***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Wednesday, June 12, 2013

আপনার PC usb device Recognize করতে পারছে না ?

আপনার PC usb device Recognize করতে পারছে না ?

Posted By- Sajib Talukdar
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
USBর পূর্ণ রূপ হচ্ছে Universal Serial Bus এবং যে device গুলো USB port use করে data send and receive করে ওগুলোকে USB device বলে।
অনেক সময় computer USB device detect করতে পারেনা। এর নানান কারন থাকতে পারে। তাই প্রথমে আমাদের জানা থাকা দরকার,(আমাদের PC বা laptopএ several USB port আছে) যে কোন USB portএ USB device connect করার জন্য deviceটিকে generally configure করা যায়। কিছু port high speedএ data transfer করে, যে device speedy communication require করে তা high speed portএ use করলে ভাল performance পাওয়া যায়।
কিন্তু সমস্যা হল বাইরে থেকে সব portই একই রকম দেখতে। কিন্তু internally, ভিন্নব্যাপার। USB portগুলো multiple hubএর সাথে connected থাকে। কিছু connected root hubএর সাথে আর কিছু generic hubএর সাথে। generic hub high speed USB deviceএর জন্য use হয় আর root hub normal deviceএর জন্য, যেমনঃ keyboard, mouse ইত্যাদি।
usb_dev_hie
পুরো pcর USB function control হয় USB host controller দ্বারা। Host controller signalকে root hubএ route করে এবং root hub বিভিন্ন generic hubকে signal distribution করে। তাই signaling termsএ root hub down হলে সকল USB portই down হবে। যদি generic hub down হয়, তার মানে এই না যে পুরো USB portই down হয়ে গেছে। হতে পারে USB portটি যে generic hubএ connected তা broken communication link এর জন্য root hubএর সাথে communicate করতে না পারায় কাজ করছে না। তাই ভেবে নেবেন কিভাবে ও কোন portএ USB device connect করবেন।
বিঃদ্রঃ non hi-speed device এর জন্য, যেমনঃ keyboard, mouse, storage device যে কোন portএ use করলেই হয়।
কিভাবে এই problem fix করবেনঃ
১) প্রথমে USB device টি অন্য PC তে check করুন।
২) যদি আপনার মনে হয় USB device টিতে কোন problem নেই, তাহলে USB port টি check করুন।
৩) USB port এ কোন problem না থাকলে,desktop বা “Start” button থেকে “My Computer” icon এ mouse pointer রেখে right click করে “Properties” option select করুন। “Control Panel Home” window open হবে।
3) how to open Properties option

৪) “Device Manager” option এ click করুন। যদি কোন message show করে “Yes” button এ click করুন। Device Manager window open হবে।
4) Click to Device Manager option

৫) এই window র নিচে শেষ option টি হবে “Universal Serial Bus controllers”। যদি option টি ওখানে না থাকে তবে অবশ্যই BIOS হতে USB feature disable করা আছে। PC reboot করে BIOS থেকে USB feature enable করুন। এখন control panel এর devices list এ USB controllers option টি পাবেন।
5 ) Universal Serial Bus controllers

৬) devices list এ USB controllers option দেখানোর পরও যদি PC USB device detect করতে না পারে তবে Universal Serial Bus controllers টি expand করুন। list এ USB controller supported devices, যেমন – host controlar,root hub, generic hub, mass storage devices etc দেখতে পাবেন। যদি কোনটাতে হলুদ রঙের বিস্ময় চিহ্ন থাকে তবে বুঝবেন ঐ device এ কোন সমস্যা আছে। ঐ device এ mouse pointer রেখে Right click করে properties option select করুন। properties থেকে “drivers” tab select করুন ও “Update driver” button এ click করুন। driver update শুরু হবে। এসময় windows installation disk চাইলে windows এর CD/DVD insert করুন। driver updating শেষ হলে বিস্ময় চিহ্ন উঠে গিয়ে “this device is working properly” show করবে।
6) update driver

৭) যদি আপনার PC এখনো USB device detect করতে না পারে তবে ৩ ও ৪ নং step follow করে Device Manager window open করুন। এখানে “Universal Serial Bus controllers” এর “USB root hub” option টির উপর mouse pointer রেখে right click করে uninstall select করুন। confirmation message আসবে, OK দিয়ে continue করুন। এভাবে “Universal Serial Bus controllers” এর আন্ডারে থাকা প্রতিটি device uninstall করে PC reboot করুন। reboot এর সময় windows এর “Plug and Play” function device গুলকে reinstall করবে। এসময় windows installation disk চাইলে windows এর CD/DVD insert করুন।
7) usb root hub uninstall

৮) উপরের option গুলো usb problem fix করার জন্য যথেষ্ট। কিন্তু যদি problem অন্য কোথাও হয়, যেমন আমরা অনেকেই pcতে একই সময় অনেকগুলো, বিভিন্ন ধরনের USB device use করি। তার পরেও নতুন ১টি device add করতে চাচ্ছি, কিন্তু হচ্ছে না। এক্ষেত্রে উপরের step গুলো follow করার পরও যদি problem fix না হয় তাহলে আমরা ধরে নিতে পারি problem টি drive letters assignment এ হচ্ছে অর্থাৎ drive letter conflict করছে। সেক্ষেত্রে “disk manager” থেকে USB device এর জন্য new drive letter assign করে দিতে পারি।
৯) windows 7 ও windows 8 এ automated utility use করে usb সহ all hardware problems fix করতে পারেন। তার জন্য Control Panel -> System and Security -> Find and Fix Problems –> Hardware and Devices option select করুন। confirmation message আসবে, Yes দিয়ে continue করুন।
9) Find and Fix Problems
 ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted By- Sajib Talukdar

No comments: