার করেন। এভাস্ট মূলত ফ্রীর দিক থেকে বর্তমানে ১ নং Ranking। কিন্তু লাইসেন্স এর দিক দিয়ে বেশ কিছু ভেন্ডর থেকে পিছিয়ে। তবুও ভাল সার্ভিস দেয় বিশেষ করে মেইল প্রটেকশন ও ভাইরাস কিল করতে এটি অত্যন্ত পারদর্শী। প্রতিমাসেই এর প্রোগ্রাম ভার্সন আপডেট করা হয়। এর একটি সমস্যা রয়েছে যেমন- যদি প্রতিনিয়ত নেট ব্যবহার না করা হয় তাহলে আপডেট নিতে অনেকক্ষন সময় নেয়। আবার অনেক ক্ষেত্রে দ্রতই নেয়। এভাস্ট এর আরেকটি গুন হল- এই সফট ওয়্যারটির সাথে সাউন্ড এন্টারফেস সংযুক্ত অর্থাৎ নিজের ইচ্ছামত কথা বলে, যেখানে অন্য সকল এন্টিভাইরাসে এই অপশনটি রাখা হয়নি।
যারা এভাস্ট ব্যবহার করতে আগ্রহী তারা এই লিংকে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন প্রায় ৯৫ এমবি সাইজ- অপরদিকে পূর্বে যদি কোন এভাস্ট সিকিউরিটি পূরাতন ভার্সন থেকে থাকে তবে তাও কাজ করবে। এখানে শুধু সিরিয়াল কী পেষ্ট করে পরবর্তীতে আপডেট করে নিলেই হবে।
এক নজরে দেখে নিই এভাস্ট নতুন ভার্সনে কি সুবিধা রাখছে-

এভাস্ট ইন্টারনেট সিকিউরিটি ডাউনলোড করতে Avast এর অফিসিয়াল সাইটে যান অথবা নিম্নে দেয়া লিংক হতে ডাউনলোড করুন
ডাউনলোড করার পর ইনষ্টলের সময় কী চাইলে আমার দেয়া কী বসিয়ে দিলেই হবে । নিম্নরুপ চিত্রনুযায়ী-

ইনষ্টল শেষ হলেই পিসি রিস্টার্ট নিবে। তারপর এন্টারফেস ওপেন করে দেখুন এক বছরের লাইসেন্স একটিভ হয়েছে নিম্নরুপ-
এবার আপডেট করলেই হবে। পরবর্তীতে নেট চালু রাখলে নিজেই স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে।
অথবা,
ট্রায়াল সফট: ইনষ্টল করে নিন। প্রথমে কোন সিরিয়াল কী দেওয়ার প্রয়োজন নাই।> অতপর এভাস্ট সিকিউরিটি চালু করে নিন> এবারMaintenance থেকে Subscription এ ক্লিক করলে এরকম দেখতে পাবেন। তারপর Insert Licence File এ ক্লিক করুন। আমার দেয়া লাইসেন্স কী এখানে ব্রাউজ ফাইল থেকে দেখিয়ে দিন (মূলত যেখানে ডাউনলোড করা লাইসেন্স সেইভ করেছেন) > ব্যাস যেটা ২০১৩ সালের এপ্রিল মাসের ১৩ তারিখ পর্যন্ত valid
১ বছরের জেনুইন লাইসেন্স কী এখান হতে ডাউনলোড করুন-
উল্লেখ্য এটি কোন ক্রাক করা Serial Key কী নয়। একদম ১০০% Genuine key. বর্তমানে আমি Avast Internet Security  সর্বশেষ সংস্করন উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমে ব্যবহার করছি। ভালই কাজ হচ্ছে। এবং এভাস্ট পূর্বের ভার্সন থেকে নতুন ভার্সনের গতি অনেক বেশী। পিসি স্লো ডাউন অপশনটি অনেকটা হ্রাস করা হয়েছে। মূলকথা পূর্বের তুলনাই অনেক আধুনিক ও ইমপ্রুভ করা হয়েছে-

বর্তমানে এভাস্ট সিকিউরিটির নতুন ভার্সনে একটি অত্যাধুনিক আনকমন সুবিধা যুক্ত করা হয়েছে যা অন্য এন্টিভাইরাস সংস্করনে নেই বললেই চলে। পিসি বিশেষজ্ঞদের মতে, অন্য সকল এন্টিভাইরাস কোম্পানীকে টেক্কা দেওয়ার জন্য এটা এক ধরনের বিজনেস পলিসী।
 নতুন সুবিধাটি হল-
এভাস্টের নতুন সংস্করনে সুবিধাটি হল- যে কোন সাইটের আইপি ঠিকানা নিজেই বাহির করতে পারবেন। এইজন্য কোন অতিরিক্ত সাইট কিংবা সফট ওয়্যারের ইনষ্টলের প্রয়োজন নাই। মূল কথা আইপি ঠিকানা বাহির করতে নিজেই গোয়েন্দাগীরি করতে পারবেন।
এখন দেখা যাক কিভাবে কোন সাইটের আইপি ঠিকানা বাহির করবেন?
১। নেট সংযোহ চালু করে এভাস্ট সিকিউরিটি চালু করুন।
২। নিচের চিত্রের মত প্যানেল ওপেন করেন। [Firewall-Network Utilities]

৩। এবার IP address or Domain name এর ঘর এ IP address বসান। এবং Get Details এ ক্লিক করুন।
তাহলে নিম্নরুপ দেখতে পাবেন :

৪। অবশ্য আপনি চাইলে Trace ও করতে পারেন । তার জন্য Trace এর ঘর এ IP Address বসান। এবং Get Details এ ক্লিক করেন।
 
অবশ্য আরেকটি কথা না বলে পারছিনা- যেহেতু বলেছি এটি জেনুইন কী। তবে একজন ব্যক্তির কাছ হতে যদি বিভিন্ন মাধ্যমে একই লাইসেন্স কী ব্যবহৃত হয় তাহলে সেটিকে জেনুইন বলা যাবে না। অনেকটা ক্রাক হয়ে যায়। যদি Avast ভেন্ডর মনে করেন- কোন লাইসেন্স কী ক্রাইম বা ক্রাক হতে বিরত রাখার জন্য ব্লক করবেন,তাহলে তারা তা করতে পারেন। তখন এই সকল লাইসেন্স কী কাজ করবে না। তাই বিষয়টি মাথায় রাখতে হবে।
কেননা, কাজ না করলে কিন্তু লেখককে অযথা বকা-ঝকা করবেন না।
আজ এই পর্যন্তই। পোষ্টটির কোন ভূল ত্রুটি দৃষ্টি গোচর হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহবান রাখছি। পরিশেষে সবার সুখীজীবন ও সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ-
...............................................................................................................................................................

No comments: