***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Thursday, June 6, 2013

কয়েকটি ছোট ছোট সফটওয়্যার। কম বেশী সবারই কাজে লাগবে

কয়েকটি ছোট ছোট সফটওয়্যার। কম বেশী সবারই কাজে লাগবে

Posted By- Sajib Talukdar
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

সবাইকে সালাম জানিয়ে আজকের লেখা শুরু করছি। আশা করি সবাই ভাল আছেন। আর ভাল থাকুন এটাই কামনা করছি। আজ সবার কাছে ছোট কয়েকটি সফটওয়্যার শেয়ার করলাম  এগুলো হয়ত অনেকে জানেন। আর যাদের না জানা শুধু মাত্র তাদের জন্য । আর আমার মনে হয় কম বেশী সবারই এর উপকার আসবে।
এই সফটওয়্যার এর মাধ্যমে ছবির ভিতর ফাইল লুকিয়ে রাখতে পারবেন। এর আগেও হয়ত এই রকম কোনপোষ্ট হয়েছে  সেটা “jpg image এর ভিতর কিভাবে প্রয়োজনীয় ফাইল লুকিয়ে রাখবেন’’ এই নামে
কিন্তু সেটা সফটওয়্যার ছাড়া, আর আমি দেখাব সফটওয়্যার দিয়ে...
১) প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করুন এখানে ক্লিক করুন
২) এবার আপনার ছবি(jpg) নিবাচিত করুন
৩) এবার যে ফাইলটি ছবির ভিতর লুকিয়ে রাখবেন সেটি রার (rar) ফরম্যাট এ কম্পপ্রেস করুন
এবং নিবাচিত করুন
8) তৈরী ফাইল টি যেখানে save করে রাখবেন তা নিবাচিত করুন
৫) ওকে প্রেস করুন......কাজ শেষ
৬) ফাইল টি তে ক্লিক করলে ছবি ওপেন হবে
৭) আর ছবিটি কে ওপেন উইথ winrar/7zip দিলে আপনার লুকান ফাইল দেখতে পারবেন...।
[এখানে ক্লিক করবেন না]

উইন্ডোজ এর startup সাউন্ড পরিৱ‌তন করুন (size:2.60 mb)

১) প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করুন এখানে ক্লিক করুন
২) এবার আপনার পছন্দের মিউজিক ফাইল টি সিলেক্ট করুন ফাইল টি wmv
ফরম্যাট এর হতে হবে। ডাউনলোড করা ফোল্ডার এ কিছু সাউন্ড ফাইল পাবেন
৩)play তে ক্লিক করুন। আপনার দেয়া ফাইল টি প্লে হলে কাজ শেষ

উইন্ডোজ ৭ এর মত এক্সপি তে ওয়াল পেপার চেঞ্জার (size:326 kb)

সফটওয়্যার টির নাম হল-Any Wall paper. এটি ব্যবহারে পিসি স্লো করবেনা ও ব্যবহারবিধি অতি সহজ। অবশ্য এটি একটি ফ্রিওয়্যার। টাকা দিয়ে ক্রয় করতে হবে না। সফট ওয়্যারটি আমার লিংক সাইট থেকে প্রথমে ডাউনলোড করে ইনষ্টল করে নিন।
১) প্রথমত আপনাকে যে কোন ড্রাইভে গিয়ে একটি ফোল্ডার তৈরি করতে হবে-এবার আপনার পচ্ছন্দের ছবি গুলো ঐ ফোল্ডারে যোগ করবেন।

২) এবার সফট ওয়্যারটি ওপেন করে Add বাটনে ক্লিক করে আপনার তৈরি করা ফোল্ডারটি দেখিয়ে দিন। যে ড্রাইভটা আসবে সেখানে টিক মার্ক দিন। (যেমন উপরের ছবিতে-D:/Bitmap)

৩) এবার Option এ- ক্লিক করে সেটিংস ঠিক করে দিন। Ok করুন। এবার উপভোগ করুন। ভূলেও আপডেট করবেন না। এই কাজটি এক্সপি সিস্টেমে করা হয়েছে আমি নিজেও ব্যবহার করছি।

আপনার কম্পিউটার ছেলে না মেয়ে(size:151 bytes)

১) আপনার কম্পিউটার ছেলে না মেয়ে জানে হলে ডাউনলোড করুন
২) ক্লিক করে ওপেন করুন
৩) ছেলে কণ্ঠ শুনতে পেলে আপনার কম্পিউটার ছেলে
আর মেয়ে কণ্ঠ শুনতে পেলে আপনার কম্পিউটার মেয়ে
[ভূত দেখতে চাইলে এখানে ক্লিক করুন]

সেভেন ও ভিস্তায় God Mode এক্টিভেট করুন এবং উপভোগ করুন সুপার কন্ট্রোল প্যানেলঃ

সেভেন বা ভিস্তার কন্ট্রোল প্যানেলে ঢুকে কাজ করতে অনেকে অনেক কিছু খুজে পাননা। তারা গড মোড অ্যাক্টিভেট করার মাধ্যমে এই সমস্যার সমাধান পাবেন। সব রকম কন্ট্রোল সিস্টেম একসাথে পাওয়া যায় বলেই একে গড মোড বলা হয়ে। এই অপশন অ্যাক্টিভেট করার জন্য যা যা করতে হবেঃ
১. ডেক্সটপের যেকোনো খালি যায়গায় একটি নিউ ফোল্ডার (New Folder) খুলুন,
২. এবার এটি রিনেম করুন এই নামেঃ GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}
৩. এন্টার প্রেস করুন।

ব্যাস গড মোড রেডি। এখন এটাকে নিজের মত ব্যবহার করতে পাবেন। এটি উইন্ডোজ সেভেন ও ভিস্তা তে কাজ করবে।

ফেসবুক স্ট্যাটাস

১)
▀██▀─▄███▄─▀██─██▀██▀▀█
─██─███─███─██─██─██▄█
─██─▀██▄██▀─▀█▄█▀─██▀█
▄██▄▄█▀▀▀─────▀──▄██▄▄█
এরকম আর্ট চাইলে ক্লিক করুন
২) এরকম লিখতে চাইলে ক্লিক করুন
আপনার উইন্ডোজ ভাল না খারাপ জানতে, একটি ফোল্ডার খুলন এবং নাম দিন
Con   যদি ফোল্ডার টির  নাম con দিতে পারেন তাহলে আপনার উইন্ডোজ খারাপ আর যদি না
তাহলে আপনার উইন্ডোজ ভাল
[উপরের নিয়মটি শুধু ফ্যান করার জন্য, এর মাধ্যমে উইন্ডোজ যাচাই করা যায় না]

ভাল লাগলে এই পেইজে একটা লাইক দিতে ভুলবেন না।

 SAJIB TALUKDAR PC HELP LINE
be helpful for all
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Posted by Sajib Talukdar
For more :-
www.zubayertalukdar.yolasite.com

No comments: