***এখন থেকে এই ব্লগ সাইটটির নিজস্ব আ্যপ ব্যবহার করেওআপনার এন্ড্রয়েড ডিভাইস থেকেও ভিজিট করতে পারেন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ***

Wednesday, July 31, 2013

অফলাইনেই ব্লগপোস্ট লিখুন, সময় বাঁচান

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''>>> এই পোস্টটি ৬৫৪ বার দেখা হয়েছে <<<
ব্লগে লিখতে গিয়ে অনলাইনে থাকা খুব একটা জরুরী না। আমরা চাইলে অফলাইনে বসেই ব্লগপোস্ট লিখতে পারি বিভিন্ন সহজলভ্য সফটওয়্যার ব্যবহার করে। পরে এক ক্লিকে সব লেখা, ছবি কিংবা ভিডিও কাংখিত ব্লগ কিংবা ব্লগ সমূহে পোস্ট করতে পারি।


উপকারিতা

আপনার কম্পিউটার কে ১ ক্লিক এ পরিষ্কার করে ফেলুন স্পিড বাড়ান ও ব্যাবহার করার নিয়ম।

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''\
>>> এই পোস্টটি ১,০১০ বার দেখা হয়েছে <
CCleaner Professional+Business Edition New v 4.04.4197
আজই আপনার কম্পিউটার এর স্পিড বাড়ান ১০০% গ্যারান্টি CCleaner আমার দেখা সবথেকে ভালো একটি সফটওয়্যার এই সফটওয়্যার ব্যাবহার করে আপনি আপনার কম্পিউটার এর সমস্ত আবর্জনা পরিষ্কার করতে পারবেন মাত্র ১ ক্লিক করে নিচে ব্যাবহার দিলাম ।আগে সফটওয়্যার টা ডাউনলোড করে নিন
ডাউনলোড লিঙ্ক

যেকোনো ছবিকে কথা বলান – প্রাণহীন ছবিকে প্রাণ দিন CrazyTalk v4.0 Media Studio এর সম্পূর্ণ টিউটোরিয়াল

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ১,২০৭ বার দেখা হয়েছে <<<
CrazyTalk v4.0 Media Studio
বিসমিল্লাহ হির রাহমানির রাহিম
আমি আজ আপনাদের CrazyTalk v4.0 Media Studio এর একটি প্রোজেক্ট করে দেখাব … যাতে আপনি একটি ছবিকে নিমিষেই কথা বলাতে পারেন ।
প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন

এইচএসসি পরীক্ষার রেজাল্ট জানুন THIS ওয়েবসাইট থেকে ।

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ৪,৫৭৬ বার দেখা হয়েছে <<<
বাংলাদেশ সরকারের ওয়েবসাইট গুলো নিম্নমানের হওয়াতে অল্প চাপেই সার্ভার ডাঊণ হয়ে যায়, এইচএসসি পরীক্ষার রেজাল্ট এই পোস্ট থেকেই আরামসে পেতে পারেন অথবা jSC,SSC ও Hsc পুরনো ফলাফল গুলো আবারো চেক করে নিতে পারেন ।

তৈরি করে ফেলুন ওয়েব টেম্পলেট শুধু একটি মাত্র একটি সফটওয়্যার ব্যাবহার করে, HTML,CSS জ্ঞান ছাড়াই।

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''>>> এই পোস্টটি ২৬৭ বার দেখা হয়েছে <<<
HTML,CSS জ্ঞান ছাড়াই করেফেলেউন ওয়েব ডিজাইন, ওয়েব টেম্পলেট-মাত্র একটি সফটওয়্যার ব্যাবহার করে।
কেমন আছেন সকলে, আশাকরি অনেক অনেক ভাল আছেন। না থাকলে ভাল হয়ে যাবেন আমার এই পোস্ট টা পেয়ে।

আপনার ব্লগার ব্লগের কমেন্ট বক্স এর উপরে যুক্ত করে নিন Smiley বক্স ।

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''>>> এই পোস্টটি ২৩৩ বার দেখা হয়েছে <<<
আল্লাহ্‌ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । বেশি কথা বলবো না সোজা কাজের কথাই যাব । আপনার ফেসবুকে যে সকল Smiley গুল ব্যবহার করেন ক্যামন হয় সেগুল যদি আপনি আপনার ব্লগে এর কমেন্ট বক্স এর উপরে যুক্ত করতে পারেন । এটি যুক্ত করলে আপনার ব্লগকে দ্যাখাবে খুব সুন্দর আর কমেন্ট বক্সটিও হবে অন্যদের থেকে আলাদা । তাহলে চলুন এর লাইভ ডেমো দেখে আসি । আর কিভাবে যুক্ত করবেন তাও দেখে নিন নীচে থেকে ।



Tuesday, July 30, 2013

আপনার জিপি সিমের FnF নাম্বার যোগ, পরিবর্তন অথবা লিস্ট দেখুন বিনামূল্যে।

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
( Link Updated) >>> এই পোস্টটি ২,৭৭৯ বার দেখা হয়েছে <<<
সুপ্রিয় ভাই ও বোনেরা, সালাম নিবেন। আশাকরি সবাই ভাল আছেন। আপনারা সবাই জানেন যে, জিপি সিমের FnF নাম্বার যোগ এবং পরিবর্তন করতে ২.৩০ টাকা খরচ হয়। তাই আজকে আমি একটি সফটওয়ারের খোঁজ দেব যার মাধ্যমে আপনারা খুব সহজেই FnF নাম্বার যোগ অথবা পরিবর্তন করতে পারবেন। এই সফটওয়ারটি জাভা এবং সিম্বিয়ান দুই ধরনের মোবাইলেই চলে। এজন্য নিচের ধাপ গুলো অনুসরন করুনঃ
১। আপনার মোবাইল থেকে নিচের অ্যাড্রেস থেকে GP APPS সফটওয়ারটি ডাউনলোড করুনঃ

হ্যাকার থেকে লুকিয়ে থাকতে নিয়ে নিন Real Hide IP 4.3.0.2 +Patch. মাত্র 5.4 মেগা বাইট।

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
 >>> এই পোস্টটি ৮২০ বার দেখা হয়েছে <
আসসালামু আলাইকুম, সবাইকে আমার শুভেচ্ছা রইলো। আশা করি সকলে ভালো আছেন। বেশ কয়েক দিন নিয়মিত আসতে পারিনি। যাই হক এখন থেকে নিয়মিত আসব । আমরা সবাই হ্যাকারকে অপছন্দ করি। তার থেকে লুকিয়ে থাকতে চাই সব সময় । আমি নিজেও হ্যাকারকে অপছন্দ করি । আর তাই আপনাদের জন্য নিয়ে এলাম শক্তিশালি আইপি হাইট করার সফটওয়্যার । আপনি হ্যাকার অথবা দুষ্ট লোকের কাছ থেকে আইপি হাইট করে লুকিয়ে থাকতে পারেন । হ্যাকার থেকে এড়িয়ে চলার এটি একটি কার্জকারি উপায়তাহলে আর দেরি কেন , চলুন এখনই দেখে নেই কিভাবে আইপি হাইট করে নিজেকে হ্যাকার থেকে ৫০০ হাত দুরে রাখা যায় ।
ডাউনলোড কৃত ফাইলটি WinRAR দিয়ে ওপেন করুন। ওপেন করার সময় পাসওয়ার্ড দিন nayemprodhen

প্রথমে সফটওয়্যার টা ইন্সটল করুন । লক্ষ্য করুন আপনার মেয়াদ ১ দিন । (ছবির নীল অংশটুকুর নিচে আপনার অরজিনাল আইপি)FF (1)

IDM এর মতোই বেছে নিন বিকল্প একটি ভালোমানের ভিডিও ডাউনলোডার! কীজেন-প্যাচ ফাইল-রেজি: প্রয়োজন নাই!! ১০০% ফাস্টেড গতিসম্পূর্ণ

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ০ বার দেখা হয়েছে <<<
images.jpegdd
সবাইকে সালাম ও মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন।  আসলে নানাবিধ ব্যস্ততার কারনে ইচ্ছা থাকা স্বত্তেও নিয়মিত পোস্ট করা সম্ভব হয়ে উঠছেনা। তদুপরি ভিজিটর বন্ধুদের সাথে আড্ডা বলে একটি কথা আছে। সুতরাং ব্যস্ততা থাকা স্বত্তেও একটু-একটু পোস্ট করছি। সেই সূত্র হিসাবে আজকের পোস্টিও এর ব্যতিক্রম নই।   
কাজের সূত্রের প্রয়োজনে বিশেষ করে যারা ইন্টারনেট জগতের সাইট থেকে বিভিন্ন ফাইল ডাউনলোড করেন তারা বিভিন্ন থার্ডপার্টি ইউটিলিটির সাহায্য নিয়ে থাকেন। আর নিবেন না কেন? কারন, ব্রাউজার সফটওয়্যারে যে ডাউনলোড প্লাগইন সংযুক্ত থাকে তা তেমন কাজের নই। বিশেষ করে ডাউনলোডের গতি অনেক ধীর সম্পন্ন। তাই অনেকেই বিভিন্ন রকম ডাউনলোড ইউটিলিটি সফট: ব্যবহার করে থাকি যেমন- IDM, Download accelerator plus, Orbit downloader, Flash get ইত্যাদি। তবে এর মধ্যে সবচেয়ে বেশী পরিচিত এবং ব্যবহারকারীর দিক দিয়ে খ্যাত হচ্ছে- IDM তথা Internet download Manager.

আসুন কিছু গুগল টিপস দেখি

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

>>> এই পোস্টটি ১৯৮ বার দেখা হয়েছে <<<
বর্তমান সময়ে আমরা প্রায় সবাই Google এর মাধ্যমে অনেক উপকৃত হয়ে  থাকি।অনেকে আছেন যারা গুগলের লুকায়িত অনেক টিপস জানেন এবং তারা ঐগুলো ব্যবহার করেন আবার এমন লোক ও আছেন যারা জানেন না তাই এই সুবিধা গুলো ভোগ করতে পারছেন না। আর এই কারনেই আমি আপনাদের আজ তিনটি টিপস দেখাবো।
1. ম্যাথমেটিক্স
আপনি যে ভাবেই ডাটা প্রবেশ করান না কেন সহজ থেকে জটিল ইকুয়েশনের উত্তর দিবে Google. যোগ, বিয়োগ, গুন, ভাগ যাই হোক না কেন যত জটিলই হোক না কেন খুব সহজে Google এর মাধ্যমে উত্তর পাওয়া যাবে। এজন্য Google এর Search Box এ শুধু ইকুয়েশন টি লেখলেই হবে। ইকুয়েশন এর জন্য গানিতিক প্রতীক –
+ যোগফলের জন্য
-বিয়োগ করার জন্য
* গুন করার জন্য
/ ভাগ করার জন্য
% ভাগশেষ বের করার জন্য
^ এক্সপোনেন্সিয়াল এর জন্য (X to the power of Y)
বর্গমূল বের করার জন্য sqrt লিখে তার পেছনে সংখ্যাটি লিখতে হবে।
উদাহরণ:

সিম্বিয়ান মোবাইল দিয়ে আপনার পছন্দের নাম্বারে অফুরন্ত মিসকল দিন

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ৯২ বার দেখা হয়েছে <<<
সুপ্রিয় ভাই ও বোনেরা, সালাম নিবেন। আশাকরি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন। আজ আমি আপনাদেরকে ছোট একটি সফটয়ারের সাথে পরিচয় করিয়ে দেব যেটি আপনার পছন্দের নাম্বারে যত খুসি তত মিসকল দেবে নিজে নিজে। সফটয়ারটির নাম Jeer. এই সফটয়ারটি চালানোর জন্যে পাইথন ইন্সটল করা থাকতে হয়। তাই সফটয়ারটি আপনার দরকার হলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন। তিনটিই ডাউনলোড করুন।

১. http://lifebd.tk/download-41-d1fa64b2b16e9561a9e1/PythonForS60_1_4_3_3rdEd.SIS

২. http://lifebd.tk/download-41-df198de7122c5c6ed96b/PythonScriptShell_1_4_3_3rdEd.SIS

৩. http://lifebd.tk/download-41-3ab82771f4713ba5a8d4/Jeer.v1.01%28AutoMSCaller%29.sis

কার্যপ্রণালী:
১. পর্যায়ক্রমে তিনটি সফটয়ার ইন্সটল করুন(প্রথমে ১ নং পরে ২ নং তারপর ৩ নং)।
২. Jeer ওপেন করুন।
৩. Option >Setting> Set dialing number এ পছন্দমত নাম্বার বসান।
৪. আবার Option >Setting> Set Count এ যত বার মিসকল দিতে চান তা বসান।
৫. এবার Option > Start Dialing চাপলেই মিসকল দেয়া শুরু করে দিবে।

উইন্ডোজ ৮ এর জন্য নিয়ে নিন অসাধারণ ডেক্সটপ গ্যাজেটস Gadget Pack!!!

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ৩৩৮ বার দেখা হয়েছে <<<
আসসালামু আলাইকুম,
উইন্ডোজ ৮ এরে যেমন স্টার্ট বাটন নেই, তেমনি আরেকটা জিনিসও নাই!!! আর সেটা হল- Desktop Gadgets ! ঠিক জানা নেই যে, আপনারা ক’জন এ বিষয়ে খেয়াল করেছেন। তবে উইন্ডোজ ৭ এর মত হুবাহুব  গ্যাজেটসগুলার স্বাদ নিতে পারবেন উইন্ডোজ ৮ টেও। উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা গ্যাজেটসগুলার মজা নিবে আর উইন্ডোজ ৮ ব্যবহারকারী বসে বসে  কচুকলা খাবে! তা কখন কি হতে পারে??? তাই উইন্ডোজ ৮ ব্যবহারকারীদের জন্য এনেছি অসাধারণ ডেক্সটপ গ্যাজেটস (Gadget Pack!!!)। সাইজ মাত্র-১১ এমবি। :)

Gadgets

Windows8 Gadget Pack:
এটিকে সফটওয়্যার বললে খারাপ লাগে! কারণ এটি  ইন্সটল করলেই উইন্ডোজ ৭ এর মত উইন্ডোজ ৮ এ ডেক্সটপ গ্যাজেটস Enable হয়ে যাবে। সাধারণভাবে, এই ডেক্সটপ গ্যাজেটস প্যাকেজে থাকছে রেডিমেড ২৬ টি অসাধারণ ডেক্সটপ Gadgets . নিচে এই ডেক্সটপ গ্যাজেটসগুলার লিস্ট দেওয়া হল—–
1. ঘড়ি (Clock)
2. ক্যালেন্ডার (calendar) SIdebar-3
3. অল সিপিইউ মিটার (All CPU Meter)
4. অ্যাপ লাঞ্চার (App Launcher)
5. ৭ সাইডবার (7 Sidebar)
6. অ্যাজেন্ডা ক্যালেন্ডার (Agenda calendar)
7. ক্লিপবোর্ড (Clip Boarder)
8. কন্ট্রোল সিস্টেম (Control System)
9. সিপিইউ মিটার (CPU Meter)
10. কারেন্সি (Currency)
11. ড্রাইভ ইনফো (Drive Info)
12. ড্রাইভস মিটার (Drives Meter)
13. ফীড হেডলাইনস (Feed Headlines)
14. গ্লাস সিপিইউ মনিটর (Glassy CPU Monitor)
15. গুগল মেইল (Google Mail)
16. মিনি রেডিও (Mini Radio)
17. মাল্টি মিটার ডি ( Multi Meter D)
18. মাই ওয়েদার (My Weather)
19. নেটওয়ার্ক মনিটর (Network Monitor)
20. ব্যাটারি পাওয়ার স্ট্যাটাস (Power Status)
21. রিমাইন্ডার (Reminder)
22. স্লাইড শো (Slide Show)
23. স্টিকি নোট (Sricky Note)
24. টপ ফাইভ প্রসেস (Top Five)
25. ভলিউম কন্ট্রোল (Volume Control)
26. আবহাওয়া (Weather)

এক্সটারনাল ডেক্সটপ গ্যাজেটস:
রেডিমেড ২৬ টি অসাধারণ ডেক্সটপ Gadgets ছারাও আপনি কোন সফটওয়্যার ইন্সটল করলে সেটারও ডেক্সটপ গ্যাজেটস পাবেন। যেমনঃ ডিউ মিটার (DU meter), টিউন আপ (Tune Up), অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস (Avast antivirus) ইত্যাদি। উইন্ডোজ ৭ এ এমনিতেই এক্সটারনাল ডেক্সটপ গ্যাজেটস পাওয়া গেলেও কিন্তু উইন্ডোজ ৮ এ পাওয়া যায় না, এজন্য আপনাকে এই সফটটি ইউস করতে হবে।

ইন্সটল নোটিশঃ ট্রিক্স & টিপস!!!
১১ এমবির জিপ ফাইলএ আপনি পাবেন একটি সেটআপ ইন্সটল সফট এবং একটি টুলস। প্রথমে সেটআপ সফটওয়্যার  ইন্সটল করে নিন। কিছুক্ষণএর মধ্যে ইন্সটল করা হয়ে গেলে, পিসি রিস্টার্ট দিন। এখন ডেক্সটপে ডান ক্লিক করে ”Gadgets” এ ক্লিক করুন। তাহলে প্রথমে দেওয়া ছবির মত ২৬টি ডেক্সটপ গ্যাজেটস দেখতে পাবেন। এখন আপনি যে ডেক্সটপ গ্যাজেটস সিলেক্ট করতে চান সেগুলার উপর ডান ক্লিক করে Add করুন।
gadget

7 Sidebar বন্ধ করার সিস্টেম:
বেশির ভাগ ব্যবহারকারি হয় ৭ সাইডবার স্টাইল পছন্দ করে না, আমি নিজেও পছন্দ করি না। তারচেয়ে বরং ইনভিসিবল সাইডবার হাজার গুণে ভালো। যদি কারও ভালো না লাগে তাহলে, সাইডবারটিতে ডান ক্লিক করে close করে দিন।
sidebar
এরপর Gadgets থেকে সেটিতে ডান ক্লিক করে Uninstall করে দিন। তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে।
sidebar-2

ডেক্সটপ গ্যাজেটস Autorun এবং রিসেট করবেন যেভাবে:
ডাউনলোড করলে ইন্সটল সফটওয়্যারের সাথে একটি টুলস পাবেন, আপনি সফটওয়্যার ইন্সটল করার পর, যদি ডেক্সটপ গ্যাজেটসগুলা ”start at startup” হিসেবে সেট করতে চান তাহলে টুলসটি ওপেন করে Autorun এ ক্লিক করুন। তাহলে উইন্ডোজ ওপেন হওয়ার সাথে ডেক্সটপ গ্যাজেটসগুলাও চলে আসবে।
Enable Autorun
এছাড়া আপনি যদি ভুল করে ডেক্সটপ গ্যাজেটস ডিলিট করেন বা, সেটিংস ভুল করেন, তাহলে চিন্তার কোন কারণ নেই। আপনি ”Reset AL Gadgets” এ ক্লিক করলে সব রিসেট হয়ে আগের মত ঠিক হয়ে যাবে, অর্থাৎ ডেক্সটপ গ্যাজেটসগুলা রিস্টোর হবে।


উইন্ডোজ ৮ Gadget Pack নিচ থেকে ডাউনলোড করে নিন
Gadget Pack || 11 MB
JAVA
.
আজকের পোস্ট আপনার কেমন লাগলো, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোন সমস্যায় হয়, তাহলে কোন চিন্তা করবেন না। ডাইররেক্ট আমায় মন্তব্য করে জানাবেন। আমি সমধান দিয়ে দেবো। যদি একটি মন্তব্য করে ধন্যবাদ জানান, তাহলে বুঝব আজকের পোস্ট করা আমার পক্ষে সার্থক হয়েছে।
পোস্টটি কষ্ট করে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।  সবার মঙ্গল কামনা করছি। আগাম ঈদ মোবারাক সবাইকে। ধন্যবাদ।।

Saturday, July 27, 2013

Fring-এর registration attempts exceeded সমস্যার সমাধান

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ৪৬৪ বার দেখা হয়েছে <<< আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
বর্তমানে যারা মোবাইলে fring ব্যবহার করে ফ্রী অডিও কিংবা ভিডিও কল করে থাকেন তারা অনেকেই এই “u have exceded allowd no atempts to register your account” সমস্যাটির কারনে এখন আর fring ব্যবহার করতে পারছেন না।
আমি আজ আপনাদেরকে এর একটি সহজ সমাধান দিব। আশা করি পুরো প্রক্রিয়া টা অনূসরণ করলে আপনি এই সমস্যাটি দূর করতে সক্ষম হবেন। যাইহোক কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক।
প্রথম ধাপ(মোবাইল দিয়ে):
প্রথমে আপনার মোবাইলের ব্রাউজার দিয়ে www.fring.com/help -এ ভিজিট করুন। আপনি সেখানে আপনার প্রশ্নটি টাইপ করার জন্য খালি বক্স দেখতে পাবেন। আপনি সেই খালি বক্সে যেকোন ভূল শব্দ টাইপ করুন।
তারপর আপনি “no maches” লিখাটি সেখানে দেখতে পাবেন। এছাড়াও আপনি নিচের লাইনটির মত একটি লাইন দেখতে পাবেন।
“Ask your question by e-mail. now clik on mail icon”
এখন সেখান থেকে মেইল আইকনে ক্লিক করুন। কয়েক সেকেন্ড পরে আপনার সামনে একটি ফরম চলে আসবে।
আপনি সতর্কতার সাথে নিচের বিবৃতি-টি দ্বারা উক্ত ফরমটি পূরণ করুন।
(Sir I have exceeded allowed number attempts to register my fring account
My mobile number is ***.)
[উল্লেখ্য যে, ***এই চিহ্নের মধ্যে আপনার মোবাইল নম্বরটি দিন, যে নম্বরটি দিয়ে আপনি fring এর রেজি: করতে চান।]
উক্ত বিবৃতি-টি টাইপ করা শেষ হলে সাবমিট-এ ক্লিক করুন।
প্রথম ধাপ(পিসি দিয়ে):
উল্লেখ্য যে, যারা মোবাইল ব্যবহার করে এই প্রক্রিয়া করতে সমর্থ না হন, তারা কম্পিউটার ব্যাবহার করে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন।
নিম্নে এ সম্পর্কে বর্ণনা দেয়া হল।
আপনার কম্পিউটারের ব্রাউজার দিয়ে www.fring.com/help -এ ভিজিট করুন। আপনি পেজের নিচের অংশে নিম্নের ন্যায় আপনার প্রশ্নটি টাইপ করার জন্য খালি বক্স দেখতে পাবেন।
আপনি সেই খালি বক্সে যেকোন ভূল শব্দ টাইপ করুন। তারপর নিচের পেজটির মতো দেখতে পাবেন।
এবার “Email” লিখটিতে ক্লিক করুন। নিম্নের ন্যায় একটি ফরম আপনার সামনে ভেসে উঠবে।
এবার উপরের বক্সে নিচের লিখাটি টাইপ করুন।
(Sir I have exceeded allowed number attempts to register my fring account
My mobile number is ***.)
[উল্লেখ্য যে, ***এই চিহ্নের মধ্যে আপনার মোবাইল নম্বরটি দিন, যে নম্বরটি দিয়ে আপনি fring এর রেজি: করতে চান।]
তারপর এভাবে ই-মেইল এড্রেস এর জায়গায় আপনার ই-মেইল এড্রেসটি, ইউজারনেম/ফুল মোবাইল নাম্বার এর জায়গায় আপনি যে নাম্বার টি দিয়ে ফ্রিং রেজি: করতে চান সে নাম্বরটি কান্টি কোড সহ টাইপ করুন। এবং ডিভাইস টাইপে গিয়ে আপনার ডিভাইসটির নাম দিন।
এভাবে ফরমটি পূরণ করা শেষ হলে Send বাটনে ক্লিক করুন।
পরবর্তী ধাপ:
fring হতে পরবর্তী ৮দিনের মধ্যে “to inform u that u can register now” এরকম একটি মেইল আপনাকে সেন্ড করা হবে।
উক্ত মেইলটি পাবার পর আপনার মোবাইলের সেটিংস থেকে নিচের নির্দেশনা অনুসরণ করে fring অপশন-এ যান।
Mobile setting> aplication>manage application>fring
এবার fring and clear data –তে ক্লিক করুন এবং stop চাপুন।
সবশেষে fring ওপেন করে সতর্কতার সাথে নাম্বারটি দিয়ে continue-তে ক্লিক করুন। ব্যাস আপনার fring এর রেজি: সফল হয়ে যাবে।
আপনি এখন থেকে পুনরায় fring এ্যাপ্লিকেশন টি আপনার হ্যান্ডসেটে ব্যবহার করতে পারবেন।
আজকের পোষ্টটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

এবার টাকা ছাড়াই নিজের পিসিতে বসে Nokia মাল্টিমিডিয়া মোবাইল ফ্লাস দিন।

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ৬৮২ বার দেখা হয়েছে <<<
আস্-সালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবসময় এই দোয়াই করি। আজকের পোষ্টের বিষয়টি শুনে হয়তো চমকে উঠেছেন.. তাইনা? আসলে চমকে যাবারই কথা।
কেননা যারা নোকিয়া মাল্টিমিডিয়া ফোন ব্যবহার করে থাকেন তারা সবাই জানেন ফ্লাসের এই দূরাবস্থার কথা।
প্রতিবার ফ্লাস দিতে ২০০ টাকা থেকে শুরু করে ৫০০-৬০০ টাকা পর্যন্ত গুনতে হয় মোবাইল সার্ভিস অথবা নোকিয়া সার্ভিস পয়েন্ট গুলোতে।
এতকিছুর পরও, ফ্লাস দেবার পর সেটা কত দিন টিকবে তারও কোন নিশ্চয়তা নাই।
অনেকের কিছুদিন পর পর ফ্লাস দিতে হয়। অথচ দেখুন এভাবে ফ্লাস দিতে দিতে কতগুলো টাকা আপনাকে গচ্ছা দিতে হচ্ছে।
যাইহোক, আজকে আমি আপনাদেরকে সেই সমস্যার হাত থেকে রেহাই পাবার একটি উপায় বর্ণনা দিচ্ছি। এখন থেকে আপনার পিসিতেই বসে আপনার মোবাইল টি আপনি ফ্লাস দিতে পারবেন যতবার ইচ্ছে ততবার।
এর জন্য নিচের সম্পূর্ণ লিখাগুলো মনোযোগ সহকারে পড়ুন।
প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কিছু আলোচনা:-
আসলে আপনার ফোনে ফ্লাসের সমস্যাটি হওয়ার কারণ হচ্ছে..
ফোনটিতে কিছু Firmware File থাকে যেগুলো সচল থাকলে ফোনটির সকল ফাংশন ঠিকভাবে কাজ করে।
কিন্তু এগুলো যদি নষ্ট হয়ে যায় তারপর ফোন আর ঠিকমত কাজ করেনা। এমনকি মোবাইল চালু ও পর্যন্ত হয়না।
এছাড়াও আর অনেক সমস্যা দেখায়, যেগুলো হলো- আপনার ফোনটি চালু হয়ে সাদা স্কীন দেখাবে অথবা কয়েক বার চালু হতে এবং বন্ধ হতে থাকবে। কখনো কখনো ফাংশন ঠিক মত কাজ করবে না। আবার কখনো ফোন বন্ধ হয়ে আর চালু হবেনা।
আমরা সাধারণত এধরনের সমস্যায় পড়লে মোবাইল সার্ভিস পয়েন্ট নিয়ে যাই এবং সেখানে ফ্লাসের মাধ্যমে সেটা ঠিক করে দেওয়া হয়।
ফ্লাস কি? আসলে ফ্লাস হচ্ছে Firmware Files গুলো আপনার মোবাইলে দেওয়ার একটি প্রকৃয়া বিশেষ মাত্র। মূলত ফ্লাসের মাধ্যমে নতুন করে সেই ফাইল গুলো মোবাইলে দেওয়া হয়। এবং এর ফলে মোবাইল পূর্বের মত পুররায় সচল হয়ে যায়।
Firmware Files নির্ভর করে আপনার মোবাইলের RM এর উপর। RM মূলত বিভিন্ন মোবাইলের বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন Nokia 3110 এর RM হলো 237
আপনি যদি আপনার মোবাইলের RM নম্বরটি দেখতে চান তাহলে মোবাইলের ব্যাটারী খুলে তার নিচে RM লিখাটি দেখতে পাবেন এবং তার পাশে RM নম্বর টি ও দেথতে পাবেন।
এছাড়াও আপনি চাইলে আপনার ফোনে *#0000# টাইপ করেও দেথতে পারবেন।
Phonix এর মাধ্যমে ফ্লাস দেওয়ার বিষয়টা একটু জটিল। তাই প্রথমে এ বিষয়ে কিছু তথ্য আপনাকে জানিয়ে রাখছি।
আপনি যে কোন সেট ই ফ্লাস দিতে যান না কেন, আপনার কাছে তার RM ফাইলগুলো অবশ্যই থাকতে হবে। তবে চিন্তিত হওয়ার কারন নেই, গুগুল এ সার্চ দিয়ে আপনি আপনার যেকোন মোবাইলের RM ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তবে Google এ কেবল শুধু RM লিখে ফাইলগুলো পেয়ে যেতে পারেন। যেমন- উদহরণস্বরুপ আপনার মোবাইল যদি নোকিয়া ৩১১০ হয় তাহলে আপনি শুধু RM-237 গুগুলে লিখে সার্চ দিলেই আপনার প্রত্যাশিত ফাইলগুলো পেয়ে যেতে পারেন।
যাইহোক, নিচে আমি দুটি লিংক দিচ্ছি যেখান থেকে আপনি কিছু মোবাইলের RM ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। তবে আপনি যখন RM ফাইল ডাউনলোড করতে যাবেন তখন যদি ফাইলটি জিপ অথবা রারফাইলের অবস্থায় না থাকে তাহলে উক্ত RM এর যেগুলো সেখানে দেখতে পাবেন এর সবগুলো ফাইল ডাউনলোড করে নিবেন। মূলত কোন কোন ক্ষেত্রে ৫ টি ১০টি ইত্যাদি সংখ্যক ফাইল দেথতে পাবেন। তবে জিপ বা রার অবস্থায় থাকলে একটি ফাইল ই দেখতে পাবেন এবং সেটা ডাউনলোড করে আনজিপ করে নিলেই হবে। এবং আপনি RM ফাইলগুলো আনজিপ করার সাথে সাথেই পেয়ে যাবেন।
এগুলো মূলত বিভিন্ন সাইজের হয়ে থাকে। যেমন-২০ এমবি, ৫০ এমবি, ৮০ এমবি ইত্যাদি।
লিংক-১
লিংক-২
ফ্লাস দেওয়ার নিয়মাবলী:-
১। ফ্লাস দেওয়ার জন্য প্রথমে প্রয়োজন Phonix সফটওয়্যারটির, তাই নিচের লিংক থেকে ১০০ এমবির এই সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
ডাউনলোড Phonix
২। এবার ডাউনলোড শেষে সফটওয়্যার টি আপনার পিসিতে ইনস্টল দিন। অনেক ক্ষেত্রে আপনার পিসিতে ডট ফ্রেমওয়ার্ক এর আপডেট ভার্সন না থাকার কারণে phonix সফটওয়্যার টি ইনস্টল নিবে না। তাই যাদের কম্পিউটারে Phonix সফটওয়্যাটি ইনস্টল না নিবে, তারা নিচের লিংক থেকে প্রথমে ডট ফ্রেমওয়ার্ক টি ডাউনলোড করে ইনস্টল করে নিন, এবং তারপর Phonix সফটওয়্যার টি আপনার পিসিতে ইনস্টল দিন।
ডাউনলোড ডট ফ্রেমওয়ার্ক
৩। এবার আপনার মোবাইলের RM ফাইল গুলো যেগুলো আপনি পূর্বেই ডাউনলোড করে রেখেছেন সেখানে যান। যদি জিপ অবস্থায় থাকে তাহলে Extract অথবা আনজিপ করে নিন।
৪। এবার RM ফাইলগুলো কে কোথায় রাখবেন নিচ থেকে তা দেখে নিন:-
C ড্রাইভের ভিতরে গিয়ে Program files ফোল্ডার টি ওপেন করুন তারপর এর ভিতরে থাকা Nokia এবং তার ভিতরে থাকা Phonix ফোল্ডার টি ওপেন করুন, তারপর Products ফোল্ডারটি দেখতে পাবেন। এবার সেখান থেকে Products ফোল্ডারটির ভিতরে গিয়ে একটি ফোল্ডার তৈরি করুন। এবং আপনার RM অনুযায়ী সেটার নাম দিন। (যেমন উদাহরণস্বরুপ Nokia-3110 মোবাইলের RM-237, তাই ফোল্ডার টির নাম হবে RM-237)
আপনার মোবাইলের RM অনুযায়ী ফোল্ডার নাম পরিবর্তন করার পর, আপনার ডাউনলোড করা RM ফোল্ডারটি আনজিপ করে ফাইলগুলো ঐ ফোল্ডার টি তে কপি করে রাখুন।
নিচে দেখে নিন আপনার RM ফোল্ডারটির লোকেশন কিরূপ দেখাবে।
C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-237
উল্লেখ্য যে আপনার মোবাইলের RM টি RM-237 এর স্থানে দিন।
বিষয়টা বুঝতে অনেকের একটু কষ্ট হচ্ছে..তাইনা? আসলে আমরা যখন Phonix সফটওয়্যার টির ইনস্টল দিয়েছি তখন অটোমেটিক ভাবে C ড্রাইভের ভিতরে থাকা Program Files নামক ফোল্ডারটিতে Phoenix এবং এর ভিতরে Products নামক ফোল্ডার গুলো তৈরি হয়ে গিয়েছে।
আপনি C ড্রাইভে ঢুকে পর্যায়ক্রমে উপরের লোকেশন অনুযায়ী ঢুকলে Products ফোল্ডারটি দেথতে পাবেন।
এবং সেই ফোল্ডার টির ভিতরে আপনার ডাউনলোড কৃত RM ফোল্ডারটি আনজিপ করে রাখবেন। পরবর্তীতে সেই লোকেশন থেকে RM ফাইলগুলো Phonix প্রোগ্রামটি তে চলে আসবে। আশা করি এবার বিষয়টা বুঝতে পেরেছেন।
৫। এবার ডেস্কটপ থেকে Phonix প্রোগ্রামটি আপনার পিসিতে রান করান।
তারপর একটি ভালো USB ক্যাবল দিয়ে আপনার মোবাইল টি পিসির সাথে কানেক্ট করুন।
এবং নিচের চিত্র অনুযায়ী No connection সিলেক্ট করুন।

৬। এবার নিচের চিত্রটির ন্যায় ফাইল মেন্যুতে গিয়ে Open product এ ক্লিক করুন।

৭। তারপর নতুন একটি উইন্ডো আসবে। আপনি সেখান থেকে আপনার মোবাইলের RM টি সিলেক্ট করে নিন নিচের চিত্রটির মত করে।

৮। এবার মেন্যু থেকে Flashing মেন্যুতে ক্লিক করুন এবং Firmware update লিখাটি সিলেক্ট করুন নিচের চিত্রটির মত করে।

৯। তারপর নিচের চিত্রে মার্ক দিয়ে যে তিনটি ডট চিহ্ন কে বুঝানো হয়েছে ঠিক আপনিও সেই ডট চিহ্নিত স্থানটি তে ক্লিক করুন।

১০। এবার নিচের উইন্ডোটির মতো একটি উইন্ডো আসবে। আপনি সেখানে আপনার variant অথবা product code ফাইলটির উপর ক্লিক করুন।

১১। তারপর নিচের চিত্রটির মত Dead phone USB Flashing এর ঘরটিতে টিক চিহ্ন দিন। নিচের চিত্রে এই স্থানটি কে এক নম্বর দিয়ে দেথানো হয়েছে।
তারপর Refurbish এ ক্লিক করুন, নিচের চিত্রে সেই স্থানটি ২ নম্বর দিয়ে দেখানো হয়েছে।

১২। এরপর আপনার সামনে নিচের মত একটি ডায়ালগ উইন্ডো আসবে, আপনি সেই লিখাগুলো অনুযায়ী পরবর্তী কয়েকটা ধাপ করে নিন।
যেমন, সেখানে যে লিখাগুলো থাকবে সেগুলো হচ্ছে-
USB এর লাইন বিচ্ছিন্ন করতে বলবে, তারপর মোবাইল থেকে ব্যাটারী টি আলাদা করতে বলবে, তারপর পুনরায় USB কম্পিউটারের সাথে কানেক্ট করতে বলবে। এবং তারপর ব্যাটারী টি মোবাইলে প্রবেশ করানোর জন্য বলবে।
সবশেষে মোবাইলের পাওয়ার সুইচে ৮ সেকেন্ড চাপ দিতে বলবে এবং ok লিখাটিতে ক্লিক করতে বলবে।
আপনি এগুলো পর্যায়ক্রমে করে নিন।

১৩। এরপর মোবাইলে ফ্লাস নেওয়া শুরু হবে এবং নিচের চিত্রটির মত দেখাবে। আপনি ফ্লাস শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

১৪। ফ্লাসের শেষ পর্যায়ে আপনি নিচের চিত্রটির মত একটি উইন্ডো দেখবেন। আপনি সেখানে ok তে ক্লিক করুন।
তারপর আপনার মোবাইল টি রিস্টার্ট নিবে। এবং ফ্লাস সাকসেসফুল দেখাবে।

পোষ্টটি করব একথা শুধু বলেই আসছিলাম। কিন্তু আজকে তা করেই ফেললাম। এই পোষ্টটির করার জন্য পাঠক পর্যায় থেকে আমি ব্যাপক সাড়া পেয়েছিলাম তাই কষ্ট হলেও এত বড় পোষ্টটি করতে বিন্দু মাত্র অলসতা করিনি। আশা করছি পোষ্টি পেয়ে সবাই খুশি হবেন।
উক্ত উপায়ে ফ্লাস দিতে আপনার যেকোন সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন। আমি এর যথাসম্ভব সমাধান দিব।
যারা যারা এই পোষ্টটি পড়েছেন তারা যদি একটু কষ্টে করে এই পেজটিতে লাইক দেন তাহলে খুব খুশি হব। এবং উক্ত পেজের দ্বারা আপনাদের সহযোগিতা করার অনেকখানি সুযোগ পাব।
এই পেজটিতে আপনাদের আইটি বিষয়ক সকল প্রকার সমস্যার সমাধান পাবেন বলে আশা রাখি। লাইক দিয়ে এই পেজটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন।
পুরো পোষ্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য অনেক ধন্যবাদ। যদি সামান্যতম উপকারে আসে তাহলে নিজেকে ধন্য মনে করব।
সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

চলুন জেনে নিই একটি খুব কম দামের tablet Pc সম্পর্কে

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ১,১২৫ বার দেখা হয়েছে <<<
সবাইকে সালাম ও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।নিশ্চই সবাই ভাল আছেন।আমরা জানি প্রযুক্তির বাজার এখন রমরমা।কে কার থেকে ভাল সুবিধা দিয়ে কম দামে পন্য বিক্রি করবে সেটারই যেন প্রতিযোগিতা লেগে গেছে।মানুষ চায় এখন সব ধরনের প্রযুক্তি ব্যাবহার করতে।মানুষ মোবাইল ব্যাবহার করলে করে আন্ড্রয়েড ফোন।একজন মানুষ এখন একসাথে একটি আন্ড্রয়েড মোবাইল একটি ট্যাব একখানা ল্যাপটপ।হয়ত অনেকে মোবাইল আর ল্যাপটপই বেশী ব্যাবহার করে একসাথে ট্যাব আর ব্যাবহার করা হয় না।যাই হক আজ আমরা মোটামুটি ভাল মানের একটি কম দামের ট্যাব সম্পর্কে জানবো চলুন জেনে নিই ট্যাবলয়েড পিসিটি আপনাকে কি কি সুবিধা দিচ্ছে।

Full Details:
Brand : MSB
Type : Tablet
Processor : Allwinner A13 Duel Core 1.5 GHz
RAM : RAM 512 MB DDR3,
Hard Drive : HDD 4 GB Support up to 32GB.
Display : 7\\\\\\\\\\\\\\\” Inch16:9 Capacitive Multi Touch (5 Points) Disp
Battery Life : Battery Capacity 3500 mAH
Available Color : black & white
Warranty : 1 year service warranty
Product Details :  3RD GENERATION LATEST TECHNOLOGY
***** Model No: M730A Brand Name: MSB (Millions Birch Company) Hong-Kong
MSB Products Made By Taiwan Not China
Better Quality Brand New Tablet Pc

Price : 8500 TAKA

মোবাইল ল্যাপটপ ও ট্যাবলেটস পিসির বাজার দর ও প্রিভিউ জানতে যেতে পারেন এখানে market

সব ধরনের ভিডিও ফাইল ওপেন করুন [ বেস্ট ৫টি মেডিয়া প্লেয়ার ]

Posted By- Sajib Talukdar ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ১,৬৯৯ বার দেখা হয়েছে <<<


সবাইকে সালাম এবং শুভেচ্ছা,কেমন আছেন সবাই ? আশা করি ভালো ,আজকে একটা চরম পোস্ট শেয়ার  করবো ।
আজকে আমি কিছু মেডিয়া প্লেয়ার শেয়ার করবো,আমার দৃষ্টিতে সেরা ৫।
আমার এই লিস্ট ছাড়াও আরো অনেক প্লেয়ার পাবেন,হয়তো অন্যগুলো আপনার কাছে ভালো লাগতে পাড়ে :P ,যাই হোক কথা বেশি আর বলবো না, সরাসরি চলে যাবো মূল কথাতে,
যা যা থাকছেঃ
  1. VLC Media Player
  2. Media Jukebox
  3. Songbird
  4. Winamp
  5. KMplayer

এখন এই গুলো নিয়ে ছোট করে আলোচনা করবোঃ-
১.VLC Media Player

এটি এমন একটি প্লেয়ার যার কথা বলে শেষ করা যাবে না ,এতে সব ধরনের ভিডিও ফাইল সাপোর্ট করে,এমন কি কনভাট করার সুবিধা আছে,এটি বর্তমানে সব ধরনের অপারেটিং সিস্টেম এর জন্য পাওয়া যাচ্ছে।
[ ডাউনলোড জোন ~ D O W N L O A D Z O N E ]
২.Media Jukebox

সব ধরনের ফাইল সাপোর্ট করার ক্ষেত্রে VLC এর প্রতিদ্বন্দ্বী একে বলা হয়, এটা ইউজ করে সিডি বান থেকে শুরু করে আরো অনেক কিছু করা যায় ,ইউজ না করলে বুজতে পারবেন না :D
[ ডাউনলোড জোন ~ D O W N L O A D Z O N E ]
৩. Songbird

এটি একটি মুক্ত সফটওয়্যার , এটি বর্তমানে ম্যাক,উইন্ডোজ এবং লিনাক্স এর জন্য পাওয়া যাচ্ছে,এছারা যারা মজিলা ইউজ করেন,তাদের জন্য এর একটি অ্যাড অন্স পাওয়া যাচ্ছে।

[ ডাউনলোড জোন ~ D O W N L O A D Z O N E ]

৪.Winamp

এটি একটি অছাম মেডিয়া প্লেয়ার , অনেক দিন আগে আমি এটা ইউজ করতাম, এতে রয়েছে নিজের ইচ্ছা মতো স্ক্রীন কে পরিবরতন করার মতো আরো অনেক সুবিধা, এটি এখন ফ্রী তে পাওয়া যাচ্ছে,এছাড়া আরো নানা সুবিধা পেতে হলে ,আপনাকে আপগ্রেড ক্রএ নিতে হবে :O
[ ডাউনলোড জোন ~ D O W N L O A D Z O N E ]

৫.KMplayer

কেম এর কথা বলতে গেলে আরো একটা আলাদা পোস্ট লাগবে,এটি এখন আর বেশি হিট ,কারন এখন যদি আপনার কাছে একটা ৩ডি চশমা থাকে[ মেড ইন চায়না ] তাহলে তো আর কথাই নেই, নিজের পিসি তে বসে যে কোন মুভি কে এক ক্লিক –এ ৩ডি করতে পাড়েন। এছাড়া সব ধরনের ফাইলকে এটা সাপোর্ট করে ,এর জন্য নাম্বার ওয়ান। যাই হোক এতো বেশি গুন গেয়ে লাভ নেই :P আমি এখন এই একটা মেডিয়া প্লেয়ার এর উপরে ভরসা করি :D
[ ডাউনলোড জোন ~ D O W N L O A D Z O N E ]

  • তাহলে আজ আর নয়,সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেয ।

আনলিমিটেড বাংলা এফ এম রেডিও শুনুন ২৪ ঘণ্টা এর সাথে রেকর্ড করুন!

Posted By- Sajib Talukdar
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> এই পোস্টটি ৪,৬৯৫ বার দেখা হয়েছে <<<
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’ কেমন আছেন সবাই, আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করি। আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি একটি অসাধারন সফ্টওয়্যার যা দিয়ে আপনি ইন্টারনেট থেকে অনলিমিটেড বাংলা এফ ম রেডিও শুনতে পাবেন।আমরা SkyTouch net player সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট থেকে ২৪ ঘণ্টা এফ ম রেডিও শুনতে পারি।
এখনে বাংলাদেশের বেশ কিছু রেডিও চ্যানেল ওয়েব এর মার্ধমে রেডিও
প্রকাশ করে থাকে ।তাছাড়া হিন্দি ইংরেজি বেশ কিছু চ্যানেল আছে ।

চ্যানেল গুলো একবার দেখে নিনঃ
Ø   বাংলা এফাম রেডিও।
Ø   বাংলা অনলাইন রেডিও।
Ø   বি বি সি রেডিও।
Ø   ভি ও এ বাংলা রেডিও।
Ø   ইন্ডিয়া রেডিও।
Ø   ইউ কে রেডিও।  ইত্যাদি………….
এই সফটওয়্যার এর মার্ধমে কম গতিতে রেডিও শুনা য়ায়। হাই কোয়ালিটি মপি৩ ফরম্যাট রেকডিং করা  য়ায়।
ডাউনলোড করতে এখনে ক্লিক করুন
ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।